Tag Archives: Bank Of India

শাস্তির মুখে Bank Of India এবং Bank Of Baroda-সহ একাধিক ব্যাঙ্ক, সাধারণ গ্রাহকরা কি ক্ষতিগ্রস্ত হবেন?

নিয়ন্ত্রকের নিয়মের সঙ্গে অসম্মত হওয়ায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর ১.৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এমনটাই সম্প্রতি জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আবার সেই সঙ্গে নির্দিষ্ট কিছু নির্দেশিকা না মানার কারণে বেসরকারি সেক্টরের ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ককেও ২৯.৫৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
নিয়ন্ত্রকের নিয়মের সঙ্গে অসম্মত হওয়ায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর ১.৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এমনটাই সম্প্রতি জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আবার সেই সঙ্গে নির্দিষ্ট কিছু নির্দেশিকা না মানার কারণে বেসরকারি সেক্টরের ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ককেও ২৯.৫৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আরবিআই-এর তরফে জানানো হয়েছে যে, ডিপোজিটের উপর সুদের হার, ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস, অ্যাডভান্সের উপর সুদের হার এবং ক্রেডিট ইনফরমেশন কোম্পানি বিধির ২০০৬ সালের নিয়ম লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত আরবিআই-এর নির্দেশাবলী না মেনে চলার কারণে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জরিমানা করা হয়েছে।
আরবিআই-এর তরফে জানানো হয়েছে যে, ডিপোজিটের উপর সুদের হার, ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস, অ্যাডভান্সের উপর সুদের হার এবং ক্রেডিট ইনফরমেশন কোম্পানি বিধির ২০০৬ সালের নিয়ম লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত আরবিআই-এর নির্দেশাবলী না মেনে চলার কারণে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জরিমানা করা হয়েছে।
শুধু তা-ই নয়, আরবিআই আরও জানিয়েছে, ইন্দোস্টার ক্যাপিটাল ফিনান্স লিমিটেডের উপর ১৩.৬০ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। মূলত ২০১৬ সালের প্রতারণার উপর নজরদারি সংক্রান্ত এনবিএফসি নির্দেশিকা এবং কেওয়াইসি নির্দেশিকার নির্দিষ্ট কিছু বিধানের সঙ্গে অসম্মত হওয়ার কারণেই এই শাস্তির মুখে পড়তে হয়েছে।
শুধু তা-ই নয়, আরবিআই আরও জানিয়েছে, ইন্দোস্টার ক্যাপিটাল ফিনান্স লিমিটেডের উপর ১৩.৬০ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। মূলত ২০১৬ সালের প্রতারণার উপর নজরদারি সংক্রান্ত এনবিএফসি নির্দেশিকা এবং কেওয়াইসি নির্দেশিকার নির্দিষ্ট কিছু বিধানের সঙ্গে অসম্মত হওয়ার কারণেই এই শাস্তির মুখে পড়তে হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে আরও বলা হয়েছে যে, সমস্ত ক্ষেত্রে নিয়ন্ত্রক সম্মতিতে ঘাটতির জন্যই জরিমানা আরোপ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির গ্রাহকদের সঙ্গে সত্তার দ্বারা প্রবেশ করা কোনও লেনদেন বা চুক্তির বৈধতার বিষয়ে প্রতিফলন করার উদ্দেশ্যে নয়।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে আরও বলা হয়েছে যে, সমস্ত ক্ষেত্রে নিয়ন্ত্রক সম্মতিতে ঘাটতির জন্যই জরিমানা আরোপ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির গ্রাহকদের সঙ্গে সত্তার দ্বারা প্রবেশ করা কোনও লেনদেন বা চুক্তির বৈধতার বিষয়ে প্রতিফলন করার উদ্দেশ্যে নয়।
আবার গত বছরের শেষের দিকে জরিমানা আরোপ করা হয়েছিল ব্যাঙ্ক অফ বরোদা (বিওবি)-র উপর। সেই সময় আরবিআই-এর একটি বিবৃতিতে বলা হয়েছিল যে, সেন্ট্রাল রিপোজিটরি গঠনের সঙ্গে সম্পর্কিত কিছু নির্দেশাবলী লঙ্ঘন করার জন্য এবং অন্যান্য বিষয়গুলির জন্য সরকারি ক্ষেত্রের ব্যাঙ্ক অফ বরোদাকে ৪.৩৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
আবার গত বছরের শেষের দিকে জরিমানা আরোপ করা হয়েছিল ব্যাঙ্ক অফ বরোদা (বিওবি)-র উপর। সেই সময় আরবিআই-এর একটি বিবৃতিতে বলা হয়েছিল যে, সেন্ট্রাল রিপোজিটরি গঠনের সঙ্গে সম্পর্কিত কিছু নির্দেশাবলী লঙ্ঘন করার জন্য এবং অন্যান্য বিষয়গুলির জন্য সরকারি ক্ষেত্রের ব্যাঙ্ক অফ বরোদাকে ৪.৩৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এই জরিমানার ফলে কি সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন?কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, যে ব্যাঙ্কের উপর জরিমানা করা হয়, সেই ব্যাঙ্ককেই জরিমানা মেটাতে হয়। তবে সংশ্লিষ্ট ব্যাঙ্কে যাঁরা অ্যাকাউন্ট খুলেছেন, তাঁদের এই পরিমাণ অর্থ প্রদান করতে হবে না।
এই জরিমানার ফলে কি সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবেন?
কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, যে ব্যাঙ্কের উপর জরিমানা করা হয়, সেই ব্যাঙ্ককেই জরিমানা মেটাতে হয়। তবে সংশ্লিষ্ট ব্যাঙ্কে যাঁরা অ্যাকাউন্ট খুলেছেন, তাঁদের এই পরিমাণ অর্থ প্রদান করতে হবে না।

State Bank না, Bank Of India, কোথায় ফিক্সড ডিপোজিটে মিলবে বেশি সুদ? দেখে নিন এক ঝলকে

মধ্যবিত্তের ভরসার আরেক নাম যে ফিক্সড ডিপোজিট, সে আর কে না জানেন! সঙ্গে এটাও জানেন যে যেখানে সুদের হার বেশি, সেখানে ভরসাও বেশি। তবে, নিত্যই বলতে গেলে ফিক্সড ডিপোজিটে সুদের হার বদলে যায়। তাই এ সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার। এবার যেমন জেনে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক সুদের হার সম্পর্কে, বুঝে নেওয়া যাক কোথায় ফিক্সড ডিপোজিট করলে আমাদের লাভ বেশি।
মধ্যবিত্তের ভরসার আরেক নাম যে ফিক্সড ডিপোজিট, সে আর কে না জানেন! সঙ্গে এটাও জানেন যে যেখানে সুদের হার বেশি, সেখানে ভরসাও বেশি। তবে, নিত্যই বলতে গেলে ফিক্সড ডিপোজিটে সুদের হার বদলে যায়। তাই এ সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার। এবার যেমন জেনে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক সুদের হার সম্পর্কে, বুঝে নেওয়া যাক কোথায় ফিক্সড ডিপোজিট করলে আমাদের লাভ বেশি।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিম বিভিন্ন সময়ের জন্য পরিচালিত হয় এবং ব্যাঙ্কের দেওয়া সুদের হারও বিভিন্ন সময়ের জন্য আলাদা। তাই এর থেকে কতটা সুদ পাওয়া যেতে পারে তা জানতে নিচের চার্টটি দেখে নেওয়া যাক -
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিম বিভিন্ন সময়ের জন্য পরিচালিত হয় এবং ব্যাঙ্কের দেওয়া সুদের হারও বিভিন্ন সময়ের জন্য আলাদা। তাই এর থেকে কতটা সুদ পাওয়া যেতে পারে তা জানতে নিচের চার্টটি দেখে নেওয়া যাক –
সাধারণ নাগরিকের জন্য- সাধারণ নাগরিকের জন্য ৭ দিন থেকে ৪৫ দিন ৩.৫০%

- সাধারণ নাগরিকের জন্য ৪৬ দিন থেকে ১৭৯ দিন ৪.৭৫%

- সাধারণ নাগরিকের জন্য ১৮০ দিন থেকে ২১০ দিন ৫.৭৫%

- সাধারণ নাগরিকের জন্য ২১১ দিন থেকে ১ বছরের কম ৬.০০%

- সাধারণ নাগরিকের জন্য ১ বছর থেকে ২ বছরের কম ৬.৮০%
সাধারণ নাগরিকের জন্য
– সাধারণ নাগরিকের জন্য ৭ দিন থেকে ৪৫ দিন ৩.৫০%
– সাধারণ নাগরিকের জন্য ৪৬ দিন থেকে ১৭৯ দিন ৪.৭৫%
– সাধারণ নাগরিকের জন্য ১৮০ দিন থেকে ২১০ দিন ৫.৭৫%
– সাধারণ নাগরিকের জন্য ২১১ দিন থেকে ১ বছরের কম ৬.০০%
– সাধারণ নাগরিকের জন্য ১ বছর থেকে ২ বছরের কম ৬.৮০%
- সাধারণ নাগরিকের জন্য ২ বছর থেকে ৩ বছরের কম ৭.০০%- সাধারণ নাগরিকের জন্য ৩ বছর থেকে ৫ বছরের কম ৬.৭৫%

- সাধারণ নাগরিকের জন্য ৫ বছর এবং ১০ বছর পর্যন্ত ৬.৫০%

- সাধারণ নাগরিকের জন্য ৪০০ দিন (অমৃত কলস) ৭.১০%
– সাধারণ নাগরিকের জন্য ২ বছর থেকে ৩ বছরের কম ৭.০০%
– সাধারণ নাগরিকের জন্য ৩ বছর থেকে ৫ বছরের কম ৬.৭৫%
– সাধারণ নাগরিকের জন্য ৫ বছর এবং ১০ বছর পর্যন্ত ৬.৫০%
– সাধারণ নাগরিকের জন্য ৪০০ দিন (অমৃত কলস) ৭.১০%
সিনিয়র সিটিজেনদের জন্য- সিনিয়র সিটিজেনদের জন্য ৭ দিন থেকে ৪৫ দিন ৪.০০%

- সিনিয়র সিটিজেনদের জন্য ৪৬ দিন থেকে ১৭৯ দিন ৫.২৫%

- সিনিয়র সিটিজেনদের জন্য ১৮০ দিন থেকে ২১০ দিন ৬.২৫%

- সিনিয়র সিটিজেনদের জন্য ২১১ দিন থেকে ১ বছরের কম ৬.৫০%

- সিনিয়র সিটিজেনদের জন্য ১ বছর থেকে ২ বছরের কম ৭.৩০%
সিনিয়র সিটিজেনদের জন্য
– সিনিয়র সিটিজেনদের জন্য ৭ দিন থেকে ৪৫ দিন ৪.০০%
– সিনিয়র সিটিজেনদের জন্য ৪৬ দিন থেকে ১৭৯ দিন ৫.২৫%
– সিনিয়র সিটিজেনদের জন্য ১৮০ দিন থেকে ২১০ দিন ৬.২৫%
– সিনিয়র সিটিজেনদের জন্য ২১১ দিন থেকে ১ বছরের কম ৬.৫০%
– সিনিয়র সিটিজেনদের জন্য ১ বছর থেকে ২ বছরের কম ৭.৩০%
- সিনিয়র সিটিজেনদের জন্য ২ বছর থেকে ৩ বছরের কম ৭.৫০%- সিনিয়র সিটিজেনদের জন্য ৩ বছর থেকে ৫ বছরের কম ৭.২৫%

- সিনিয়র সিটিজেনদের জন্য ৫ বছর এবং ১০ বছর পর্যন্ত ৭.৫০%

- সিনিয়র সিটিজেনদের জন্য ৪০০ দিন (অমৃত কলস) ৭.৬০%
– সিনিয়র সিটিজেনদের জন্য ২ বছর থেকে ৩ বছরের কম ৭.৫০%
– সিনিয়র সিটিজেনদের জন্য ৩ বছর থেকে ৫ বছরের কম ৭.২৫%
– সিনিয়র সিটিজেনদের জন্য ৫ বছর এবং ১০ বছর পর্যন্ত ৭.৫০%
– সিনিয়র সিটিজেনদের জন্য ৪০০ দিন (অমৃত কলস) ৭.৬০%
এবার দেখে নেওয়া যাক ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটে সুদের হার-
এবার দেখে নেওয়া যাক ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটে সুদের হার-
সাধারণ নাগরিকের জন্য- সাধারণ নাগরিকের জন্য ৭ দিন থেকে ১৪ দিন ৩%

- সাধারণ নাগরিকের জন্য ১৫ দিন থেকে ৩০ দিন ৩%

- সাধারণ নাগরিকের জন্য ৩১ দিন থেকে ৪৫ দিন ৩%

- সাধারণ নাগরিকের জন্য ৪৬ দিন থেকে ৯০ দিন ৪.৫০%
সাধারণ নাগরিকের জন্য
– সাধারণ নাগরিকের জন্য ৭ দিন থেকে ১৪ দিন ৩%
– সাধারণ নাগরিকের জন্য ১৫ দিন থেকে ৩০ দিন ৩%
– সাধারণ নাগরিকের জন্য ৩১ দিন থেকে ৪৫ দিন ৩%
– সাধারণ নাগরিকের জন্য ৪৬ দিন থেকে ৯০ দিন ৪.৫০%
- সাধারণ নাগরিকের জন্য ৯১ দিন থেকে ১৭৯ দিন ৪.৫০%- সাধারণ নাগরিকের জন্য ১৭৫ দিন ৪.৫০%

- সাধারণ নাগরিকের জন্য ১৮০ দিন থেকে ২১০ দিন ৫.৫০%

- সাধারণ নাগরিকের জন্য ২১১ দিন থেকে ২৬৯ দিন ৫.৫০%

- সাধারণ নাগরিকের জন্য ২৭০ দিন থেকে ১ বছরের কম ৫.৭৫%
– সাধারণ নাগরিকের জন্য ৯১ দিন থেকে ১৭৯ দিন ৪.৫০%
– সাধারণ নাগরিকের জন্য ১৭৫ দিন ৪.৫০%
– সাধারণ নাগরিকের জন্য ১৮০ দিন থেকে ২১০ দিন ৫.৫০%
– সাধারণ নাগরিকের জন্য ২১১ দিন থেকে ২৬৯ দিন ৫.৫০%
– সাধারণ নাগরিকের জন্য ২৭০ দিন থেকে ১ বছরের কম ৫.৭৫%
- সাধারণ নাগরিকের জন্য ১ বছর ৬.৫০%- সাধারণ নাগরিকের জন্য ১ বছর থেকে ২ বছরের কম ৬.৫০%

- সাধারণ নাগরিকের জন্য ২ বছর ৭.২৫%

- সাধারণ নাগরিকের জন্য ২ বছর থেকে ৩ বছরের কম ৬.৭৫%

- সাধারণ নাগরিকের জন্য ৩ বছর থেকে ৫ বছরের কম ৬.৫০%

- সাধারণ নাগরিকের জন্য ৫ বছর থেকে ৮ বছর পর্যন্ত ৬.০০%

- সাধারণ নাগরিকের জন্য ৮ বছর থেকে ১০ বছর পর্যন্ত ৬.০০%
– সাধারণ নাগরিকের জন্য ১ বছর ৬.৫০%
– সাধারণ নাগরিকের জন্য ১ বছর থেকে ২ বছরের কম ৬.৫০%
– সাধারণ নাগরিকের জন্য ২ বছর ৭.২৫%
– সাধারণ নাগরিকের জন্য ২ বছর থেকে ৩ বছরের কম ৬.৭৫%
– সাধারণ নাগরিকের জন্য ৩ বছর থেকে ৫ বছরের কম ৬.৫০%
– সাধারণ নাগরিকের জন্য ৫ বছর থেকে ৮ বছর পর্যন্ত ৬.০০%
– সাধারণ নাগরিকের জন্য ৮ বছর থেকে ১০ বছর পর্যন্ত ৬.০০%
সিনিয়র সিটিজেনদের জন্য- সিনিয়র সিটিজেনদের জন্য ৭ দিন থেকে ১৪ দিন ৩%

- সিনিয়র সিটিজেনদের জন্য ১৫ দিন থেকে ৩০ দিন ৩%

- সিনিয়র সিটিজেনদের জন্য ৩১ দিন থেকে ৪৫ দিন ৩%

- সিনিয়র সিটিজেনদের জন্য ৪৬ দিন থেকে ৯০ দিন ৪.৫০%
সিনিয়র সিটিজেনদের জন্য
– সিনিয়র সিটিজেনদের জন্য ৭ দিন থেকে ১৪ দিন ৩%
– সিনিয়র সিটিজেনদের জন্য ১৫ দিন থেকে ৩০ দিন ৩%
– সিনিয়র সিটিজেনদের জন্য ৩১ দিন থেকে ৪৫ দিন ৩%
– সিনিয়র সিটিজেনদের জন্য ৪৬ দিন থেকে ৯০ দিন ৪.৫০%
- সিনিয়র সিটিজেনদের জন্য ৯১ দিন থেকে ১৭৯ দিন ৪.৫০%- সিনিয়র সিটিজেনদের জন্য ১৭৫ দিন ৪.৫০%

- সিনিয়র সিটিজেনদের জন্য ১৮০ দিন থেকে ২১০ দিন ৬.০০%

- সিনিয়র সিটিজেনদের জন্য ২১১ দিন থেকে ২৬৯ দিন ৬.০০%

- সিনিয়র সিটিজেনদের জন্য ২৭০ দিন থেকে ১ বছরের কম ৬.২৫%

- সিনিয়র সিটিজেনদের জন্য ১ বছর ৭.০০%
– সিনিয়র সিটিজেনদের জন্য ৯১ দিন থেকে ১৭৯ দিন ৪.৫০%
– সিনিয়র সিটিজেনদের জন্য ১৭৫ দিন ৪.৫০%
– সিনিয়র সিটিজেনদের জন্য ১৮০ দিন থেকে ২১০ দিন ৬.০০%
– সিনিয়র সিটিজেনদের জন্য ২১১ দিন থেকে ২৬৯ দিন ৬.০০%
– সিনিয়র সিটিজেনদের জন্য ২৭০ দিন থেকে ১ বছরের কম ৬.২৫%
– সিনিয়র সিটিজেনদের জন্য ১ বছর ৭.০০%
- সিনিয়র সিটিজেনদের জন্য ১ বছর থেকে ২ বছরের কম ৭.০০%- সিনিয়র সিটিজেনদের জন্য ২ বছর ৭.৭৫%

- সিনিয়র সিটিজেনদের জন্য ২ বছর থেকে ৩ বছরের কম ৭.২৫%

- সিনিয়র সিটিজেনদের জন্য ৩ বছর থেকে ৫ বছরের কম ৭.২৫%

- সিনিয়র সিটিজেনদের জন্য ৫ বছর থেকে ৮ বছর পর্যন্ত ৬.৭৫%

- সিনিয়র সিটিজেনদের জন্য ৮ বছর থেকে ১০ বছর পর্যন্ত ৬.৭৫%
– সিনিয়র সিটিজেনদের জন্য ১ বছর থেকে ২ বছরের কম ৭.০০%
– সিনিয়র সিটিজেনদের জন্য ২ বছর ৭.৭৫%
– সিনিয়র সিটিজেনদের জন্য ২ বছর থেকে ৩ বছরের কম ৭.২৫%
– সিনিয়র সিটিজেনদের জন্য ৩ বছর থেকে ৫ বছরের কম ৭.২৫%
– সিনিয়র সিটিজেনদের জন্য ৫ বছর থেকে ৮ বছর পর্যন্ত ৬.৭৫%
– সিনিয়র সিটিজেনদের জন্য ৮ বছর থেকে ১০ বছর পর্যন্ত ৬.৭৫%

৭.৫% পর্যন্ত সুদের হার; ফিক্সড ডিপোজিটে Bank Of India-র নতুন অফার, জেনে নিন বিশদে

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের এবং সাধারণ নাগরিকদের জন্য একটি নির্দিষ্ট মেয়াদকালের অধীনে ২ কোটি এবং ৫০ কোটি টাকার নিচে উচ্চ হারে সুদের একটি সুপার স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট চালু করেছে৷ এটি ১ জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকর হবে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের এবং সাধারণ নাগরিকদের জন্য একটি নির্দিষ্ট মেয়াদকালের অধীনে ২ কোটি এবং ৫০ কোটি টাকার নিচে উচ্চ হারে সুদের একটি সুপার স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট চালু করেছে৷ এটি ১ জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকর হবে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে যে, ব্যাঙ্ক ক্লায়েন্টদের এবং সাধারণ নাগরিকদের ১৭৫ দিনের একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বার্ষিক ৭.৫০% সুদের হারে সুপার স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট অফার করা হচ্ছে। উল্লেখ্য যে, বিশেষ এই ফিক্সড ডিপোজিট শুধুমাত্র ডোমেস্টিক টার্ম ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিশেষ এই ফিক্সড ডিপোজিট একটি সীমিত সময়ের অফার হিসেবে চালু করা হয়েছে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে যে, ব্যাঙ্ক ক্লায়েন্টদের এবং সাধারণ নাগরিকদের ১৭৫ দিনের একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বার্ষিক ৭.৫০% সুদের হারে সুপার স্পেশ্যাল ফিক্সড ডিপোজিট অফার করা হচ্ছে। উল্লেখ্য যে, বিশেষ এই ফিক্সড ডিপোজিট শুধুমাত্র ডোমেস্টিক টার্ম ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিশেষ এই ফিক্সড ডিপোজিট একটি সীমিত সময়ের অফার হিসেবে চালু করা হয়েছে।
ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ২ কোটি টাকার উপরে ৩% থেকে ৭.২৫% পর্যন্ত সুদের হার অফার করছে। এই হার ১ জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকর হয়েছে৷ ন্যূনতম ডিপোজিট এবং ম্যাচিউরিটি বাকেটের পরিমাণ হল ১০,০০০ টাকা৷
ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ২ কোটি টাকার উপরে ৩% থেকে ৭.২৫% পর্যন্ত সুদের হার অফার করছে। এই হার ১ জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকর হয়েছে৷ ন্যূনতম ডিপোজিট এবং ম্যাচিউরিটি বাকেটের পরিমাণ হল ১০,০০০ টাকা৷
সিনিয়র সিটিজেন৬০ বছর বয়সী এবং তার বেশি কিন্তু ৮০ বছরের কম বয়সী প্রবীণ নাগরিকরা কমপক্ষে ৬ মাসের মেয়াদের জন্য রিটেল টার্ম ডিপোজিটে ০.৫০% অতিরিক্ত সুদ পাবেন।
সিনিয়র সিটিজেন
৬০ বছর বয়সী এবং তার বেশি কিন্তু ৮০ বছরের কম বয়সী প্রবীণ নাগরিকরা কমপক্ষে ৬ মাসের মেয়াদের জন্য রিটেল টার্ম ডিপোজিটে ০.৫০% অতিরিক্ত সুদ পাবেন।
৮০ বছর বয়সী এবং তার বেশি বয়সী সুপার সিনিয়র সিটিজেনরা কমপক্ষে ৬ মাসের (কিন্তু ৩ বছরের কম) মেয়াদের জন্য রিটেল টার্ম ডিপোজিটে ০.৬৫% অতিরিক্ত সুদ পাবেন।প্রবীণ নাগরিকরা তাঁদের রিটেল টার্ম ডিপোজিটের উপর অতিরিক্ত ০.২৫% আরওআই পাবেন। এই স্কিম ৩ বছর এবং তার বেশি ১০ বছর পর্যন্ত প্রযোজ্য।
৮০ বছর বয়সী এবং তার বেশি বয়সী সুপার সিনিয়র সিটিজেনরা কমপক্ষে ৬ মাসের (কিন্তু ৩ বছরের কম) মেয়াদের জন্য রিটেল টার্ম ডিপোজিটে ০.৬৫% অতিরিক্ত সুদ পাবেন।
প্রবীণ নাগরিকরা তাঁদের রিটেল টার্ম ডিপোজিটের উপর অতিরিক্ত ০.২৫% আরওআই পাবেন। এই স্কিম ৩ বছর এবং তার বেশি ১০ বছর পর্যন্ত প্রযোজ্য।
সুপার সিনিয়র সিটিজেনরা স্বাভাবিক ০.৬৫% সুদ ছাড়াও ৩ বছর এবং তার বেশি ও ১০ বছর পর্যন্ত মেয়াদের জন্য তাঁদের রিটেল টার্ম ডিপোজিটে অতিরিক্ত ০.২৫% আরওআই পাওয়ার অধিকারী। প্রতি বছর আরওআইয়ের হার ০.৯০%।
সুপার সিনিয়র সিটিজেনরা স্বাভাবিক ০.৬৫% সুদ ছাড়াও ৩ বছর এবং তার বেশি ও ১০ বছর পর্যন্ত মেয়াদের জন্য তাঁদের রিটেল টার্ম ডিপোজিটে অতিরিক্ত ০.২৫% আরওআই পাওয়ার অধিকারী। প্রতি বছর আরওআইয়ের হার ০.৯০%।
এফডি সুদের হারব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ২ কোটি টাকার নিচে ৩% থেকে ৭.২৫% পর্যন্ত সুদের হার অফার করেছে। ২ বছরের মেয়াদে সর্বোচ্চ ৭.২৫% সুদ দেওয়া হবে। এই অফার ১ নভেম্বর, ২০২৩ থেকে কার্যকর হয়েছে৷
এফডি সুদের হার
ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য ২ কোটি টাকার নিচে ৩% থেকে ৭.২৫% পর্যন্ত সুদের হার অফার করেছে। ২ বছরের মেয়াদে সর্বোচ্চ ৭.২৫% সুদ দেওয়া হবে। এই অফার ১ নভেম্বর, ২০২৩ থেকে কার্যকর হয়েছে৷