Tag Archives: cattle care

Cattle Care in Scorching Heat: তীব্র গরমে গবাদি পশুকে সুস্থ রাখা সহজ উপায়! জানুন পশুচিকিৎসকের কাছে

নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: এই গরমের মধ্যে গবাদি পশু বিশেষ করে গরু জ্বরে আক্রান্ত হচ্ছে। এই প্রবণতা দিনের পর দিন বাড়ছে। ফলে চিন্তায় পড়েছেন অনেকেই। সেই সমস্যার সমাধানের খোঁজ দিয়েছেন ডা: সঞ্জয় বোস। ডা: সঞ্জয় বোস মথুরাপুর ২ নং ব্লকের ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক। তিনি জানিয়েছেন এই সংক্রান্ত প্রচুর রিপোর্ট আসছে।

মূলত অতিরিক্ত গরমের জন্য গবাদি পশুরা এই জ্বরে আক্রান্ত হচ্ছে। সেজন্য সকাল ১০ টার আগে মাঠ থেকে গরু তুলে আনার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে ঠান্ডা জয়গায় গরুগুলিকে বেঁধে রাখতে হবে। গরমের সময় গরুদের ভরপেট খাবার দেওয়া যাবে না। কারণ ভরপেট খাবার দিলে ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে।

আরও পড়ুন : কলাইয়ের ডাল বেটে ভেজে রসে চুবিয়ে তৈরি লোভনীয় অমৃতি! ২৫ বছর ধরে পরম যত্নে রেসিপি আগলে অভিজ্ঞ মিষ্টি বিক্রেতা

এদিকে জ্বর হলে গরুর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুড়, ঠান্ডা জল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। গুড়, ঠান্ডা জলের সঙ্গে লবণ মিশিয়ে দিলে খুব ভাল হয় বলে জানিয়েছেন তিনি। এই সময় গরুর জ্বর চিন্তায় ফেলেছে সকলের। এব্যাপারে একটু সচেতন থাকলে গবাদি পশুগুলি ভাল থাকবে বলে আশাবাদী সকলেই।