Tag Archives: Bagnan

Howrah News: লজেন্স খেলনা বা বইখাতা নয়, ছোটদের এ কী বিতরণ করছেন এই শিক্ষক!

হাওড়া: দেশপ্রেম জাগাতে শিশু হাতে জাতীয় পতাকা! অল্প বয়স থেকেই শিশু মনে দেশপ্রেম থাকা প্রয়োজন। তা দেশ ও দশের কল্যাণ। সেইদিক গুরুত্ব রেখেই শিক্ষকের অভিনব উদ্যোগ। শিশুদের মনে দেশপ্রেম জায়গাতে তিনি হাতিয়ার করেছেন দেশের জাতীয় পতাকা। এবার ৭৬ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিক্ষক সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে শিশুদের হাতে তুলে দিচ্ছেন আমাদের দেশের জাতীয় পতাকা। আমাদের দেশ আমাদের এই মাতৃভূমি আর এই দেশের জাতীয় পতাকা আমাদের গর্বের। এই গর্ব দেশের ছেলে বুড়ো সমস্ত নাগরিকের। তাইতো আমরা শ্রদ্ধা ভক্তি ভরে আমাদের জাতীয় পতাকাকে মাথায় করে রাখি। সেই শ্রদ্ধা ভক্তি এদেশের শিশু মনে জাগাতেই পথে পথে ছোটছোট পড়ুয়াদের হাতে তুলে দিচ্ছেন জাতীয় পতাকা।

আরও পড়ুন: ১৮৩ বছরের স্কুল নানান সমস্যায় জর্জরিত, কমছে পড়ুয়ার সংখ্যা

শিক্ষকের এই উদ্যোগকে সাদরে গ্রহণ করছেন ছোট ছোট শিশুরা। গভীর আন্তরিকতার সঙ্গে আনন্দে শিশুরা জাতীয় পতাকা গ্রহণ করছেন। এমনই দৃশ্য দেখা গেল হাওড়ার বাগানানে।১৯৪৭ সালের ২২ শে জুলাই ভারতীয় গণপরিষদে সিলেক্টেড হয়েছিল বর্তমান ভারতীয় জাতীয় পতাকার। অর্থাৎ আমরা যে জাতীয় পতাকাকে চিনি, তার জন্মদিন ছিল ২২ শে জুলাই। এই দিনকে সামনে রেখে এই কর্মসূচির সূচনা করলেন শিক্ষক। সোমবার হাওড়া বাগনান থানা এলাকার ডিএম বি মোড়ে স্কুল ছাত্রদের হাতে জাতীয় পতাকা উপহার দিতে দেখা গেল শিক্ষককে।তিনি স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাথমিক স্কুলের শিক্ষককের এমন কাণ্ড।

আরও পড়ুন:  প্ল্যাটফর্মের গাছ না কেটে প্রতিস্থাপন হাওড়া স্টেশনে! পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেলের

জানা গিয়েছে বাগনানের ছিলামপুর প্রাথমিক স্কুলের সহশিক্ষক মধুসূদন বাগ। বেশ কিছু জাতীয় পতাকা কিনে রেখেছেন তিনি। উদ্দেশ জাতীয় পতাকা উপহার দিয়ে জাতীয় পতাকা বিষয়ে তথ্য প্রদান এবং দেশের প্রতি ভালোবাসা তৈরি করা তাঁর লক্ষ্য। ডি এম বি মোড়ে তিনি বেশ কিছু স্কুল ফেরত কিশোরদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। পাশাপাশি তিনি ছাত্রদের এও জানান, বিশ্বের সবচেয়ে সুন্দর পতাকা হিসেবে ভারতের জাতীয় পতাকা স্বীকৃত হয়েছে। বলাই বাহুল্য এই তথ্যটি জানার পর, ছাত্ররা এ বিষয়ে আরও উচ্ছ্বসিত হয়ে ওঠে। আর এই দৃশ্য দাঁড়িয়ে তারিয়ে তারিয়ে উপভোগ করলেন বেশ স্থানীয় ও পথ চলতি মানুষ, সেই সঙ্গে শিক্ষকের এই উদ্যোগকে কুর্নিশ জানালেন সকলে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

Howrah News: বন্যপ্রাণ রক্ষায় সচেতন হচ্ছে গ্রামের মানুষ! বিষধর ধরা পড়লেই ডাক পরছে পরিবেশকর্মীর

হাওড়া: বিশাল আকার কেউটে উদ্ধার পরিবেশপ্রেমীদের তৎপরতায়! যদিও এমন ঘটনা এটাই প্রথম নয়। জেলার বিভিন্ন এলাকায় সাপ আটকে পড়ছে বা মানুষের বাড়িতে ঢুকে পড়ছে। একসময় মানুষ অসচেতনতার কারণে এদের প্রাণে মারার চেষ্টা করত। তবে বর্তমানে সেই প্রবণতা একেবারেই কমে গিয়েছে। বর্তমান সময়ে বন্যপ্রাণী বা সাপ লোকালয়ে অথবা মানুষের বাড়িতে প্রবেশ করার মতো প্রতিকূল পরিস্থিতি দেখলে বন দফতর বা পরিবেশ প্রেমীদের খবর দেওয়া হয় উদ্ধারের জন্য।

আরও পড়ুন: দৈত্যাকার! সোনা নাকি মাছ বোঝা যায়, এতটাই দাম শুনলে চোখ কপালে উঠবে

এদিন বাগনান ২ নম্বর ব্লকের চন্দভাগা গ্রামের নেপাল দাস মাছ ধরার মুগরি তুলতে গেলে দেখেন তার মধ্যে বিশাল আকার কেউটে। তিনি সাপটিকে না প্রাণী মারার চেষ্টা করে গ্রামের মানুষকে জানায়। খবর শুনে স্থানীয় পরিবেশপ্রেমী যুবক পুষ্পেন্দু তুঙ্গ হাওড়া জেলার যৌথ পরিবেশ বঞ্চিত সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের চিত্রক প্রামাণিক, রঘুদেব মান্না এবং সুমন্ত দাস তিনজন সক্রিয় সদস্য।

আরও পড়ুন: সাত বছর ধরে একাই আবর্জনা মুক্ত করছেন গঙ্গাকে! ব্যবসায়ীর কাণ্ড দেখে বিস্মিত হবেন

এ পরিবেশ প্রেমীদের কথায় জানা যায়, ঘটস্থলে পৌঁছে স্থানীয় মানুষের সহযোগিতায় জল থেকে ডাঙায় তোলা হয়। এরপর মুগরির একাংশের জাল কেটে। যাতে সাপটি কোন ভাবে আঘাতপ্রাপ্ত না হয়। অতি সাবধানতার সঙ্গে মুগরি থেকে বের করা হয়। সাপটি উদ্ধারের পর স্থানীয় মানুষকে সাপের আতঙ্ক মুক্ত করতে বিশেষ বার্তা। একইসঙ্গে সাপে কামড় থেকে কিভাবে মানুষের প্রাণ বাঁচবে সে বিষয়ে তথ্য প্রদান স্থানীয় মানুষকে। এ প্রসঙ্গে পরিবেশপ্রেমী চিত্রক প্রামাণিক জানান, সাপটি লম্বায় প্রায় ৫ ফুট। সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধারের পর নিরাপদ একটি স্থানে মুক্ত করে দেওয়া হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

Howrah News: শোরুমের ভিতর ধূসর রঙের ওটা কী! সারা শরীর লোমে ঢাকা, কাছে যেতেই যা কাণ্ড ঘটল…

হাওড়া: ইলেকট্রনিক্স শোরুমে দেখা মিলল ভাম বা ইন্ডিয়ান সিভেট! বেজির মতো দেখতে আকারে অনেকটা বড়। লিভেরিডি পরিবারের এটি গন্ধগোকুল জাতীয় প্রাণী। রঙ ধূসরের উপর কালো ডোরাকাটা ছোপ। লম্বা লেজ সূচালো মুখ গোটা শরীর লোম দিয়ে ঢাকা। নিশাচর প্রকৃতির এটি বিলুপ্তপ্রায় একটি প্রাণী।

গাছের উপর বনে জঙ্গলে আবার কখনওমানুষের বাড়িতে বাসা তৈরি করে। জেলার গ্রামাঞ্চলে এদের বেশি দেখা যায়। এদিন হাওড়ার বাগনানে একটি ইলেকট্রনিক শোরুমে ভাম বা এশিয়ান পাম সিভেট আটকে পড়ে। শোরুমের কর্মীরা দেখেন, সেখানে ক্রেতারা এসে প্রাণীটিকে দেখে হই হট্টগোল শুরু করে দেয়। অনেকেই এমন প্রাণী এর আগে কখনও দেখেনি। দেখার জন্য সেই সমস্ত মানুষ দারুণ উৎসাহিত হয়ে পড়ে।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

এদিকে প্রাণীটিকে একপলক দেখা মাত্রই, শোরুমের স্টাফ অরূপ প্রামানিক যোগাযোগ করে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাসের সঙ্গে। খবর পেয়ে সুমন্ত দাস ও ইমন ধাড়া ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে বহু লোকজন জড়ো হয়ে গেছে সেখানে। কিছুক্ষণের চেষ্টায় ভাম টিকে উদ্ধার করেন এবং সমস্ত মানুষদের প্রাণীটি সম্বন্ধে সচেতন করেন। একটি নিরাপদ স্থানে শোরুমের পাশেই একটি জঙ্গলে মুক্ত করে দেওয়া হয় প্রাণীটিকে।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

পরিবেশ প্রেমীদের কথায় জানা যায়, সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। যে কারণে সাপ পাখি বা এই ধরনের বন্যপ্রাণীদের দেখলে। তাদেরকে কোনওরকম অসুবিধার না করে বনদফতর বা পরিবেশ প্রেমীদের সঙ্গে যোগাযোগ করছে মানুষ। যাতে ওই প্রাণীর কোনও রকম ক্ষতি না হয়।

রাকেশ মাইতি