Tag Archives: Asteroid

সোয়া ২টোয় বড় ঘটনা! সত্যিই ১৫ সেপ্টেম্বর পৃথিবী ধংস হত! কান ঘেঁষে গেল ‘বিপদ’

কলকাতা : অনেক দিন ধরে পৃথিবীর একটি বড়সড় বিপদের কথা শোনা যাচ্ছিল। তবে অবশেষে তা এড়ানো গিয়েছে। সম্প্রতি নাসা সতর্ক করেছিল, ১১০ ফিট বিশাল গ্রহাণু 2024 RN16 ১৫ সেপ্টেম্বর পৃথিবীতে আঘাত হানতে পারে। তবে এই গ্রহাণু RN16 পৃথিবী থেকে ১৬ লক্ষ কিলোমিটার অতিক্রম করেছে।

১০৪,৭৬১ কিলোমিটার বেগে চলা এই গ্রহাণু যদি পৃথিবীর সঙ্গে ধাক্কা খেত, তা হলে তা বড় বিপদ ঘটাতে পারত। এর প্রভাবে বায়ুমণ্ডলে শক ওয়েভ তৈরি হতে পারত।

গ্রহাণু RN16 অ্যাপোলো গ্রহাণু গোষ্ঠীর অংশ, যা পৃথিবীর জন্য বিপদ বলে মনে করা হচ্ছিল। এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে মাত্র ২৯ কিলোমিটার উপরে বিস্ফোরণ ঘটাত। যার ফলে বিপুল পরিমাণ শক্তি নির্গত হত।

আরও পড়ুন- বিশ্বের সেরা বোলার কে? লারা বলে দিলেন নাম! ‘এই’ বোলারকে সবাই ভয় পায়!

এই শক্তির পরিমাণ ১৬ মেগাটন TNT-এর সমতুল্য হবে। এটি একটি বিশাল শকওয়েভ তৈরি করত, যা পৃথিবীর জনজীবনকে প্রভাবিত করতে পারত।

NASA গ্রহাণু 2024 RN16-কে পৃথিবীর কাছাকাছি আসা বস্তু হিসেবে চিহ্নিত করেছিল। এটি অ্যাপোলো গ্রহাণু গোষ্ঠীর অংশ, যার কক্ষপথ সূর্যের চারপাশে পৃথিবীর পথ দিয়ে যায়। কখনও কখনও এটি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে। এই আকারের একটি গ্রহাণুর সংঘর্ষ খুবই বিরল বলে মনে করা হয়। এই ধরনের ঘটনা ৯৯০ ​​বছরে একবারই ঘটে।

গ্রহাণু RN 16 পৃথিবীর কোনো ক্ষতি না করেই চলে গিয়েছে। কিন্তু আরেকটি গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে আসছে। গ্রহাণু অ্যাপোফিসকে ধ্বংসের দেবতা বলা হয়।

আরও পড়ুন- ১৯ সেপ্টেম্বর ভারত-বাংলাদেশ টেস্ট দেখবেন কোথায়? ক’টা থেকে শুরু? রইল সব আপডেট

এই বিশাল গ্রহাণুটি ক্রিকেট স্টেডিয়ামের চেয়েও বড় বলে অনুমান করা হচ্ছে। বিজ্ঞানীদের মতে, এই গ্রহাণুটি ১৩ এপ্রিল ২০২৯-এ পৃথিবীর কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। নাসার পাশাপাশি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)ও গ্রহাণু অ্যাপোফিসের দিকে কড়া নজর রাখছে।

পৃথিবীর গা ঘেঁষে বেরোবে ‘বিপদ’! বড় আশঙ্কা করছে নাসা, ভয়ঙ্কর খবর

‘৯৯৯৪২ অ্যাফোফিস’। পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালাকার এক গ্রহাণু। আর এই গ্রহাণুর উপর নজর রাখছে নাসা ও ইসরো।
‘৯৯৯৪২ অ্যাফোফিস’। পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালাকার এক গ্রহাণু। আর এই গ্রহাণুর উপর নজর রাখছে নাসা ও ইসরো।
২০২৯ সালের এপ্রিলে এই গ্রহাণুর আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নিয়ার আর্থ অবজেক্ট এই গ্রহাণুকে পৃথিবীর বিপদ হিসেব ধরা হচ্ছে।
২০২৯ সালের এপ্রিলে এই গ্রহাণুর আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নিয়ার আর্থ অবজেক্ট এই গ্রহাণুকে পৃথিবীর বিপদ হিসেব ধরা হচ্ছে।
পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে এই গ্রহাণু। কিন্তু সংঘর্ষের সম্ভাবনা কম। তবে সংঘর্ষের সম্ভাবনা যে নেই, তা নয়।
পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে এই গ্রহাণু। কিন্তু সংঘর্ষের সম্ভাবনা কম। তবে সংঘর্ষের সম্ভাবনা যে নেই, তা নয়।
পৃথিবী থেকে ৩২ হাজার কিমি দূর দিয়ে এই গ্রহাণুর যাওয়ার সম্ভাবনা। তবে এখনও এই গ্রহাণুর গতিপথ বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পৃথিবী থেকে ৩২ হাজার কিমি দূর দিয়ে এই গ্রহাণুর যাওয়ার সম্ভাবনা। তবে এখনও এই গ্রহাণুর গতিপথ বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১১০০ ফিট-এর এই গ্রহাণু আছড়ে পড়লেই নির্গত হবে ১২০০ মেগাটন টিএনটি। ফলে বহু জনপদ ধ্বংস হয়ে যেতে পারে।
১১০০ ফিট-এর এই গ্রহাণু আছড়ে পড়লেই নির্গত হবে ১২০০ মেগাটন টিএনটি। ফলে বহু জনপদ ধ্বংস হয়ে যেতে পারে।

ধেয়ে আসছে গ্রহাণু Asteroid Apophis, চিন্তা বাড়ছে NASA থেকে ISRO-র

পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু অ্যাপোফিস! নজর রেখেছে NASA থেকে ISRO। সম্ভাবনা ২০২৯ সালেই পৃথিবীর মাটিতে এসে পড়বে এই গ্রহাণু। ফলে এই গ্রহাণুর গতি ও গতিপথের উপর নজর রাখতে শুরু করেছে নাসা ও ইসরো।

Two Asteroids Approaching Earth: বড় বিপদের সামনে কি পৃথিবী? তীব্র গতিতে ধেয়ে আসছে গ্রহাণু, নাসা যা বলল

ওয়াশিংটন: নাসার তরফ থেকে জানানো হয়েছে, পৃথিবীর দিকে ছুটে আসছে দু’টো গ্রহাণু৷ ১০ অগাস্ট, এই গ্রহাণু দুটোর পৃথিবীর দিকে আসার আশঙ্কা রয়েছে৷

পৃথিবীর সবচেয়ে কাছ থেকে যেতে চলেছে গ্রহাণু ২০২৪ কেএইচথ্রি৷ নাসা থেকে বলা হয়েছে, সেকেন্ডে ১১.৪২ কিলোমিটার বেগে ছুটে আসছে এই বিশালাকার গ্রহাণুটি৷

আরও পড়ুন: রাশিয়ার মাটিতে ইউক্রেনের সেনা! কোন দিকে মোড় নিচ্ছে রাশিয়া-ইউক্রেন সংঘাত

ওই একই দিনে আরও একটা তুলনামূলক ছোট এক গ্রহাণু পৃথিবীর দিকে আসার কথা৷

জানা যাচ্ছে, এই গ্রহাণুটির আকার প্রায় ১১০ ফুট৷ এটি পৃথিবীর ৪,০১০,০০০ মাইলের মধ্যে দিয়ে যাবে৷ এই গ্রহাণুর নামকরণ করা হয়েছে ‘২০২৪ পিকে১’ নামে৷

আরও পড়ুন: মলদ্বীপ সফরে এস জয়শঙ্কর, দু’দেশের মধ্যে সম্পর্কের বরফ কি গলতে শুরু করেছে?

যদিও নাসার তরফ থেকে জানানো হয়েছে, এই নিয়ে ভয়ের কোনও কারণ নেই৷ গ্রহাণু দু’টো যদি কক্ষপথ না বদলায়, তা হলে পৃথিবী থেকে নিরাপত্তা দূরত্বেই অতিক্রম করবে দুই গ্রহাণু৷

Asteroid: পৃথিবীর দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে গ্রহাণু! কী জানাল নাসা? শুনলে চমকে যাবেন

নয়াদিল্লি: পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল বড় এক গ্রহাণু। এমনটাই জানানো হয়েছে নাসার তরফ থেকে। ১১০ ফুটের বিশাল এই গ্রহাণু আগামি ৩রা অগাস্ট ৩৭৫১০ কিলোমিটার গতিতে পৃথিবীতে ধেয়ে আসছে। প্রায় একটি উড়োজাহাজের মাপের মতন বিশাল এই গ্রহাণু পৃথিবীর খুব কাছ ঘেঁষে চলে যাওয়ার কথা জানিয়েছে নাসা।
এই গ্রহাণুটির নাম ২০২৪ ওজে২, প্রায় ৩৭ হাজার ৫১০কিলোমিটার তীব্র গতিতে ধেয়ে এলেও তা পৃথিবীর কোনও ক্ষতি করবে না বলে মত নাসার।
নাসার পপুলেশন ল্যাবরেটরির তরফ থেকে জানানো হয়েছে দুটি গ্রহাণু- ২০২৪ ওই এবং ২০২৪ ওও দুটিই পৃথিবীর কোনও ক্ষতি করবে না। কারণ তীব্র গতিতে ধেয়ে এলেও তা পৃথিবীর প্রায় ৭১ লক্ষ ৬০ হাজার কিলোমিটার দূর থেকেই পেরিয়ে যাবে।

আরও পড়ুন: ভবিষ্যতের ফ্যান এটাই! ইলেকট্রিক বিল কমবে, বাজার দখল করছে এই সিলিং ফ্যান
এর আগে অগাস্টের পয়লাতেও খুব কাছ থেকে পর পর দুটি গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে চলে যায়। এর আগেও বহু গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে চলে গেছে। তাতে পৃথিবীর ক্ষতি হয়নি। কিছু কিছু গ্রহাণু পৃথিবীর খুব কাছে চলে এলে তাঁকে “নিয়ার আর্থ অবজেক্ট” বা “নিও” বলে অভিহিত করা হয়।
কিন্তু গ্রহাণু আদতে কী?
ছোটখাটো গ্রহের অবশিষ্টাংশকেই গ্রহাণু বলে অভিহিত করা হয়। এই গুলো প্রায় ৪৬০ কোটি বছরের পুরনো গ্রহের অংশ। জ্যোতির্বিজ্ঞানীরা এই গ্রহাণুগুলির গতিপথ গুলি নির্ধারণ করেই তা পৃথিবীর পক্ষে ক্ষতিকর কিনা তা নির্ণয় করেন।
এইরকমই একটি গ্রহাণু আজ থেকে ৬৬ লক্ষ বছর আগে পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল। যার ফলে পৃথিবীর বুক থেকে মুছে যায় এক সময়ে দাপিয়ে বেড়ানো ডায়নোসররা।
সিরিস,ভেস্টা এবং পালাস এই গুলি হল সৌরজগতের অন্যতম পরিচিত গ্রহাণুর নাম। নাসা-সহ অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাগুলি নজর রাখে এই ধরনের গ্রহাণুগুলির উপর।
তেমনই নাসার তরফ থেকে জানান হয়েছে, পৃথিবীর পক্ষে এই গ্রহাণু কোনও ধরনের ক্ষতির সম্ভাবনা ডেকে আনবে না।