Tag Archives: Lifesttyle

Tips For AC In Heat Wave: হতে পারে মারাত্মক বিপদ! গরমে দীর্ঘসময় এসি চালানোর আগে দেখে নিন এই জিনিস

গ্রীষ্মের শুরুতেই তীব্র দীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। গরম পড়তে না পড়তেই বেড়েছে এসির ব্যবহার। একটু শান্তিতে থাকতে হলে এসি ছাড়া নেই গতি। কিন্তু দীর্ঘ সময় ধরে এসি চালানোর আগে কয়েকটি বিষয় অবশ্য দেখে নিন। তা না হলেই হতে পারে মারাত্মক বিপদ।
গ্রীষ্মের শুরুতেই তীব্র দীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। গরম পড়তে না পড়তেই বেড়েছে এসির ব্যবহার। একটু শান্তিতে থাকতে হলে এসি ছাড়া নেই গতি। কিন্তু দীর্ঘ সময় ধরে এসি চালানোর আগে কয়েকটি বিষয় অবশ্য দেখে নিন। তা না হলেই হতে পারে মারাত্মক বিপদ।
ফিল্টার: ফিল্টার পরিষ্কার করুন। এতদিন বন্ধ থাকার ফলে এসির ফিল্টার গুলিতে নোংরা জমে থাকাটা খুবই স্বাভাবিক ঘটনা যার ফলে এসি থেকে ঠান্ডা হাওয়া বেরোতে অসুবিধা হতে পারে। ফিল্টার গুলি খুব সহজে আপনারা ঘরেই পরিষ্কার করতে পারেন। যা এসি থেকে ঠান্ডা হাওয়া বের হতে সাহায্য করবে।
ফিল্টার: ফিল্টার পরিষ্কার করুন। এতদিন বন্ধ থাকার ফলে এসির ফিল্টার গুলিতে নোংরা জমে থাকাটা খুবই স্বাভাবিক ঘটনা যার ফলে এসি থেকে ঠান্ডা হাওয়া বেরোতে অসুবিধা হতে পারে। ফিল্টার গুলি খুব সহজে আপনারা ঘরেই পরিষ্কার করতে পারেন। যা এসি থেকে ঠান্ডা হাওয়া বের হতে সাহায্য করবে।
কয়েল: কয়েল পরিষ্কার করুন । ফিল্টারের মতন কয়েলগুলিতেও নোংরা জমে থাকতে পারে, তাই সেগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজন।
কয়েল: কয়েল পরিষ্কার করুন । ফিল্টারের মতন কয়েলগুলিতেও নোংরা জমে থাকতে পারে, তাই সেগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজন।
এসির তার: তার গুলি পরীক্ষা করুন। ইলেকট্রনিক্স জিনিস খারাপ হতেই পারে তাই এতদিন বন্ধ থাকার পর আবার নতুন করে চালানোর আগে একবার ইলেকট্রনিক্স দিকটা চেক করে নেবেন। তারগুলি ভালো করে চেক করে নেবেন সেখানে কোন সমস্যা রয়েছে কিনা।
এসির তার: তার গুলি পরীক্ষা করুন। ইলেকট্রনিক্স জিনিস খারাপ হতেই পারে তাই এতদিন বন্ধ থাকার পর আবার নতুন করে চালানোর আগে একবার ইলেকট্রনিক্স দিকটা চেক করে নেবেন। তারগুলি ভালো করে চেক করে নেবেন সেখানে কোন সমস্যা রয়েছে কিনা।
মোড অথবা তাপমাত্রা: এসি চালানোর আগে সেটি নির্দিষ্ট মোডে রয়েছে কিনা সেটা একবার চেক করে নেবেন। তার তাপমাত্রা যথাযথ রয়েছে কিনা এবং যে তাপমাত্রা আপনি চাইছেন সেই অনুযায়ী যথাযথ ঠাণ্ডা হচ্ছে কিনা সেগুলো চেক করে নেওয়ার প্রয়োজন।
মোড অথবা তাপমাত্রা: এসি চালানোর আগে সেটি নির্দিষ্ট মোডে রয়েছে কিনা সেটা একবার চেক করে নেবেন। তার তাপমাত্রা যথাযথ রয়েছে কিনা এবং যে তাপমাত্রা আপনি চাইছেন সেই অনুযায়ী যথাযথ ঠাণ্ডা হচ্ছে কিনা সেগুলো চেক করে নেওয়ার প্রয়োজন।
আউট ডোর ইউনিট: সর্বোপরি বলা যায় এসির ভিতরের অংশটা পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন, তার সাথে বাইরের অংশগুলিও কিন্তু পরিষ্কার করা প্রয়োজন যেমন এসির বাইরের ফ্যান বা বডি অবশ্যই পরিষ্কার করবেন।
আউট ডোর ইউনিট: সর্বোপরি বলা যায় এসির ভিতরের অংশটা পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন, তার সাথে বাইরের অংশগুলিও কিন্তু পরিষ্কার করা প্রয়োজন যেমন এসির বাইরের ফ্যান বা বডি অবশ্যই পরিষ্কার করবেন।
এই উপায়গুলি মেনে না চললে এসি তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একইসঙ্গে সট সার্কিটের মত বিপদও হতে পারে। তাই নিরাপত্তার খাতিয়ে ও এসির আয়ূ বাড়াতে অবশ্যই মানুন এই নিয়মগুলি।
এই উপায়গুলি মেনে না চললে এসি তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একইসঙ্গে সট সার্কিটের মত বিপদও হতে পারে। তাই নিরাপত্তার খাতিয়ে ও এসির আয়ূ বাড়াতে অবশ্যই মানুন এই নিয়মগুলি।

Summer Tips: লাগবে না এসি-কুলার! এক টুকরো বরফেই ঘর হবে ঠাণ্ডা, গরমে ঘুমান শান্তিতে, জেনে নিন কীভাবে

বৈশাখের শুরুতেই প্রবল দাবদাহ। দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠেছে। তাপপ্রবাহের জেরে গরমে নাজেহাল সাধারণ মানুষ।
বৈশাখের শুরুতেই প্রবল দাবদাহ। দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠেছে। তাপপ্রবাহের জেরে গরমে নাজেহাল সাধারণ মানুষ।
গরম এতটাই যে বাড়িতে এসি-কুলার না থাকলে দিনের শেষে অফিস বা কাজ থেকে বাড়ি ফিরে ঘুমানো দায় হয়ে উঠছে। সারা রাত শুধুই ছটফট করতে হচ্ছে
গরম এতটাই যে বাড়িতে এসি-কুলার না থাকলে দিনের শেষে অফিস বা কাজ থেকে বাড়ি ফিরে ঘুমানো দায় হয়ে উঠছে। সারা রাত শুধুই ছটফট করতে হচ্ছে
আপনিও যদি গরমে শান্তিতে ঘুমাতে না পারেন, তাহলে এমন কিছু কৌশল রয়েছে। যেগুলি আপনি ঘরে প্রয়োগ করে এই গরমের মধ্যেও থাকতে পারবেন।
আপনিও যদি গরমে শান্তিতে ঘুমাতে না পারেন, তাহলে এমন কিছু কৌশল রয়েছে। যেগুলি আপনি ঘরে প্রয়োগ করে এই গরমের মধ্যেও থাকতে পারবেন।
তবে এই পদ্ধতিতে ঘর ঠাণ্ডা করতে হলে এর সঙ্গে এসি কিংবা কুলারের কোনও যোগ নেই। সামান্য বরফ দিয়েও আপনি আপনার ঘরকে ঠান্ডা রাখতে পারবেন।
তবে এই পদ্ধতিতে ঘর ঠাণ্ডা করতে হলে এর সঙ্গে এসি কিংবা কুলারের কোনও যোগ নেই। সামান্য বরফ দিয়েও আপনি আপনার ঘরকে ঠান্ডা রাখতে পারবেন।
ঘুমানোর সময় জানালা থেকে উল্টো দিকে টেবিল ফ্যান রাখতে হবে। ক্রস ভেন্টিলেশনের কারণে বাতাসের প্রবাহ ঠিক থাকে এবং ঘর ঠান্ডা থাকে।
ঘুমানোর সময় জানালা থেকে উল্টো দিকে টেবিল ফ্যান রাখতে হবে। ক্রস ভেন্টিলেশনের কারণে বাতাসের প্রবাহ ঠিক থাকে এবং ঘর ঠান্ডা থাকে।
রাতে কোনো পাত্রে বরফের টুকরো নিতে হবে। আর সেই পাত্র  টেবিল ফ্যানের সামনে রেখে ফ্যান অন করে দিতে হবে। মুহূর্তে এটি এসির মতো কাজ করবে।
রাতে কোনো পাত্রে বরফের টুকরো নিতে হবে। আর সেই পাত্র টেবিল ফ্যানের সামনে রেখে ফ্যান অন করে দিতে হবে। মুহূর্তে এটি এসির মতো কাজ করবে।
ফ্যানের সামনে এক টুকরো বরফ রাখলে ফ্যানের হাওয়া ঠান্ডা হবে এবং ঘর ঘুমানোর জন্য উপযুক্ত হয়ে উঠবে। এই পদ্ধতি মানলে ঘর ঠান্ডা হতে খুব বেশি সময় নেবে না।
ফ্যানের সামনে এক টুকরো বরফ রাখলে ফ্যানের হাওয়া ঠান্ডা হবে এবং ঘর ঘুমানোর জন্য উপযুক্ত হয়ে উঠবে। এই পদ্ধতি মানলে ঘর ঠান্ডা হতে খুব বেশি সময় নেবে না।
তবে বরফ গলে গেলে ফের ঘর গরম হয়ে যাবে। এই পদ্ধতি মানলে ঘর ঠান্ডা হতে খুব বেশি সময় নেবে না। তবে বরফ গলে গেলে ফের ঘর গরম হয়ে যাবে।
তবে বরফ গলে গেলে ফের ঘর গরম হয়ে যাবে। এই পদ্ধতি মানলে ঘর ঠান্ডা হতে খুব বেশি সময় নেবে না। তবে বরফ গলে গেলে ফের ঘর গরম হয়ে যাবে।

Kitchen hacks: এক মাসের বদলে গ্যাস সিলিন্ডার যাবে ২ মাস! করতে হবে শুধু এই কাজ

প্রতিনিয়ত যেভাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে চসেছে তাতে নাভিশ্বাস উঠছে আম জনতার। অনেকের বাড়িতেই এক মাস যেতে না যেতেই শেষ হয়ে যায়। কিন্তু এমন কিছু উপায় রয়েছে যেগুলি মেনে চললে গ্যাস এক মাসের বদলে হেসেখেলে যেতে পারে ২ মাস।
প্রতিনিয়ত যেভাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে চসেছে তাতে নাভিশ্বাস উঠছে আম জনতার। অনেকের বাড়িতেই এক মাস যেতে না যেতেই শেষ হয়ে যায়। কিন্তু এমন কিছু উপায় রয়েছে যেগুলি মেনে চললে গ্যাস এক মাসের বদলে হেসেখেলে যেতে পারে ২ মাস।
১) গ্যাসে রান্না করার সময় কড়াই বা প্যানের বদলে প্রেশার কুকার ব্যবহার করা উচিত। কারণ প্রেসার কুকারে রান্না অনেক তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায়। ভাত করার ক্ষেত্রে রাইস কুকার ব্যবহার করা ভাল। এগুলি করলে গ্যাস অনেকটাই সাশ্রয় হবে। হাঁড়িতে ভাত বা কড়াইতে রান্না করলে গ্যাস অনেক খরচ হয়।
১) গ্যাসে রান্না করার সময় কড়াই বা প্যানের বদলে প্রেশার কুকার ব্যবহার করা উচিত। কারণ প্রেসার কুকারে রান্না অনেক তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায়। ভাত করার ক্ষেত্রে রাইস কুকার ব্যবহার করা ভাল। এগুলি করলে গ্যাস অনেকটাই সাশ্রয় হবে। হাঁড়িতে ভাত বা কড়াইতে রান্না করলে গ্যাস অনেক খরচ হয়।
২) রান্না করার সময় আলু বা অন্যান্য সবজি যদি বড় করে কাটা হয় সে ক্ষেত্রে তার সেদ্ধ হতে কিছুটা বেশি সময় লাগে। একটি গ্যাস সিলিন্ডারকে অনেকদিন ব্যবহার করতে চাইলে রান্না করার সময় সবজি গুলি ছোট ছোট করে কেটে রান্না করা উচিত।
২) রান্না করার সময় আলু বা অন্যান্য সবজি যদি বড় করে কাটা হয় সে ক্ষেত্রে তার সেদ্ধ হতে কিছুটা বেশি সময় লাগে। একটি গ্যাস সিলিন্ডারকে অনেকদিন ব্যবহার করতে চাইলে রান্না করার সময় সবজি গুলি ছোট ছোট করে কেটে রান্না করা উচিত।
৩) গ্যাসের বার্নার থেকে বের হওয়া আগুন সব সময় নীল রঙের হওয়া উচিত। গ্যাস জ্বালালে লাল, হলুদ কিংবা কমলা রঙের আগুন দেখলে বুঝতে হবে বার্নারে ময়লা জমেছে তাই গ্যাস ঠিক মতো বের হচ্ছে না। গ্যাস এর বার্নারকে সবসময় পরিষ্কার রাখা উচিত। আঁচ ভাল হলে রান্না তাড়াতাড়ি হয় ও গ্যাস সাশ্রয় হয়।
৩) গ্যাসের বার্নার থেকে বের হওয়া আগুন সব সময় নীল রঙের হওয়া উচিত। গ্যাস জ্বালালে লাল, হলুদ কিংবা কমলা রঙের আগুন দেখলে বুঝতে হবে বার্নারে ময়লা জমেছে তাই গ্যাস ঠিক মতো বের হচ্ছে না। গ্যাস এর বার্নারকে সবসময় পরিষ্কার রাখা উচিত। আঁচ ভাল হলে রান্না তাড়াতাড়ি হয় ও গ্যাস সাশ্রয় হয়।
৪) গ্যাস সাশ্রয় করতে হলে যে পাত্রে রান্না করবেন তা  ঢাকা নিয়ে রান্না করা উচিত। কারণ বলা হয় পাত্রে ঢাকা দিয়ে রান্না করলে গরম বাষ্প ভিতরে জমা হবে ও রান্না তাড়াতাড়ি হবে। আর গ্যাসের খরচ কম হয়।
৪) গ্যাস সাশ্রয় করতে হলে যে পাত্রে রান্না করবেন তা ঢাকা নিয়ে রান্না করা উচিত। কারণ বলা হয় পাত্রে ঢাকা দিয়ে রান্না করলে গরম বাষ্প ভিতরে জমা হবে ও রান্না তাড়াতাড়ি হবে। আর গ্যাসের খরচ কম হয়।
৫) গ্যাসে রান্না করার বাসন গুলির তলা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত এবং রান্না করার সময় সমস্ত উপকরণ হাতের কাছে নিয়ে রাখা উচিত। তাতে গ্যাসের অপচয় অনেক কমবে।
৫) গ্যাসে রান্না করার বাসন গুলির তলা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত এবং রান্না করার সময় সমস্ত উপকরণ হাতের কাছে নিয়ে রাখা উচিত। তাতে গ্যাসের অপচয় অনেক কমবে।

মাথা ব্যথায় কাবু আপনি? কীভাবে পাবেন মুক্তি! রইল উপায় ও বিশেষজ্ঞের পরামর্শ

মাইগ্রেনের ব্যথা শুরু হলে তো কথাই নেই! তীব্র যন্ত্রণার শেষ থাকে না। মাইগ্রেনের সমস্যা এবং মাথাব্যথা দুটো কিন্তু একেবারেই এক নয়। মাইগ্রেন মূলত স্নায়ুর থেকে তৈরি হওয়া সমস্যা।

সহজেই বাড়িতে বানান খাস্তা টক ঝাল ক্রাঞ্চি স্প্রিং পটেটো চিপস, কীভাবে? দেখুন ভিডিও

মুখরোচক খাস্তা টক ঝাল ক্রাঞ্চি স্প্রিং পটেটো চিপস বানিয়ে ফেলুন নিজের হাতে! সামান্য উপকরণ এবং অল্প সময়ে বাড়িতে বানান সম্ভব এই লম্বা স্প্রিং চিপস। এই স্প্রিং পটেটো চিপস শহরে নামি দামি রেস্তোরা বা বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া যায়। গ্রামাঞ্চলে সেভাবে দেখা যায়না, তবে মেলা বা বিভিন্ন অনুষ্ঠানে ইদানিং দেখা যাচ্ছে। আকর্ষণের সঙ্গে মানুষকে সেখানে ভিড় জমাতে দেখা যাচ্ছে। দেরি না করে এই আকর্ষণীয় খাবার নিজে হাতেই বানিয়ে ফেলুন। নিত্যদিনের প্রয়োজনীয় কয়েকটা ঘরোয়া উপকরণ হলেই বাড়িয়ে নিতে পারেন লম্বা স্প্রিং পটেটো চিপস।

লাগবে না মই-চেয়ার, একটি প্লাস্টিক বোতলেই পরিষ্কার হবে নোংরা সিলিং ফ্যান, কীভাবে? জানুন বিস্তারিত

কলকাতা: বাড়ির সিলিং ফ্যান পরিষ্কার করা নিয়ে সব বাড়িতেই কম বেশি সমস্যা হয়ে থাকে। কারণ হাতের নাগালে ফ্যান না থাকায় নয় মই, নয় টুল-চেয়ারের দরকার পরে। তারপরও ঠিক করে নাগাল পাওয়া যায় না। ফলে সঠিক ভাবে ফ্যান পরিষ্কারও করা যায় না। যার ফলে ফ্যানের শো যেমন নষ্ট হয়, তেমন দীর্ঘ দিন ময়লা জমলে হাওয়ার গতিও কমে যায়।

তবে এই প্রতিবেদনে এমন একটি পদ্ধতির কথা বলা হয়েছে যেটা দিয়ে দিয়ে খুব সহজেই চকচকে পরিষ্কার করা যাবে সিলিং ফ্যান। আর তার জন্য লাগবে কেবল একটি মাত্র প্লাস্টিকের বোতল। কী জেনে অবাক হলেন? ভাবছেন কী করে একটি প্লাস্টিক বোতল দিয়ে ফ্যান পরিষ্কার করা সম্ভব? অবাক হলেও সত্যি। তাহলে চলুন জানা যাক কীভাবে প্লাস্টিক বোতল দিয়ে ফ্যান পরিষ্কার করা যায়।

প্রথমে একটি বড় সাইজের প্লাস্টিক বোতল নিতে হবে। তার পেটের দিকে উপর নীচ করে তিন আঙুল মাপ নিয়ে ডিজাইন করতে হবে। এবার সেই মাপ নেওয়া অংশ দুই দিক থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে। ছোট একটি প্লাস্টিকের খালি বোতল নিয়ে কেটে শুধু মুখের দিকটি কেটে বড় বোতলটির মধ্যে কায়দা করে ঢুকাতে হবে। তারপর দুটি সুতির কাপড় বোতলের কাটা জায়গায় ঘুড়িয়ে লাগিয়ে দিতে হবে এবং দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। পুরো বিষয়টি বোঝার জন্য একটি ভিডিও প্রতিবেদনে দেওয়া হল।

এরপর ছোট বোতলটির ছিপি খুলে সেই জায়গায় লাগাতে হবে পর্দার স্ট্যান্ড বা লাঠি। যা সকলের বাড়িতেই পাওয়া যায়। তৈরি আপনার ফ্যান পরিষ্কারের হাতে বানানো জিনিস। এবার লাঠিটিকে ধরে ফ্যানের একটি করে ব্লেড বোতলের কাটা জায়গা দিয়ে প্রবেশ করাতে হবে। আর উপর নীচে কাপড় থাকায় লাঠিটিকে কয়েক বার ব্লেডের এপার থেকে ওপার আপ-ডাউন করলেই দেখবেন ফ্যানের ময়লা সব উঠে যাচ্ছে।

আরও পড়ুনঃ Lifetyle: মেয়েদের কী শুঁকলে ‘উত্তেজনা’ কমে যায় পুরুষদের? গবেষণায় চমকে দেওয়া রিপোর্ট

এভাবে ফ্যানের প্রতিটি ব্লেড পরিষ্কার করে নিন। আর শেষে মাঝের অংশটি বোতলের উপর দিকে যে কাপড় থাকবে তা দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। এভাবে সহজেই না মই, না টুল-চেয়ার লাগবে, সহজে আপনি নিজেই ঘরের ফ্যান পরিষ্কার করে নিতে পারবেন।