Tag Archives: Child Healthcare

Child Health Tips: বাচ্চার ওজন বাড়ছে না? অপুষ্টির সমস্যা নয়তো! শিশুর পাতে রাখুন এই কয়েকটা খাবার

অনেকেরই দেখা যায় বাচ্চার ওজন বেশ কম৷ যথেষ্ট খাওয়াদাওয়ার পরও বাড়ছে না শরীরের ওজন৷ এর ফলে পরবর্তীকালে নানা রকমের সমস্যা দেখা যায়৷ হাড় দুর্বল হয়ে যায়৷ তাই প্রথম থেকেই সচেতন হন৷ ডায়েটিশিয়ন খুশবু শর্মা সুস্থভাবে বাচ্চার ওজন বৃদ্ধির জন্য কয়েকটি খাবারকে প্রতিদিনের ডায়েটে রাখার পরামর্শ দেন
অনেকেরই দেখা যায় বাচ্চার ওজন বেশ কম৷ যথেষ্ট খাওয়াদাওয়ার পরও বাড়ছে না শরীরের ওজন৷ এর ফলে পরবর্তীকালে নানা রকমের সমস্যা দেখা যায়৷ হাড় দুর্বল হয়ে যায়৷ তাই প্রথম থেকেই সচেতন হন৷ ডায়েটিশিয়ন খুশবু শর্মা সুস্থভাবে বাচ্চার ওজন বৃদ্ধির জন্য কয়েকটি খাবারকে প্রতিদিনের ডায়েটে রাখার পরামর্শ দেন
অনেকেই বাচ্চার ওজন বৃদ্ধির জন্য সাপ্লিমেন্ট খাওয়ান৷ এতে হিতে বিপরীতই হয়৷ এর ফলে শিশুদের মস্তিষ্ক ও শারীরিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলে৷ এমনটা না করে সুষম খাদ্যের দেওয়ার দিকে খেয়াল রাখুন৷
অনেকেই বাচ্চার ওজন বৃদ্ধির জন্য সাপ্লিমেন্ট খাওয়ান৷ এতে হিতে বিপরীতই হয়৷ এর ফলে শিশুদের মস্তিষ্ক ও শারীরিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলে৷ এমনটা না করে সুষম খাদ্যের দেওয়ার দিকে খেয়াল রাখুন৷
ডায়েটিশিয়ন জানান, কোনও অভিভাবকদের যদি সমস্যা না থাকে, তা হলে সন্তানের প্রতিদিনের খাদ্য-তালিকায় নন-ভেজ কিছু রাখুন৷ সামুদ্রিক খাবার খাওয়ানোর চেষ্টা করুন৷ যা ওজন বৃদ্ধিতে কার্যকর৷
ডায়েটিশিয়ন জানান, কোনও অভিভাবকদের যদি সমস্যা না থাকে, তা হলে সন্তানের প্রতিদিনের খাদ্য-তালিকায় নন-ভেজ কিছু রাখুন৷ সামুদ্রিক খাবার খাওয়ানোর চেষ্টা করুন৷ যা ওজন বৃদ্ধিতে কার্যকর৷
ড্রাই ফ্রুটস শিশুদের ওজন বৃদ্ধির জন্য খুবই উপযোগী৷ শরীরের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও উপকারী৷ এর জন্য বাচ্চাদের বাদাম, আখরোট, কাজু, কিশমিশ খাওয়াতে পারেন৷ চাইলে শিশুকে মাখানা ও দুধও দিতে পারেন৷
ড্রাই ফ্রুটস শিশুদের ওজন বৃদ্ধির জন্য খুবই উপযোগী৷ শরীরের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও উপকারী৷ এর জন্য বাচ্চাদের বাদাম, আখরোট, কাজু, কিশমিশ খাওয়াতে পারেন৷ চাইলে শিশুকে মাখানা ও দুধও দিতে পারেন৷
ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস থাকে৷ এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়৷ অ্যাভোকাডো, কলা, অ্যাপ্রিকট -এই ধরনের ফল রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে ওজন বৃদ্ধিতেও সাহায্য করে৷
ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস থাকে৷ এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়৷ অ্যাভোকাডো, কলা, অ্যাপ্রিকট -এই ধরনের ফল রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে ওজন বৃদ্ধিতেও সাহায্য করে৷
অনেকেই নন-ভেজ খায় না৷ তাদের জন্য দুধ বা দুগ্ধজাত দ্রব্য খাওয়াতে পারেন৷ দুগ্ধজাত খাদ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালশিয়াম থাকে৷ হাড়কেও মজবুত করে৷ তাই দুধ, দই, পনিরের মতো খাবার খাওয়ান৷
অনেকেই নন-ভেজ খায় না৷ তাদের জন্য দুধ বা দুগ্ধজাত দ্রব্য খাওয়াতে পারেন৷ দুগ্ধজাত খাদ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালশিয়াম থাকে৷ হাড়কেও মজবুত করে৷ তাই দুধ, দই, পনিরের মতো খাবার খাওয়ান৷

Child Healthcare: বর্ষাকালে শিশুদের সুস্থ রাখতে এই কাজগুলি করতেই হবে! জানুন চিকিৎসকের মত

বসিরহাট: তীব্র গরম ও বর্ষায় শিশুদের সুস্থ রাখার সহজ উপায়। গ্রীষ্মের শেষ ও বর্ষার আগমনে শিশুদের সুস্থ রাখতে অনেক বাবা-মা সমস্যায় পড়েন। কিভাবে নিজের শিশুকে যত্ন নিলে সুস্থ রাখতে পারবে তা ভেবে পান না অনেকেই। শিশুদের সুস্থ রাখার বিষয়ে পরামর্শ দিলেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ফারুক হোসেন।

তীব্র গরম ও বর্ষায় যে অস্বস্তিকর পরিবেশে বহু শিশু জ্বর-সর্দি-কাশি এবং পেটখারাপের সমস্যায়ও ভোগে। আবার অনেক শিশুর ত্বকে র‍্যাশ দেখা যায়। তাপপ্রবাহ থেকে খুব সাবধানে রাখতে হবে শিশুদের খাবার, পোশাক পরিচ্ছদের উপর বিশেষ নজর দিতে হবে।

আরও পড়ুন: ঘুম থেকে উঠলেই পায়ে ব্যথা, শরীরে দুর্বলতা? জটিল রোগ থেকে বাঁচতে খান এই চার ফল

শিশুকে সুতির ও হালকা রঙের জামাকাপড় পরাতে হবে। ছোটদের শরীরে কোনওভাবেই গায়ে ঘাম বসতে দেওয়া যাবে না। গরম থেকে ঘুরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর স্নান করানো উচিত। ঘাম হলে মুছিয়ে দিন। প্রয়োজনে পোশাক বদলে দিন। বৃষ্টিতে ভিজলেও দ্রুত কাপড় বদলে ভালভাবে মুছে দিন।

জুলফিকার মোল্যা