Tag Archives: Breast Cancer Symptoms

Hina Khan Breast Cancer: স্তন ক্যানসারের ঝুঁকি কোন বয়সি মহিলাদের সবচেয়ে বেশি? শরীরে দেখা দেয় কী কী লক্ষণ…সতর্ক না হলে হতে পারে মৃত্যুও

শুক্রবার বি টাউনে উদ্বেগজনক খবর৷ প্রখ্যাত টেলিভিশন অভিনেত্রী হিনা খান জানালেন, তিনি স্টেজ থ্রি স্তন ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে৷ তিনি সব দিক থেকে মনের জোর বজায় রাখার লড়াইয়ের মানসিকতা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷
শুক্রবার বি টাউনে উদ্বেগজনক খবর৷ প্রখ্যাত টেলিভিশন অভিনেত্রী হিনা খান জানালেন, তিনি স্টেজ থ্রি স্তন ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে৷ তিনি সব দিক থেকে মনের জোর বজায় রাখার লড়াইয়ের মানসিকতা ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মতে, স্তন ক্যান্সার মহিলাদের বেশি প্রভাবিত করে, তবে পুরুষরাও এই রোগের শিকার হতে পারে। প্রতি বছর লক্ষ লক্ষ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর শিকার হন। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, সঠিক সময়ে রোগ ধরা পড়লে তার পূর্ণ চিকিৎসা করাও সম্ভব হয়৷ এই রোগ প্রতিরোধের একটাই উপায়, তা হল স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মতে, স্তন ক্যান্সার মহিলাদের বেশি প্রভাবিত করে, তবে পুরুষরাও এই রোগের শিকার হতে পারে। প্রতি বছর লক্ষ লক্ষ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর শিকার হন। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, সঠিক সময়ে রোগ ধরা পড়লে তার পূর্ণ চিকিৎসা করাও সম্ভব হয়৷ এই রোগ প্রতিরোধের একটাই উপায়, তা হল স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা৷
রাজীব গান্ধি ক্যান্সার ইনস্টিটিউট, নয়াদিল্লির গাইনেকোলজিক্যাল অঙ্কোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ সারিকা গুপ্তা নিউজ 18 কে জানাচ্ছেন, স্তন ক্যান্সার মহিলাদের মধ্যে হওয়া সবচেয়ে পরিচিত ক্যান্সার। এই রোগে মহিলাদের স্তনের কোনও অংশের কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে, স্তনে টিউমার দেখা দেয়, যা থেকে ক্যান্সার ধীরে ধীরে ছড়ায় বাহুমূল, গলা ইত্যাদির লিম্ফ নোডে।
রাজীব গান্ধি ক্যান্সার ইনস্টিটিউট, নয়াদিল্লির গাইনেকোলজিক্যাল অঙ্কোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ সারিকা গুপ্তা নিউজ 18 কে জানাচ্ছেন, স্তন ক্যান্সার মহিলাদের মধ্যে হওয়া সবচেয়ে পরিচিত ক্যান্সার। এই রোগে মহিলাদের স্তনের কোনও অংশের কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে, স্তনে টিউমার দেখা দেয়, যা থেকে ক্যান্সার ধীরে ধীরে ছড়ায় বাহুমূল, গলা ইত্যাদির লিম্ফ নোডে।
চিকিৎসক জানাচ্ছেন, প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে রোগীর জীবন বাঁচানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। স্তন ক্যান্সার কোন স্টেজে রয়েছে এবং তা কতটা আক্রমণাত্মক, তার উপর নির্ভর করে চিকিৎসা এবং রোগীর বাঁচার সম্ভাবনা। প্রতিটি রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা করা হয়।
চিকিৎসক জানাচ্ছেন, প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে রোগীর জীবন বাঁচানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। স্তন ক্যান্সার কোন স্টেজে রয়েছে এবং তা কতটা আক্রমণাত্মক, তার উপর নির্ভর করে চিকিৎসা এবং রোগীর বাঁচার সম্ভাবনা। প্রতিটি রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা করা হয়।
এখন প্রশ্ন, কোন বয়সে স্তন ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি? চিকিৎসকদের মতে, ভারতে ৪০ থেকে ৪৫ বছর বয়সের পর থেকে নারীদের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। সেই কারণে, সব মহিলাদেরই প্রতি ৬ মাস অন্তর ক্যান্সারের জন্য চিকিৎসকের কাছ থেকে বা নিকটবর্তী কোনও ক্লিনিকে গিয়ে ব্রেস্ট চেক আপ বা স্ক্রিনিং করানো উচিত৷ যাতে তাঁরা এই মারাত্মক রোগ সহজেই এড়াতে পারেন।
এখন প্রশ্ন, কোন বয়সে স্তন ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি? চিকিৎসকদের মতে, ভারতে ৪০ থেকে ৪৫ বছর বয়সের পর থেকে নারীদের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। সেই কারণে, সব মহিলাদেরই প্রতি ৬ মাস অন্তর ক্যান্সারের জন্য চিকিৎসকের কাছ থেকে বা নিকটবর্তী কোনও ক্লিনিকে গিয়ে ব্রেস্ট চেক আপ বা স্ক্রিনিং করানো উচিত৷ যাতে তাঁরা এই মারাত্মক রোগ সহজেই এড়াতে পারেন।
স্তনের কোথাও কোনও লাম্প বা দলা অনুভব করছেন কি না, স্তনবৃন্তের আকার-দিক ইত্যাদি ঠিক আছে কি না, স্তনের কোথাও ব্যথা অনুভব করছেন কি না, স্তনের কোনও অংশে ঘা-ফুসকুড়ি বা চুলকানির দীর্ঘ সমস্যা হচ্ছে কি না, এই সমস্ত বিষয়ে খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এছাড়া, স্তনবৃন্ত দিয়ে রক্ত বা পুঁজ বা অন্য কোনও সন্দেহজনক ডিসচার্জ দেখলেই তা সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানানো উচিত৷ এছাড়া, বাহুমূলে লাম্প বা দলা, ব্যথা ইত্যাদিও একেবারেই এড়িয়ে যাওয়ার নয়৷
স্তনের কোথাও কোনও লাম্প বা দলা অনুভব করছেন কি না, স্তনবৃন্তের আকার-দিক ইত্যাদি ঠিক আছে কি না, স্তনের কোথাও ব্যথা অনুভব করছেন কি না, স্তনের কোনও অংশে ঘা-ফুসকুড়ি বা চুলকানির দীর্ঘ সমস্যা হচ্ছে কি না, এই সমস্ত বিষয়ে খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এছাড়া, স্তনবৃন্ত দিয়ে রক্ত বা পুঁজ বা অন্য কোনও সন্দেহজনক ডিসচার্জ দেখলেই তা সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানানো উচিত৷ এছাড়া, বাহুমূলে লাম্প বা দলা, ব্যথা ইত্যাদিও একেবারেই এড়িয়ে যাওয়ার নয়৷
এখন প্রশ্ন হচ্ছে স্তন ক্যানসারের কারণ কী? চিকিৎসক সারিকা গুপ্তা বলেন, প্রায় ১৫ শতাংশ ক্ষেত্রে স্তন ক্যানসার হয়ে থাকে জেনেটিক কারণে৷ অর্থাৎ, মা, দিদিমা, কারও স্তন ক্যানসারের ইতিহাস থাকলে বা পরিবারের কোনও সদস্যের ক্যানসারের ইতিহাস থাকলে সেই সমস্ত মহিলার নিয়মিত ব্রেস্ট চেকআপ করানো উচিত।
এখন প্রশ্ন হচ্ছে স্তন ক্যানসারের কারণ কী? চিকিৎসক সারিকা গুপ্তা বলেন, প্রায় ১৫ শতাংশ ক্ষেত্রে স্তন ক্যানসার হয়ে থাকে জেনেটিক কারণে৷ অর্থাৎ, মা, দিদিমা, কারও স্তন ক্যানসারের ইতিহাস থাকলে বা পরিবারের কোনও সদস্যের ক্যানসারের ইতিহাস থাকলে সেই সমস্ত মহিলার নিয়মিত ব্রেস্ট চেকআপ করানো উচিত।
যে সমস্ত মেয়েদের পিরিয়ড তাড়াতাড়ি শুরু হয় এবং যে সব নারীদের মেনোপজ ৫৩ বা ৫৪ বছর বয়সেই হয়ে যায় তাঁদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি। যেসব নারী বিয়ে করেন না বা যাঁদের বেশি বয়সে সন্তান হয় তাঁদেরও স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে। এ ছাড়া স্থূলতা এবং অ্যালকোহলও এর ঝুঁকি বাড়াতে পারে।
যে সমস্ত মেয়েদের পিরিয়ড তাড়াতাড়ি শুরু হয় এবং যে সব নারীদের মেনোপজ ৫৩ বা ৫৪ বছর বয়সেই হয়ে যায় তাঁদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি। যেসব নারী বিয়ে করেন না বা যাঁদের বেশি বয়সে সন্তান হয় তাঁদেরও স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে। এ ছাড়া স্থূলতা এবং অ্যালকোহলও এর ঝুঁকি বাড়াতে পারে।
কীভাবে স্তন ক্যান্সার শনাক্ত করবেন? উপরোক্ত কোনও উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের কাছে যান৷ ইউএসজি এবং ম্যামোগ্রাফির মাধ্যমে এটি শনাক্ত করা যায়৷ ৪০ বছর বয়সের পরে প্রতি মহিলার ব্রেস্ট চেক আপ করানো উচিত৷
কীভাবে স্তন ক্যান্সার শনাক্ত করবেন? উপরোক্ত কোনও উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের কাছে যান৷ ইউএসজি এবং ম্যামোগ্রাফির মাধ্যমে এটি শনাক্ত করা যায়৷ ৪০ বছর বয়সের পরে প্রতি মহিলার ব্রেস্ট চেক আপ করানো উচিত৷
স্তন ক্যান্সারের চিকিৎসা কী? ডাঃ সারিকা বলেন, রোগীর অবস্থা এবং ক্যান্সারের স্টেজ অনুযায়ী স্তন ক্যান্সারের চিকিৎসা করানো হয়। অনেক সময় অস্ত্রোপচারের মাধ্যমে ক্যান্সার কোষ অপসারণ করা হয়, আবার অনেক রোগীকে এর জন্য কেমোথেরাপির আশ্রয় নিতে হয়। কেউ প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এমনকি শেষ পর্যায়ে চিকিৎসার মাধ্যমে উপশম পাওয়া গেলেও মৃত্যুর আশঙ্কা থাকে।
স্তন ক্যান্সারের চিকিৎসা কী? ডাঃ সারিকা বলেন, রোগীর অবস্থা এবং ক্যান্সারের স্টেজ অনুযায়ী স্তন ক্যান্সারের চিকিৎসা করানো হয়। অনেক সময় অস্ত্রোপচারের মাধ্যমে ক্যান্সার কোষ অপসারণ করা হয়, আবার অনেক রোগীকে এর জন্য কেমোথেরাপির আশ্রয় নিতে হয়। কেউ প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এমনকি শেষ পর্যায়ে চিকিৎসার মাধ্যমে উপশম পাওয়া গেলেও মৃত্যুর আশঙ্কা থাকে।

Breast Pain Causes: মহিলাদের স্তনে আচমকা ব্যথার কারণ কী? খুব জরুরি, অবশ্যই জানুন

ক্রমশ বাড়ছে স্তন ক্যানসার। এজন্য সচেতনতা প্রয়োজন। স্তনে কোনও ধরনের অস্বাভাবিকতা, বা মাংসপিণ্ড অনুভব করা গেলে তা পরীক্ষা করানো জরুরি। শুধু তাই নয়, নিয়মিত নিজেকেও পরীক্ষা করে দেখা দরকার। স্তনে আচমকা ব্যথা কি খুব ভাবাচ্ছে আপনাকে? খুবই দুশ্চিন্তা হচ্ছে? তাহলে এই কয়েকটি দিক খেয়াল করতে হবে। জানুন কেন হতে পারে স্তনে ব্যথা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ক্রমশ বাড়ছে স্তন ক্যানসার। এজন্য সচেতনতা প্রয়োজন। স্তনে কোনও ধরনের অস্বাভাবিকতা, বা মাংসপিণ্ড অনুভব করা গেলে তা পরীক্ষা করানো জরুরি। শুধু তাই নয়, নিয়মিত নিজেকেও পরীক্ষা করে দেখা দরকার। স্তনে আচমকা ব্যথা কি খুব ভাবাচ্ছে আপনাকে? খুবই দুশ্চিন্তা হচ্ছে? তাহলে এই কয়েকটি দিক খেয়াল করতে হবে। জানুন কেন হতে পারে স্তনে ব্যথা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
স্তনের ব্যথা মানেই তা নিয়ে গুরুতর ভাবনার বিষয় রয়েছে এমনটা নয়। তবে কোনও কোনও ক্ষেত্রে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে সতর্ক থাকা প্রয়োজন। নারীরোগ বিশেষজ্ঞ বিশাল মাকওয়ানা বলছেন, স্তনের ব্যথা মাস্টলিজিয়া নামে পরিচিত। তিনি বলছেন, ব্যথা কেমন ধরনের হচ্ছে, তার ওপর নির্ভর করে অনেক কিছু। দেখে নেওয়া যাক, স্তনে ব্যথার ৫ টি কারণ।
স্তনের ব্যথা মানেই তা নিয়ে গুরুতর ভাবনার বিষয় রয়েছে এমনটা নয়। তবে কোনও কোনও ক্ষেত্রে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে সতর্ক থাকা প্রয়োজন। নারীরোগ বিশেষজ্ঞ বিশাল মাকওয়ানা বলছেন, স্তনের ব্যথা মাস্টলিজিয়া নামে পরিচিত। তিনি বলছেন, ব্যথা কেমন ধরনের হচ্ছে, তার ওপর নির্ভর করে অনেক কিছু। দেখে নেওয়া যাক, স্তনে ব্যথার ৫ টি কারণ।
সিস্ট- চিকিৎসক বলছেন, সিস্ট মানেই তা ক্যানসার এমন নয়। তবে আলসার বিভিন্ন রূপে হতে পারে। সিস্ট আর টিউমারের পার্থক্য নিয়ে সচেতন থাকার কথাও বলা হচ্ছে। স্তনের গ্রন্থি যখন বেড়ে যায়, তখন অনেক সময় সিস্ট হয়। সিস্টের জন্য অনেক সময় ব্যথা হয়। তবে সচেতন থাকা জরুরি।
সিস্ট- চিকিৎসক বলছেন, সিস্ট মানেই তা ক্যানসার এমন নয়। তবে আলসার বিভিন্ন রূপে হতে পারে। সিস্ট আর টিউমারের পার্থক্য নিয়ে সচেতন থাকার কথাও বলা হচ্ছে। স্তনের গ্রন্থি যখন বেড়ে যায়, তখন অনেক সময় সিস্ট হয়। সিস্টের জন্য অনেক সময় ব্যথা হয়। তবে সচেতন থাকা জরুরি।
চক্রীয় ব্যথা-স্তনে সাইক্লিক ব্যথা প্রজনন চক্রের সঙ্গে সম্পর্কিত। এটি সাধারণত উভয় স্তনকে প্রভাবিত করে এবং পিরিয়ডের ২ সপ্তাহ আগে ব্যথা বাড়ে, পরে ঠিক হয়। বেশিরভাগ ক্ষেত্রে, ব্যথা স্বাভাবিক এবং কোন উদ্বেগের কারণ হয় না। এটিতে স্তনে অস্বস্তি হয়।
চক্রীয় ব্যথা-স্তনে সাইক্লিক ব্যথা প্রজনন চক্রের সঙ্গে সম্পর্কিত। এটি সাধারণত উভয় স্তনকে প্রভাবিত করে এবং পিরিয়ডের ২ সপ্তাহ আগে ব্যথা বাড়ে, পরে ঠিক হয়। বেশিরভাগ ক্ষেত্রে, ব্যথা স্বাভাবিক এবং কোন উদ্বেগের কারণ হয় না। এটিতে স্তনে অস্বস্তি হয়।
মেস্টাইটিস- স্তনে প্রদাহ হলে মেস্টাইটিস হিসাবে তাকে ধরা হয় প্রাথমিকভাবে। অনেক সময় স্তনের দুধ আসার পর এটি হয়। এটিতে একটি জ্বালাভাব থাকে কখন কখনও। অনেক সময় ব্যথার ফলে জ্বরও হয়। ব্য়থা না কমলে চিকিৎসকের পরামর্শ নিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
মেস্টাইটিস- স্তনে প্রদাহ হলে মেস্টাইটিস হিসাবে তাকে ধরা হয় প্রাথমিকভাবে। অনেক সময় স্তনের দুধ আসার পর এটি হয়। এটিতে একটি জ্বালাভাব থাকে কখন কখনও। অনেক সময় ব্যথার ফলে জ্বরও হয়। ব্য়থা না কমলে চিকিৎসকের পরামর্শ নিন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ওষুধ- কিছু কিছু ওষুধের সাইড এফেক্ট হিসেবে স্তনে ব্যথা হয়। অ্যান্টি প্রেগন্যান্সি বা কন্ট্রাসেপটিভ পিলের কারণে অনেক সময়ই স্তনে ব্যথা হয়। ফলে সেক্ষেত্রে চিকিৎসকরই একমাত্র সঠিক দিশা দেখাতে পারবেন।
ওষুধ- কিছু কিছু ওষুধের সাইড এফেক্ট হিসেবে স্তনে ব্যথা হয়। অ্যান্টি প্রেগন্যান্সি বা কন্ট্রাসেপটিভ পিলের কারণে অনেক সময়ই স্তনে ব্যথা হয়। ফলে সেক্ষেত্রে চিকিৎসকরই একমাত্র সঠিক দিশা দেখাতে পারবেন।
ব্রেস্ট ক্যানসার- ব্রেস্ট ক্যানসারে বেশিরভাগ সময় কোনও ব্যথা হয় না। তবে উপাচারে দেরি করলে এই ব্যথা বাড়তে থাকে। সেক্ষেত্রে অস্বস্তি অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। এছাড়াও বলা হচ্ছে ভুল ব্রা নির্বাচনেও স্তনে ব্যথা হতে পারে।
ব্রেস্ট ক্যানসার- ব্রেস্ট ক্যানসারে বেশিরভাগ সময় কোনও ব্যথা হয় না। তবে উপাচারে দেরি করলে এই ব্যথা বাড়তে থাকে। সেক্ষেত্রে অস্বস্তি অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। এছাড়াও বলা হচ্ছে ভুল ব্রা নির্বাচনেও স্তনে ব্যথা হতে পারে।

Womens Day 2024 Special: লক্ষ লক্ষ ভারতীয় মহিলা ক্যানসার আক্রান্ত হচ্ছেন, কীভাবে ঠেকাবেন মারণরোগ? চিকিৎসকের জরুরি পরামর্শ জানুন

কলকাতা: গোটা বিশ্বে তো বটেই, ভারতেও মহিলাদের মধ্যে ক্যানসার আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। স্তন ক্যানসার, কোলারেক্টল ক্যানসার, ফুসফুসের ক্যানসার, ওভারিয়ান ক্যানসার এবং সার্ভিক্যাল ক্যানসারে সবচেয়ে বেশি আক্রান্ত হন মহিলারা।

গ্লোবোকন ২০২০-এর হিসেব অনুযায়ী, ভারতে প্রতি বছর ৬.৭ লক্ষ মহিলা ক্যানসারে আক্রান্ত হন। দেশের মোট ক্যানসার রোগীর প্রায় ৫১ শতাংশ মহিলা। এর মধ্যে স্তন এবং সার্ভিক্যাল ক্যানসারের রোগী ৪৫ শতাংশ। শেষ পর্যায়ে রোগ ধরা পড়ায় মৃত্যুর হারও বেশি। কারকিনোস হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের অঙ্কোলজিস্ট ডা. শ্রেয়া মল্লিক বলছেন, প্রাথমিক পর্যায়ে ক্যানসার সনাক্তকরণ এবং যথাযথ থেরাপি শুরু করতে পারলে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

ড. শ্রেয়া মল্লিক
ড. শ্রেয়া মল্লিক

আরও পড়ুন: মহাশিবরাত্রির পুজোর সময় কতক্ষণ? শাস্ত্রমত জানুন, এমন শুভদিন বার বার আসে না!

ভারতের পাশাপাশি গোটা বিশ্বে স্তন ক্যানসারে সর্বাধিক মহিলা আক্রান্ত হন। এ দেশে সংখ্যাটা বছরে ১.৭ লাখ। অধিকাংশ সময় ৫০ বছরের বেশি বয়সী মহিলারাই এতে আক্রান্ত হন। তবে অল্প বয়সীদের মধ্যেও দেখা যায়। কম বয়সে স্তন ক্যানসারে আক্রান্ত মহিলাদের রোগ নির্ণয় এবং চিকিৎসা তুলনামূলক ভাবে কঠিন। সার্ভিক্যাল ক্যানসার বিশ্বব্যাপী মহিলাদের মধ্যে চতুর্থ সর্বাধিক সাধারণ ক্যানসার এবং ভারতে দ্বিতীয় সর্বাধিক। এ দেশে প্রতি বছর ১.২ লাখ মহিলা সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হন।

আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, রয়েছেন হৃত্বিকও! কত নম্বরে জানেন?

ভারতীয় মহিলাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণগুলির মধ্যে রয়েছে, খাদ্যতালিকাগত পরিবর্তন, শারীরিক নিষ্ক্রিয়তা, পেশা, সংক্রমণ, তামাক ও অ্যালকোহলের ব্যবহার ইত্যাদি। এছাড়াও বেশি বয়সে গর্ভধারণ এবং অন্যান্য প্রজনন সংক্রান্ত সমস্যা থেকেও ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস)-এর ক্রমাগত সংক্রমণ সার্ভিকাল ক্যানসারের প্রধান কারণ।

লক্ষণ প্রকাশের আগে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যানসার নিরাময় করা যায়। প্রাক ক্যানসার পর্যায়ে স্ক্রিনিং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্তন এবং সার্ভিক্যাল ক্যানসারকে এভাবে রুখে দেওয়া সম্ভব। স্ব-স্তন পরীক্ষা, ক্লিনিকালি স্তন পরীক্ষা, ম্যামোগ্রাফি হল স্তন ক্যানসারের স্ক্রিনিংয়ের মূল হাতিয়ার। প্যাপ স্মিয়ার এবং এইচপিভি ডিএনএ পরীক্ষার মাধ্যমে সার্ভিক্যাল ক্যানসারের স্ক্রিনিং করা হয়। এইচপিভি ভ্যাকসিন সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে অত্যন্ত কার্যকর। ৯ থেকে ২৬ বছর বয়সী মহিলাদের এই ভ্যাকসিনের সুপারিশ করা হয়।

স্বাস্থ্য পরিষেবার উন্নতি, মহিলাদের স্বাস্থ্য সচেতনতাই ক্যানসারের মতো রোগ এবং মৃত্যু হার কমাতে পারে। এইচপিভি টিকা, প্রাথমিক ও সময় মতো চিকিৎসা এবং রোগ সনাক্ত করার জন্য রুটিন স্ক্রিনিং-সহ লাগাতার ক্যানসার নিয়ন্ত্রণ কর্মসূচি চালানোর প্রয়োজনও রয়েছে বলে মনে করেন অঙ্কোলজিস্ট ডা. শ্রেয়া মল্লিক।

Breast Cancer Early Signs: আপনার কি স্তনবৃন্ত থেকে ঘোলাটে তরল নিঃসৃত হয়? স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ কিনা মিলিয়ে নিন

ক্রমশ বাড়ছে স্তন ক্যানসার। এজন্য সচেতনতা প্রয়োজন। স্তনে কোনও ধরনের অস্বাভাবিকতা, বা মাংসপিণ্ড অনুভব করা গেলে তা পরীক্ষা করানো জরুরি। শুধু তাই নয়, নিয়মিত নিজেকেও পরীক্ষা করে দেখা দরকার। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ক্রমশ বাড়ছে স্তন ক্যানসার। এজন্য সচেতনতা প্রয়োজন। স্তনে কোনও ধরনের অস্বাভাবিকতা, বা মাংসপিণ্ড অনুভব করা গেলে তা পরীক্ষা করানো জরুরি। শুধু তাই নয়, নিয়মিত নিজেকেও পরীক্ষা করে দেখা দরকার। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
চিকিৎসকরা প্রতি বছর ম্যামোগ্রাফি স্ক্রিনিং-এর সুপারিশ করেন। তবে প্রতিটি মাসিক চক্রের ছ’দিনের মধ্যে হাত দিয়ে স্তন পরীক্ষা করার পরামর্শও দেওয়া হয়। প্রাথমিক ভাবে দুই থেকে তিন সেন্টিমিটার আকারের টিউমার ধরা পড়তে পারে।
চিকিৎসকরা প্রতি বছর ম্যামোগ্রাফি স্ক্রিনিং-এর সুপারিশ করেন। তবে প্রতিটি মাসিক চক্রের ছ’দিনের মধ্যে হাত দিয়ে স্তন পরীক্ষা করার পরামর্শও দেওয়া হয়। প্রাথমিক ভাবে দুই থেকে তিন সেন্টিমিটার আকারের টিউমার ধরা পড়তে পারে।
পুণের সহ্যাদ্রি সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. তুষার পাতিল বলেন, ‘স্ব-পরীক্ষার জন্য আদর্শ সময় হল মাসিক চক্রের প্রথম সপ্তাহ। এই সময় স্তনের কোমলতা সাধারণত কম থাকে। কীভাবে এই পরীক্ষা করতে হবে তা ইন্টারনেট থেকে দেখে নেওয়া যেতে পারে।’
পুণের সহ্যাদ্রি সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. তুষার পাতিল বলেন, ‘স্ব-পরীক্ষার জন্য আদর্শ সময় হল মাসিক চক্রের প্রথম সপ্তাহ। এই সময় স্তনের কোমলতা সাধারণত কম থাকে। কীভাবে এই পরীক্ষা করতে হবে তা ইন্টারনেট থেকে দেখে নেওয়া যেতে পারে।’
কী ভাবে নিজেই নিজের স্তন পরীক্ষা করবেন? প্রথমে পোশাক খুলে আয়নার সামনে দাঁড়ান। এ বার দু’টি স্তনের আকার, আকৃতি সমান কি না ভাল করে পরীক্ষা করুন।
কী ভাবে নিজেই নিজের স্তন পরীক্ষা করবেন? প্রথমে পোশাক খুলে আয়নার সামনে দাঁড়ান। এ বার দু’টি স্তনের আকার, আকৃতি সমান কি না ভাল করে পরীক্ষা করুন।
দুই স্তনের মধ্যে মাপের সামান্য এ দিক-ও দিক হতেই পারে। তাতে অসুবিধের কিছু নেই। এ বার দুই হাত মাথার উপর তুলে দাঁড়ান। হাতের অবস্থান যেন একেবারে সোজা থাকে।
দুই স্তনের মধ্যে মাপের সামান্য এ দিক-ও দিক হতেই পারে। তাতে অসুবিধের কিছু নেই। এ বার দুই হাত মাথার উপর তুলে দাঁড়ান। হাতের অবস্থান যেন একেবারে সোজা থাকে।
এই অবস্থায় আবার স্তনের আকার ভাল করে লক্ষ্য করুন। দু’টি স্তন এবং স্তনবৃন্ত মোটামুটি এক সরলরেখায় থাকার কথা। যদি কোনও একটি স্তন সামান্য ঝুলে থাকে বা স্তনের ত্বকের রঙে কোনও পরিবর্তন চোখে পড়ে, সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এই অবস্থায় আবার স্তনের আকার ভাল করে লক্ষ্য করুন। দু’টি স্তন এবং স্তনবৃন্ত মোটামুটি এক সরলরেখায় থাকার কথা। যদি কোনও একটি স্তন সামান্য ঝুলে থাকে বা স্তনের ত্বকের রঙে কোনও পরিবর্তন চোখে পড়ে, সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এ বার নজর দিন স্তনবৃন্তের দিকে। ত্বকের রং, আকারে পরিবর্তন দেখতে সতর্ক হওয়া প্রয়োজন। স্তনবৃন্তের মুখে যদি অবাঞ্ছিত কোনও টিউমার চোখে পড়ে, তা হলেও সতর্ক হওয়া প্রয়োজন।
এ বার নজর দিন স্তনবৃন্তের দিকে। ত্বকের রং, আকারে পরিবর্তন দেখতে সতর্ক হওয়া প্রয়োজন। স্তনবৃন্তের মুখে যদি অবাঞ্ছিত কোনও টিউমার চোখে পড়ে, তা হলেও সতর্ক হওয়া প্রয়োজন।
এ বার নিজের হাতের তালু দিয়ে স্তনের চারপাশ ভাল করে পরীক্ষা করে দেখুন। স্তন সাধারণত নরম, মাংসল অংশ। তার মধ্যে হাতের তালুতে যদি শক্ত কোনও ঢেলাজাতীয় কিছু ঠেকে, তা ভয়ের কারণ হলেও হতে পারে।
এ বার নিজের হাতের তালু দিয়ে স্তনের চারপাশ ভাল করে পরীক্ষা করে দেখুন। স্তন সাধারণত নরম, মাংসল অংশ। তার মধ্যে হাতের তালুতে যদি শক্ত কোনও ঢেলাজাতীয় কিছু ঠেকে, তা ভয়ের কারণ হলেও হতে পারে।
তালু ছুঁয়ে বুঝতে অসুবিধা হলে হাতের প্রথম তিনটি আঙুল দিয়েও এই পরীক্ষা করা যেতে পারে। স্তন পরীক্ষার পর ভাল করে লক্ষ্য করুন বাহুমূল। স্তনে তেমন কিছু না থাকলেও টিউমার কিন্তু থাকতে পারে বাহুমূলে। আবার সুপ্ত অবস্থায় স্তনে থাকা টিউমারের শিকড় ছড়িয়ে যেতে পারে বাহুমূল পর্যন্ত।
তালু ছুঁয়ে বুঝতে অসুবিধা হলে হাতের প্রথম তিনটি আঙুল দিয়েও এই পরীক্ষা করা যেতে পারে। স্তন পরীক্ষার পর ভাল করে লক্ষ্য করুন বাহুমূল। স্তনে তেমন কিছু না থাকলেও টিউমার কিন্তু থাকতে পারে বাহুমূলে। আবার সুপ্ত অবস্থায় স্তনে থাকা টিউমারের শিকড় ছড়িয়ে যেতে পারে বাহুমূল পর্যন্ত।
অন্তঃসত্ত্বা নন, আবার স্তন্যপানও করান না। তবুও যদি স্তনবৃন্ত থেকে ঘোলাটে কোনও তরল নিঃসৃত হয়, সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
অন্তঃসত্ত্বা নন, আবার স্তন্যপানও করান না। তবুও যদি স্তনবৃন্ত থেকে ঘোলাটে কোনও তরল নিঃসৃত হয়, সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)