Tag Archives: cauliflower cultivation

Bangla Video: পুজোর আগে ফুলকপি চাষে লাভের আশায় ছিলেন চাষীরা, হঠাৎ বৃষ্টিতে ভেস্তে গেল সব!

পুরুলিয়া : এক ফসলি জমিতে পরিপূর্ণ পুরুলিয়া জেলা। জেলায় বিকল্প চাষ সেভাবে হয় না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিন্তা ধারাকে পরিবর্তন করছেন জেলার চাষীরা। বিকল্প রোজগারের আশায় তাই বর্তমানে অনেকেই বিকল্প চাষের দিকে ঝুঁকছেন। ‌

দুর্গাপুজোর আগে এই সময়টাতে অনেক চাষী ফুলকপি চাষ করে থাকেন। ‌কারণ পুজোর এই সময়টাতে ফুলকপির চাহিদা অনেকখানি বাড়ে। নিরামিষ সবজি হিসেবে অনেকে এই কপিকিনে থাকেন। ‌তাই প্রতিবছর এই সময়টাতে পুরুলিয়ার মাগুরিয়ার চাষিরা ফুলকপি চাষ করে থাকেন। ‌ এ বছরও তাই বাড়তি লাভের আশায় তারা ফুলকপি চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে এই চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকটাই ক্ষতির মুখে পড়তে হয়েছে হয়েছে চাষীদের।

আরও পড়ুন: এবার পুজোয় বড় সিদ্ধান্ত! বন্ধ উৎসবে মেতে ওঠার অন্যতম প্রধান মাধ্যম! জানুন বিস্তারিত

এ বিষয়ে পুরুলিয়ার মাগুরিয়ার চাষীরা বলেন , অল্প পুঁজি সঞ্চয় করে কিছুটা লাভের আশায় তারা কপি চাষ করেছেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে তাদের চাষ পুরোপুরি মার খেয়ে গিয়েছে। লাভ তো হলোইনা উল্টে অনেকখানি লোকসান পোহাতে হচ্ছে তাদের। বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত কপির ফলন যথেষ্ট ভালো হয়েছিল। এই বৃষ্টিতেই সব নষ্ট হয়ে গিয়েছে।জেলায় বিকল্প চাষ সেভাবে না হলেও বর্তমানে বিকল্প চাষের দিকে ঝুকছেন চাষীরা। কারণ এই বিকল্প চাষ করে কিছুটা হলেও তারা লাভের মুখ দেখতে পান। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানেও হতাশ হতে হচ্ছে চাষীদের। অনেকখানি সমস্যার মধ্যে পড়ছেন তারা।

শমিষ্ঠা ব্যানার্জি