Tag Archives: cricket world cup 2023

Cricket World Cup 2023: ফাইনালের সকালে মাংসের দোকানে লাইন! দাম কোথায় পৌঁছল জানেন?

বাঙালির রবিবার মানেই এলাহি খাওয়া-দাওয়া। আর তার সঙ্গে সংযোজন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। ১২ বছর পর ফের ভারতের কাছে হাতছানি বিশ্বকাপ জেতার। তাই সকাল থেকে প্রতিটা বাড়িতে প্রস্তুতি তুঙ্গে।

বাঙালির রবিবার মানেই এলাহি খাওয়া-দাওয়া। আর তার সঙ্গে সংযোজন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। ১২ বছর পর ফের ভারতের কাছে হাতছানি বিশ্বকাপ জেতার। তাই সকাল থেকে প্রতিটা বাড়িতে প্রস্তুতি তুঙ্গে।

 

তাই, ছুটির দিন জমজমাট করতে সকাল থেকেই ভিড় দেখা গেল মাংসের দোকানে। পুজোর পর কলকাতায় মাংসের দাম অনেকটা কমেছে।
তাই, ছুটির দিন জমজমাট করতে সকাল থেকেই ভিড় দেখা গেল মাংসের দোকানে। পুজোর পর কলকাতায় মাংসের দাম অনেকটা কমেছে।
আজ, রবিবারের বাজারে কলকাতা ও শহরতলির বাজারে চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে ১৮০- ২০০ টাকা। তবে জেলায় এই রেট কেজিতে আরও ১০-২০ টাকা কম। গোটা মুরগির প্রতি কেজি বেশ কমই আছে।

আজ, রবিবারের বাজারে কলকাতা ও শহরতলির বাজারে চিকেনের প্রতি কেজিতে দাম রয়েছে ১৮০- ২০০ টাকা। তবে জেলায় এই রেট কেজিতে আরও ১০-২০ টাকা কম। গোটা মুরগির প্রতি কেজি বেশ কমই আছে।
যদিও বাজারে চিকেনের দাম অনেকটাই কম। তবে মটনের দাম কমেনি। বাজারে কেজি প্রতি মটনের দাম রয়েছে ৭৫০-৮০০ টাকা। তবে, জেলায় ৭৪০ থেকেই শুরু হয় মটনের দাম।
যদিও বাজারে চিকেনের দাম অনেকটাই কম। তবে মটনের দাম কমেনি। বাজারে কেজি প্রতি মটনের দাম রয়েছে ৭৫০-৮০০ টাকা। তবে, জেলায় ৭৪০ থেকেই শুরু হয় মটনের দাম।
অনেক বাড়িতেই রবিবারে মাছেরও হয়। তবে, আজকের বাজরে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। ইলিশের প্রতি কেজিতে দাম রয়েছে ৬০০ টাকা থেকে শুরু।
অনেক বাড়িতেই রবিবারে মাছেরও হয়। তবে, আজকের বাজরে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। ইলিশের প্রতি কেজিতে দাম রয়েছে ৬০০ টাকা থেকে শুরু।
চিংড়ির মধ্যে বাগদার প্রতি কেজিতে দাম রয়েছে ৩৫০- ৪০০ টাকা ও গলদার প্রতি কেজিতে দাম রয়েছে ৭০০ টাকা। তাই, রবিবার এলাহি খাওয়া-দাওয়ার সঙ্গে বিশ্বকাপের ফাইনালের জমে যাবে।
চিংড়ির মধ্যে বাগদার প্রতি কেজিতে দাম রয়েছে ৩৫০- ৪০০ টাকা ও গলদার প্রতি কেজিতে দাম রয়েছে ৭০০ টাকা। তাই, রবিবার এলাহি খাওয়া-দাওয়ার সঙ্গে বিশ্বকাপের ফাইনালের জমে যাবে।

ICC World Cup 2023, IND vs AUS Final: আজ কি পিচের হাতেই ম্যাচের ভাগ্য, টস জেতাটা কতটা দরকার, রইল আহমেদাবাদ থেকে ব্রেকিং আপডেট

: আজ ‘ডি ডে’, হাতে আর অল্প সময় তারপরেই জানা যাবে আগামী ৪ বছরের জন্য ওডিআই ফর্ম্যাটে কারা বিশ্বসেরা৷ দুই দল তো নিজের মতো সেরাটা তৈরি করছে৷ কিন্তু ২২ জন ক্রিকেটার ছাড়াও আজ আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ২২ গজ৷  এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলা হয়েছে। Photo- AP
: আজ ‘ডি ডে’, হাতে আর অল্প সময় তারপরেই জানা যাবে আগামী ৪ বছরের জন্য ওডিআই ফর্ম্যাটে কারা বিশ্বসেরা৷ দুই দল তো নিজের মতো সেরাটা তৈরি করছে৷ কিন্তু ২২ জন ক্রিকেটার ছাড়াও আজ আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ২২ গজ৷  এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলা হয়েছে। Photo- AP
এই পিচে যারা রান  তাড়া করে ছে তাদের মধ্যে ৩ টি দল জিতেছে৷  প্রথম ব্যাট  করা একটি দলই জয় হাশিল করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই মাঠে ৩০টি ওডিআই ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে ১৫টি ম্যাচে প্রথমে ব্যাট করে দল জিতেছে এবং ১৫টি দল জিতেছে রান তাড়া করে। অর্থাৎ পরিসংখ্যানের হিসেবে পুরো ফিফটি-ফিফটি৷  Photo- AP
এই পিচে যারা রান  তাড়া করে ছে তাদের মধ্যে ৩ টি দল জিতেছে৷  প্রথম ব্যাট  করা একটি দলই জয় হাশিল করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই মাঠে ৩০টি ওডিআই ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে ১৫টি ম্যাচে প্রথমে ব্যাট করে দল জিতেছে এবং ১৫টি দল জিতেছে রান তাড়া করে। অর্থাৎ পরিসংখ্যানের হিসেবে পুরো ফিফটি-ফিফটি৷  Photo- AP
শেষ ১০ ম্যাচে তাড়া করা দলেরাই বাড়তি সুবিধা পেয়েছে। তাড়া করা দল ১০টি ম্যাচের মধ্যে জিতেছে ৬টিতে।Photo- AP
শেষ ১০ ম্যাচে তাড়া করা দলেরাই বাড়তি সুবিধা পেয়েছে। তাড়া করা দল ১০টি ম্যাচের মধ্যে জিতেছে ৬টিতে।Photo- AP
কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের কালো মাটি দিয়ে তৈরি পিচে খেলা হবে৷  গড় নিয়ে কথা বললে, প্রথম ইনিংসের গড় স্কোর ২৪৩। এখানে সর্বোচ্চ রান তাড়া ছিল ৩২৫। Photo- AP
কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের কালো মাটি দিয়ে তৈরি পিচে খেলা হবে৷  গড় নিয়ে কথা বললে, প্রথম ইনিংসের গড় স্কোর ২৪৩। এখানে সর্বোচ্চ রান তাড়া ছিল ৩২৫। Photo- AP

 

: ঠিক একমাস চারদিন বাদে একই পিচে খেলবে ভারত৷ ১৪ অক্টোবরের সেই ম্যাচও ছিল ভারতের সম্মানের জন্য মেগা ম্যাচ আর ১৮ নভেম্বর যে ম্যাচটি খেলা হবে সেটিও মেগা ম্যাচ৷  বিশ্বকাপ ফাইনালেও খেলা উইকেটে ম্যাচ। ভারত পাকিস্তান ম্যাচ যে পিচে খেলা হয়েছিল। সেই উইকেটেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলবে  ভারত। Photo- AP
ঠিক একমাস চারদিন বাদে একই পিচে খেলবে ভারত৷ ১৪ অক্টোবরের সেই ম্যাচও ছিল ভারতের সম্মানের জন্য মেগা ম্যাচ আর ১৮ নভেম্বর যে ম্যাচটি খেলা হবে সেটিও মেগা ম্যাচ৷  বিশ্বকাপ ফাইনালেও খেলা উইকেটে ম্যাচ। ভারত পাকিস্তান ম্যাচ যে পিচে খেলা হয়েছিল। সেই উইকেটেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলবে  ভারত। Photo- AP
১৪ অক্টোবরের সেই ম্যাচে ভারত পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল৷ সেই ম্যাচে ৪২.৫ ওভারে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান৷ করেছিল ১৯১ রান৷ আর ভারত মাত্র ৩ উইকেট খুইয়ে ৩০.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল৷ ফলে পিচ থেকে সবরকমের ফায়দা তুলেছিল টিম ইন্ডিয়া৷ Photo- AP
১৪ অক্টোবরের সেই ম্যাচে ভারত পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল৷ সেই ম্যাচে ৪২.৫ ওভারে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান৷ করেছিল ১৯১ রান৷ আর ভারত মাত্র ৩ উইকেট খুইয়ে ৩০.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল৷ ফলে পিচ থেকে সবরকমের ফায়দা তুলেছিল টিম ইন্ডিয়া৷ Photo- AP
সেই ম্যাচে একমাত্র শার্দুল ঠাকুর ছাড়া বাকি সব বোলারই দুটি করে উইকেট পেয়েছিলেন৷ Photo- AP
সেই ম্যাচে একমাত্র শার্দুল ঠাকুর ছাড়া বাকি সব বোলারই দুটি করে উইকেট পেয়েছিলেন৷ Photo- AP
তবে যেটা বড় ব্যাপার ভারতীয় বোলিং ব্রিগেডের বিধ্বংসী অস্ত্র মহম্মদ শামি সেই প্লেয়িং ইলেভেনের অংশ ছিলেন না৷ ফলে আহমেদাবাদের সেই পিচ শামির জন্য নতুন বধ্যভূমি হবে৷ Photo- AP
তবে যেটা বড় ব্যাপার ভারতীয় বোলিং ব্রিগেডের বিধ্বংসী অস্ত্র মহম্মদ শামি সেই প্লেয়িং ইলেভেনের অংশ ছিলেন না৷ ফলে আহমেদাবাদের সেই পিচ শামির জন্য নতুন বধ্যভূমি হবে৷ Photo- AP
পাশাপাশি অল্প রান তাড়া করার সেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে অধিনায়ক রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার অর্ধশতরান করেছিলেন৷
পাশাপাশি অল্প রান তাড়া করার সেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে অধিনায়ক রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার অর্ধশতরান করেছিলেন৷ Photo- AP
এদিকে অস্ট্রেলিয়া এই পিচে এবারের বিশ্বকাপের কোনও ম্যাচ খেলেনি। সেক্ষেত্রে ভারতীয় দল চেনা পিচে ক্রিকেট খেলার কোনও বাড়তি অ্যাডভানটেজ পাবে কিনা তা জানা এখন সময়ের অপেক্ষা৷ Photo- AP
এদিকে অস্ট্রেলিয়া এই পিচে এবারের বিশ্বকাপের কোনও ম্যাচ খেলেনি। সেক্ষেত্রে ভারতীয় দল চেনা পিচে ক্রিকেট খেলার কোনও বাড়তি অ্যাডভানটেজ পাবে কিনা তা জানা এখন সময়ের অপেক্ষা৷ Photo- AP

Cricket world Cup 2023: মোদি, শাহ সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি পিএম! ফাইনালের অতিথি তালিকায় আর কারা আছেন?

আহমেদাবাদ: রবিবারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখতে ভারতে আসছেন অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী রিচার্ড মারলেস। স্টেডিয়ামে খেলা দেখতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এর বাইরেও অতিথি তালিকায় বিরাট চমক রয়েছে। ভারত এবং বিদেশের প্রাক্তন ক্রিকেটাররাও খেলা দেখতে আসতে পারেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূতও উপস্থিত থাকতে পারেন এই খেলা দেখতে।

IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI World Cup 2023 LIVE Score Updates

ভিভিআইপি অতিথি তালিকায় রয়েছেন অনুরাগ ঠাকুর, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অনুরাগ ঠাকুর, সিঙ্গাপুরের এইচএম, আরবিআই গভর্নর, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত, নীতা আম্বানি, সুপ্রিম কোর্ট এবং গুজরাটের হাইকোর্টের বিচারপতিরা, ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রদূত, গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী, মেঘালয়ের মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি এবং লক্ষ্মী মিত্তল। ম্যাচ ঘিরে আহমেদাবাদে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন, মর্মান্তিক পরিণতি! চার কন্যাসন্তানের পানীয়তে বিষ বাবার, ক্যানিংয়ে খুনের চেষ্টা!

আরও পড়ুন, কাঁধে মরণাপন্ন তরুণী, তিন ঘণ্টা হেঁটে হাসপাতালে পরিবার! মালদহে শিউরে ওঠা ছবি

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জেরে আহমেদাবাদে বিপুল ভিড় বেড়েছে। বিভিন্ন হোটেলে ভাড়া অনেক বেড়ে গিয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফ্লাইটের ভাড়াও। দিল্লি এবং মুম্বাই থেকে আহমেদাবাদগামী ফ্লাইটের টিকিট যদি এতোদিন শেষ মুহূর্তে বুক করা হত, তাহলেও ৮ হাজার থেকে ১০ হাজার টাকায় পাওয়া যেত। কিন্তু এখন বিভিন্ন অনলাইন ট্রাভেল পোর্টাল অনুসারে, ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত, এই বিমান ভাড়া ৩০০ শতাংশ বেড়েছে। এখন ভাড়া ৩১ হাজার থেকে ৪৩ হাজার টাকার মধ্যে।

বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, প্রথম ইনিংসের পরে ড্রিঙ্কস ব্রেক চলাকালীন আদিত্য গাদভীকে পারফর্ম করতে দেখা যাবে। প্রথম ইনিংস শেষ হওয়ার পর আধঘণ্টার বিরতিতে সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী, জোনিতা গান্ধী, নাকাশ আজিজ, অমিত মিশ্র, আকাশ সিং এবং তুষার জোশী পারফর্ম করবেন। এর পাশাপাশি বলিউডের বিভিন্ন তারকাও হাজির থাকতে পারেন ম্যাচ দেখতে।

Amitabh Bachchan ICC World Cup Final: একের পর এক হুমকি! টিম ইন্ডিয়ার ক্রিকেট ফাইনাল নিয়ে মন্তব্য করে বিপাকে অমিতাভ

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় একাধিক হুমকির মুখে অমিতাভ বচ্চন। কেন এত হুমকি পাচ্ছেন বলিউডের মেগাস্টার? কারণ অবশ্য বিগ বি-র করা মন্তব্যই। রবিবার আহমেদাবাদে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। রোহিত-বিরাটরা ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেছেন। অপেক্ষা শুধু একটা ম্যাচ ও ইতিহাস তৈরির।

IND vs AUS Final | ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল | ODI ICC World Cup 2023 Final  LIVE Score Updates

ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের জ্বরের মধ্যেই অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, ‘আমি না দেখলে আমরা জিতি’। অর্থাৎ, তিনি খেলা না দেখলে ভারতীয় দল জেতে বলে মানসিক এক বিশ্বাসের কথা জানিয়েছেন বিগ বি। আর তাতেই হয়েছে বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্যের কারণেই হুমকি পেতে হচ্ছে তাঁকে।

আরও পড়ুন: চিচিঙ্গা চেনেন? চিনে অবশ্যই সবজিটি খাওয়া শুরু করুন! ডায়াবেটিস থেকে দেহের চর্বি; সব কমবে

ক্রিকেট দেখার সময় কুসংস্কারে আচ্ছন্ন থাকেন ভারতের দর্শকরা। কেউ-কেউ আছেন টিভির সামনে থেকে সরেন না। কেউ আছেন একবারও বাথরুমে যান না। কেউ আছেন খেলাই দেখেন না। তেমনই কুসংস্কারের কথা বলেছেন অমিতাভ। আর তার পরেই তাঁর এক্স হ্যান্ডেলে নেটিজেনের মন্তব্য, ‘তা হলে আপনি সেদিন চোখে রুমাল বেধে থাকবেন?’।

আরও পড়ুন: খেজুরের নামে চিনা জুজুবি ফল খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার উপায় জানুন

আরেকজনের মন্তব্য, আপনার কোনও দরকার নেই খেলা দেখার। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল এক দিনের বিশ্বকাপের সেমিফাইনাল। সেমিফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে যে দল জিতবে, ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে ভারতের মুখোমুখি হবে সেই দল। রবিবারের সেই ম্যাচের অপেক্ষায় এখন প্রহর গুনছেন দেশবাসী।