Tag Archives: Carrom

Carrom Competition: এই খেলার লাইভ টেলিকাস্ট দেখেছেন কখনও? দেখুন ঘটল সেই কাণ্ড

উত্তর ২৪ পরগনা: স্বাধীনতা দিবসকে সামনে রেখে ক্রীড়া প্রেমীদের এমন উদ্যোগ নজর কাড়ল জেলায়। ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপনকে মাথায় রেখে মোবাইলে আবদ্ধ জীবন ছেড়ে ক্যারাম খেলায় মাতলেন সবাই। কারণ আয়োজিত হল সারা রাজ্য ক্যারাম প্রতিযোগিতা

অশোকনগর ক্যারাম লাভার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের নিয়ে দু’দিনব্যাপী এক ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়। রীতিমত লাইভ টেলিকাস্ট করে খেলার সম্প্রচার করা হয় দর্শকদের জন্য। এই ক্যারাম প্রতিযোগিতা দেখতে ভিড় করেছিলেন বহু দর্শক। অশোকনগর জার্মান বাড়ি সংলগ্ন এলাকায় এই ক্যারাম প্রতিযোগিতা আয়োজন করা হয়।

আর‌ও পড়ুন: ডেঙ্গি ঠেকাতে এবার রাতেও জঞ্জাল সাফাই

ডবলসে ৬৪ টি দল এবং সিঙ্গেলসে ৩২ দল এই সারা বাংলা ক্যারাম প্রতিযোগিতায় অংশ নেন। রাজ্য স্তরে খেলা প্রতিযোগীরাও এদিনের এই ক্যারাম প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বলে জানান উদ্যোক্তা রাজু চক্রবর্তী। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সেরা খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও আর্থিক পুরস্কার। প্রতিযোগী অমিত দে জানান, ‘রাজ্য স্তরে এই ধরনের ক্যারাম প্রতিযোগিতা এখন খুবই কম হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ভালই লাগছে। বহু জায়গার ভাল ভাল প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ফলে খেলার বিষয়ে নতুন নতুন টেকনিক জানারও একটা সুযোগ রয়েছে।

এই ক্যারাম প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। এই প্রতিযোগিতার মাধ্যমে ইনডোর গেমের প্রতি বাংলার যুবসমাজকে উৎসাহিত করে তোলার বার্তাও দেওয়া হয়।

রুদ্রনারায়ণ রায়