Tag Archives: blogger

Flood Blog: ডুবন্ত সেতুতে ঝুঁকি নিয়ে নিজস্বী! ব্লগারদের উৎসাহ সামলাতে মোতায়েন হল পুলিশ

বীরভূম: অবশেষে বর্ষার দেখা দিয়েছে বীরভূমে। গত বৃহস্পতিবার থেকে গত রবিবার পর্যন্ত বীরভূমের বিভিন্ন জায়গায় কখনও ভারি কখনও মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছে। এই লাগাতার বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বীরভূমের বিভিন্ন এলাকায়। বিভিন্ন এলাকায় স্থায়ী-অস্থায়ী সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তবে এই বিপর্যয়ের মধ্যেও ব্লগারদের অতি উৎসাহ চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।

২০০০ সালের বন্যায় এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল বীরভূমবাসীদের। তারপরে দীর্ঘ প্রায় ২৪ বছর পর এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হল বীরভূমে। সেতু ভেঙে যাওয়ার ফলে বীরভূমের লাভপুরে ডুবেছে একাধিক গ্রাম। যখন জল যন্ত্রনায় ভুগছে গোটা জেলা ঠিক সেই সময় জলোচ্ছাস দেখতে বিভিন্ন নদীর পাড়ে ভিড় করছে সাধারণ মানুষ। এমনকি অতি উৎসাহী ব্লগাররা জীবনের ঝুঁকি নিয়ে তীব্র স্রোতের মুখে দাঁড়িয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন।

আর‌ও পড়ুন: খাকি পোশাকে রেলগেটে দাঁড়িয়ে সকলের প্রাণ রক্ষা করে চলেছেন বৃদ্ধ, বদলে জুটছে কটুক্তি

বহু মানুষ সেলিফি তুলতে বিপদ উপেক্ষা ভিড় করছেন নদীর স্রোতের মুখে। এর জন্য বিপদ পুলিশের তরফে ২৪ ঘণ্টার নিরপত্তার জন্য সিভিক ভলেন্টিয়ার মোতায়ন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। কোথাও কোনও সমস্যা দেখলে তারা পর্যটকদের মানা করছেন সেই জায়গায় যেতে। তবে বীরভূমের অন্যান্য জায়গার থেকে সবচেয়ে বেশি ভিড় রয়েছে বোলপুরের কঙ্কালীতলা মন্দিরে।

এছাড়া বিভিন্ন জায়গা, সিউড়ি তিলপারা ব্যারাজেও যুবক-যুবতী, মাঝ বয়সী সকলের ভিড় রয়েছে। এক কথায় বলা যেতে মোবাইল ফোন হাতে বিপদ উপেক্ষা করে মানুষের ভিড়, আর সেই ভিড়ের জন্য পুলিশকে নিতে হচ্ছে ব্যবস্থা। ডুবে যাওয়া সেতু ও ,বিপদ সীমারেখায় বয়ে যাওয়া জল সেই সমস্ত এলাকায় রাখা হচ্ছে পুলিশ। এর মধ্যে শান্তিনিকেতনের কোপাই নদী অন্যতম। যেখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত পর্যটক স্থানীয় বাসিন্দাদের ভিড় চোখে পরার মত। যেখানে কোপাই সেতুর একপ্রান্তে পাড়ুই থানা, অন্যপ্রান্তে শান্তিনিকেতন থানা। যেখানে দুই থানাকে পুলিশ মোতায়ন করতে হয়েছে।

সৌভিক রায়

Natasha Diddee Death: অকালে চলে গেলেন জনপ্রিয় ফুড ব্লগার, মাত্র ৫০-এ সব শেষ! শোকের ছায়া নেটদুনিয়ায়

পুণে: আবারও একটা খারাপ খবর৷ অকালে চলে গেলেন জনপ্রিয় ফুড ব্লগার নাতাশা দিদ্দি৷ সকলের কাছে যিনি দ্য গুটলেস ফুডি নামে পরিচিত ছিলেন৷ ২৪ মার্চ, রবিবার আচমকাই প্রয়াত হলেন নাতাশা দিদ্দি৷ মৃত্যুকালে মাত্র বয়স হয়েছিল ৫০ বছর

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি৷ নাতাশার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর স্বামী৷ ইনস্টাগ্রামে তিনি লেখেন- অত্যন্ত বেদনাদায়ক একটা খবর,অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার স্ত্রী নাতাশা দিদ্দি ওরফে দ্য গুটলেস ফুডি আর নেই৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে নেটদুনিয়ায়৷

আরও পড়ুন-   চমকে দেওয়া খবর! জনপ্রিয় বাঙালি পরিচালকের হাত ধরে সিনেমায় নামছেন উরফি জাভেদ! নাম শুনলে আঁতকে উঠবেন

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নাতাশা৷ বহু বছর আগেই পাকস্থলীতে টিউমার হয়েছিল৷ যার কারণে তা পাকস্থলী কেটে বাদ দেওয়া হয়েছিল ১২ বছর আগেই৷ দীর্ঘ এত বছর পাকস্থলী ছাড়াই বেঁচেছিলেন নাতাশা৷ তবে সম্প্রতি বমিভাব, ডায়রিয়া, মাথা ঘোরা, ক্লান্তির মতো সমস্যায় ভুগছিলেন তিনি৷ অবশেষে আর শেষরক্ষা হল না৷ অকালে না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় ফুড ব্লগার৷ পেশায় বাবুর্চি শেফ নাতাশার স্বামী জানিয়েছেন, দ্য গুটলেস ফুডি-অ্যাকাউন্টটি ডিলিট করা হবে না৷ কারণ তাঁর এই অ্যাকাউন্টে করা বিভিন্ন পোস্ট দেখতে বারেবারে ফিরে আসেন অনুসরণকারীরা৷