Tag Archives: BJP Bandh

BJP Bangla Bandh: দিনভর বন্‌ধের জেরে তীব্র উত্তেজনা হুগলি জুড়ে! মাথা ফাটল বিজেপি কর্মীদের, হিমশিম পুলিশও

হুগলি: উত্তরপাড়া থেকে চুঁচুড়া, ব্যান্ডেল কিংবা তারকেশ্বর সর্বত্রই পড়ল বাংলা বন্‌ধের প্রভাব। অশান্তি, হিংসা, মারামারিতে আহত কমপক্ষে ১৫ জন। হিন্দমোটর স্টেশনের গন্ডগোলেই মাথা ফেটেছে পাঁচজন বিজেপি কর্মীর। গুরুতর আহত দুই বিজেপি কর্মীকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার হাসপাতালে। বন্‌ধের দিন সকাল থেকেই বিজেপি কর্মীদের রেল অবরোধের খবর উঠে আসছিল বিভিন্ন জায়গা থেকে। কোন্নগর, চন্দননগর, উত্তরপাড়া, সব জায়গাতেই বিজেপি কর্মীরা রেল অবরোধ করে।

আরও পড়ুন: কোথাও তৃণমূল-বিজেপি সংঘর্ষ, কোথাও বা ট্রেনে পাথর-বাসে আগুন, বিজেপির বাংলা বনধ কি আদৌ সফল

মানকুন্ডু স্টেশনে দীর্ঘক্ষণ ধরে আপ ও ডাউন দুই লাইনের ট্রেন আটকে চলে বিক্ষোভ। বিক্ষুব্ধ জনতাদের ছত্রভঙ্গ করতে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের প্রয়োগ করতে হয় পুলিশকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। অপরদিক থেকে পুলিশের উপরেও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে আসেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে বিক্ষোভের আঁচ, উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা হিন্দমোটর স্টেশনে রেল অবরোধ করতে আসলে খণ্ডযুদ্ধ লেগে যায় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে। কম করে পাঁচজন বিজেপি কর্মীর মাথা ফাটে। গুরুতর আহত দুই বিজেপি কর্মীকে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতির জন্য তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়।

গোটা জেলা জুড়ে বনধের প্রভাব থাকলেও দিনভর খোলা ছিল বাজার হাট। মাছের দোকান থেকে কাঁচা সবজি কিংবা মুদিখানার দোকান সেসব খোলা ছিল। সিঙ্গুরে এলাকায় মন্ত্রী বেচারাম মান্না বেরিয়ে পড়েন বনধের বিরোধিতা করতে। বাজারে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান।

রাহী হালদার