Tag Archives: Bangladesh

Bangladesh News: হচ্ছে টা কী? শাকিব সহ সিনিয়ররা খেলবেন না জিম্বাবোয়ের বিরুদ্ধে, তামিমের খোঁজ নেই!

#কলকাতা: শাকিব আল হাসান বাংলাদেশ বনাম জিম্বাবোয়ের টেস্ট সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন৷ বিসিবি-র ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন৷ শাকিব আল হাসান সামনের সপ্তাহের ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেও খেলবেন না৷

তামিম ইকবাল, মহমদুল্লাহ এবং মুশফিকুর রহিম এই তিন সিনিয়র ক্রিকেটাররা খেলবেন না৷ বাংলাদেশ তিনটি টি টোয়েন্টি  এবং ৩ টি একদিনের ম্যাচ খেলবেন ২ সপ্তাহের ট্রিপে৷ বাংলাদেশ বনাম জিম্বাবোয়ে সিরিজ শুরু হবে ৩০ জুলাই থেকে৷ সূত্রের খবর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় সারির দল এই সফরে পাঠাচ্ছে ৷ আসলে সামনে ঠাসা ক্রীড়াসূচি বাংলাদেশ ক্রিকেট দলের৷ ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ নয় একদিনের ক্রিকেট গুলি৷ কিন্তু ইউনিস সেটাই বলেছেন৷

 

 

‘‘বেশির ভাগ সিনিয়র ক্রিকেটাররা খেলবেন৷’’ ইউনুস বলেছেন৷ ‘‘ওঁরা সকলেই খেলতে চান (জিম্বাবোয়েতে)৷ শাকিব জানিয়েছে ও যাচ্ছে না৷ আমরা নির্বাচকদের সঙ্গে এই বিষয়টি আলোচনা করে নিয়েছি৷ একেবার পূর্ণশক্তির দল যাচ্ছে জিম্বাবোয়েতে৷ এটা একটা গুরুত্বপূর্ণ সিরিজ যদিও (দ্য ওয়ার্ল্ড কাপ সুপার লিগ) পয়েন্ট মান্য হবে না৷ তবে আমরা ওখানে ভাল করতে চাই৷ অনেকেই বলছেন দ্বিতীয় সারির দল , কিন্তু আমরা শক্তিশালী দল পাঠাতে চাই৷ ’’

 

আরও পড়ুন –Astrology Tips: ‘‘আমি কি বড়লোক হব?’’ জ্যোতিষ শাস্ত্র মতে মা লক্ষ্মী নিজেই দেন ইঙ্গিত

 

তামিম এই মুহূর্তে টি টোয়েন্টি সিরিজের অংশ হচ্ছেন না৷ তিনি আগেই জানিয়েছিলেন একটা ৬ মাসের বিরতি নিয়েছেন এই ফর্ম্যাট থেকে৷ ইউনুস জানিয়েছেন বোর্ড অপেক্ষা করছে তামিম পরবর্তী কি আপডেট দেন৷

‘‘তামিম আমাদের জানাবেন হয়ত এই সিরিজের শেষে জুলাই মাসে৷ ’’ ইউনুস আরও বলেছেন , ‘‘তিনি আমাদের জুলাই অবধি সময় চেয়েছেন৷ ও আমাদের অগাস্ট মাসে খবর দেবে৷ হয়ত জুলাইয়ের শেষে নয় অগাস্টের শুরুতে৷ ও জানাবে৷ ওকে মনে করানোর দরকার নেই৷ আমরা ওঁর সঙ্গে অনেক মিটিং করেছি , ওঁকে মনে করানোর দরকার নেই৷ ’’

‘‘ও আমাদের এও জানায়নি যে ও (টি টোয়েন্টি) বিশ্বকাপের জন্যেও খেলবে কিনা৷ বিশ্বকাপ ভুলে যান, ও আদৌ টি টোয়েন্টি খেলবে কিনা, এটা গুরুত্বপূর্ণ৷ আমরা সবসময়েই আশাবাদী, ওকে চাই৷ সিদ্ধান্ত ওঁর , আমাদের নয়৷ ’’

Bangladesh Loss: ৮০ রানে প্যাকআপ বাংলাদেশ, ৩৩২ রান ও সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

#কলকাতা: কেশব মহারাজ এবং সাইমন হার্পার দুজনে মিলে বাংলাদেশকে ৮০ রানে অলআউট করে দিল দক্ষিণ আফ্রিকা  (South Africa) ৩৩২ রানের অন্তরে বড় জয় পাইয়ে দেয়৷ এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা ২ ম্যাচের সিরিজ ২-০ ক্লিন স্যুইপ করে নিল৷ প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৫৩ রান করে৷ জবাবে বাংলাদেশ (Bangladesh) প্রথম ইনিংসে ২১৭ রানে থমকে যায়৷

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (bangladesh vs south africa)  দক্ষিণ আফ্রিকা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান ডিক্লেয়ার দেয়৷ বাংলাদেশ তাড়া করতে নেমেছিল ৪১৩  রানের বিশাল লক্ষ্য৷ জবাবে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৮০ রানে চিৎপাত হয়ে গিয়েছিল৷ স্পিনার কেশব মহারাজ এবং সাইমন হার্পার দ্বিতীয় ইনিংসে আগুনে বোলিংয়ে ১০ উইকেট নেয়৷ এর আগে প্রথম টেস্টেও দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জিতেছিল সেখানেও এরা আগুনে বোলিং করেছিলেন৷

১৪ ওভারে পরে গিয়েছিল বাকি উইকেট

আরও পড়ুন –Digha Hotel: সমুদ্র ও হোটেলের মধ্যে বস্তি, মার খাচ্ছে হোটেল ব্যবসা, তারপর…

কেশব মহারাজ ৪০ রান দিয়ে ৭ আর হার্পার ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন৷ বাংলাদেশ ৩ উইকেটে ২৭ রান নিয়ে খেলতে শুরু করেছিল৷ কিন্তু মাত্র ১৪ ওভারেই তাদের বাকি উইকেট পড়ে যায়৷ বাংলাদেশ টেস্ট সিরিজে দুটি টেস্টেই হেরে গেলেও একদিনের সিরিজ ২-১ এ সিরিজ জিতেছিল৷

এটা প্রথম সুযোগ নয় যখন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও সিরিজ জিতেছিল৷ বাংলাদেশের জন্য দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি রান করেন লিটন দাস৷ লিটন ২৭ রান করেন৷ এছাড়া মেহেদি হাসান ২০ রান এবং তামিম ইকবাল ১৩ রান করেন৷ এই তিনজন ছাড়া কোনও বাংলাদেশি ক্রিকেটার ২ অঙ্কের রান পার করতে পারেননি৷ ৪ ক্রিকেটার খাতাই খুলতে পারেননি৷ এই সুযোগ প্রথম আসে যখন দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ কোনও সিরিজ জিতেছিল৷

কিন্তু একদিনের সিরিজের ঔজ্জ্বল্য তারা টেস্টে জারি রাখতে পারল না৷ এবং চার ব্যাটসম্যান দু অঙ্কের রান কোনওরকমে পেরোলেও বাকিদের শুধুই ফ্লপ শো৷

Bangladesh vs New Zealand: এক বলে ৭ রান! বাংলাদেশের ফিল্ডিংয়ে হাসছে ক্রিকেট বিশ্ব, দেখুন ভিডিও

#কলকাতা: নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিহাস সৃষ্টি করেছিল বাংলাদেশ৷ দ্বিতীয় টেস্টেও ইবাদত হোসেন, মোমিনুল হকদের থেকে লড়াকু ক্রিকেটের আশায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা (Bangladesh vs New Zealand)৷ কিন্তু ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা একেবারেই ভাল গেল না বাংলাদেশের জন্য৷ তার উপর ক্রাইস্টচার্চের মাঠে প্রথম দিনেই বাংলাদেশের ফিল্ডারদের ভুলের সৌজন্যে বিরল ঘটনার সাক্ষী থাকল বিশ্ব ক্রিকেট৷ যার ফলে বাউন্ডারি না মেরেই এক বলে সাত রান পেয়ে গেল নিউজিল্যান্ড৷

এ দিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল ইসলাম৷ কিন্তু শুরু থেকেই বাংলাদেশি (Bangladesh) বোলারদের উপরে চেপে বসেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম এবং আর এক ওপেনার উইল ইয়ং৷ লাঞ্চ পর্যন্ত কাউকেই আউট করতে পারেননি বাংলাদেশি বোলাররা৷

আরও পড়ুন: সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কেপটাউনে পা রাখল ভারত, ড্রাম বাজিয়ে স্বাগত !

লাঞ্চের পর খেলা শুরু হতেই প্রথম ওভারে বল করতে আসেন প্রথম টেস্টের নায়ক ইবাদত হোসেন৷ ইয়ংয়ের ব্যাট ছুঁয়ে ক্যাচ যায় প্রথম স্লিপে৷ দ্বিতীয় স্লিপে দাঁড়ানো বাংলাদেশি ফিল্ডার বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন৷ তাঁর হাতে লেগে বল চলে যায় ফাইন লেগ বাউন্ডারির দিকে৷

আরও পড়ুন: কিউইদের বিরুদ্ধে ইবাদত, তাসকিনদের পেস দাপটের ওপর ভরসা রাখতে রাজি সাকিব

ফাইন লেগ বাউন্ডারি থেকে কিপার নুরুল হাসানকে বল ছুড়ে দেন ফিল্ডার৷ ততক্ষণে দৌড়েই প্রায় তিন রান নিয়ে ফেলেছেন দুই কিউই ওপেনার৷ কিন্তু বল হাতে পেয়েই বাংলাদেশি কিপার নুরুল হাসান নন স্ট্রাইকার এন্ডের ছুড়ে মারেন৷ তাঁর উদ্দেশ্য ছিল ইয়ংকে রান আউট করা৷

কিন্তু বল উইকেটে না লেগে এবং অন্য ফিল্ডারদের নাগাল এড়িয়ে সোজা বাউন্ডারি পেরিয়ে যায়৷ যার ফলে সবমিলিয়ে এক বলেই সাত রান পেয়ে যায় নিউজিল্যান্ড৷

বাংলাদেশের দুর্ভোগ অবশ্য এখানেই শেষ হয়নি৷ ৫৪ রান করে শরিফুল ইসলামের বলে ইয়ং ফিরে গেলেও অধিনায়ক ল্যাথাম অপরাজিত শতরান করেন৷ দিনের শেষে এক উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের স্কোর ৩৪৯৷ ১৮৬ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক ল্যাথাম৷ তিন নম্বরে নামা কনওয়ে অপরাজিত রয়েছেন ৯৯ রানে৷

বন্দুক হাতে বাংলাদেশে দেব ! ইন্টারনেটে ফাঁস ছবি

#কলকাতা: আগেই জানিয়ে ছিলেন যে টলিউডের পর ঢলিউডের ছবিতেও অভিনয় করবেন দেব ৷ আর সেই কথা রেখেই বাংলাদেশের অ্যাকশন প্যাকড ছবি ‘কম্যান্ডো’তে দেখা যাবে দেবকে ৷ এবার সেই ছবিরই ফার্স্টলুক নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন টলিউড হার্টথ্রব দেব ৷

বাংলাদেশের পরিচালক শামীম আহমেদের এই ছবির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে ৷ কলকাতা ছাড়াও এই ছবির শ্যুটিং লোকেশন বাংলাদেশের চাঁদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা ও বান্দরবন ৷ তবে করোনা ভাইরাসের জন্য আপাতত থাইল্যান্ড ও ফ্রান্সের শ্যুটিং বাতিল হয়েছে ৷

এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে মডেল-অভিনেত্রী জাহার মিতুকে ৷

দেখুন ‘কম্যান্ডো’ ছবির ফার্স্টলুক—