গত কয়েক দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে দেওল পরিবার। ধর্মেন্দ্রর হাত ধরে শুরু। তারপর দেওল পরিবারের ব্যাটন ধরেছেন সানি এবং ববি দেওল।

Bobby Deol Latest News: বলিউডে পা রাখতে চান ‘লর্ড’ ববির দুই ছেলে আর্যমান ও ধরম, কারণ শুনলে মাথা ঘুরে যাবে!

গত কয়েক দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে দেওল পরিবার। ধর্মেন্দ্রর হাত ধরে শুরু। তারপর দেওল পরিবারের ব্যাটন ধরেছেন সানি এবং ববি দেওল।
গত কয়েক দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে দেওল পরিবার। ধর্মেন্দ্রর হাত ধরে শুরু। তারপর দেওল পরিবারের ব্যাটন ধরেছেন সানি এবং ববি দেওল।
সানির ছেলে করণ এবং রাজবীরও বলিউডে পা রেখেছেন। এবার ববির ছেলে আর্যমান এবং ধরমের পালা।
সানির ছেলে করণ এবং রাজবীরও বলিউডে পা রেখেছেন। এবার ববির ছেলে আর্যমান এবং ধরমের পালা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, বলিউডেই নিজেদের কেরিয়ার গড়তে চান তাঁর দুই ছেলে আর্যমান এবং ধরম। অভিনয়ে তাঁরা খুবই আগ্রহী। পাশাপাশি তিনি যে ছেলেদের পারিবারিক শিক্ষা, মূল্যবোধ এবং শিকড়ের সঙ্গে যুক্ত থাকার পাঠ দিয়েছেন, সে কথাও জানিয়েছেন সাক্ষাৎকারে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, বলিউডেই নিজেদের কেরিয়ার গড়তে চান তাঁর দুই ছেলে আর্যমান এবং ধরম। অভিনয়ে তাঁরা খুবই আগ্রহী।
পাশাপাশি তিনি যে ছেলেদের পারিবারিক শিক্ষা, মূল্যবোধ এবং শিকড়ের সঙ্গে যুক্ত থাকার পাঠ দিয়েছেন, সে কথাও জানিয়েছেন সাক্ষাৎকারে।
বলিউড হাঙ্গামা-তে ছেলেদের নিয়ে খোলাখুলি কথা বলেছেন ববি। জানিয়েছেন, ইন্ডাস্ট্রি নিয়ে তাঁরা প্রায়ই আলোচনা করেন। কী কী চ্যালেঞ্জ আসতে পারে, তার একটা ধারণাও ছেলেদের দিয়েছেন তিনি।
বলিউড হাঙ্গামা-তে ছেলেদের নিয়ে খোলাখুলি কথা বলেছেন ববি। জানিয়েছেন, ইন্ডাস্ট্রি নিয়ে তাঁরা প্রায়ই আলোচনা করেন। কী কী চ্যালেঞ্জ আসতে পারে, তার একটা ধারণাও ছেলেদের দিয়েছেন তিনি।
ববির কথায়, “আমার দুই ছেলেই বলিউডে আসতে চায়, তাই ওঁদের সঙ্গে এই নিয়ে আলোচনা করি।’’
ববির কথায়, “আমার দুই ছেলেই বলিউডে আসতে চায়, তাই ওঁদের সঙ্গে এই নিয়ে আলোচনা করি।’’
ববি বলেন, “নিজের সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকাটা গুরুত্বপূর্ণ। যেমন হিন্দিতে কথা বলা। আমি সবসময় এটাকে অগ্রাধিকার দিয়েছি। কারণ, হিন্দি সিনেমার অভিনেতা হতে চাইলে হিন্দিতে ভালভাবে কথা বলতে হবে।’’ পাশাপাশি সঠিক উচ্চারণও জরুরি বলে মনে করেন ববি।
ববি বলেন, “নিজের সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকাটা গুরুত্বপূর্ণ। যেমন হিন্দিতে কথা বলা। আমি সবসময় এটাকে অগ্রাধিকার দিয়েছি। কারণ, হিন্দি সিনেমার অভিনেতা হতে চাইলে হিন্দিতে ভালভাবে কথা বলতে হবে।’’ পাশাপাশি সঠিক উচ্চারণও জরুরি বলে মনে করেন ববি।
তিনি বলেন, “এই জিনিসগুলো একদিনে হয় না। অনুশীলন করতে হয়। নিয়মিত কাজ করে যেতে হয়। এখন অনেক কিছু বদলে গিয়েছে। নিজের কমফোর্ট জোন থেকে বেরতে হবে। আমি সবসময় এই চেষ্টাটা করি। এতে অনেক মজাও হয়।’’
তিনি বলেন, “এই জিনিসগুলো একদিনে হয় না। অনুশীলন করতে হয়। নিয়মিত কাজ করে যেতে হয়। এখন অনেক কিছু বদলে গিয়েছে। নিজের কমফোর্ট জোন থেকে বেরতে হবে। আমি সবসময় এই চেষ্টাটা করি। এতে অনেক মজাও হয়।’’
তাঁর সমর্থন কী ছেলেদের আত্মবিশ্বাস যোগায়? এর উত্তরে ‘অ্যানিমাল’-এর অভিনেতা বলছেন, ববি দেওলের ছেলে হওয়ার কারনেই তাদের কাজটা আরও কঠিন। অভিনেতার কথায়, “ববি দেওল ওঁদের বাবা হওয়ার ফলে বিষয়টা মোটেই সহজ হয়ে যাবে না। আমি শুধু গাইড করতে পারি। কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকা খুব কঠিন। শুধু অভিনেতাদের জন্য নয়, সব ক্ষেত্রেই এই কথাটা খাটে। অনেকেই বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি খুব কঠিন ঠাঁই, কিন্তু সর্বত্রই একইরকম চ্যালেঞ্জ থাকে।’’
তাঁর সমর্থন কী ছেলেদের আত্মবিশ্বাস যোগায়? এর উত্তরে ‘অ্যানিমাল’-এর অভিনেতা বলছেন, ববি দেওলের ছেলে হওয়ার কারনেই তাদের কাজটা আরও কঠিন। অভিনেতার কথায়, “ববি দেওল ওঁদের বাবা হওয়ার ফলে বিষয়টা মোটেই সহজ হয়ে যাবে না। আমি শুধু গাইড করতে পারি। কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকা খুব কঠিন। শুধু অভিনেতাদের জন্য নয়, সব ক্ষেত্রেই এই কথাটা খাটে। অনেকেই বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি খুব কঠিন ঠাঁই, কিন্তু সর্বত্রই একইরকম চ্যালেঞ্জ থাকে।’’
ববির সাফ কথা, “দেওল পরিবারের ছেলে। তাই সবার নজর ওঁদের উপর থাকবে। অনেক রকম চ্যালেঞ্জ আসবে।''
ববির সাফ কথা, “দেওল পরিবারের ছেলে। তাই সবার নজর ওঁদের উপর থাকবে। অনেক রকম চ্যালেঞ্জ আসবে।”
তিনি আরও বলেন, ''সে সবের মোকাবিলা করার জন্য সংকল্প স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। ফোকাস হারালে চলবে না।’’
তিনি আরও বলেন, ”সে সবের মোকাবিলা করার জন্য সংকল্প স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। ফোকাস হারালে চলবে না।’’