Tag Archives: bipttarini puja 2024

Bipattarini Puja Rules & Rituals: রাত পোহালেই বিপত্তারিণী পুজো! ভুলেও খাবেন না এই খাবার! করবেন না এই কাজ! সংসার তছনছ…জীবনে নামবে ঘোর বিপদ

আষাঢ় মাসে রথযাত্রা এবং উল্টোরথের মধ্যে মঙ্গলবার ও শনিবার পালিত হয় বিপত্তারিণী ব্রত। সেইমতো এ বছর বিপত্তারিণী ব্রতপালনের প্রথম দিন মঙ্গলবার, ৯ জুলাই।
আষাঢ় মাসে রথযাত্রা এবং উল্টোরথের মধ্যে মঙ্গলবার ও শনিবার পালিত হয় বিপত্তারিণী ব্রত। সেইমতো এ বছর বিপত্তারিণী ব্রতপালনের প্রথম দিন মঙ্গলবার, ৯ জুলাই।

 

অনেকে বছরভর মঙ্গল ও শনিবার বিপত্তারিণী মায়ের ব্রত ও পুজো পালন করেন। তবে তাঁর পুজোর সবথেকে বড় উদযাপন হয় আষাঢ় মাসে দু’টি রথযাত্রার মাঝেই।
অনেকে বছরভর মঙ্গল ও শনিবার বিপত্তারিণী মায়ের ব্রত ও পুজো পালন করেন। তবে তাঁর পুজোর সবথেকে বড় উদযাপন হয় আষাঢ় মাসে দু’টি রথযাত্রার মাঝেই।

 

সাধারণত পরিবারের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মহিলারাই। তবে পুরুষরাও ব্রতী হন। কী কী নিয়ম পালন করবেন এই ব্রত ও পুজো পালনে, বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি।
সাধারণত পরিবারের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মহিলারাই। তবে পুরুষরাও ব্রতী হন। কী কী নিয়ম পালন করবেন এই ব্রত ও পুজো পালনে, বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি।

 

১৩ টি ফুল এবং ১৩ টি ফল নিবেদন করা হয় বিপত্তারিণী দেবীর পুজোয়। ১৩ গাছি লাল সুতো, ১৩ টি ফল কেটে এবং ১৩ টি ফল গোটা নিবেদন করা হয়।
১৩ টি ফুল এবং ১৩ টি ফল নিবেদন করা হয় বিপত্তারিণী দেবীর পুজোয়। ১৩ গাছি লাল সুতো, ১৩ টি ফল কেটে এবং ১৩ টি ফল গোটা নিবেদন করা হয়।

 

১৩ টি পান, ১৩ টি সুপুরি, ১৩ টি লুচি নিবেদন করুন দেবীকে। তাঁর নৈবেদ্যও হবে ১৩ রকম। যাঁরা ব্রত পালন করেন তাঁরা পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করেন।
১৩ টি পান, ১৩ টি সুপুরি, ১৩ টি লুচি নিবেদন করুন দেবীকে। তাঁর নৈবেদ্যও হবে ১৩ রকম। যাঁরা ব্রত পালন করেন তাঁরা পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করেন।

 

ব্রত পালন করলে সেদিন চাল বা অন্নজাতীয় খাবার গ্রহণ করা যাবে না। এই পুজোর তিথিতে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকুন। বাক সংযম পালন করে নিষ্ঠা ভরে পুজো করুন।
ব্রত পালন করলে সেদিন চাল বা অন্নজাতীয় খাবার গ্রহণ করা যাবে না। এই পুজোর তিথিতে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকুন। বাক সংযম পালন করে নিষ্ঠা ভরে পুজো করুন।

 

পুজোর শেষে ১৩ গাছি দুর্বা, ১৩ টি গিঁট বাঁধা লাল সুতো মহিলারা পরুন বাঁ হাতে। পুরুষরা এই সুতো বাঁধুন ডান হাতে।
পুজোর শেষে ১৩ গাছি দুর্বা, ১৩ টি গিঁট বাঁধা লাল সুতো মহিলারা পরুন বাঁ হাতে। পুরুষরা এই সুতো বাঁধুন ডান হাতে।

 

পুজোর দিন কাউকে ধার দেবেন না। কারওর কাছ থেকে কোনও ধার গ্রহণ করবেন না।
পুজোর দিন কাউকে ধার দেবেন না। কারওর কাছ থেকে কোনও ধার গ্রহণ করবেন না।