Tag Archives: Copa America 2021

Copa America 2021: মেসি ম্যাজিকে ঝলসে গেল বলিভিয়া, জোড়া গোল তারকার

#কুলাবা :  আর্জেন্টিনা (Argentina) এবারের কোপা আমেরিকায় নিজের অপরাজেয় ধারা বজায় রাখল৷ গ্রুপের চতুর্থ ম্যাচে বলিভিয়াকে (Bolivia) ৪-১ গোলে হারাল তারা৷ নিজের রেকর্ডের ম্যাচে জোড়া গোল মেসির ( Lionel Messi)৷ এদিন আর্জেন্টিনার জার্সি গায়ে ১৪৮ তম ম্যাচ ছিল মেসির৷ যা নীল -সাদা জার্সি গায়ে যে কোনও প্লেয়ারের সবচেয়ে বেশি সংখ্যক ম্যাচ৷

এদিনের ম্যাচে মেসি ছাড়াও অ্যালবি সেলেস্তের জার্সিতে গোল করেন পাপু গোমেজ ও লাউতারো মার্তিনেজ৷ বলিভিয়ার হয়ে এরউইন সাভেদ্রা একটি গোল শোধ করলেও তা দলকে জয়ে ফেরানোর জন্য যথেষ্ট ছিল না৷ গ্রুপ স্টেজ আর্জেন্টিনা শেষ করল দুধর্ষ জয় দিয়ে৷

এদিন ৬ মিনিটে গোমেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা৷ ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ২-০ করে দেন এলএম টেন৷ ৪২ মিনিটে ফের গোল করেন মেসি৷ ৩-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা৷

 

আক্রমণাত্মক প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও খেলার ঝাঁঝ কমায়নি নীল -সাদা বাহিনী৷ তবে ৩-০ গোলে পিছিয়ে থাকা বলিভিয়া ৬০ মিনিটে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি গোল পায়৷  এদিকে ৬৫ মিনিটে লাতুরো মার্টিনেজের গোলে স্কোরলাইন হয়ে ৪-১৷ এরপর আর গোলমুখ খোলেনি৷ দেখে নিন টানটান আর্জেন্তাইন পারফরম্যান্সের রুদ্ধশ্বাস মুহূর্তগুলো৷

তবে আর্জেন্টিনা ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকল৷ অন্যদিকে উরুগুয়ে, প্যারাগুয়েকে হারিয়ে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হল৷ তাদের পয়েন্ট সাত৷ প্যারাগুয়ে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে এবং চিলি পাঁচ পয়েন্ট নিয়ে চার নম্বরে৷ এরা সকলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছলোষ তবে বলিভিয়া একটিও পয়েন্ট অর্জন করতে পারেনি গোটা টুর্নামেন্ট থেকে৷

Brazil vs Ecuador: ব্রাজিলের বিজয়রথ থামাল ইকুয়েডর, ম্যাচ ড্র ১-১ গোলে

ব্রাজিল: ১  (এডার মিলিতাতো- ৩৭’)

ইকুয়েডর: ১ (অ্যাঞ্জেল মেনা- ৫৩’)

রিও ডি জেনেইরো: শেষ পর্যন্ত ইকুয়েডরের কাছে থামতে হল ব্রাজিলকে ৷ টানা ১১ ম্যাচ জেতার পর অবশেষে থামল ব্রাজিলের বিজয়রথ ৷ রবিবার কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ব্রাজিল ৷

৪ ম্যাচ খেলে ব্রাজিলের পয়েন্ট ১০ ৷ পরের রাউন্ডে যাওয়া অনেক আগেই নিশ্চিত করেছিলেন নেইমাররা ৷ এদিনের ম্যাচে তাই বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন ব্রাজিলের কোচ তিতে ৷ ৩৭ মিনিটে এডার মিলিতাতোর গোলে ব্রাজিল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের হয়ে গোলশোধ করেন অ্যাঞ্জল মেনা ৷ ৫৩ মিনিটে গোল করেন তিনি ৷

ম্যাচের শেষভাগে আক্রমণে গতি বাড়ায় ব্রাজিল ৷ ডগলাসের পরিবর্তে কাসেমিরো মাঠে নামায় বেশ কয়েকটি গোলের সুযোগ পায় সেলেকাওরা ৷ কিন্তু ম্যাচে আর কোনও গোল করতে ব্যর্থ ব্রাজিল ৷ গ্রুপ- ‘এ’ থেকে ব্রাজিলের সঙ্গে পরের রাউন্ডে গেল কলম্বিয়া, ইকুয়েডর এবং পেরু।