Tag Archives: Coronavirus OutBreak

Coronavirus| করোনা মিলল ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীর দেহে! দুঃশ্চিন্তায় পার্লামেন্ট

#লন্ডন: এ বার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নেডাইন ডরিস৷ একই সঙ্গে করোনা ঢুকে পড়ল পানামা ও তুরস্কেও৷ গত শুক্রবার থেকে অসুস্থ বোধ করতে থাকেন ডরিস৷ যে সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়, তখন তিনি করোনাভাইরাসের স্বাস্থ্য বিমা সংক্রান্ত একটি বিলে সই করছিলেন৷

ডরিসের কথায়, ‘আমার শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে৷ আমি এখন নিজেকে গৃহবন্দিই রাখছি৷’ আশঙ্কার হল, এই কয়েক দিন তিনি ব্রিটিশ পার্লামেন্টে গিয়েছেন৷ ফলে ডরিসের সংস্পর্শে আর কেউ এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন কিনা, তা চিহ্নিত করার প্রক্রিয়া চলছে৷

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন-সহ কয়েক শো মানুষের সঙ্গে গত কয়েক দিন মেলামেশা করেছেন ডরিস৷ ফলে বরিটেনের রাজনীতিতে দেখা দিয়েছে দুঃশ্চিন্তা৷

ইরানেও দ্রুত ছড়াচ্ছে করোনা৷ মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের কাছে অনুরোধ জানিয়েছে, তেহরানে আটক মার্কিন বন্দিদের ছেড়ে দেওয়া হোক৷

এ দিকে ভারতে করোনা আক্রান্ত ৫০ ছুঁয়ে ফেলেছে৷ মঙ্গলবার কেরল, কর্নাটক ও মহারাষ্ট্র মিলিয়ে ৮ জনের দেহে মিলেছে করোনার ভাইরাস৷

Coronavirus| যুদ্ধের জন্যই ৪০ বছর আগে করোনা তৈরি করেছিল চিন? বিস্ফোরক উপন্যাস!

#নয়াদিল্লি: চিনে মহামারির আকার নিয়ে নিয়েছে মারণ করোনা ভাইরাস৷ ১৭০০-র বেশি মানুষ এখনও পর্যন্ত মারা গিয়েছেন চিনে৷ চিনের ইউহান প্রদেশের একটি বাজার থেকেই প্রথম ছড়ায় করোনা নামক এই ভাইরাস৷ ২৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনা৷ এখন প্রশ্ন হল, ভাইরাসটি কি চিন বায়োলজিক্যাল যুদ্ধের জন্য তৈরি করেছিল? প্রশ্নটা ওঠার মূলে ৪০ বছর আগের একটি উপন্যাস৷ সেই উপন্যাসটিতে একটি ভাইরাসের নাম রয়েছে, Wuhan-400৷

এই সেই উপন্যাস
এই সেই উপন্যাস

ওই থ্রিলার উপন্যাসটির নাম ‘আইজ অফ ডার্কনেস’৷ ১৯৮১ সালে ডিন কুনত্‍জ৷ সেই উপন্যাসে Wuhan-400 নামে একটি ভাইরাসের কথা বলা হয়েছে, যা নাকি চিনে বায়োলজিক্যাল যুদ্ধের গবেষণাগারে প্রস্তুত করা হচ্ছে৷ বায়োলজিক্যাল যুদ্ধ হল, মারণ ভাইরাস প্রয়োগ করে একটি দেশকে নিশ্চিহ্ন করে দেওয়া৷ কোনও রকম আগ্নেয়াস্ত্র বা পরমাণু বোমা ছাড়াই৷

ট্যুইটারে এক ব্যক্তি প্রথম এই উপন্যাসের একটি অংশ পোস্ট করেন৷ এরপরেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায়৷ উপন্যাসের ওই অংশটি দেখে স্তম্ভিত সোশ্যাল মিডিয়া৷ কংগ্রেস নেতা মণীশ তিওয়ারিও ওই পোস্টটি ট্যুইটারে শেয়ার করে লিখেছেন, ‘করোনা ভাইরাস কি চিনের তৈরি করা বায়োলজিক্যাল অস্ত্র? এই বইটি ১৯৮১ সালে প্রকাশিত হয়েছিল৷’

পোস্টটির পরে ইন্টারনেট বিশ্ব স্রেফ স্তম্ভিত৷ প্রসঙ্গত, বায়োলজিক্যাল যুদ্ধের খানিকটা শুরু হয়েছিল বহু আগেই৷ বায়োলজিক্যাল অস্ত্র তৈরির ইতিহাস বিশ্বে বেশ পুরনো৷ অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস, কলেরা, নিউমনিক প্লেগ, টুলারেমিয়া, স্মলক্স, গ্ল্যান্ডার্সের মতো মারণ ভাইরাস, ব্যাক্টেরিয়া একাধিক বার ব্যবহৃত হয়েছে যুদ্ধে৷