Tag Archives: Baby Care

Baby Names: ২০২৪-এ বাচ্চাদের এই নামগুলি বিলুপ্ত হয়ে যাবে? অবাক করা সব নাম তালিকায়! জানুন

সময়ের সঙ্গে সঙ্গে নামের ধরনে বদল এসেছে। আজকাল আর কেউ কন্যাসন্তানের নাম মিনতি, আরতি বা কনকবালা রাখতে চান না। ছেলের নামকরণের ক্ষেত্রেও এসেছে ভিন্ন স্বাদ। ইদানীং ভারতীয় বাচ্চাদের নামকরণে এসেছে বিদেশি ছোঁয়াও। তবে ২০২৪ সালে বেশ কিছু নাম আর সন্তানের নামকরণে ব্যবহার হবে না, বিলুপ্ত হয়ে যাবে, এমন এক তালিকা প্রকাশিত হয়েছে। তাতে ভারতীয় বেশ কিছু অতি জনপ্রিয় নামও রয়েছে।
সময়ের সঙ্গে সঙ্গে নামের ধরনে বদল এসেছে। আজকাল আর কেউ কন্যাসন্তানের নাম মিনতি, আরতি বা কনকবালা রাখতে চান না। ছেলের নামকরণের ক্ষেত্রেও এসেছে ভিন্ন স্বাদ। ইদানীং ভারতীয় বাচ্চাদের নামকরণে এসেছে বিদেশি ছোঁয়াও। তবে ২০২৪ সালে বেশ কিছু নাম আর সন্তানের নামকরণে ব্যবহার হবে না, বিলুপ্ত হয়ে যাবে, এমন এক তালিকা প্রকাশিত হয়েছে। তাতে ভারতীয় বেশ কিছু অতি জনপ্রিয় নামও রয়েছে।
অর্থাৎ এখন থেকে কোন কোন নাম আর কোনও মা-বাবা তাঁদের সন্তানের নামকরণে ব্যবহার করবেন না। বেবিসেন্টারের প্রকাশিত ২০২৪-এর তালিকায় এমনই সব জনপ্রিয় নাম রয়েছে। বলা হয়েছে, ২০২৪ সাল থেকে সম্ভবত এই নামগুলি আর নামকরণ করা হবে না। (প্রতীকী ছবি)
অর্থাৎ এখন থেকে কোন কোন নাম আর কোনও মা-বাবা তাঁদের সন্তানের নামকরণে ব্যবহার করবেন না। বেবিসেন্টারের প্রকাশিত ২০২৪-এর তালিকায় এমনই সব জনপ্রিয় নাম রয়েছে। বলা হয়েছে, ২০২৪ সাল থেকে সম্ভবত এই নামগুলি আর নামকরণ করা হবে না। (প্রতীকী ছবি)
তালিকায় রয়েছে ভারতীয়দের অত্যন্ত জনপ্রিয় নাম অর্জুন। এই নামের অর্থ রুপোর তৈরি দ্রব্য। সাদা বা উজ্জ্বল কোনও কিছু বোঝাতে এই শব্দ ব্যবহার হয়। (প্রতীকী ছবি)
তালিকায় রয়েছে ভারতীয়দের অত্যন্ত জনপ্রিয় নাম অর্জুন। এই নামের অর্থ রুপোর তৈরি দ্রব্য। সাদা বা উজ্জ্বল কোনও কিছু বোঝাতে এই শব্দ ব্যবহার হয়। (প্রতীকী ছবি)
জার্মান শব্দ ওয়ালটার নামটিও আর ২০২৪-এ বাদ যাওয়া নামের তালিকায রয়েছে। ওয়ালটারের অর্থ সেনা কমান্ডার। রয়েস রয়েছে বাদ যাওয়া নামের তালিকায়। জার্মান এই শব্দের অর্থ খ্যাতি। (প্রতীকী ছবি)
জার্মান শব্দ ওয়ালটার নামটিও আর ২০২৪-এ বাদ যাওয়া নামের তালিকায রয়েছে। ওয়ালটারের অর্থ সেনা কমান্ডার। রয়েস রয়েছে বাদ যাওয়া নামের তালিকায়। জার্মান এই শব্দের অর্থ খ্যাতি। (প্রতীকী ছবি)
আরবী নাম খালিদ রয়েছে তালিকায়। এর অর্থ শাশ্বত। তালিকায় রয়েছে নাসির, রোনান, হেনড্রিকস, ইডেন নামগুলিও। (প্রতীকী ছবি)
আরবী নাম খালিদ রয়েছে তালিকায়। এর অর্থ শাশ্বত। তালিকায় রয়েছে নাসির, রোনান, হেনড্রিকস, ইডেন নামগুলিও। (প্রতীকী ছবি)
রোরি একটি খুবই জনপ্রিয় নাম। ছেলে বা মেয়েদের ডাকনামে ব্যবহৃত হয়। এর অর্থ রাজা। তালিকায় রয়েছে হেডেন নামটিও। বিলুপ্ত হয়ে যাবে কেট নামটিও। গ্রিক ও ইংরেজি শব্দ কেট-এর অর্থ পবিত্র। (প্রতীকী ছবি)
রোরি একটি খুবই জনপ্রিয় নাম। ছেলে বা মেয়েদের ডাকনামে ব্যবহৃত হয়। এর অর্থ রাজা। তালিকায় রয়েছে হেডেন নামটিও। বিলুপ্ত হয়ে যাবে কেট নামটিও। গ্রিক ও ইংরেজি শব্দ কেট-এর অর্থ পবিত্র। (প্রতীকী ছবি)
আরিয়া নামটিও বিলুপ্ত হতে চলেছে। এর অর্থ শক্তি ও সততা। তালিকায় রয়েছে ডায়ানা, আলায়া, অ্যাঞ্জেলা, নোরা। (প্রতীকী ছবি)
আরিয়া নামটিও বিলুপ্ত হতে চলেছে। এর অর্থ শক্তি ও সততা। তালিকায় রয়েছে ডায়ানা, আলায়া, অ্যাঞ্জেলা, নোরা। (প্রতীকী ছবি)
বিলুপ্ত হবে মীরা নামটিও। মীরার অর্থ শান্তিপূর্ণ, অসাধারণ ও সাহায্যকারী। (প্রতীকী ছবি)
বিলুপ্ত হবে মীরা নামটিও। মীরার অর্থ শান্তিপূর্ণ, অসাধারণ ও সাহায্যকারী। (প্রতীকী ছবি)

Baby Crying at Night: দিনে ঘুম-রাতে কান্না! সদ্যোজাত শিশুরা কেন রাতেই বেশি কাঁদে? ৯০% মানুষই জানেন না…! কী বলছেন চিকিৎসক?

ছোট বাচ্চাদের নিয়ে নানারকমের বায়নাক্কা লেগেই থাকে ৷ বিশেষত, ছোটদের ঘুমের ধরন সম্পূর্ণ আলাদা। তারা দিনের বেলা ঘুমায়, কিন্তু রাত হলেই জেগে ওঠে। শুধু তাই নয়, ঘুম থেকে ওঠার পর ছোট বাচ্চারা বারবার কাঁদতে থাকে। নবজাতক শিশুরা প্রায়শই রাতে জেগে থাকে। এটি বেশিরভাগই শিশুদের সঙ্গে ঘটে এবং এটি স্বাভাবিক বলে বিবেচিত হয়। প্রতীকী ছবি৷
ছোট বাচ্চাদের নিয়ে নানারকমের বায়নাক্কা লেগেই থাকে ৷ বিশেষত, ছোটদের ঘুমের ধরন সম্পূর্ণ আলাদা। তারা দিনের বেলা ঘুমায়, কিন্তু রাত হলেই জেগে ওঠে। শুধু তাই নয়, ঘুম থেকে ওঠার পর ছোট বাচ্চারা বারবার কাঁদতে থাকে। নবজাতক শিশুরা প্রায়শই রাতে জেগে থাকে। এটি বেশিরভাগই শিশুদের সঙ্গে ঘটে এবং এটি স্বাভাবিক বলে বিবেচিত হয়। প্রতীকী ছবি৷
তবে অনেক সময় ছোট বাচ্চারা সমস্যার কারণে কান্নাকাটি শুরু করে। শিশু বিশেষজ্ঞদের মতে, নবজাতক শিশুদের ঘুমের চক্র প্রাপ্তবয়স্কদের থেকে আলাদা। তারা রাতে জেগে থাকে, দিনে আরামে ঘুমায়। এর কারণও খুব মজার। যা জানলে সকলেই হতবাক হয়ে যাবেন৷ প্রতীকী ছবি৷
তবে অনেক সময় ছোট বাচ্চারা সমস্যার কারণে কান্নাকাটি শুরু করে। শিশু বিশেষজ্ঞদের মতে, নবজাতক শিশুদের ঘুমের চক্র প্রাপ্তবয়স্কদের থেকে আলাদা। তারা রাতে জেগে থাকে, দিনে আরামে ঘুমায়। এর কারণও খুব মজার। যা জানলে সকলেই হতবাক হয়ে যাবেন৷ প্রতীকী ছবি৷
ফোর্টিস লা ফেম হাসপাতাল, দিল্লির সিনিয়র কনসালটেন্ট, পেডিয়াট্রিক্স অ্যান্ড নিউওনাটোলজি বিভাগের ডা. অবধেশ আহুজার মতে, একটি নবজাতক শিশুর ঘুম থেকে ওঠার চক্রটি এরকম, রাতে জেগে ও দিনে ঘুমানো। গর্ভাবস্থায়, মা যখন দিনের বেলা হাঁটেন, তখন শিশুর দোল পায় এবং শিশু আরামে ঘুমায়। নবজাতক শিশুর ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটে। প্রতীকী ছবি৷
ফোর্টিস লা ফেম হাসপাতাল, দিল্লির সিনিয়র কনসালটেন্ট, পেডিয়াট্রিক্স অ্যান্ড নিউওনাটোলজি বিভাগের ডা. অবধেশ আহুজার মতে, একটি নবজাতক শিশুর ঘুম থেকে ওঠার চক্রটি এরকম, রাতে জেগে ও দিনে ঘুমানো। গর্ভাবস্থায়, মা যখন দিনের বেলা হাঁটেন, তখন শিশুর দোল পায় এবং শিশু আরামে ঘুমায়। নবজাতক শিশুর ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটে। প্রতীকী ছবি৷
চিকিৎসক আরও বলেছেন, ছোট বাচ্চাদের কান্না স্বাভাবিক হলেও রাতে বাচ্চা বেশি কান্না করলে পেটে ব্যথা ও গ্যাস হতে পারে। একটি নবজাতক শিশুর পেটে ব্যথা বেশি হয় এবং রাতে গ্যাস বেশি হয়। সাধারণত এই কারণে শিশুরা বেশি কান্নাকাটি করে। প্রতীকী ছবি৷
চিকিৎসক আরও বলেছেন, ছোট বাচ্চাদের কান্না স্বাভাবিক হলেও রাতে বাচ্চা বেশি কান্না করলে পেটে ব্যথা ও গ্যাস হতে পারে। একটি নবজাতক শিশুর পেটে ব্যথা বেশি হয় এবং রাতে গ্যাস বেশি হয়। সাধারণত এই কারণে শিশুরা বেশি কান্নাকাটি করে। প্রতীকী ছবি৷
চিকিৎসকের মতে, নবজাতক শিশু রাতে টয়লেট করার পর ভিজে গেলেও কান্না করতে শুরু করে। এমন পরিস্থিতিতে তাদের ডায়াপার রাতে কয়েকবার পরীক্ষা করা উচিত এবং প্রয়োজনে পাল্টানো উচিত। এমনকি শিশুর খিদে পেলেও সে কাঁদতে থাকে। এমন অবস্থায় রাতেও কিছুক্ষণ পর পর বাচ্চাকে খাওয়ান। প্রতীকী ছবি৷
চিকিৎসকের মতে, নবজাতক শিশু রাতে টয়লেট করার পর ভিজে গেলেও কান্না করতে শুরু করে। এমন পরিস্থিতিতে তাদের ডায়াপার রাতে কয়েকবার পরীক্ষা করা উচিত এবং প্রয়োজনে পাল্টানো উচিত। এমনকি শিশুর খিদে পেলেও সে কাঁদতে থাকে। এমন অবস্থায় রাতেও কিছুক্ষণ পর পর বাচ্চাকে খাওয়ান। প্রতীকী ছবি৷
জন্মের পর থেকে ৬ মাস পর্যন্ত শিশুদের মায়ের দুধ খাওয়ানোই সবচেয়ে বেশি উপকারী। দুধ খাওয়ানোর পরে ঠিক ১০ মিনিটের জন্য কাঁধে রাখুন। শিশুকে রাতে আপনার সঙ্গে ঘুমানোর ব্যবস্থা করুন, যাতে সে ভাল করে ঘুমাতে পারে। প্রতীকী ছবি৷
জন্মের পর থেকে ৬ মাস পর্যন্ত শিশুদের মায়ের দুধ খাওয়ানোই সবচেয়ে বেশি উপকারী। দুধ খাওয়ানোর পরে ঠিক ১০ মিনিটের জন্য কাঁধে রাখুন। শিশুকে রাতে আপনার সঙ্গে ঘুমানোর ব্যবস্থা করুন, যাতে সে ভাল করে ঘুমাতে পারে। প্রতীকী ছবি৷
 নবজাতক শিশু কান্নাকাটি করলে  অনেকেই নিজেদের মতো করে চিকিৎসা করেন৷ তার কানে বা নাকে তেল ইত্যাদি দিয়ে থাকেন৷ তবে এটা করা মোটেই উচিত নয়। এতে করে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। প্রতিদিন ঠিক রাতের বেলাতেই শিশু যদি  খুব কান্নাকাটি করে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। প্রতীকী ছবি৷
নবজাতক শিশু কান্নাকাটি করলে অনেকেই নিজেদের মতো করে চিকিৎসা করেন৷ তার কানে বা নাকে তেল ইত্যাদি দিয়ে থাকেন৷ তবে এটা করা মোটেই উচিত নয়। এতে করে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। প্রতিদিন ঠিক রাতের বেলাতেই শিশু যদি খুব কান্নাকাটি করে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। প্রতীকী ছবি৷
বিশেষজ্ঞদের মতে, শিশুদের সুস্থ রাখতে তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। একটি শিশু নেওয়ার আগে, হাত ধুয়ে নেওয়া উচিত, যাতে কোনও ধরণের সংক্রমণ না ছড়ায়। বাড়ির কারোর সর্দি, কাশি বা জ্বর থাকলে শিশুর থেকে দূরে থাকুন বা মাস্ক ব্যবহার করুন। নবজাতক শিশুর অতিরিক্ত কান্না, স্তন্যপান কম বা না করা, বা জ্বর হলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই চিকিৎসা করানো উচিত।  প্রতীকী ছবি৷
বিশেষজ্ঞদের মতে, শিশুদের সুস্থ রাখতে তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। একটি শিশু নেওয়ার আগে, হাত ধুয়ে নেওয়া উচিত, যাতে কোনও ধরণের সংক্রমণ না ছড়ায়। বাড়ির কারোর সর্দি, কাশি বা জ্বর থাকলে শিশুর থেকে দূরে থাকুন বা মাস্ক ব্যবহার করুন। নবজাতক শিশুর অতিরিক্ত কান্না, স্তন্যপান কম বা না করা, বা জ্বর হলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই চিকিৎসা করানো উচিত। প্রতীকী ছবি৷