Tag Archives: Bappi Lahiri

Bengali Singer Rajdeep Ghosh: গানের জগতে ছোট্ট বাপ্পিদা বলছেন সবাই, রাজদীপকে চেনেন?

সংগীত জগতে ছোট্ট বাপি লাহিড়ী হিসেবে পরিচিত বাংলার রাজদীপ! চেনেন এই ক্ষুদে কে? | হাওড়া: ছোট্ট বাপি লাহিড়ী বলেই পরিচিতি! সারা দেশের মানুষকে সঙ্গীতে আশার আলো দেখাচ্ছে বাংলার রাজদীপ! অল্প বয়সেই একের পর এক বিখ্যাত টেলিভিশন শো তে অংশগ্রহণ। তাতে আরও জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে সংগীত শিল্পীর। এই কয়েক বছরে দারুণ জনপ্রিয়তা পেয়েছে ছোট্ট রাজদীপ ঘোষ।

Bengali Singer Rajdeep Ghosh: বাংলার রাজদীপ এখন ‘ছোট্ট বাপ্পিদা’, কারণ জানলে চমকে যাবেন! চেনেন এই খুদেকে?

হাওড়া: ছোট্ট বাপ্পি লাহিড়ী বলেই পরিচিতি! সারা দেশের মানুষকে সঙ্গীতে আশার আলো দেখাচ্ছে বাংলার রাজদীপ! অল্প বয়সেই একের পর এক বিখ্যাত টেলিভিশন শো তে অংশগ্রহণ। তাতে আরও জনপ্রিয়তা বেড়েছে খুদে শিল্পীর।

এই কয়েক বছরে দারুণ জনপ্রিয়তা পেয়েছে ছোট্ট রাজদীপ ঘোষ। টেলিভিশনে বৃহত্তম গানের প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম্যান্স মুগ্ধ করেছে সকলকে। শিশু শিল্পীর গানের স্বর, উচ্চারণ ও সুরের লড়াইয়ের মাধ্যমে বেছে নেওয়া হয়। কার গলার স্বর ও সুর বাকিদের থেকে ভাল। সেই দিক থেকে যোগ্যতা অর্জন করে ডোমজুড় থানার মাকড়দহ এলাকার ছোট্ট ছেলেটি।

আরও পড়ুন: লক্ষ লক্ষ মানুষ এই রোগের শিকার! উচ্চ কোলেস্টেরল কমাতে কী খাবেন? জানুন

২০১৯ সালের পর থেকে একাধিক টেলিভিশন শো’তে অংশগ্রহণ। রাজদীপ এর সদাহাস্যময় মুখ দর্শক বা সাধারণ মানুষের মন জয় করার পাশাপাশি বিচারকদের মন জয় করে নিয়েছে তার সুরের জাদু। একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা রাজদীপ, বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই বেশ সাবলীল।

আরও পড়ুন: প্রাক্তন রেডিও জকি এই বাঙালি সুন্দরীকে চেনেন? সোনু নিগমের সঙ্গে রয়েছে গভীর যোগ!

রাজদীপের মা পূর্ণিমা ঘোষ জানান, বাড়িতে দিদির গানের রেওয়াজ দেখে তিন চার বছর বয়স থেকে গানের প্রতি আগ্রহী হয় রাজদীপ। যেমন গান গাইতে ভালবাসে তেমনই চেয়ারে বসে অথবা কোনও ড্রাম বা জার পেলেই বাজনা বাজিয়ে সুর তোলে। গান বাজনার পাশাপাশি খেতে ভীষণ ভালবাসে রাজদীপ। বিশেষ করে বাড়িতে তৈরি বিরিয়ানি প্রিয় খাবার।

২০১৯ সালে প্রথম টেলিভিশন শো’তে অংশগ্রহণ করে রাজদীপ। এরপর আরও জনপ্রিয়তা বাড়ে একের পর এক টেলিভিশন শোতে অংশগ্রহণ। মাত্রা ১৩ বছর বয়সেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানের ডাক আসছে রাজদীপের কাছে। অল্প বয়সে বেশি দূরে শো করতে না পারলেও হাওড়ার পার্শ্ববর্তী মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান কলকাতায় ডাক পেলেই পৌঁছে যাচ্ছে রাজদীপ।

রাকেশ মাইতি

Bappi Lahiri Birthday: বাপ্পি লাহিড়ী মানেই মোটা মোটা সোনার চেন ও ডিস্কো গান, তাঁর কাছে কত সোনা ছিল জানেন? জানলে মাথা ঘুরে যাবে!

কলকাতা: সোমবার ৭১ বছরের জন্মদিন বিখ্যাত গায়ক-সুরকার-সঙ্গীতকার বাপ্পি লাহিড়ীর। বাপ্পি লাহিড়ী মানেই সোনা ও ডিস্কো। গত বছর ১৬ ফেব্রুয়ারিতে প্রয়ান হন সকলের প্রিয় বাপ্পিদা। বাপ্পি লাহিড়ীর যে কোনও ছবি মানেই সেখানে দেখা যায় প্রচুপ সোনার অলংকার পরে রয়েছেন তিনি। জানেন বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল? তাঁর সম্মত্তির পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে।

বাপ্পি লাহিড়ীর শেষ ইনস্টাগ্রাম পোস্টেও সোনার উল্লেখ করেছিলেন তিনি। নিজের একটি পুরনো ছবি শেয়ার করে লিখেছেন, ‘ওল্ড অলওয়েজ গোল্ড।’ এমনকি সেই পুরোনো ছবিতেও তাকে অলঙ্কারে ভরা অবস্থায় দেখা গিয়েছে। বাপ্পি লাহিড়ীর পরনে সানগ্লাস ও গলায় সোনার চেন, হাতে সোনার বালা। গানের পাশাপাশি সোনা-রুপো আর গয়না জমানোর শখের জন্য তিনি রীতিমতো চর্চায় ছিলেন। তিনি এতটাই সোনা-গয়না পছন্দ করতেন যে বাপ্পি লাহিড়ী ও স্ত্রী-সহ তাঁর কাছে ১ কোটি টাকার গয়না ছিল বলে জানা যায়।

আরও পড়ুন: ‘সেই দিনটা…’, অনুপমের প্রাক্তন স্ত্রী আজ থেকে পরমের ঘরণী! প্রেমের শুরুটা লুকিয়ে ‘সেই’ দিনে

কারনলেজে-২০২১ -র হিসাব অনুযায়ী বাপ্পি লাহিড়ীর মোট সম্পত্তির পরিমাণ ৩ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২ কোটি টাকার সমান। বাপ্পি লাহিড়ীর মাসিক আয় ২০ লক্ষ টাকা এবং বাৎসরিক আয় ২ কোটি টাকারও বেশি ছিল বলে খবর। সময়ের সঙ্গে সঙ্গে শুধু আরও গয়না যোগ হয়েছে। আমাদের অনেকের মনেই এই প্রশ্নটা বারবার আসে যে, কেন বাপ্পি লাহিড়ী সবসময় এত সোনার গয়না পরে থাকতেন? সোনার গয়নায় আমরা তাঁকে দেখে অভ্যস্ত। সেটাই যেন তাঁর অন্যতম পরিচয় হয়ে যায়।

আরও পড়ুন: রোজ একটা করে ডিম খেলে স্বাস্থ্যের এই উপকারগুলি হবেই, জানুন

কিন্তু কী কারণে এত গয়না পরতেন তিনি? ৬৯ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানানো গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী নিজেই এক সাক্ষাৎকারে এর কারণ জানিয়েছেন। মিউজিক ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে, বাপ্পি লাহিড়ীকে গয়নার প্রতি তাঁর আবেগ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এই বিষয়ে, গায়ক খুব সহজভাবে তাঁর উত্তর দিয়েছিলেন। একের পর এক কারণ বলতে থাকেন। তিনি কেন তাঁর গয়না এত ভালবাসেন, সেই কথাও বলেন। তবে তিনি “সোনা আমার ঈশ্বর” বলে তাঁর উত্তর শুরু করেন।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Bollywood on Bappi Lahiri: কেন পৃথিবী থেকে এমন মানুষগুলো চলে যায়? ডিস্কো কিং বাপ্পি লাহিড়িকে হারিয়ে মন খারাপ বলিউডের

#মুম্বই: ফের সঙ্গীতের জগতে নক্ষত্রপতন। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri Death)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বাবা-মায়ের নাম রাখা অলোকেশ লাহিড়ি হয়ে উঠেছিলেন সকলের প্রিয় বাপ্পিদা। ১৯৫২ সালে বাংলাদেশের সিরাজগঞ্জে জন্মেছিলেন বাপি লাহিড়ি। এই সিরাজগঞ্জ পরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির জেলার মধ্যে পড়ে। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরি লাহিড়ি দু’জনেই সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। গান গাইতেন, যন্ত্রসঙ্গীতেও পারদর্শী ছিলেন। তাঁদের একমাত্র ছেলে অলোকেশ সেই জলপাইগুড়ি থেকে হলিউড পর্যন্ত পৌঁছেছিলেন নিজের কাজের গুণে (Bollywood on Bappi Lahiri)।

বলিউডকে ডিস্কো শিখিয়েছিলেন বাপ্পি লাহিড়ি। জীবনের অন্যতম সেরা কিছু কম্পোজিশন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকেই দিয়ে গেলেন বাঙালি বাপ্পি লাহিড়ি (Bollywood on Bappi Lahiri)। এদিন তাঁর প্রয়াণে মন খারাপ গোটা বলিউডের। সোশ্যাল মিডিয়ায় বাপ্পি লাহিড়িকে নিয়ে নিজেদের মনের কথা লিখেছেন তারকারা। অক্ষয় কুমার, চিরঞ্জীবী, বিদ্যা বালন, করণ জোহর, হেমা মালিনী, অনুপম খের, কাজল, অজয় দেবগণ-এর মতো একাধিক তারকা এদিন ট্যুইট করে শোকজ্ঞাপন করেছেন (Bollywood on Bappi Lahiri)।

আরও পড়ুন: সোনার গয়নায় মুড়ে থাকতেন বাপ্পি লাহিড়ি, সোনার প্রতি কেন এত টান ছিল জানেন?

অনুপম খের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি প্রশ্ন করেছেন, ‘কেন এমন মানুষগুলো পৃথিবী থেকে চলে যান যাঁরা এত সুখ এত গান দিয়েছেন অন্যের জীবনে?’ কাজল লিখেছেন, ‘আজ ডিস্কো কিংকে হারালাম আমরা। … উনি একজন অসামান্য মানুষ ছিলেন’। অক্ষয় কুমার লিখেছেন, ‘মিউজিক জগতের আরেক নক্ষত্রকে আজ আমরা হারলাম।’ বিদ্যা বালনকে বাপ্পি লাহিড়ি যেভাবে ডাকতেন, সেই উচ্চারণ ছিল একেবারে বাঙালি উচ্চারণ বিদ্দা। এদিন শোকপ্রকাশ করে সে কথা মনে করেছেন নায়িকা।

আরও পড়ুন: জলপাইগুড়ি থেকে হলিউড, বাঙালি ছেলে ‘বাপ্পিদা’র অসাধারণ কীর্তি নাচ শিখিয়েছে বিশ্ববাসীকে!

আশির দশকের বলিউডে উল্কা গতিতে তাঁর উত্থান। পরপর হিন্দি ছবিতে কম্পোজ করা সুর থেকে তাঁর গানে বুঁদ হয়েছিল আসমুদ্রহিমাচল। মিঠুন চক্রবর্তীর ‘ডিস্কো ডান্সার’ ছবির মিউজিক কম্পোজ করে রাতারাতি সুপারস্টারে পরিণত হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। তাঁর জনপ্রিয়তা ভারতের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে বিদেশে। এরপর থেকেই ডিস্কো কিং’ নামে পরিচিতি লাভ করেন এই বাঙালি গায়ক।