Tag Archives: Chyawanprash

Viral Fever: ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর! সংক্রমণ ঠেকাতে কী করবেন? রইল ‘এক’ চামচের টিপস, জানুন

যখন-তখন আবহাওয়া বদলাচ্ছে, তা জানান দিচ্ছে সর্দি-কাশি, জ্বরের মধ্যে দিয়ে। ঘরে ঘরে ভাইরাল জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন আট থেকে আশি। কেউ কেউ আবার বৃষ্টি ভিজে ভুগছেন। কীভাবে বাড়াবেন রোগ প্রতিরোধ ক্ষমতা? রইল 'এক' চামচের টিপস। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
যখন-তখন আবহাওয়া বদলাচ্ছে, তা জানান দিচ্ছে সর্দি-কাশি, জ্বরের মধ্যে দিয়ে। ঘরে ঘরে ভাইরাল জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন আট থেকে আশি। কেউ কেউ আবার বৃষ্টি ভিজে ভুগছেন। কীভাবে বাড়াবেন রোগ প্রতিরোধ ক্ষমতা? রইল ‘এক’ চামচের টিপস। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আগে সব বাড়িতেই মা, দিদিমারা তুলসি, বাসক, পিপুলের মতো আয়ুর্বেদিক পথ্যের সাহায্য নিতেন। আর ছিল চ্যবনপ্রাশ, যা শিশুদের খাওয়ানো হত সারা শীতকাল। সর্দি-কাশি, সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করার ক্ষেত্রে যা ছিল অব্যর্থ দাওয়াই।
আগে সব বাড়িতেই মা, দিদিমারা তুলসি, বাসক, পিপুলের মতো আয়ুর্বেদিক পথ্যের সাহায্য নিতেন। আর ছিল চ্যবনপ্রাশ, যা শিশুদের খাওয়ানো হত সারা শীতকাল। সর্দি-কাশি, সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করার ক্ষেত্রে যা ছিল অব্যর্থ দাওয়াই।
সময় বদলেছে, এখন শুধু শীতকাল নয়, বরং বর্ষার মরসুমেও রোগ প্রতিরোধ বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে।
সময় বদলেছে, এখন শুধু শীতকাল নয়, বরং বর্ষার মরসুমেও রোগ প্রতিরোধ বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে।
আয়ুর্বেদ বিশেষজ্ঞ মুনি ‘চ্যবন’-এর নাম ও ‘প্রাশ’ (বিশেষ ভাবে তৈরি খাবার) মিলে নামকরণ হয়েছে এই পথ্যের। কেবল শীতকালেই নয়, এই পথ্য সারা বছর খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, রইল সেই হদিস।
আয়ুর্বেদ বিশেষজ্ঞ মুনি ‘চ্যবন’-এর নাম ও ‘প্রাশ’ (বিশেষ ভাবে তৈরি খাবার) মিলে নামকরণ হয়েছে এই পথ্যের। কেবল শীতকালেই নয়, এই পথ্য সারা বছর খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, রইল সেই হদিস।
মোট চল্লিশ ধরনের উপকরণ দিয়ে তৈরি হয় চ্যবনপ্রাশ। এই সব উপকরণের মধ্যে রয়েছে আমলকি, মধু, অশ্বগন্ধ, চন্দন গুঁড়ো, অর্জুন গাছের ছাল, ঘি, ত্রিফলা অন্যতম।
মোট চল্লিশ ধরনের উপকরণ দিয়ে তৈরি হয় চ্যবনপ্রাশ। এই সব উপকরণের মধ্যে রয়েছে আমলকি, মধু, অশ্বগন্ধ, চন্দন গুঁড়ো, অর্জুন গাছের ছাল, ঘি, ত্রিফলা অন্যতম।
শিশু থেকে বয়স্ক, সকলেই চ্যবনপ্রাশ খেতে পারেন। হয় সকালে খালি পেটে, আর না হয় রাতে খাবার খাওয়ার পর এই চ্যবনপ্রাশ খেতে পারেন। মনে রাখবেন খাওয়ার দু’ঘণ্টার মধ্যে এটি না খাওয়াই ভাল। অনেকে গরম দুধে চ্যবনপ্রাশ মিশিয়েও খান।
শিশু থেকে বয়স্ক, সকলেই চ্যবনপ্রাশ খেতে পারেন। হয় সকালে খালি পেটে, আর না হয় রাতে খাবার খাওয়ার পর এই চ্যবনপ্রাশ খেতে পারেন। মনে রাখবেন খাওয়ার দু’ঘণ্টার মধ্যে এটি না খাওয়াই ভাল। অনেকে গরম দুধে চ্যবনপ্রাশ মিশিয়েও খান।
সর্দি-কাশির প্রকোপ থেকে বাঁচতে চ্যবনপ্রাশ খাওয়া যেতেই পারে। এ ছাড়া, আর কী স্বাস্থ্যগুণ রয়েছে চ্যবনপ্রাশের? ফুসফুসের দেখভাল করে। হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। শক্তি বাড়ায়।
সর্দি-কাশির প্রকোপ থেকে বাঁচতে চ্যবনপ্রাশ খাওয়া যেতেই পারে। এ ছাড়া, আর কী স্বাস্থ্যগুণ রয়েছে চ্যবনপ্রাশের? ফুসফুসের দেখভাল করে। হজমশক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। শক্তি বাড়ায়।
এছাড়াও রক্তকে বিশুদ্ধ করে এবং দূষিত পদার্থ বার করে দেয়। রক্তচাপ স্বাভাবিক করে। কোলেস্টেরলের জন্য ভাল। নানা সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
এছাড়াও রক্তকে বিশুদ্ধ করে এবং দূষিত পদার্থ বার করে দেয়। রক্তচাপ স্বাভাবিক করে। কোলেস্টেরলের জন্য ভাল। নানা সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)