Tag Archives: Chandrakona

West Medinipur News: আকাশ থেকে পড়ল ওটা কী! এলিয়ান নয় তো? হুলুস্থুল চন্দ্রকোণায় 

পশ্চিম মেদিনীপুর: হঠাৎ আকাশ থেকে পড়ল একটি যন্ত্র। আর তাতেই মিটমিট করে জ্বলছে আলো। রবিবার ছুটির দিনে, আকাশ থেকে অজানা যন্ত্র আচমকা পড়ায় রীতিমত হুলুস্থুল পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকে। রবিবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এলাকায়। স্বাভাবিকভাবে ভয়ের পরিবেশ তৈরি হয় গোটা এলাকা জুড়ে।

রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মারূপচক এলাকায় একটি স্বয়ংক্রিয় যন্ত্র মাটিতে পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ। শুধু তাই নয়, বেলুন লাগানো অবস্থায় একটি দড়ি এবং যন্ত্রটি মাটিতে পড়ে থাকতে দেখে তাঁরা। যন্ত্রটিতে মিটমিট করে জ্বলছে একটি লাইট। স্বাভাবিকভাবে কী যন্ত্র এটি বুঝে উঠতে পারেননি কেউই। যার ফলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পরে খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে এটি রেডিও সোন্ড। এটি একটি ব্যাটারি চালিত টেলিমেট্রি যন্ত্র। যা বেলুনের মাধ্যমে বায়ুমণ্ডলে ঘোরে। শুধু তাই নয় এই যন্ত্রের মাধ্যমে আর্দ্রতা, উচ্চতা, চাপ, বায়ুর গতির দিক এবং ভৌগোলিক অবস্থান গ্রাউন্ড রিসিভারে পাঠায়। এই যন্ত্রটি কোনও একটি ওয়েদার স্টেশন থেকে লঞ্চ করা হয়েছিল।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: বদলে গেল অঙ্ক! কোন ৮ দল গেল টি-২০ বিশ্বকাপের সুপার এইটে? কী বলছে পয়েন্ট টেবিলের হিসেব

তবে কীভাবে তা ভূপৃষ্ঠে পড়ল? কিংবা কোন ওয়েদার স্টেশন থেকে একটি লঞ্চ করা হয়েছিল তা জানা যায়নি। তবে ছুটির দিনের সকাল সকাল অজানা যন্ত্র আকাশ থেকে পড়ে যাওয়ায় চাঞ্চল্য এবং ভয়ের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়।

রঞ্জন চন্দ