Tag Archives: Board Exam

Higher Secondary Results 2024: বাবা রিকশা চালক.., মা বাঁধেন বিড়ি…, উচ্চমাধ্যমিকে বিরাট চমক বসিরহাটের রুবিনা খাতুনের!

বসিরহাট: মা সংসারের হাল ধরতে বিড়ি বাঁধেন, ওদিকে বাবার দিন কাটে রিকশা টেনে। টানাটানির সেই সংসারেই উচ্চমাধ্যমিকে ৯৬ শতাংশ নম্বর পেয়ে চমক দিল হাসনাবাদের রুবিনা খাতুন।

এ যেন দারিদ্রের কাছে হার না মানা এক সাহসী উত্থানের গল্প। উত্তর ২৪ পরগণা জেলার হাসনাবাদের বরুনহাট এলাকার মেয়ে রুবিনা খাতুন চরম অনটনের সঙ্গে লড়াই করে এগিয়ে চলেছে। ত্রিপলের ছাউনির ঘরে কোনওক্রমে বসবাস। প্রত্যন্ত এলাকায়, এখানে না আছে কোনও লাইব্রেরি না পড়াশোনার তেমন ঝোঁক। এমনকি এলাকায় সাক্ষরতার হারও খুব বেশি নয়। এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯৫.৮ শতাংশ নম্বর পেয়ে এলাকায় রীতিমতো সাড়া ফেলল রুবিনা। যার মধ্যে ভূগোলে ৯৯, দর্শনে ৯৮ নম্বর তুলেছে রুবিনা।

আরও পড়ুন: কাচ্চি বিরিয়ানির হাঁড়ি কেন ‘লাল’ কাপড়েই মোড়া থাকে…? অধিকাংশ বিরিয়ানি প্রেমিকদেরই অজানা! চমকে দেবে ‘সঠিক’ উত্তর

মাথার উপরে নেই শক্তপোক্ত ছাদ। তবুও অসম্ভবকে সম্ভব করে দেখাল রুবিনা। উত্তর ২৪ পরগনা হাসনাবাদ ব্লকের বরুনহাট হাই স্কুলের ছাত্রী রুবিনা খাতুনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৪৭৯ যা প্রায় ৯৬ শতাংশ। রুবিনা ছোট থেকেই খুবই মেধাবী। সে ভূগোল নিয়ে পড়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে। কিন্তু আর্থিক অনটন তাঁর উচ্চশিক্ষার পথে বড় প্রতিবন্ধকতা।

রুবিনার গৃহশিক্ষক তাপস রায় জানান, “ও ছোট থেকে খুব মেধাবী, আর্থিক অবস্থা খুব ভাল নয়। আমরা সবাই রুবিনার পাশে আছি। উচ্চ শিক্ষার জন্য সব রকম সাহায্য করব।’ রুবিনা জানায় ভবিষ্যতে সে শিক্ষক হতে চায়। কিন্তু চরম সঙ্গে লড়াই করে রুবিনা কি পারবে সেই সাফল্যে পৌঁছতে? সেটাই এখন রুবিনার কাছে বড় চ্যালেঞ্জ।

জুলফিকার মোল্যা

ISC Exam 2024: স্কুল থেকে উধাও প্রশ্নের প্যাকেট! কাল বাতিল ISC সাইকোলজি পরীক্ষা! নতুন দিন ঘোষণা বোর্ডের

কলকাতাঃ হারিয়ে গেল আইএসসি-এর প্রশ্নপত্র। তার জেরে পরীক্ষা বাতিল ISC-র।কাল সাইকোলজি পরীক্ষা বাতিল করল আইএসসি বোর্ড। একটা পরীক্ষাকেন্দ্র প্রশ্নপত্র হারিয়ে গেছে বলে জানিয়েছে বোর্ড। তার জন্য কালকের পরীক্ষা বাতিল করা হয়েছে। কালকের পরীক্ষা নেওয়া হবে ৪ ঠা এপ্রিল। নতুন প্রশ্নপত্র তৈরি করে নেওয়া হবে পরীক্ষা জানিয়েছে বোর্ড।

আরও পড়ুনঃ স্থগিত ISC রসায়নের প্রথম পত্রের পরীক্ষা, স্পষ্ট নয় কারণ, নতুন দিন ঘোষণা বোর্ডের

এই প্রথম নয়। গত মাসে, আচমকা স্থগিত হয়ে যায় আইএসসি দ্বাদশের রসায়ন প্রথম পত্রের পরীক্ষা। পরীক্ষা শুরুর ঘণ্টা দুয়েক আগে স্থগিতাদেশ জারি করে কেন্দ্রীয় বোর্ড। ২১ মার্চে এই পরীক্ষা হবে বলে তারা বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। তবে, পরীক্ষা স্থগিতের কারণ অবশ্য স্পষ্ট করেনি বোর্ড।

গত, ১২ ফেব্রুয়ারি আইএসসি (দ্বাদশ) পরীক্ষা শুরু হয়েছে, যা শেষ হবে ৩ এপ্রিল। এই পরীক্ষার ফল মে মাসে প্রকাশ করবে বোর্ড বলে জানিয়েছিল। আইসিএসই পরীক্ষার ক্ষেত্রে প্রথম দিন আসল অ্যাডমিট কার্ড ও পরের দিনগুলিতে তার প্রত্যয়িত কপি আনার কথা আগেই জানিয়েছিল বোর্ড।