Tag Archives: Bikash Ranjan Bhattacharya

RG Kar Case-Supreme Court: যেন ‘রাজায়-রাজায় যুদ্ধ’! আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে হাই প্রোফাইল আইনজীবীদের লড়াই! কে কার হয়ে লড়ছেন? জানুন

আরজি কর কাণ্ডে মঙ্গলবারের সুপ্রিম কোর্টের শুনানিতে এবার দেখা যেতে চলেছে কপিল সিব্বল-ইন্দিরা জয়সিং দ্বৈরথ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে আইনজীবী বদল করেছেন জুনিয়র ডাক্তাররা। গীতা লুথরার জায়গায় জুনিয়ার ডাক্তারদের তরফে সুপ্রিম শুনানিতে থাকতে চলেছেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিং।
আরজি কর কাণ্ডে মঙ্গলবারের সুপ্রিম কোর্টের শুনানিতে এবার দেখা যেতে চলেছে কপিল সিব্বল-ইন্দিরা জয়সিং দ্বৈরথ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে আইনজীবী বদল করেছেন জুনিয়র ডাক্তাররা। গীতা লুথরার জায়গায় জুনিয়ার ডাক্তারদের তরফে সুপ্রিম শুনানিতে থাকতে চলেছেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিং।
চিকিৎসকদের আর এক সংগঠন, ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল’-এর হয়ে সওয়াল করবেন করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায়।
চিকিৎসকদের আর এক সংগঠন, ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল’-এর হয়ে সওয়াল করবেন করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায়।
অপরদিকে, কেন্দ্রীয় সরকার ও সিবিআই-এর হয়ে সওয়াল করছেন সিনিয়র আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতা। হাইকোর্ট-প্রশাসনের তরফে সিনিয়র আইনজীবী হিসেবে থাকছেন সঞ্জয় আর হেগরে।
অপরদিকে, কেন্দ্রীয় সরকার ও সিবিআই-এর হয়ে সওয়াল করছেন সিনিয়র আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতা। হাইকোর্ট-প্রশাসনের তরফে সিনিয়র আইনজীবী হিসেবে থাকছেন সঞ্জয় আর হেগরে।
এদিকে, নির্যাতিতার পরিবারের তরফে সওয়াল করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, শামিম আহমেদ ও সিদ্ধার্থ মণ্ডল।
এদিকে, নির্যাতিতার পরিবারের তরফে সওয়াল করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, শামিম আহমেদ ও সিদ্ধার্থ মণ্ডল।
আর অপরদিকে, রাজ্যের আইনজীবী হিসেবে থাকছেন কপিল সিব্বল, আস্থা শর্মা, সঞ্জয় বসু।
আর অপরদিকে, রাজ্যের আইনজীবী হিসেবে থাকছেন কপিল সিব্বল, আস্থা শর্মা, সঞ্জয় বসু।
এদিকে, হাইকোর্টে জনস্বার্থ মামলাকারী শুভেন্দু অধিকারীর আইনজীবী হিসেবে থাকছেন বাঁশুরী স্বরাজ। হাইকোর্টে আরেক জনস্বার্থ মামলাকারী বিজয় সিংঘলের আইনজীবী হিসেবে থাকছেন ফিরোজ ইদুলজি। হাইকোর্টে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী হিসেবে থাকছেন ফিরদৌস শামিম।
এদিকে, হাইকোর্টে জনস্বার্থ মামলাকারী শুভেন্দু অধিকারীর আইনজীবী হিসেবে থাকছেন বাঁশুরী স্বরাজ। হাইকোর্টে আরেক জনস্বার্থ মামলাকারী বিজয় সিংঘলের আইনজীবী হিসেবে থাকছেন ফিরোজ ইদুলজি। হাইকোর্টে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী হিসেবে থাকছেন ফিরদৌস শামিম।
সুপ্রিম কোর্টের আগের শুনানিতেই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ। ডাক্তারদের মনে আস্থা ফেরাতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশনামাতেও সে কথা উল্লেখ করেছিল। আদালতের নির্দেশ ছিল, ডাক্তারেরা ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য। কিন্তু কর্মবিরতি এখনও চলছে জুনিয়র ডাক্তারদের। বারবার বৈঠকের পরিস্থিতি তৈরি হলেও তা এখনও হয়ে ওঠেনি। সোমবার ফের সেই সম্ভাবনা দেখা দিয়েছে। তবে, সকলের নজর রয়েছে সুপ্রিম কোর্টের মঙ্গলবারের শুনানিতে একাধিক হাই প্রোফাইল আইনজীবীদের সওয়ালের দিকে।
সুপ্রিম কোর্টের আগের শুনানিতেই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ। ডাক্তারদের মনে আস্থা ফেরাতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশনামাতেও সে কথা উল্লেখ করেছিল। আদালতের নির্দেশ ছিল, ডাক্তারেরা ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য। কিন্তু কর্মবিরতি এখনও চলছে জুনিয়র ডাক্তারদের। বারবার বৈঠকের পরিস্থিতি তৈরি হলেও তা এখনও হয়ে ওঠেনি। সোমবার ফের সেই সম্ভাবনা দেখা দিয়েছে। তবে, সকলের নজর রয়েছে সুপ্রিম কোর্টের মঙ্গলবারের শুনানিতে একাধিক হাই প্রোফাইল আইনজীবীদের সওয়ালের দিকে।

Bikash Ranjan Bhattacharya: মমতার বিরুদ্ধে ‘বড়’ অভিযোগ, আদালতের দ্বারস্থ বিকাশরঞ্জন! সব নজর দুপুরের দিকে

কলকাতা: এসএসসি(SSC) নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, এমনই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মমতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করার আবেদন জানান বিকাশরঞ্জন।

বিকাশরঞ্জনের অভিযোগ, ”মুখ্যমন্ত্রী বলছেন, আদালত বিক্রি হয়ে গিয়েছে। বিচারপতির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। বিচারপতিরা নিজের বিচারবুদ্ধি দিয়ে কাজ করেন। কিন্তু গোটা হাইকোর্ট বিক্রি হয়ে গিয়েছে, এমন মন্তব্য কেন? আদালতের সম্মানহানি হচ্ছে। এই বিষয়ে পদক্ষেপ করা না হলে সবাই আদালতকে দেখে হাসাহাসি করবে।‘

আরও পড়ুন: কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ! কারণ বললেন, ‘মহিলারা ভাল ভাবে নিচ্ছেন না’!

বিকাশরঞ্জনের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ওই বিষয়ে হলফনামা দিতে হবে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টোয় বিকাশের আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন। এই নির্দেশের ফলে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। সেই রায়ের সূত্রেই বুধবার কলকাতা হাইকোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করে মমতা বলেন, ‘এরা কোর্ট কিনে নিয়েছে, আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না। সিবিআইকে কিনে নিয়েছে, বিএসএফকে কিনে নিয়েছে!’

মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পরই আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আর্জি জানিয়েছেন।