Tag Archives: BCB

KKR: কেকেআরের চিন্তা বাড়াল বাংলাদেশ বোর্ড! আটকে দিল সাকিব এবং লিটনকে

কলকাতা: দুদিন আগেই খবর ছড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক হতে পারেন বাংলাদেশের লিটন দাস। কেউ আবার হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসানের নাম। কিন্তু এর কোনটাই যে হচ্ছে না সেটা জলের মতো পরিষ্কার হয়ে গেল এবার। এক কথায় বলতে গেলে কেকেআরকে বেশ বড় ধাক্কা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবেন সাকিবরা।

শনিবার থেকে এক দিনের সিরিজ় শুরু হচ্ছে। তিনটি ম্যাচ খেলবে দুই দেশ। এর পর টি-টোয়েন্টি সিরিজ় এবং একটি টেস্টও রয়েছে। টেস্টটি শুরু হবে ৪ এপ্রিল। সেই টেস্ট পাঁচ দিন চললে সাকিবরা ছুটি পাবেন ৮ এপ্রিলের পর। টেস্টের পরের দিন এসেই তাঁদের পক্ষে আইপিএল খেলতে নেমে পড়া কঠিন হবে। অর্থাৎ নাইটদের ১৪ এপ্রিলের ম্যাচের আগে সাকিবদের পাওয়া সম্ভব হবে না।

কলকাতার প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না তাঁরা। নিলামে এই দুই ক্রিকেটারের পিছনে ২ কোটি টাকা খরচ করেছিল কেকেআর। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা থাকায় সাকিবদের পাওয়া যাবে না আইপিএলের শুরুর দিকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছিলেন যে, সাকিবদের ছাড়পত্র দেওয়া নিয়ে আলোচনা করতে হবে।

একেই চোটের কারণে অধিনায়ক শ্রেয়স আইয়ার কবে ফিট হবেন কেউ জানে না। রাসেল, নারিন, সাউদি, রানাদের মতো সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। ক্রমশে যেন চাপ বেড়েই চলেছে শাহরুখ খানের দলের। এই ব্যাপারটা কিভাবে সামলান নতুন কোচ চন্দ্রকান্ত পন্ডিত সেটাই দেখার। এদিকে মঙ্গলবার থেকে যাদবপুর মাঠে শুরু হয়ে যাবে কেকেআর শিবির। তিন দিন বাদে প্র্যাকটিস শুরু হবে ইডেনে। একে একে ক্রিকেটাররা শহরে আসতে শুরু করবেন।

বাংলাদেশের কোন ফাস্ট বোলারকে দেখে প্রশংসায় সৌরভ? দিলেন পাওয়ার হিটিংয়ের পরামর্শ

ঢাকা: দুদিনের বাংলাদেশ সফর শেষ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। প্রচুর ভালোবাসা যেমন পেয়েছেন তেমনই বাংলাদেশের ক্রিকেট উন্নতি কোন পথে হতে পারে তা নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন ভারতের প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট এবং অধিনায়ক। গত সাত-আট বছর ওয়ানডেতে বাংলাদেশ একটা শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছে। প্রায়ই বড় বড় দলগুলোকে পরাজিত করছে।

শুধু তাই নয়, বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয় করে গৌরবও বয়ে আনছে টাইগাররা। কিন্তু ওয়ানডেতে যতটা এগুতে পেরেছে, ক্রিকেটের বাকি দুই ফরম্যাট টেস্ট এবং টি-টোয়েন্টিতে সেভাবে এগুতে পারেনি। এই দুই ফরম্যাটে এখনও অনেক পিছিয়ে। টেস্ট এবং টি-টোয়েন্টিতে আফগানিস্তানের মত দেশের কাছেও পরাজিত হওয়ার লজ্জাজনক রেকর্ড রয়েছে বাংলাদেশের।

আরও পড়ুন – পথ দেখাচ্ছে ইস্টবেঙ্গল, ডার্বিতে দর্শকদের জন্য থাকছে আধুনিক মেডিকেল ব্যবস্থা

দুই ফরম্যাটে কিভাবে বাংলাদেশ ভাল করতে পারবে? ঢাকায় এসে টাইগারদের সেই ফর্মুলা বাতলে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশের ওয়ানডে দল নিয়ে সন্তুষ্ট সৌরভ মনে করেন টাইগারদের টি-টোয়েন্টিতে একটু ভাল করতে হবে। তার মতে টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিংটাই মূল ঘাটতির জায়গা। সৌরভ বলেন, একটু পাওয়ার হিটিং দরকার। পাওয়ার হিটিং মানে হেভি হিটিং।

যেমন হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সুর্যকুমার যাদব বা ইংল্যান্ডের বাটলার, অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল, (ট্রাভিস) হেড, ক্যামেরন গ্রিন…, পাওয়ার হিটিংটা একটু দরকার টি-টোয়েন্টিতে। আশা করি, এখানে যারা কোচ আছে, হাথুরুসিংহে নতুন করে কোচ হয়েছে বাংলাদেশের। প্রতিভা অনেক, পাওয়ার হিটিংটা একটু দরকার।

অল্প কথায় টি-টোয়েন্টিতে ভাল করার টোটকা দিয়ে টেস্টের দিকেও মনযোগী হলেন সৌরভ। তিনি বলেন, টেস্টে বোলিং আক্রমণ গুরুত্বপূর্ণ। সঙ্গে ব্যাটিংটাও। সবুজ গতিময় ও বাউন্সি উইকেটে একটু সাহসী ব্যাটিং দরকার। সেটা খেলতে খেলতেই হবে। আমার মনে হয়, এটা একটা এডুকেশন প্রোগ্রাম হওয়া উচিত বাংলাদেশের, টেস্ট ক্রিকেটে।

ছোট থেকে মানে অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই তাদের তৈরি করা। সিমিং ও বাউন্সি পিচে কিভাবে খেলা যায়। এটা খুব একটা শক্ত নয়। চেষ্টা করলেই হতে পারে। তোমাদের এখন ফাস্ট বোলাররা আছে। তাসকিন আছে। তাসকিন ফিট থাকলে তোমাদের বোলিং আক্রমণটা দেখতে ভাল লাগে। তাসকিন চোখে পড়ার মতো ফাস্ট বোলার। বল করার ছন্দটা দেখার মত। উচ্চতটা কাজে লাগাতে জানে। আমার ওকে ভাল লাগে।

হঠাৎ করেই ঢাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলাদেশের ভালোবাসায় ফের মুগ্ধ কলকাতার মহারাজ

ঢাকা: হঠাৎ করেই বাংলাদেশের রাজধানী ঢাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ নিমন্ত্রণে অবশ্যই গিয়েছেন তিনি। তিনি বাঙালি। এদেশের মানুষের কৃষ্টি-কালচারের সঙ্গে তাই অনেকটাই মিশে যেতে পারেন সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশের মানুষও তাকে অন্য যে কোনো ভারতীয় ক্রিকেটারের চেয়ে বেশি ভালোবাসে। সৌরভ সেটা জানেন।

‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতের সাবেক অধিনায়ক। সৌরভ বলেন, আমার যতদূর মনে পড়ে, বাংলাদেশে আমি প্রথম আসি ১৯৮৯ সালে। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এশিয়া কাপ খেলতে এসেছিলাম। সেই থেকে বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক। প্রচুর মানুষ বন্ধু আমার।

আমি বহুদিন ধরে যাদের সঙ্গে ক্রিকেট খেলেছি আকরাম (খান), আতহার (আলি খান), (খালেদ মাসুদ) পাইলট আছে। আমি অনেকদিন পর এলাম ঢাকায়। সবশেষ এসেছিলাম (২০১৪) টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়, যেবার শ্রীলঙ্কার কাছে ফাইনালে হারে ভারত। তখনই শেষ ঢাকায় এসেছিলাম। বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় এরপর আর সময় হয়ে ওঠেনি এখানে আসার।

তবে একটা কথা আমি বলি, যতবারই আমি এখানে আসি, এত মানুষের ভালোবাসা পাই যে বুঝতে পারি না এটা ভারত না বাংলাদেশ। ২০০০ সালে বাংলাদেশ যখন টেস্ট মর্যাদা পায়, প্রথম ম্যাচটিই ছিল ভারতের বিপক্ষে। ওই টেস্টে আবার ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় সৌরভ গাঙ্গুলির।

সৌরভ যোগ করেন, আমার জীবনের বহু মূল্যবান মুহূর্তের সাক্ষী বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ। এখনও মনে আছে, ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে আমরা ৩১৫ রান তাড়া করে জিতি। সৌরভ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটে প্রতিভার অভাব ছিল না, এখনও নেই। তবে বড় টুর্নামেন্ট জয়ের মানসিক ব্যাপার তৈরি করতে হবে।

Sakib Al Hasan : বাংলাদেশ বোর্ডের কড়া মনোভাবে বেটিং সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন সাকিবের

#ঢাকা: তিনি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম তাতে কোনও সন্দেহ নেই। পদ্মা পারের ক্রিকেটে সাকিব আল হাসান জীবন্ত কিংবদন্তি। তবে এটাও ঠিক তিনি কারণে-অকারণে বিতর্কের মধ্যে থাকেন। চলতি মাসের শুরু থেকেই দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত খবর বেটিং প্রতিষ্ঠানের অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তি।

আরও পড়ুন – ATK Mohun Bagan : চুটিয়ে চলছে অনুশীলন, মোহনবাগান ডুরান্ডে নামার আগেই এবার উত্তেজনা তুঙ্গে

যা নিয়ে টানা দশ দিন জল ঘোলা হয়েছে অনেক। কেউ কেউ বলেছেন, ভুল কিছু করেননি সাকিব। অনেকে আবার বেটিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার কারণে শূলে চড়িয়েছেন সাকিবকে। তবে শেষ পর্যন্ত পিছুই হটতে হয়েছে সাকিবকে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের শক্ত অবস্থানের প্রেক্ষিতে সেই বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বৃহস্পতিবার সন্ধ্যায়ই বিসিবিকে সেই কথা জানিয়ে দিয়েছেন সাকিব। চুক্তি বাতিলের কথা জানালেও, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবের পেজে বহাল ছিল সেই পোস্টটি। তবে আজ দিনের প্রথম প্রথরে দেশে ফিরে সেই পোস্টও মুছে দিয়েছেন সাকিব। সকাল ৯টার পর থেকে সাকিবের পেজে আর সেই পোস্টটি দেখা যাচ্ছে না। দেশে ফিরে এসেছেন সাকিব। আজ (শনিবার) দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসার রয়েছে তার।

এদিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আলোচনায় বসেছেন জাতীয় দলের নির্বাচকরা। যেখানে অবধারিতভাবেই কথা হবে এশিয়া কাপের দল নিয়ে। এছাড়া জাতীয় লিগের টেকনিক্যাল কমিটির সঙ্গেও বসেছেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জালাল ইউনিস পরিষ্কার জানিয়ে দিয়েছেন মানুষের ক্ষতি করে এবং তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত করে এমন কোন সংস্থার সঙ্গে ক্রিকেটারদের চুক্তি মেনে নিতে পারবে না বাংলাদেশ বোর্ড।

এটা নৈতিকতার প্রশ্ন। এদিকে এশিয়া কাপে আরবে বাংলাদেশ ক্রিকেট দল কমপক্ষে সেমিফাইনাল টার্গেট করেছে। তবে নিজেদের সেরা খেলা তুলে ধরতে পারলে তারা ফাইনাল পর্যন্ত পৌঁছলে অবাক হওয়ার কিছু নেই।