Tag Archives: BCCI

IND vs WI : বিমান ভাড়া সাড়ে তিন কোটি টাকা! ধাওয়ানদের ওয়েস্ট ইন্ডিজ পাঠাতে বিশাল খরচ বোর্ডের

#পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজে এই প্রথমবার গেল না ভারত। অতীতের বহুবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু এত টাকা বিমান ভাড়া বহন করতে হয়নি কখনও। এবার ব্যতিক্রম। ইংল্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজ যেতে খরচ হল সাড়ে তিন কোটি টাকা! এক দিনের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।

শিখর ধবনের নেতৃত্বে সেই দলকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাঠাতে ভারতীয় বোর্ডের খরচ হল সাড়ে তিন কোটি টাকা। চার্টার্ড বিমানে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছে ভারত। সেই কারণেই খরচ বেড়ে গিয়েছে বোর্ডের। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার জন্য সাধারণ বিমানে সকলের টিকিট পাওয়া যাচ্ছিল না। সেই কারণে চার্টার্ড বিমানের ব্যবস্থা করে বোর্ড।

আরও পড়ুন – Yaroslava Mahuchikh : উদ্বাস্তুর বিশ্ব জয় ! রাশিয়ার আক্রমণে ইউক্রেন ছেড়ে পালানো মেয়ে ইতিহাস গড়লেন

বোর্ডের এক কর্তা বলেন, ম্যাঞ্চেস্টার থেকে পোর্ট অব স্পেনে যেতে খরচ হয়েছে সাড়ে তিন কোটি টাকা। করোনার জন্য যে চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে, তা নয়। আসলে সাধারণ বিমানের টিকিটই পাওয়া যায়নি। ১৬ জন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, কোচ রাহুল দ্রাবিড় ওয়েস্ট ইন্ডিজ গিয়েছেন। ক্রিকেটারদের স্ত্রীরাও গিয়েছেন।

সাধারণ বিমানে ক্রিকেটারদের পাঠালে অনেক কম খরচ হত বোর্ডের। বিমানে ম্যাঞ্চেস্টার থেকে পোর্ট অব স্পেনে যেতে বিজনেস ক্লাসে এক এক জনের টিকিটের দাম পড়ে প্রায় দু’লক্ষ টাকা। চার্টার্ড বিমানে ক্রিকেটারদের নিয়ে যাওয়ার কারণে ভাড়া বেড়েছে।

তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত। সেই সিরিজে ফিরবেন অধিনায়ক রোহিত শর্মা। তবে ভারতীয় বোর্ডের কাছে এই টাকা এমন কিছুই নয়। সম্প্রতি আইপিএলের মিডিয়া সত্ব বিক্রি করে কয়েক হাজার কোটি টাকা কামিয়েছে বিসিসিআই।

বছর শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে। তার আগে দলের ক্রিকেটারদের পূর্ণ ফিটনেস এবং দুরন্ত ছন্দে রাখা একমাত্র লক্ষ্য কোচ রাহুল দ্রাবিড়ের। তাই ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একদিনের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজ জিতে ফেরেন একমাত্র লক্ষ্য টিম ইন্ডিয়ার।

সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে পঞ্চম টেস্ট ম্যাচ হেরে গেলেও টি টোয়েন্টি এবং একদিনের সিরিজ জিতেছিল রোহিত শর্মার ভারত। তাই আত্মবিশ্বাসের দিক থেকে অভাব নেই তাদের।

Monty Panesar on Kohli : বিরাট কোহলির বাদ না যাওয়ার পেছনে স্পন্সরদের চাপ! বোমা ইংরেজ ক্রিকেটারের

#লন্ডন: কপিল দেব, ভেঙ্কটেশ প্রসাদ এবং আরো কিছু প্রাক্তন ক্রিকেটার দলের স্বার্থে বিরাট কোহলি কে সাময়িকভাবে বাদ দিতে বলেছেন। আগে এটাই ছিল নিয়ম। বড় ক্রিকেটার হলেও খারাপ ফর্ম চলতে থাকলে বাদ যেতে হত। আবার ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে ফিরে আসতে হত। কিন্তু নামটা যখন বিরাট কোহলি, তখন এই নিয়ম মানা হবে দেখে মনে হচ্ছে না।

ম্যাচের ফল যাই হোক না কেন, কোহলি রান পেলেন কি পেলেন না, তাতে কিচ্ছু যায় আসে না। আসলে বিসিসিআই স্পনসরদের খুশি করার জন্যই সম্ভবত বিরাট কোহলিকে বাদ দেওয়ার সাহস দেখাচ্ছে না। কেননা, কোহলি না খেললে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় মুখ। তার পেছনে কোটি কোটি টাকার স্পন্সর।

ফর্মে না থাকা সত্ত্বেও কোহলির ক্রমাগত ম্যাচ খেলে যাওয়া প্রসঙ্গে এমনটাই ধারণা প্রাক্তন ব্রিটিশ তারকা মন্টি পানেসরের। ধারাবাহিক ব্যর্থতা সত্ত্বেও কোহলির জাতীয় দলে টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন কপিল দেবের মতো কিংবদন্তিরাও। তবে পানেসর এক্ষেত্রে কার্যত টাকার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার অভিযোগ তুলে বসলেন ভারতী ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে।

যদিও তিনি সরাসরি আঙুল তোলেনি। বরং ঘুরিয়ে প্রশ্ন তোলেন এই বিষয়ে। পানেসর বর্ণনা করেন, কেন কোহলিকে বাদ দেওয়া সম্ভব নয় ভারতীয় বোর্ডের পক্ষে। তিনি বলেন, কোহলির প্রসঙ্গটা ঠিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো। যখনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে নামে রোনাল্ডো, লোকে ফুটবল দেখে। কোহলির ক্ষেত্রেও তাই।

ওর বিপুল অনুরাগী ছাড়াও আলাদা আকর্ষণ রয়েছে। পরক্ষণেই পানেসর বলেন, বিসিসিআই কি চাপে রয়েছে? ফলাফলযাই হোক না কেন, কোহলি যেমনই ভূমিকা নিক, বোর্ড কি স্পনসরদের খুশি করতে চাইছে? এই মুহূর্তে এটাই হল সব থেকে বড় প্রশ্ন।

ওরা কোহলিকে বাদ দিতে পারছে না কারণ, তাহলে ওদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। আসলে ক্রিকেট সারা দুনিয়ায় বড় ব্যবসা। ভারতে আরো বড়। তাই কোহলি এই মুহূর্তে বিরাট বোঝা হলেও তাকে বয়ে বাড়াতে হচ্ছে।

BCCI COVID guidelines : ইংল্যান্ডে সেলফিতে মজে রোহিতরা! করোনা মাথায় রেখে কড়া নিয়ম জারি করল বোর্ড

#লেস্টার: ইংল্যান্ডে পৌঁছানোর পর থেকে আনন্দে আছেন ভারতীয় ক্রিকেটাররা। দীর্ঘদিন পর দেশের বাইরের টুর। একটু উত্তেজনা থাকা স্বাভাবিক। কিন্তু সেই উত্তেজনা ক্ষতি করতে পারে এমন আশঙ্কা আছে। আবার চোখ রাঙাচ্ছে করোনা। ইংল্যান্ড সফর শুরুর আগেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের কড়া হুঁশিয়ারি দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন – Afridi on BCCI : পাকিস্তান শিশু, ভারতীয় বোর্ডের দাদাগিরি থামানোর দম নেই আইসিসির! অকপট আফ্রিদি

এমন ভুল আর নয়। ফের যদি এমন ভুল করেছেন কেউ, তাঁকে শাস্তি পর্যন্ত পেতে হতে পারে। আসলে ইংল্যান্ডে পৌঁছেই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে অনুরাগীদের ছবি তোলার আব্দার মোটাতে দেখা যায়। ওদিকে ব্রিটেনে প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ইংল্যান্ড সফরে যাওয়া নিউজিল্যান্ড দলের একাধিক সদস্য করোনা আক্রান্ত হন।

তাছাড়া রবিচন্দ্রন অশ্বিন করোনা আক্রান্ত হওয়ায় ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে উড়ে যেতে পারেননি। এই অবস্থায় ভারতীয় শিবিরে করোনা হানা দিলে বার্মিংহ্যাম টেস্টে তার প্রভাব পড়তে পারে। বিসিসিআই কোনওভাবেই ঝুঁকি নিতে চায় না। সেকারণেই রোহিত-কোহলিদের আচরণে মোটেও খুশি নয় বোর্ড।

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমল এপ্রসঙ্গে ইনসাইডস্পোর্টকে বলেন, ইংল্যান্ডে করোনার ঝুঁকি তুলনায় কম হলেও ক্রিকেটারদের সাবধান থাকা উচিত। আমরা দলকে বাড়তি সাবধানতা অবলম্বন করতে বলব। গত বছর করোনার জন্যই ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের সিরিজের শেষ টেস্ট খেলা হয়নি ভারতের। এবারও তেমন কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক, চায় না বোর্ড।

উল্লেখ্য, আগামী ১ জুলাই থেকে বার্মিংহ্যামের এজবাস্টনে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড-ভারত সিরিজের স্থগিত হয়ে যাওয়া পঞ্চম টেস্ট। ইংল্যান্ড সফরে বায়ো বাবল নেই। অর্থাৎ অনেক খোলা মনে ক্রিকেট উপভোগ করতে পারবেন ক্রিকেটাররা।

কিন্তু হঠাৎ করে যদি টিম হোটেলে করোনা ঢুকে পরে, তখন দ্রুত একাধিক ব্যক্তির তাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আগে থেকেই গাইডলাইন জারি করে দিয়েছে ভারতীয় বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট জিতুক ভারত, তার জন্য মরিয়া বিসিসিআই।

Mithali Raj, BCCI : অবসরের পরেই নতুন লক্ষ্য স্থির করে ফেলেছেন মিতালি, মেয়ের সাহস আছে বটে!

#মুম্বই: গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজ। এখন তার কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে তিনি তার অভিজ্ঞতা পরিচালনার কাজে লাগিয়ে, ভারতীয় মহিলা ক্রিকেটকে বিশ্বের শিখরে রাখতে চান। কয়েক হাজার ভারতীয় মেয়ের অনুপ্রেরণা মিতালি রাজ, ভারতের কোনায় কোনায় সমস্ত সামাজিক বদ্ধতা ভেঙে মেয়েদের ক্রিকেটের প্রতি উৎসাহিত করেছেন তিনি।

আরও পড়ুন – Sunil Chhetri : ফুটবল জীবনের ১৭ বছর পূর্ণ আজ! সুপারম্যান সুনীল ছেত্রী আজও টানছেন ভারতকে

শুধু ভারতের হয়ে না, বিশ্ব ক্রিকেটে তার মত অবদান আর কোনো মহিলা ক্রিকেটার রাখতে পারেননি। দীর্ঘ দুই দশক ধরে তিনি দাপিয়ে বেড়িয়েছেন ক্রিকেট মহলে, দেশের অধিনায়ক হয়ে সাফল্যের শিখরে বিচরণ করেছেন। তিনি পঞ্চাশ ওভারের ফরম্যাটে মহিলা ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক।

ওয়ানডে ম্যাচে তার ৭১ খানা অর্ধশত রানের ধারে কাছেও কেউ আসতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তিনি, অবসর নেওয়ার আগে সমস্ত ফরম্যাট মিলিয়ে ১০ হাজারেরও বেশি রান সংগ্রহ করেছেন। তিনি ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিসিসিআইয়ের হয়ে পরিচালনায় আসতে চান তিনি।

সেখানে নিজের মূল্যবান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মহিলা ক্রিকেটের উন্নতি করবেন। তিনি বললেন, একজন মহিলা হয়ে মেয়েদের ক্রিকেটের ভালোটা সবথেকে ভাল বুঝতে পারবো। তিনি বিখ্যাত মহিলা ক্রিকেটার বেলিন্ডা ক্লার্ক এবং ক্লেয়ার কনারের উদাহরণ দিলেন।

যেভাবে বেলিন্ডা ক্লার্ক তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটের উন্নতি করেছে অথবা ক্লেয়ার কনার যেটা ইউরোপীয় ক্রিকেটের জন্য করেছেন… আমি নিশ্চিত যদি মেয়েদের সুযোগ দেওয়া হয় তারা খুব সুন্দর ভাবে মহিলা ক্রিকেটকে সাজিয়ে তুলবেন।

মিতালি রাজ সবসময় মহিলা আইপিএলের পক্ষে আওয়াজ তুলে এসেছেন। অবসর নেওয়ার পরও তিনি সুষ্টুভাবে মহিলা আইপিএল আয়োজন করার জন্য পরিশ্রম করবেন বলে জানালেন। বিসিআই ২০২৩ এ ছয়টি দল নিয়ে মহিলা আইপিএল আয়োজন করার পরিকল্পনা করছিল বলে জানিয়েছিল। তবে আপাতত একটা মাস মনের আনন্দে ছুটি কাটাতে চান ভারতীয় মহিলা ক্রিকেটে রাজ করা মিতালি।

Sunil Chhetri, NCA : ফুটবল ছেড়ে ক্রিকেট খেলছেন সুনীল ছেত্রী! বিশ্বাস হচ্ছে না তো? দেখুন

#বেঙ্গালুরু: তিনি ভারতের গর্ব। ক্রিকেট নয়, ফুটবলে ভারতের আইকন। বাইচুং ভুটিয়ার অবসর নেওয়ার পর ভারতীয় ফুটবলের একচ্ছত্র সম্রাট সুনীল ছেত্রী। এএফসি এশিয়ান কাপে ভারত কোয়ালিফাই করতে না পারলে হয়তো অবসর নিয়ে নেবেন সুনীল। ফুটবল ছাড়ার পর ম্যানেজমেন্ট কোর্স করবেন সেটাও ঠিক করে রেখেছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) হঠাৎই হাজির হয়ে গেলেন সুনীল ছেত্রী।

আরও পড়ুন – Lindsey Vonn : অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী এই সুন্দরী অ্যাথলিটকে চেনেন? ঘাম দেবে! রইল ছবি

সেখানে হাজির থাকা ক্রিকেটারদের সঙ্গে কথা তো বললেনই, তাদের সঙ্গে ফিল্ডিং অনুশীলনও করে নিলেন। ‘শিক্ষক’ ছেত্রীকে পেয়ে খুশি এনসিএ-র ক্রিকেটাররা। রবিবার এনসিএ-তে হাজির হন ভারতের ফুটবল দলের অধিনায়ক। এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণের পাশে বসে উত্তর-পূর্বের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। নিজের ফুটবলজীবনের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেন ক্রিকেটারদের সঙ্গে।

বিভিন্ন ক্রিকেটাররা প্রশ্নও করেন ভারতের ফুটবল দলের অধিনায়ককে। তিনি সেই প্রশ্নের উত্তরও দেন। সেই ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআই। তারা লিখেছে, এনসিএ-র প্রতিবেশি, ভারতের ফুটবল দলের অধিনায়ক এবং কিংবদন্তি সুনীল ছেত্রী এসেছিলেন রবিবার বিকেলে। দারুণ ফিল্ডিং অনুশীলনের পাশাপাশি নিজের ফুটবলযাত্রার অভিজ্ঞতার কথা উত্তর-পূর্ব এবং প্লেট বিভাগে থাকা দলের ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে খুব ভাল সম্পর্ক রয়েছে ছেত্রীর। গত বছর কোভিড লকডাউনের সময় ইনস্টাগ্রামে কোহলীর সঙ্গে একটি লাইভ চ্যাট আয়োজন করেছিলেন তিনি। সেই কথাবার্তায় দু’জনেই নিজেদের জীবনের কঠিন দিকগুলির কথা তুলে ধরেন।

তরুণ ক্রিকেটারদের সুনীল ছেত্রী জানিয়েছেন ক্রিকেট এবং ফুটবল দুটোই দলগত খেলা। ভারতবর্ষে দুটো খেলার জনপ্রিয়তা আছে। বহু তরুণ ফুটবলার যেমন উত্তর-পূর্ব ভারত থেকে ফুটবল দলে দাপটের সঙ্গে খেলেছেন, তেমনই ক্রিকেটেও সেটা সম্ভব মনে করেন সুনীল।

শুধু দরকার আত্মত্যাগ, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের। ক্রিকেটারদের সঙ্গে ফিল্ডিং ড্রিল অনুশীলন করেন তিনি। পেশাদার ফুটবলার হলেও ছোটবেলায় দিল্লিতে অল্পবিস্তর ক্রিকেট খেলেছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।

Lata Mangeshkar Demise: লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকে ডুবে ক্রিকেট দুনিয়া, বিরাট থেকে জয় শাহ সকলেই করলেন ট্যুইট

#মুম্বই:  ভারত রত্ন লতা মঙ্গেশকর  (Lata Mangeshkar Death) ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ একদিন আগেই তাঁর শরীর বেশ খানিকটা ঠিক হয়েছে খবর পেয়ে খুশি হয়েছিল লতা মঙ্গেশকরের সব ফ্যানরা৷ কিন্তু সেই আনন্দ দীর্ঘ সময় স্থায়ী হল না৷ কোকিলকণ্ঠী নশ্বর দেহ ছেড়ে পরমাত্মায় বিলীন হয়ে গেলেন৷ লতা মঙ্গেশকর নিজেও ক্রিকেটের দারুণ ভক্ত ছিলেন এ খবর কারোর অজানা নয়, তাই সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকে মূহ্যমান গোটা ক্রিকেট দুনিয়া৷ ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ থাকলে তিনি কখনও তা দেখতে ভুলতেন না৷ তাঁর মৃত্যুতে (Lata Mangeshkar death)  ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli ) তাঁকে ট্যুইট বার্তায় শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন৷

বিরাট কোহলি নিজের শোকবার্তায় লিখেছেন, ‘‘ লতা মঙ্গেশকরের প্রয়াণে (Lata Mangeshkar Demise) গভীরভাবে শোকাহত৷ তাঁর মধুর সঙ্গীত ক্ষ লক্ষ মানুষকে ছুঁয়েছে৷ আপনার সমস্ত সঙ্গীত ও স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ৷ পরিবারের মানুষের জন্য আমার গভীর সমবেদনা৷ ’’

আরও পড়ুন – U19 World Cup জয়ী দলের সদস্যদের ৪০ লক্ষ টাকা করে দেবে BCCI, ঘোষণা Sourav-র

লতা মঙ্গেশকরের প্রয়াণে (Lata Mangeshkar Demise) দেখে নিন বিরাট কোহলির সেই ট্যুইট

লতা মঙ্গেশকরের মৃত্যুতে (Lata Mangeshkar death) হরভজন সিংও দুঃখ প্রকাশ করে ট্যুইট করেছেন৷ প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘‘

তিনি লিখেছেন, ‘‘লতাজী-র প্রয়াণের বিষয়ে শুনে খুব দুঃখ হয়েছে৷ আপনার আওয়াজ আমাদের হৃদয়ে সবসময় বেঁচে থাকবে৷ কোটি কোটি প্রণাম৷৷

লতামঙ্গেশকরজী -র প্রয়াণে (Lata Mangeshkar Death) শোকস্তব্ধ গৌতম গম্ভীর৷ তিনি লিখেছেন, ‘‘লেজেন্ডস অনন্তকাল বেঁচে থাকেন৷ কেউ ওঁনার মতো কখনই হবে না৷’’

গৌতম গম্ভীরের ট্যুইট

এদিকে বিসিসিআইয়ের সচিব জয় শাহও সুর সম্রাজ্ঞীর প্রয়াণে (Lata Mangeshkar Demise)  শোকস্তব্ধ৷ তিনিও নিজের ট্যুইটবার্তায় জানিয়েছেন, ‘‘লতা দিদি নিজের সুরেলা আওয়াজে সকলকে প্রভাবিত করেছেন৷ তিনি বিভিন্নরকমের ভাবনা নিয়ে আসতে পারেন৷ তাঁর এমনই শক্তি৷ তাঁর ক্রিকেটে গভীর আকর্ষণ ছিল৷ তিনি নিজের মতো করে ক্রিকেটে যোগদান দিয়েছেন৷ উনি আর আমাদের মধ্যে নেই এই খবর হৃদয় ভেঙে দেয়৷ এটা একটা অপূরণীয় ক্ষতি৷’’

আরও পড়ুন- U19 World Cup Final: ভারতের দুই পেসার লুটে নিলেন ৯ উইকেট! ‘রবি-রাজ’ অ্যান্টিগায়

জয় শাহের ট্যুইট

লতা মঙ্গেশকর ২৮ দিন ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন৷ কিছুদিন আগে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়৷ কিন্তু হঠাৎ করেই দিন দুয়েক আগে তাঁর স্বাস্থ্য আবার খারাপ হয় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল৷ কিন্তু সব লড়াইকে ব্যর্থ করে দিয়ে ৯২ বছরের তা মঙ্গেশকর ৬ সেপ্টেম্বর প্রয়াত হলেন৷

U19 World Cup: দলের জয়ে উচ্ছ্বসিত জয় শাহ, অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ীদের ভরালেন প্রশংসায়

#মুম্বই: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup) এর চারবার চ্যাম্পিয়ন হয়েও সেরা ছিল ভারত আর ২০২২ -র অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ৪ উইকেটে জিতে সেই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের তালিকাটা ৫ নিয়ে আরও ভাল জায়গায় চলে গেলেন যশ ধূল এন্ড কোং৷

ভারতের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup) জয়ী দলকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সকলেই৷ চ্যাম্পিয়ন হওয়ার পরেই বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ট্যুইট করে দলকে শুভেচ্ছা বার্তা দেন৷ পাশাপাশি আর্থিক পুরস্কারের ঘোষণাও করেন৷

বিসিসিআইয়ের (BCCI) সচিব জয় শাহও (Jay Shah)- দলকে ভূয়সী প্রশংসা করেছেন৷ জয় শাহ লিখেছেন , ‘‘অভিনন্দন বয়েস ইন ব্লু, আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার জন্য৷ এটা ভেরি ভেরি স্পেশাল লক্ষণ, যে সমস্ত বিপরীত পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে জিতেছে৷ আমাদের প্রত্যেক তরুণ তারকা সঠিক মেজাজ এবং হৃদয়ের শক্তি দেখিয়েছে যাতে ইতিহাস ফিরে এসেছে৷ ’’

এদিকে দলের জয়ে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সমস্ত প্রাক্তন ও বর্তমানরাও৷

IPL 2022 Auction Shortlist : আইপিএলের ক্রিকেটারদের তালিকা প্রকাশ বিসিসিআইয়ের, কার কত দাম জানুন বিস্তারিত

#মুম্বই: আইপিএল নিলামের জন্য এখনও বেশ কিছুদিন সময় রয়েছে। তার আগে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল বিসিসিআই। এবারের আইপিএল নিলামে উঠবেন ৫৯০ জন ক্রিকেটার। বাংলার ১৪ ক্রিকেটারের নাম রয়েছে সেই তালিকায়। নেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল বা অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং ইংল্যান্ডের বেন স্টোকস। তবে থাকছেন ইংল্যান্ডের জোফ্রা আর্চার। মঙ্গলবার আইপিএল-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটারের নাম রয়েছে।

আরও পড়ুন – Ronaldo unfollows Greenwood : বান্ধবীকে পেটানো এবং ধর্ষণের অভিযোগ উঠতেই গ্রিনউডকে ব্লক করলেন রোনাল্ডো

তার মধ্যে বাংলা থেকে রয়েছেন ১৪ জন। মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহার মতো ভারতীয় দলে নিয়মিত খেলা ক্রিকেটাররা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, শ্রীবৎস গোস্বামীর মতো ক্রিকেটাররাও। নিলামে অস্ট্রেলিয়ার ৪৭ জন ক্রিকেটার রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন ক্রিকেটার নিলামে উঠবেন। দক্ষিণ আফ্রিকার ৩৩ জন ক্রিকেটার রয়েছেন তালিকায়। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ২৪ জন করে ক্রিকেটার রয়েছেন এই তালিকায়।

আফগানিস্তানের ১৭ জন ক্রিকেটার রয়েছেন নিলামে। নেপাল, আমেরিকা এবং জিম্বাবোয়ে থেকে রয়েছেন এক জন করে ক্রিকেটার। বাংলাদেশের পাঁচ জন ক্রিকেটার রয়েছেন নিলামে। ৪৮ জন ক্রিকেটার নিজেদের ন্যুনতম মূল্য রেখেছেন ২ কোটি টাকা। তাঁদের মধ্যে রয়েছেন মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবিন উথাপ্পা, সুরেশ রায়না, দীনেশ কার্তিক, শ্রেয়স আয়ারের মতো ভারতীয় ক্রিকেটার।

বিদেশিদের মধ্যে ২ কোটি টাকা দাম রয়েছে ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট, প্যাট কামিন্স, রাবাডা, কুইন্টন ডি’কক, কুলটার ডি নাইল, মিচেল মার্শদের মত তারকাদের। চড়া দামে বিক্রি হতে পারেন ম্যাথু ওয়েড, স্যাম বিলিংস, ক্রিস জর্ডান। ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে সবচেয়ে বেশি টাকা রয়েছে পঞ্জাব কিংসদের হাতে (৭২ কোটি)।

এরপর দ্বিতীয় স্থানে সানরাইজার্স হায়দারাবাদ (৬৮ কোটি)। তিন নম্বরে রয়েছে রাজস্থান রয়েলস (৬২ কোটি)। কলকাতা নাইট রাইডার্স হাতে রেখেছে ৪৮ কোটি। শাহরুখ খানের দলের কাছে একজন অধিনায়ক, ওপেনার এবং একজন জোরে বোলার নেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। এদিকে শাহরুখ খান নিজের নূন্যতম মূল্য ২০ লাখ থেকে বাড়িয়ে ৪০ লাখে নিয়ে গিয়েছেন। দেশের হয়ে না খেলা ক্রিকেটাররা এর বেশি ন্যূনতম মূল্য রাখতে পারবেন না।

IND vs WI series revised venues: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হোম সিরিজের বদলাল তারিখ, জেনে নিন

#কলকাতা: আগেই জানা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের হোম সিরিজে অনেক লড়াই করে তিনটি টি ২০ ম্যাচ হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। ক্রিকেটের নন্দনকাননে তিনটি ম্যাচ হওয়া নিয়ে সংশয় নেই। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলি ৬টি শহরে নয়, হবে দুটি শহরে। আজ আনুষ্ঠানিকভাবে এ কথা জানিয়ে দিল বিসিসিআই।

আরও পড়ুন – Gary Kirsten on Hardik : পারফরম্যান্স দিয়েই জবাব দিতে মুখিয়ে আছে হার্দিক, বলছেন গ্যারি কার্স্টেন

আইপিএলের নিলামের কথা মাথায় রেখে বদল হয়েছে ম্যাচের দিনক্ষণেও। ওয়েস্ট ইন্ডিজ দল প্রথমে আমেদাবাদে পৌঁছাবে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের সব ম্যাচ। প্রথম একদিনের আন্তর্জাতিকটি হবে রবিবার ৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় ও তৃতীয় একদিনের আন্তর্জাতিক হওয়ার কথা ছিল যথাক্রমে কানপুর ও কলকাতায়।

৯ ফেব্রুয়ারি কানপুরে খেলে কলকাতায় এসে তৃতীয় একদিনের আন্তর্জাতিকটি ইডেনে হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির ১২ তারিখ। দ্বিতীয় ম্যাচটি নির্ধারিত দিনেই হবে আমেদাবাদে। ১২ তারিখ যেহেতু আইপিএল নিলাম রয়েছে, ফলে সিরিজের শেষ ম্যাচটি একদিন আগে এগিয়ে আনা হয়েছে। এই ম্যাচটি হবে ১১ ফেব্রুয়ারি। আমেদাবাদ থেকে কলকাতায় টি ২০ সিরিজ খেলতে আসবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

কটক, বিশাখাপত্তনম ও তিরুঅনন্তপুরমে হওয়ার কথা ছিল টি ২০ সিরিজের ম্যাচ গুলি যথাক্রমে ১৫, ১৮ ও ২০ ফেব্রুয়ারি। টি ২০ সিরিজ আগের ক্রীড়াসূচির পরিবর্তে একদিন পর অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি শুরু হবে। ১৮ ও ২০ তারিখের ম্যাচগুলিও হবে ইডেনে। বিমানযাত্রায় জৈব সুরক্ষা বলয় ভেদ করে করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় দুটি শহরেই সাদা বলের সিরিজ সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত বলে জানিয়েছে বিসিসিআই।

দুই দল, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচারকারী সংস্থা-সহ ম্যাচের সঙ্গে যুক্ত সকলের স্বাস্থ্য, সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। উল্লেখ্য এর আগে জয় শাহ জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের গুরুত্ব যথেষ্ট আছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট এবং একদিনের সিরিজ হারের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাবে ভারত’।

মনে রাখতে হবে বছর শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টি ২০ বিশ্বকাপ আছে। তার আগে যত সম্ভব টি ২০ খেলে দল তৈরি করে নিতে চায় ভারত। উল্লেখ্য রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কামব্যাক করতে চলেছেন।

IPL 2022 in Maharashtra : ২৭ মার্চ থেকে মহারাষ্ট্রেই আইপিএল করতে ইচ্ছুক বিসিসিআই

 

#মুম্বই: চলতি বছরের আইপিএল হতে পারে ভারতের মাটিতেই। তবে করোনা সংক্রমণের কারণে তা হতে পারে শুধু মহারাষ্ট্রের মধ্যেই। মুম্বই এবং পুণের ৪টি স্টেডিয়ামে খেলা হবে। প্রয়োজনে ভারতের মাটিতে দর্শকশূন্য টুর্নামেন্ট আয়োজনের ভাবনা বোর্ডের। আজ আইপিএল এর ১০ টি দলের সঙ্গে বোর্ড কর্তারা ভার্চুয়ালি বৈঠক করেন। আগামী ২৭ মার্চ থেকে প্রতিযোগিতা শুরু করার ভাবনা বোর্ডের।

আরও পড়ুন – Adam Gilchrist On IND vs Pak : মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া থাকবে ভারত, বলছেন গিলক্রিস্ট

২০ ফেব্রুয়ারির মধ্যে কোথায় আয়োজন হবে আইপিএল তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচ হবে ১৮ মার্চ। বোর্ডের নিয়মানুযায়ী শেষ সিরিজ এবং আইপিএল শুরু হওয়ার মধ্যে ১৪ দিন বিরতি থাকতে হবে। সেক্ষেত্রে ২ এপ্রিলও প্রতিযোগিতা শুরু হতে পারে। বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, আপাতত ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্রেবোর্ন স্টেডিয়াম এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ম্যাচগুলি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন – IPL 2022 Auction : এবারের আইপিএলে দেখা যাবে না যে তারকা ক্রিকেটারদের, দেখে নিন এক ঝলকে

পাশাপাশি পুণের গাহুঞ্জের মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামেও হওয়ার কথা রয়েছে এই প্রতিযোগিতা। তবে একান্তই ভারতে করা না গেলে, সংযুক্ত আরব আমিরশাহিকে বিকল্প হিসেবে ভেবে রাখা হয়েছে। তবে আর একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আমিরশাহি নয়, দক্ষিণ আফ্রিকায় করা হতে পারে আইপিএল। বেশিরভাগ কর্তাই মুম্বই এবং পুণে-তে আইপিএল-এর ম্যাচ আয়োজন করার পক্ষে সম্মতি দেন।

কারণ, সেখানে বিমানে করে কোথাও যাত্রার দরকার পড়বে না। সড়ক পথে যাওয়া সম্ভব। পাশাপাশি, ম্যাচ আয়োজন করা হবে জৈবদুর্গে। যা-ই হোক না কেন, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিই এই প্রতিযোগিতা ভারতে আয়োজন করতে আগ্রহী। মুম্বই এবং পুণেয় হলে আরও বেশি সুবিধা। কারণ উচ্চমানের স্টেডিয়ামের পাশাপাশি ক্রিকেটারদের রাখার মতো প্রয়োজনীর পাঁচ তারা হোটেলও আছে প্রচুর পরিমাণে।

বোর্ডের এক সূত্র বলেছেন, যদি একান্তই এই প্রতিযোগিতা ভারতে আয়োজন না করা যায়, তা হলে আমিরশাহিই সেরা বিকল্প। কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজিই চাইছে এবার অন্তত অন্য কোথাও আয়োজন করা হোক। তবে শ্রীলঙ্কা অনেকেরই পছন্দ নয়। শনিবারই আইপিএল নিলামের জন্য মোট ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ১২১৪ জন ক্রিকেটার রয়েছেন।

এর মধ্যে ভারতের জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার ৬১ জন, বিদেশি এবং জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটার ২০৯ জন, সহকারী দেশগুলির থেকে ৪১ জন। সব মিলিয়ে অতীত থেকে শিক্ষা নিয়ে দেশের মাটিতেই আইপিএল করার ব্যাপারে আত্মবিশ্বাসী বিসিসিআই। প্লে অফ ম্যাচ আমেদাবাদে হতে পারে।