Tag Archives: Bobby Deol

Bollywood Gossip: অভিনেতা মদের নেশায় ডুবে গিয়েছিলেন, বউয়ের টাকায় সংসার চলত! ভাগ্যের চাকা ঘুরে আবার হিট বলিউড নায়ক

বলিউড মানেই চূড়ান্ত লড়াই। সেখানে কে কার ভাই, কে কার আত্মীয় বা কে কার ছেলে, কিছু গুরুত্ব পায়না। ছবির ব্যবসা যতদিন চলবে, ততদিনই বড়পর্দায় অভিনেতার রাজত্ব থাকবে৷ আর সেই দৌড়ে অনেকে ছিটকে যান আবার লড়াইয়ে ফিরেও আসেন৷ এমনই এক অভিনেতার কথা আজ তুলে ধরব আমরা৷
বলিউড মানেই চূড়ান্ত লড়াই। সেখানে কে কার ভাই, কে কার আত্মীয় বা কে কার ছেলে, কিছু গুরুত্ব পায়না। ছবির ব্যবসা যতদিন চলবে, ততদিনই বড়পর্দায় অভিনেতার রাজত্ব থাকবে৷ আর সেই দৌড়ে অনেকে ছিটকে যান আবার লড়াইয়ে ফিরেও আসেন৷ এমনই এক অভিনেতার কথা আজ তুলে ধরব আমরা৷
ভাগ্য! কথায় বলে ভাগ্যে যা লেখা থাকে তা হবেই৷ একই সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ের ভূমিকা৷ যখন যেটা হওয়ার সেটাই হবে৷ সাধারণ মানুষ তো বটেই বিখ্যাত ব্যক্তিদের জন্যও এটাই বাস্তব৷ তাই তো দীর্ঘ ৫ বছর বলিউড থেকে দূরে ছিটকে যাওয়া বেকার অভিনেতা আবার খবরের শিরোনামে৷
ভাগ্য! কথায় বলে ভাগ্যে যা লেখা থাকে তা হবেই৷ একই সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ের ভূমিকা৷ যখন যেটা হওয়ার সেটাই হবে৷ সাধারণ মানুষ তো বটেই বিখ্যাত ব্যক্তিদের জন্যও এটাই বাস্তব৷ তাই তো দীর্ঘ ৫ বছর বলিউড থেকে দূরে ছিটকে যাওয়া বেকার অভিনেতা আবার খবরের শিরোনামে৷
ববি দেওল৷ ধমেন্দ্রের ছোট ছেলে৷ কেরিয়ারের শুরুতে তাঁর বেশ কয়েকটি ছবি হিট হয়৷ বরসাত, সোলজার, গুপ্ত ছিল সেই তালিকায়৷ কিন্তু একটা সময় আসে যখন তাঁর ছবি আর চলত না৷ ফলে দেওল পরিবারের হওয়া সত্ত্বেও তাঁর কেরিয়ার গ্রাফ তলানিতে চলে আসে৷ তিনি বলিউড থেকে ছিটকে যান৷ কোনও কাজ ছিল না তাঁর৷
ববি দেওল (Bobby Deol)৷ ধমেন্দ্রের ছোট ছেলে৷ কেরিয়ারের শুরুতে তাঁর বেশ কয়েকটি ছবি হিট হয়৷ বরসাত, সোলজার, গুপ্ত ছিল সেই তালিকায়৷ কিন্তু একটা সময় আসে যখন তাঁর ছবি আর চলত না৷ ফলে দেওল পরিবারের হওয়া সত্ত্বেও তাঁর কেরিয়ার গ্রাফ তলানিতে চলে আসে৷ তিনি বলিউড থেকে ছিটকে যান৷ কোনও কাজ ছিল না তাঁর৷
একটা সময়ের পর ববির ছবিগুলো ক্রমাগত ফ্লপ হচ্ছিল। ১৯৯৫ সালে বারসাত দিয়ে দুর্দান্ত শুরু করেছিলেন, তাঁর ক্যারিয়ারে বেশ কয়েকটি বছর খুবই ভাল ছিল কিন্তু ২০০৪-০৫ এর পরে সবকিছু বদলে যেতে শুরু করে।
একটা সময়ের পর ববির ছবিগুলো ক্রমাগত ফ্লপ হচ্ছিল। ১৯৯৫ সালে বারসাত দিয়ে দুর্দান্ত শুরু করেছিলেন, তাঁর ক্যারিয়ারে বেশ কয়েকটি বছর খুবই ভাল ছিল কিন্তু ২০০৪-০৫ এর পরে সবকিছু বদলে যেতে শুরু করে।
এরপর আর সেভাবে কোনও ছবি হিট না হওয়ার ফলে ধীরে ধীরে আর কাজ পাচ্ছিলেন না ববি৷ এমনকী ধর্মেন্দ্রর ছেলে হওয়া সত্ত্বেও তিনি বলিউড থেকে দূরে চলে যান৷
এরপর আর সেভাবে কোনও ছবি হিট না হওয়ার ফলে ধীরে ধীরে আর কাজ পাচ্ছিলেন না ববি৷ এমনকী ধর্মেন্দ্রর ছেলে হওয়া সত্ত্বেও তিনি বলিউড থেকে দূরে চলে যান৷
দীর্ঘ পাঁচ বছর এভাবেই চলতে থাকে৷ কফি উইথ করণে এসে সে কথা নিজেই বলেন ববি৷ এই সময় তাঁর মদে আসক্তি বাড়তে থাকে৷ কোনও কাজ করতেন না তিনি৷ তাঁর স্ত্রী চাকরি করতে যেতেন৷ আর তিনি দিনের পর দিন থাকতেন বাড়িতে বসে৷ পুরো পাঁচ বছর ছিল যখন প্রযোজক-পরিচালকরা তাঁর থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। তখন তিনি বাড়িতে বসে ক্রিকেট খেলতেন এমনকি সংসার চালানোর জন্য ডিজে হিসাবে কাজ করতেন।
দীর্ঘ পাঁচ বছর এভাবেই চলতে থাকে৷ কফি উইথ করণে এসে সে কথা নিজেই বলেন ববি৷ এই সময় তাঁর মদে আসক্তি বাড়তে থাকে৷ কোনও কাজ করতেন না তিনি৷ তাঁর স্ত্রী চাকরি করতে যেতেন৷ আর তিনি দিনের পর দিন থাকতেন বাড়িতে বসে৷ পুরো পাঁচ বছর ছিল যখন প্রযোজক-পরিচালকরা তাঁর থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। তখন তিনি বাড়িতে বসে ক্রিকেট খেলতেন এমনকি সংসার চালানোর জন্য ডিজে হিসাবে কাজ করতেন।
তবে সংসারের সমর্থন তিনি পেয়েছেন সবসময়৷ তাঁর স্ত্রী তাঁকে সাহায্য করেছেন৷ এমনকী স্ত্রী সংসার চালাতেন যখন ববি দেওল কাজ করতেন না৷ সেই কথা বারবার বলেছেন ববি৷ এবং স্ত্রীর প্রতি অসম্ভব ভালবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ পেয়েছে তাঁর৷
তবে সংসারের সমর্থন তিনি পেয়েছেন সবসময়৷ তাঁর স্ত্রী তাঁকে সাহায্য করেছেন৷ এমনকী স্ত্রী সংসার চালাতেন যখন ববি দেওল কাজ করতেন না৷ সেই কথা বারবার বলেছেন ববি৷ এবং স্ত্রীর প্রতি অসম্ভব ভালবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ পেয়েছে তাঁর৷
কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে একটা ফোন কলের পর!সেই কলটি ছিল সলমন খানের যিনি সেই সময় ববিকে রেস ৩-তে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। ববির খুশির সীমা ছিল না। ছবিটি সেভাবে সাড়া না ফেললেও, ববির অভিনয় মানুষের নজর কাড়ে৷ তারপর থেকে ববি দেওল আবার ফিরে আসেন কাজে৷
কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে একটা ফোন কলের পর!সেই কলটি ছিল সলমন খানের যিনি সেই সময় ববিকে রেস ৩-তে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। ববির খুশির সীমা ছিল না। ছবিটি সেভাবে সাড়া না ফেললেও, ববির অভিনয় মানুষের নজর কাড়ে৷ তারপর থেকে ববি দেওল আবার ফিরে আসেন কাজে৷
অ্যানিমল ছবিতে রণবীরকে নিয়ে যতটা চর্চা চলছে, ততটাই বলি দেওলকে নিয়েও আলোচনা হচ্ছে৷
অ্যানিমল ছবিতে রণবীরকে নিয়ে যতটা চর্চা চলছে, ততটাই বলি দেওলকে নিয়েও আলোচনা হচ্ছে৷
শুধু তাঁর অভিনয় নয়, তাঁর শরীরচর্চা, পেশিবহুল শরীরও এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু৷
শুধু তাঁর অভিনয় নয়, তাঁর শরীরচর্চা, পেশিবহুল শরীরও এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু৷
শুধু ছবি নয়, ববির এখন বিপুল সংখ্যক ভক্ত তাঁর ওয়েব সিরিজ আশ্রম-এর প্রসংশায় পঞ্চমুখ৷ আশ্রম ওয়েব সিরিজের ফলে ববি দেওল এখন সুপারহিট!
শুধু ছবি নয়, ববির এখন বিপুল সংখ্যক ভক্ত তাঁর ওয়েব সিরিজ আশ্রম-এর প্রসংশায় পঞ্চমুখ৷ আশ্রম ওয়েব সিরিজের ফলে ববি দেওল এখন সুপারহিট!

Bobby Deol Latest News: বলিউডে পা রাখতে চান ‘লর্ড’ ববির দুই ছেলে আর্যমান ও ধরম, কারণ শুনলে মাথা ঘুরে যাবে!

গত কয়েক দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে দেওল পরিবার। ধর্মেন্দ্রর হাত ধরে শুরু। তারপর দেওল পরিবারের ব্যাটন ধরেছেন সানি এবং ববি দেওল।
গত কয়েক দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে দেওল পরিবার। ধর্মেন্দ্রর হাত ধরে শুরু। তারপর দেওল পরিবারের ব্যাটন ধরেছেন সানি এবং ববি দেওল।
সানির ছেলে করণ এবং রাজবীরও বলিউডে পা রেখেছেন। এবার ববির ছেলে আর্যমান এবং ধরমের পালা।
সানির ছেলে করণ এবং রাজবীরও বলিউডে পা রেখেছেন। এবার ববির ছেলে আর্যমান এবং ধরমের পালা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, বলিউডেই নিজেদের কেরিয়ার গড়তে চান তাঁর দুই ছেলে আর্যমান এবং ধরম। অভিনয়ে তাঁরা খুবই আগ্রহী। পাশাপাশি তিনি যে ছেলেদের পারিবারিক শিক্ষা, মূল্যবোধ এবং শিকড়ের সঙ্গে যুক্ত থাকার পাঠ দিয়েছেন, সে কথাও জানিয়েছেন সাক্ষাৎকারে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, বলিউডেই নিজেদের কেরিয়ার গড়তে চান তাঁর দুই ছেলে আর্যমান এবং ধরম। অভিনয়ে তাঁরা খুবই আগ্রহী।
পাশাপাশি তিনি যে ছেলেদের পারিবারিক শিক্ষা, মূল্যবোধ এবং শিকড়ের সঙ্গে যুক্ত থাকার পাঠ দিয়েছেন, সে কথাও জানিয়েছেন সাক্ষাৎকারে।
বলিউড হাঙ্গামা-তে ছেলেদের নিয়ে খোলাখুলি কথা বলেছেন ববি। জানিয়েছেন, ইন্ডাস্ট্রি নিয়ে তাঁরা প্রায়ই আলোচনা করেন। কী কী চ্যালেঞ্জ আসতে পারে, তার একটা ধারণাও ছেলেদের দিয়েছেন তিনি।
বলিউড হাঙ্গামা-তে ছেলেদের নিয়ে খোলাখুলি কথা বলেছেন ববি। জানিয়েছেন, ইন্ডাস্ট্রি নিয়ে তাঁরা প্রায়ই আলোচনা করেন। কী কী চ্যালেঞ্জ আসতে পারে, তার একটা ধারণাও ছেলেদের দিয়েছেন তিনি।
ববির কথায়, “আমার দুই ছেলেই বলিউডে আসতে চায়, তাই ওঁদের সঙ্গে এই নিয়ে আলোচনা করি।’’
ববির কথায়, “আমার দুই ছেলেই বলিউডে আসতে চায়, তাই ওঁদের সঙ্গে এই নিয়ে আলোচনা করি।’’
ববি বলেন, “নিজের সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকাটা গুরুত্বপূর্ণ। যেমন হিন্দিতে কথা বলা। আমি সবসময় এটাকে অগ্রাধিকার দিয়েছি। কারণ, হিন্দি সিনেমার অভিনেতা হতে চাইলে হিন্দিতে ভালভাবে কথা বলতে হবে।’’ পাশাপাশি সঠিক উচ্চারণও জরুরি বলে মনে করেন ববি।
ববি বলেন, “নিজের সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকাটা গুরুত্বপূর্ণ। যেমন হিন্দিতে কথা বলা। আমি সবসময় এটাকে অগ্রাধিকার দিয়েছি। কারণ, হিন্দি সিনেমার অভিনেতা হতে চাইলে হিন্দিতে ভালভাবে কথা বলতে হবে।’’ পাশাপাশি সঠিক উচ্চারণও জরুরি বলে মনে করেন ববি।
তিনি বলেন, “এই জিনিসগুলো একদিনে হয় না। অনুশীলন করতে হয়। নিয়মিত কাজ করে যেতে হয়। এখন অনেক কিছু বদলে গিয়েছে। নিজের কমফোর্ট জোন থেকে বেরতে হবে। আমি সবসময় এই চেষ্টাটা করি। এতে অনেক মজাও হয়।’’
তিনি বলেন, “এই জিনিসগুলো একদিনে হয় না। অনুশীলন করতে হয়। নিয়মিত কাজ করে যেতে হয়। এখন অনেক কিছু বদলে গিয়েছে। নিজের কমফোর্ট জোন থেকে বেরতে হবে। আমি সবসময় এই চেষ্টাটা করি। এতে অনেক মজাও হয়।’’
তাঁর সমর্থন কী ছেলেদের আত্মবিশ্বাস যোগায়? এর উত্তরে ‘অ্যানিমাল’-এর অভিনেতা বলছেন, ববি দেওলের ছেলে হওয়ার কারনেই তাদের কাজটা আরও কঠিন। অভিনেতার কথায়, “ববি দেওল ওঁদের বাবা হওয়ার ফলে বিষয়টা মোটেই সহজ হয়ে যাবে না। আমি শুধু গাইড করতে পারি। কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকা খুব কঠিন। শুধু অভিনেতাদের জন্য নয়, সব ক্ষেত্রেই এই কথাটা খাটে। অনেকেই বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি খুব কঠিন ঠাঁই, কিন্তু সর্বত্রই একইরকম চ্যালেঞ্জ থাকে।’’
তাঁর সমর্থন কী ছেলেদের আত্মবিশ্বাস যোগায়? এর উত্তরে ‘অ্যানিমাল’-এর অভিনেতা বলছেন, ববি দেওলের ছেলে হওয়ার কারনেই তাদের কাজটা আরও কঠিন। অভিনেতার কথায়, “ববি দেওল ওঁদের বাবা হওয়ার ফলে বিষয়টা মোটেই সহজ হয়ে যাবে না। আমি শুধু গাইড করতে পারি। কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকা খুব কঠিন। শুধু অভিনেতাদের জন্য নয়, সব ক্ষেত্রেই এই কথাটা খাটে। অনেকেই বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি খুব কঠিন ঠাঁই, কিন্তু সর্বত্রই একইরকম চ্যালেঞ্জ থাকে।’’
ববির সাফ কথা, “দেওল পরিবারের ছেলে। তাই সবার নজর ওঁদের উপর থাকবে। অনেক রকম চ্যালেঞ্জ আসবে।''
ববির সাফ কথা, “দেওল পরিবারের ছেলে। তাই সবার নজর ওঁদের উপর থাকবে। অনেক রকম চ্যালেঞ্জ আসবে।”
তিনি আরও বলেন, ''সে সবের মোকাবিলা করার জন্য সংকল্প স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। ফোকাস হারালে চলবে না।’’
তিনি আরও বলেন, ”সে সবের মোকাবিলা করার জন্য সংকল্প স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। ফোকাস হারালে চলবে না।’’

Bobby Deol Love Story: ববির সুন্দরী স্ত্রী সামনেই আসেন না তেমন! কেন? কী করেন তিনি? বলিউডের ‘চুপকথা’

বরসাত, সোলজার, গুপ্ত-এর মতো ছবিতে একসময় নজর কেড়েছিলেন ধর্মেন্দ্রর ছেলে ও সানি দেওলের ভাই ববি দেওল। কিন্তু মাঝে একেবারেই হারিয়ে যান। পর্দা থেকে অনেক দূরে কাজের অভাবে পরিস্থিতি এমন হয়েছিল যে মদের নেশায় ডুবে গিয়েছিলেন ববি।
বরসাত, সোলজার, গুপ্ত-এর মতো ছবিতে একসময় নজর কেড়েছিলেন ধর্মেন্দ্রর ছেলে ও সানি দেওলের ভাই ববি দেওল। কিন্তু মাঝে একেবারেই হারিয়ে যান। পর্দা থেকে অনেক দূরে কাজের অভাবে পরিস্থিতি এমন হয়েছিল যে মদের নেশায় ডুবে গিয়েছিলেন ববি।
কিছুদিন আগে নিজেই কফি উইথ করণের কাউচে একথা বলেছেন তিনি। পরে ফের ওটিটি-র দৌলতে এমন কামব্যাক করেছেন ববি যে, এই মুহূর্তে দর্শকের অন্যতম প্রিয় অভিনেতার তালিকায় রয়েছেন ববি দেওল।
কিছুদিন আগে নিজেই কফি উইথ করণের কাউচে একথা বলেছেন তিনি। পরে ফের ওটিটি-র দৌলতে এমন কামব্যাক করেছেন ববি যে, এই মুহূর্তে দর্শকের অন্যতম প্রিয় অভিনেতার তালিকায় রয়েছেন ববি দেওল।
আপনি কখনও ববি দেওলের প্রেম কাহিনি নিয়ে শুনেছেন? তাঁর স্ত্রী তানিয়াকে দেখেছেন? এত বড় পরিবারের পুত্রবধূকে দেখেছেন?
আপনি কখনও ববি দেওলের প্রেম কাহিনি নিয়ে শুনেছেন? তাঁর স্ত্রী তানিয়াকে দেখেছেন? এত বড় পরিবারের পুত্রবধূকে দেখেছেন?
তাঁকে বড় বেশি দেখা যায় না। কিন্তু যখনই প্রকাশ্যে আসেন, চোখ ধাঁধিয়ে দেন। ববির দাদা সানির ছেলে করণের বিয়ের আসরেও ববির রূপসী পত্নী ভাইরাল হয়েছিলেন কয়েক মাস আগে! কী করেন তানিয়া?
তাঁকে বড় বেশি দেখা যায় না। কিন্তু যখনই প্রকাশ্যে আসেন, চোখ ধাঁধিয়ে দেন। ববির দাদা সানির ছেলে করণের বিয়ের আসরেও ববির রূপসী পত্নী ভাইরাল হয়েছিলেন কয়েক মাস আগে! কী করেন তানিয়া?
তানিয়ার বাবা দেবেন্দ্র আহুজা শুধু কোটিপতি নন, বিপুল সম্পত্তির মালিক। ১৯৯৬ সালে তানিয়ার সঙ্গে বিয়ে হয় ববির।
তানিয়ার বাবা দেবেন্দ্র আহুজা শুধু কোটিপতি নন, বিপুল সম্পত্তির মালিক। ১৯৯৬ সালে তানিয়ার সঙ্গে বিয়ে হয় ববির।
দেওল পরিবারের বাকি বধূদের মতো তানিয়াও প্রচারের আলো থেকে দূরেই থেকেছেন। ববির সঙ্গে তাঁর দুই পুত্র। তাঁদের নাম আর্যমান এবং ধর্ম দেওল।
দেওল পরিবারের বাকি বধূদের মতো তানিয়াও প্রচারের আলো থেকে দূরেই থেকেছেন। ববির সঙ্গে তাঁর দুই পুত্র। তাঁদের নাম আর্যমান এবং ধর্ম দেওল।
ববি এবং তানিয়ার প্রথম দেখা এক অনুষ্ঠানে। একটি সাক্ষাৎকারে তানিয়ার কথায়, ‘দিওয়ালি ছিল। আমি তাস খেলতে গিয়েছিলাম চাঙ্কি পাণ্ডের বাড়িতে। ববি এল এবং আমার সঙ্গে বসে একই টেবিলে আমার সঙ্গে তাস খেলল। আমার কাছে হেরে যাচ্ছিল বার বার। কিন্তু কিছুতেই আমায় টাকা দেবে না। বলল, আমায় খাওয়াতে নিয়ে যাবে তার বদলে। আমি ভাবছিলাম, সমস্যাটা কী এই ছেলেটার?’ বলিউড তারকার সঙ্গে তানিয়ার প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা এমনই।
ববি এবং তানিয়ার প্রথম দেখা এক অনুষ্ঠানে। একটি সাক্ষাৎকারে তানিয়ার কথায়, ‘দিওয়ালি ছিল। আমি তাস খেলতে গিয়েছিলাম চাঙ্কি পাণ্ডের বাড়িতে। ববি এল এবং আমার সঙ্গে বসে একই টেবিলে আমার সঙ্গে তাস খেলল। আমার কাছে হেরে যাচ্ছিল বার বার। কিন্তু কিছুতেই আমায় টাকা দেবে না। বলল, আমায় খাওয়াতে নিয়ে যাবে তার বদলে। আমি ভাবছিলাম, সমস্যাটা কী এই ছেলেটার?’ বলিউড তারকার সঙ্গে তানিয়ার প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা এমনই।
তানিয়া জানান, পরে ববি তাঁকে ফোন করেছিলেন। অনেক রাত তখন। তানিয়া বলেছিলেন, ‘আমি ঘুমিয়ে পড়েছিলাম। কাল ফোন করব কেমন?’ ববি নাকি এর জবাবে বলেন ‘জানো না আমি কে?’
তানিয়া জানান, পরে ববি তাঁকে ফোন করেছিলেন। অনেক রাত তখন। তানিয়া বলেছিলেন, ‘আমি ঘুমিয়ে পড়েছিলাম। কাল ফোন করব কেমন?’ ববি নাকি এর জবাবে বলেন ‘জানো না আমি কে?’
এর পর আর ফোন রাখতে পারেননি তানিয়া। ববি যা বলেছিলেন সেটা মন্ত্রমুগ্ধের মতো শুনে গিয়েছেন বাকি জীবন। তাঁদের দাম্পত্যজীবন আড়ালে থাকলেও দু’জনেই সুখী। আজও খুব একটা প্রকাশ্যে আসেন না তানিয়া। বরাবরই পিছনে থেকে ববিকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন।
এর পর আর ফোন রাখতে পারেননি তানিয়া। ববি যা বলেছিলেন সেটা মন্ত্রমুগ্ধের মতো শুনে গিয়েছেন বাকি জীবন। তাঁদের দাম্পত্যজীবন আড়ালে থাকলেও দু’জনেই সুখী। আজও খুব একটা প্রকাশ্যে আসেন না তানিয়া। বরাবরই পিছনে থেকে ববিকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন।

Bollywood Goosip: বিশাল বড়লোক, দুই প্রজন্মই সুপারস্টার, তাও বাবার পুরনো বাড়ি আঁকড়েই পড়ে দুই ভাই, আসল সত্যি জানুন

একটিই বাড়ি, তাতে থাকেন ৩ সুপারস্টার, ৩ প্রজন্ম৷ ৫০ বছর ধরে এই প্রাসাদোপম বাড়িতে থাকেন বলিউডের জনপ্রিয় অভিনেতারা৷ সম্পর্কে তাঁর পিতা-পুত্র৷ বিখ্যাত বচ্চন পরিবার নন কিন্তু, তবে এঁরা কম নন৷
একটিই বাড়ি, তাতে থাকেন ৩ সুপারস্টার, ৩ প্রজন্ম৷ ৫০ বছর ধরে এই প্রাসাদোপম বাড়িতে থাকেন বলিউডের জনপ্রিয় অভিনেতারা৷ সম্পর্কে তাঁর পিতা-পুত্র৷ বিখ্যাত বচ্চন পরিবার নন কিন্তু, তবে এঁরা কম নন৷
এখনও এক সঙ্গে থাকেন দেওল পরিবার৷ একই বাড়িতে৷ যৌথ পরিবার৷ বলিউড বললেই যেখানে মনে হয় আধুনিকতার চরম, সেখানে এই পরিবার এখনও খুবই মাটির কাছাকাছি যাকে বলে গ্রাউন্ডেড৷ গত ৫০ বছর ধরেই এই বাড়িতে রয়েছে ধর্মেন্দ্র, সানি, ববি৷ কেমন এই বাড়ি? কোথায়?
এখনও এক সঙ্গে থাকেন দেওল পরিবার৷ একই বাড়িতে৷ যৌথ পরিবার৷ বলিউড বললেই যেখানে মনে হয় আধুনিকতার চরম, সেখানে এই পরিবার এখনও খুবই মাটির কাছাকাছি যাকে বলে গ্রাউন্ডেড৷ গত ৫০ বছর ধরেই এই বাড়িতে রয়েছে ধর্মেন্দ্র, সানি, ববি৷ কেমন এই বাড়ি? কোথায়?
মুম্বইয়ের বিত্তশালীদের বাসসস্থান জুহুতে রয়েছে এই বিলাশবহুল বাংলো৷ যেখানে বসবাস করেন দেওলরা৷ তবে এখানে থাকেন ধর্মেন্দ্রের প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানরা৷ হেমা মালিনী, ধর্মেন্দ্রের দ্বিতীয় স্ত্রী জুহুর বাড়িতে থাকেন না৷
মুম্বইয়ের বিত্তশালীদের বাসসস্থান জুহুতে রয়েছে এই বিলাশবহুল বাংলো৷ যেখানে বসবাস করেন দেওলরা৷ তবে এখানে থাকেন ধর্মেন্দ্রের প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানরা৷ হেমা মালিনী, ধর্মেন্দ্রের দ্বিতীয় স্ত্রী জুহুর বাড়িতে থাকেন না৷
ধর্মেন্দ্র ববি দেওল এবং সানি দেওল বাড়ি: গত বছর, ২০২৩ দেওল পরিবারের জন্য দারুণ ছিল৷ অনেকদিন বাদে ধর্মেন্দ্র বড়পর্দায় অভিনয় করলেন, যাতে তিনি ফের সকলের নজর কেড়েছেন৷ দ্বিতীয়ত সানির ছবি গদর ২ মেগা সাকসেস৷ এবং তৃতীয়ত অ্যানিম্যাল ছবিতে ববির কামব্যাক! ফলে একই বাড়িতে এভাবে সাফল্য অনেক বছর পরে এসেছিল৷ ফের একবার নজর কাড়েল তিন দেওল, ধর্মেন্দ্র, সানি ও ববি৷
ধর্মেন্দ্র ববি দেওল এবং সানি দেওল বাড়ি: গত বছর, ২০২৩ দেওল পরিবারের জন্য দারুণ ছিল৷ অনেকদিন বাদে ধর্মেন্দ্র বড়পর্দায় অভিনয় করলেন, যাতে তিনি ফের সকলের নজর কেড়েছেন৷ দ্বিতীয়ত সানির ছবি গদর ২ মেগা সাকসেস৷ এবং তৃতীয়ত অ্যানিম্যাল ছবিতে ববির কামব্যাক! ফলে একই বাড়িতে এভাবে সাফল্য অনেক বছর পরে এসেছিল৷ ফের একবার নজর কাড়েল তিন দেওল, ধর্মেন্দ্র, সানি ও ববি৷
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন ববি দেওল৷ বাড়িতে বসে সেই সাক্ষাৎকার দেন ববি৷ তিনি জানিয়েছেন তাঁদের বাড়ির অনেক গোপন তথ্য৷ অভিনেতা জানান, তাঁর বাড়ি ৫০ বছর পুরনো, যেখানে ববি দেওল, মামা-মামাতো ভাই-বোনসহ সানি দেওলের পরিবার থাকেন। বাবা ধর্মেন্দ্র যখন জুহুতে থাকেন, তিনিও এই বাড়িতে থাকেন।
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন ববি দেওল৷ বাড়িতে বসে সেই সাক্ষাৎকার দেন ববি৷ তিনি জানিয়েছেন তাঁদের বাড়ির অনেক গোপন তথ্য৷ অভিনেতা জানান, তাঁর বাড়ি ৫০ বছর পুরনো, যেখানে ববি দেওল, মামা-মামাতো ভাই-বোনসহ সানি দেওলের পরিবার থাকেন। বাবা ধর্মেন্দ্র যখন জুহুতে থাকেন, তিনিও এই বাড়িতে থাকেন।
ববি জানিয়েছেন, বাড়ির বেশির ভাগই ইন্টিরিয়ার তৈরি করেছেন তাঁর স্ত্রী তানিয়া দেওল। বাড়ির ভিতরের অংশে হালকা রঙের কাঠের আসবাবপত্র এবং প্রচুর ভারতীয় শিল্প ও নিদর্শন রয়েছে। কাঠের মেঝে এবং কাঁচের দরজা সহ বাড়িটি আধুনিকতা এবং ঐতিহ্যের মিশ্রণ।
ববি জানিয়েছেন, বাড়ির বেশির ভাগই ইন্টিরিয়ার তৈরি করেছেন তাঁর স্ত্রী তানিয়া দেওল। বাড়ির ভিতরের অংশে হালকা রঙের কাঠের আসবাবপত্র এবং প্রচুর ভারতীয় শিল্প ও নিদর্শন রয়েছে। কাঠের মেঝে এবং কাঁচের দরজা সহ বাড়িটি আধুনিকতা এবং ঐতিহ্যের মিশ্রণ।
ববিকে শীঘ্রই একটি দক্ষিণের ছবিতে দেখা যাবে, যেখানে অভিনেতা সূর্য মুখ্য ভূমিকায় রয়েছেন। খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে। আগামী ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে সূর্যকে একজন শক্তিশালী যোদ্ধা এবং ববি দেওলকে খলনায়ক হিসেবে দেখানো হয়েছে। এই ছবির বাজেট ৩৫০ কোটি টাকার বেশি।
ববিকে শীঘ্রই একটি দক্ষিণের ছবিতে দেখা যাবে, যেখানে অভিনেতা সূর্য মুখ্য ভূমিকায় রয়েছেন। খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে। আগামী ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে সূর্যকে একজন শক্তিশালী যোদ্ধা এবং ববি দেওলকে খলনায়ক হিসেবে দেখানো হয়েছে। এই ছবির বাজেট ৩৫০ কোটি টাকার বেশি।