Tag Archives: 2023 world cup

রোজ ইঞ্জেকশন নিতেন শামি! দেশের জন্য খেলতে চেয়েছিলেন, সমস্যা এখন বাড়ল

কলকাতা: সম্প্রতি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন মহম্মদ শামি। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা মহম্মদ শামি ৭ ম্যাচে ২৪টি উইকেট নিয়েছিলেন।

এখন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। তবে মহম্মদ শামি ভারতীয় দলে নেই। আসলে ইনজুরির কারণে খেলছেন না মহম্মদ শামি। এরই মধ্যে মহম্মদ শামির ফিটনেস নিয়ে বড় তথ্য সামনে এসেছে।

মহম্মদ শামি বিশ্বকাপের সময় চোটে কাবু হয়ে পড়েছিলেন। তবে কোনওভাবেই বেঞ্চে বসতে চাননি তিনি। প্রতি ম্যাচের সময় ব্যথার সঙ্গে লড়াই করছিলেন শামি। আর প্রতিটা ম্যাচের আগে ইনজেকশন নিয়ে মাঠে নেমেছিলেন।

মহম্মদ শামির সাথে বাংলার হয়ে খেলা একজন ক্রিকেটার পিটিআইকে বলেছেন, ওর বাঁ পায়ের গোড়ালির ব্যথার সমস্যা অনেক পুরনো। খুব কম লোকই এই বিষয়ে জানেন। মহম্মদ শামি বিশ্বকাপের ম্যাচ চলাকালীন ব্যথায় ভুগছিল। সেই সময় ও একটানা ইনজেকশন নিতে থাকে। না হলে হয়তো বিশ্বকাপে খেলা হত না ওর।

জানা গিয়েছে, সেই সময় লাগাতার ইঞ্জেকশন নেওয়ায় এখন বেশ সমস্যায় পড়তে হয়েছে শামিকে। তাঁর চোট সারতে সময় লাগছে বেশি।

আরও পড়ুন- হোটেলের ঘরে নাবালিকাকে ধর্ষণ, বিপাকে আইপিএল খেলা তারকা! শাস্তি ঘোষণার অপেক্ষা

বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে টিম ইন্ডিয়ার হয়ে এই সফরে খেলছেন না মহম্মদ শামি। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ টি টেস্ট ম্যাচের সিরিজ চলছে।

এই সিরিজের প্রথম টেস্টে টিম ইন্ডিয়াকে সহজেই হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। মহম্মদ শামির জায়গায় প্লেয়িং ইলেভেনে রাখা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণাকে। কিন্তু প্রদিদ্ধ কৃষ্ণ প্রত্যাশা পূরণ করতে পারেননি।

আরও পড়ুন- ধোনি হঠাৎ কেন লম্বা চুল রাখছেন? রয়েছে বড় কারণ! জানলে মন ভাল হয়ে যাবে

সেঞ্চুরিয়ান টেস্টে ২০ ওভার বল করেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ৪.৭ ইকোনমি রেটে ৯৩ রান রান দেন তিনি। উইকেট নেন মাত্র একটি।

১৯ নভেম্বর, ২০২৩! ক্রিকেটপ্রেমী ভারতবাসীর মন ভাঙার দিন, মনে আছে তো?

১৯ নভেম্বর। ভারতীয় ক্রিকেট সমর্থকদের স্বপ্ন ভেঙে চুরমার হওয়ার দিন। বিশ্বকাপ ফাইনালে সেদিন ভারতীয় দলকে হারিয়ে ট্রফি জিতে নেয় অস্ট্রেলিয়া।
১৯ নভেম্বর। ভারতীয় ক্রিকেট সমর্থকদের স্বপ্ন ভেঙে চুরমার হওয়ার দিন। বিশ্বকাপ ফাইনালে সেদিন ভারতীয় দলকে হারিয়ে ট্রফি জিতে নেয় অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ ফাইনাল হয়েছিল আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এক লাখেরও বেশি সমর্থক সেদিন ভারতীয় দলের হয়ে গলা ফাটান। তবে যাবতীয় সমর্থন সেদিন মাঠেই মারা যায়।
বিশ্বকাপ ফাইনাল হয়েছিল আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এক লাখেরও বেশি সমর্থক সেদিন ভারতীয় দলের হয়ে গলা ফাটান। তবে যাবতীয় সমর্থন সেদিন মাঠেই মারা যায়।
সেদিন প্রথমে ব্যাট করে ভারত করেছিল ২৪০ রান। জবাবে অস্ট্রেলিয়া ৪৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। তাও মাত্র ৪ উইকেট হারিয়ে।
সেদিন প্রথমে ব্যাট করে ভারত করেছিল ২৪০ রান। জবাবে অস্ট্রেলিয়া ৪৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। তাও মাত্র ৪ উইকেট হারিয়ে।
ট্রাভিস হেড সেদিন ১২০ বলে ১৩৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। লাবুশানে করেন ৫৮ রান।
ট্রাভিস হেড সেদিন ১২০ বলে ১৩৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। লাবুশানে করেন ৫৮ রান।
সেদিন রোহিত শর্মা ৪৭, বিরাট কোহলি ৫৪ রান করেন। ১০৭ বল খেলে ৬৬ রান করেছিলেন কেএল রাহুল।
সেদিন রোহিত শর্মা ৪৭, বিরাট কোহলি ৫৪ রান করেন। ১০৭ বল খেলে ৬৬ রান করেছিলেন কেএল রাহুল।
গোটা স্টেডিয়ামকে চুপ করিয়ে দিয়ে সেদিন বিশ্বকাপ ফাইনাল জিতেছিল অস্ট্রেলিয়া। ভারতীয় সমর্থকদের বিশ্বকাপ জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল।
গোটা স্টেডিয়ামকে চুপ করিয়ে দিয়ে সেদিন বিশ্বকাপ ফাইনাল জিতেছিল অস্ট্রেলিয়া। ভারতীয় সমর্থকদের বিশ্বকাপ জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল।

Viral Reel: ‘ইন্ডিয়া হারা মানে আমাদের কাছে পৈশাচিক আনন্দ’-বিশ্বকাপ যেন বাংলাদেশ জিতেছে! তুমুল উৎসব ভারতের হারে

কলকাতা: Viral Reel: ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০২৩ -র ফাইনালে ভারতের হার এখনও কোটি কোটি ভারতীয় ফ্যানদের মনে দগদগে ক্ষত হয়ে রয়েছে৷ আর সেই ক্ষতে আরও নুন -লঙ্কার ছিটে দিতে তৈরি বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা৷ বাংলাদেশি ফ্যানরা ক্যামেরার সামনে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ভারতের হার তাদের কাছে সবচেয়ে আনন্দের৷

এবারের বিশ্বকাপে পয়েন্ট টেবলে অষ্টম স্থানে শেষ করেছিল বাংলাদেশ৷ তাদের নিচে ছিল শুধু শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস৷ নিজেদের গ্রুপ পর্বের ৯ টি ম্যাচের মাত্র ২ টিতে জিতেছিল তারা৷ আর সেই বাংলাদেশই রবিবার রাস্তায় নেমে পড়ে৷ যেন তারাই বিশ্বকাপ জিতেছে৷

সোশ্যাল মিডিয়ার একটি প্রোফাইল থেকে পোস্ট হওয়া এই ভিডিও এখন রকেটের মতোই ভাইরাল৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷

 

 

সেই  ভিডিওতে বিভিন্ন বাংলাদেশি ফ্যানকে বলতে দেখা গেছে যেমন তাঁরা অস্ট্রেলিয়ার সাপোর্টার৷ তেমনিই আবার কেউ কেউ রাখঢাক না রেখে একাধিক বাংলাদেশি ফ্যান বলেছেন যে শুধুমাত্র ভারতের হারেই তাদের এই আনন্দ৷ এক সমর্থক বলেছেন ‘ইন্ডিয়া হারা মানে আমাদের কাছে পৈশাচিক আনন্দ৷’

কেউ আবার বলেছেন ভারত নিজের সুবিধাজনক ভাবে বিশ্বকাপে সব কিছু করেছে এমনকি ফাইনাল যেখানে ফ্রেশ পিচে খেলা হয় সেখানে ভারত বনাম পাকিস্তান যে পিচে খেলা হয়েছিল সেখানেই ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল খেলা হয়েছে৷

একাধিক ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে

এদিকে বাংলাদেশি ফ্যানরা যেমন ভারতের হারের মন খুলে সেলিব্রেশন করেছেন, ঠিক তেমনিই এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আসার পরেই নেটিজেনরা একহাত নিতে শুরু করেছেন৷ তাঁদের সাফ বক্তব্য বাংলাদেশ ফাইনালে জিতলেও বোধহয় তাঁরা এই পরিমাণ আনন্দ পেতেন না যতটা ভারত হারার পর পেয়েছেন৷

আরও পড়ুন – ICC World Cup 2023: প্যাট কামিন্স ও ট্র্যাভিস হেড ভাবতেও পারেননি, বিশ্বকাপ জেতার পর আইসিসি এরকম ঝটকা দেবে

একাধিক মন্তব্য তাঁদের মনে করিয়ে দেওয়া হয়েছে ভারত ও পাকিস্তানের পারস্পরিক ঘৃণার একটি ইতিহাস রয়েছে কিন্তু যে বাংলাদেশের স্বাধীনতায় ভারতের সবচেয়ে বড় অবদান সেই ভারতকেই তাঁরা এভাবে ঘৃণা করেন৷

কারো কারো আবার প্রশ্ন বাংলাদেশ এমন এক দল যারা বিশ্বমঞ্চে বহু বছর ক্রিকেট খেললেও এখনও নিজেদের কোনও সামাণ্যতম জায়গা পায়নি তারা আবার ভারতের মত সফল ও প্রভাবশালী দলকে নিয়ে হীণ কথা বলে কী করে৷

সোজা কথায় এই ভিডিও পাবলিক ডোমেনে আসার পর থেকেই একেবারে মাভৈঃ মাভৈঃ শুরু হয়ে গেছে৷ তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই এই ভিডিওটির ভিউ প্রায় ২ মিলিয়ন হয়ে গেছে৷ হাজার কমেন্ট, হাজার রি ট্যুইট হয়েছে৷

 

WC Final 2023 Viral Video: ফাইনালের পর ভারতীয় ড্রেসিং রুমের কেমন ছিল অবস্থা? এরই মাঝে আচমকা আরেক পুরস্কার এল বিরাটের ঝুলিতে, দেখুন

আহমেদাবাদ: স্বপ্ন অধরা রয়ে গেল ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে। গোটা বিশ্বকাপে টানা দশ ম্যাচে অপরাজিত থেকে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারতীয় দল। মোট ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ানদের কাছে হেরে গিয়ে বিপর্যস্ত বিরাট-রোহিত-জাদেজারা। মাঠেই কেঁদে ফেলেন পেসার মহম্মদ সিরাজ।

এমনই বিধ্বস্ত ও বিপর্যস্ত ভারতীয় ড্রেসিং রুমের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে কে সেরা ফিল্ডারের শিরোপা পেয়েছে সেই ভিডিও-ও রয়েছে তাতে। বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সেই ভাইরাল ভিডিওটি।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন: ব্যথায় কষ্ট পাচ্ছেন, অথচ গুচ্ছ ওষুধে অনীহা? বিশেষজ্ঞের এই টিপস মানলেই দৌড়বেন

ভিডিওতে দেখা গিয়েছে, ম্যাচ হেরে একেবারে মুষড়ে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই সময় তাঁদের উজ্জীবিত করার চেষ্টা করছেন ভারতীয় ফিল্ডিং কোচ টি দিলীপ। খুবই উচ্ছ্বাসের সঙ্গে নানা মজার পরিস্থিতি তৈরি করে টি দিলীপ ক্রিকেটারদের মেডেল পরিয়ে দিচ্ছেন। সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি।

আরও পড়ুন: ডিম সেদ্ধ করার সময় ফেটে যায়? খোসা ছাড়াতে হিমশিম! সমাধানের সহজ টিপস

ক্রিকেটারদের অনুপ্রেরণা করার জন্য টি দিলীপ ছোট্ট ভাষণও দেন। দলকে নিজেদের নিয়ে গর্বিত ও বিশ্বাস বজায় রাখার কথা বলেছেন তিনি। ২০০৩ সালের বদলা ২০২৩ সালে নিতে পারল না ভারত। দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ হল। কিন্তু বিশ্ব জয় করা হল না ভারতের। ৬ উইকেটে ম্যাচ জেতার পাশাপাশি ষষ্ঠ বার বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করে ২৪০ রান করেছিল ভারত। খুব সহজেই সেই রান করে জিতে যায় অজিরা।

News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Bankura News: মেনে নিতে পারেননি বিশ্বকাপে ভারতের হার! আত্মঘাতী ক্রিকেটপ্রেমী রাহুল

বাঁকুড়া: বিশ্বকাপ ফাইনালে ভারত হারের পর কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল বাঁকুড়ার বেলিয়াতোড়ের এক যুবক। কত আশা, কত আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল ভারতবাসীরা।

২৩ বছরের রাহুল লোহার নামের এই আত্মঘাতী যুবকেরও সেই আশা এবং আকাঙ্খা নিয়ে অপেক্ষায় ছিল ভারতের জয়ের, কিন্তু সে আশা পূরণ হল না। হারের সেই দুঃখ সহ্য না করতে পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল ২৩ বছরের রাহুল লোহার নামের এক যুবক।

আরও পড়ুন:  ছানা দুধ কিছুই লাগে না! স্বাদে অপূর্ব বাঁকুড়ার বিখ‍্যাত মেচা সন্দেশ খেয়েছেন কি?

রবিবার ভারত এবং অস্ট্রেলিয়ার ফাইনাল বিশ্বকাপ খেলা ছিল। সেই খেলা দেখতে মেতে উঠেছিল বাঁকুড়ার বেলিয়াতোড় স্টেশন পাড়াতেও একদল যুবক। একসঙ্গে তারা ওই খেলা দেখছিল। কোনওরকম ভাগ্যক্রমে অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাজিত হয়ে যায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার রাত্রে খেলা দেখে সে নিজের বাড়িতে ফিরে আসে। সেই সময় বাড়িতে কেউ ছিল না। হঠাৎ পরিবার-সহ পাড়ার বন্ধু-বান্ধব খবর পেয়ে ছুটে আসেন তার বাড়িতে। সেখানে সবাই দেখেন গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে ওই ক্রিকেট প্রেমিক রাহুল।

আত্মঘাতী যুবক রাহুল লোহারের পরিবারের সদস্য উত্তম সুর জানান, “রবিবার ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ ছিল। রাহুল নিজের জীবনের থেকেও বেশি ভারতীয় ক্রিকেট টিমকে ভালোবাসত। এই হার সে সহ্য করতে পারেনি। রাত এগারোটা নাগাদ গলায় ফাঁস নিয়ে আত্মঘাতী হয় সে।”

তড়িঘড়ি পাড়া-প্রতিবেশীরা রাহুলকে নিয়ে যায়, বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এবং ঘটনাস্থলে আসে বেলিয়াতোড় থানার পুলিশ।পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

নীলাঞ্জন ব্যানার্জী

India World Cup Final: মাঠে আচমকা ঢুকে পড়়ল এক ব্যক্তি! জড়িয়ে ধরলেন বিরাটকে, আহমেদাবাদে বড় কাণ্ড

বিশ্বকাপ ফাইনালের দিন মাঠে ঢুকে পড়লেন দর্শক। ফের একবার ক্রিকেটরদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপে এর আগেও মাঠে একইভাবে দর্শকদের অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্বকাপ ফাইনালের দিন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঘটেছে এই ঘটনা। ভারতের ইনিংসের ১৪তম ওভারে ঢুকে পড়েন এক দর্শক। একারণে খেলা ৪৫ সেকেন্ডের জন‍্য বন্ধও রাখতে হয়।

আরও পড়ুন: শাহরুখ থেকে আশা ভোঁসলে! ভারত-অস্ট্রেলিয়া মহারণ দেখতে গ‍্যালারিতে ভিড় বলি তারকাদের

মাঠে ঢুকেই ওই দর্শক চলে যান কোহলির কাছে। বিরাটকে আচমকা জড়িয়ে ধরেন। সঙ্গে সঙ্গেই নিরাপত্তা রক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যান।

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে চেন্নাইয়ে খেলার ঠিক আগেও মাঠে ঢুকে পড়েছিলেন এক দর্শক। জানা যায়, ভারতের জার্সি পরে এক ব্রিটিশ ঢুকে পড়েন মাঠে। পরে কলকাতার ইডেন গার্ডেন্সেও ঘটেছে একইরকম ঘটনা। বারবার এইভাবে মাঠে দর্শকঢুকে পড়ায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

WC Final 2023 Ind vs Aus: ক্রিকেট বিশ্বকাপে জয়ের আশায় অভিনব কাণ্ড ঝালদায়, শুরু মহাযজ্ঞ

পুরুলিয়া:  বিশ্বকাপ জ্বরে কাবু গোটা দেশ। রীতিমতো রুদ্ধশ্বাস নিয়ে ভারতের জেতার অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী। ভারতীয় ক্রিকেট দলের জয় সুনিশ্চিত করতে পুরুলিয়ার ঝালদায় হল মহাযজ্ঞ। বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

ভারত বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি বিশ্বকাপ ফাইনাল খেলা। এই খেলায় জয়ী হতে হবে ভারতকে এই কামনা নিয়ে এইদিন সকাল থেকে ঝালদা আনন্দ বাজার মর্নিং ইলেভেন পাড়ার বজরংবলী মন্দিরে মহাযজ্ঞ শুরু হয়।‌

আরও পড়ুন: খেজুরের নামে চিনা জুজুবি ফল খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার উপায় জানুন

এ বিষয়ে মর্নিং ইলেভেনের কেপ্টেন তথা ঝালদা ১ নং ওয়ার্ড-এর কাউন্সিলার বিজয় কান্দু জানান, ‘দীর্ঘদিন পর বিশ্বকাপ খেলছে ভারত। এই খেলায় জয়ী হতে হবে ভারতকে এই কামনা নিয়ে ভগবানের কাছে পুজা দিলাম। আমরা আসা রাখছি আমাদের আসা পূরণ হবেই। ভারতীয় ক্রিকেটারদের উপর আমাদের দৃঢ় বিশ্বাস ও আস্থা রয়েছে। তাই ভারতের জয় নিশ্চিত।’ ‌

আরও পড়ুন: শামির স্বপ্নপূরণ হল না! বিশ্বকাপ ফাইনালে মা এলেন না, নিয়ে যেতে হল হাসপাতালে

২০২৩-এর বিশ্বকাপে তাক লাগিয়ে দিয়েছে ভারত। ‌নিউ জিল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে বিশ্বকাপের ফাইনালে ভারত। পরপর ১০টি ম্যাচের ট্র্যাক রেকর্ড করেছে। রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়তে প্রস্তুত ভারত। বিশ্বকাপের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ নিয়ে ক্রমাগত ভগবানের নাম জব করছে ক্রিকেটপ্রেমীরা।

ভারত লড়াই করে জয়ের ট্রফি ছিনিয়ে আনবে এই আশাতেই বুক বেঁধেছে গোটা ভারতবাসীরা। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর আবারও জয়ের ট্রফি দেশে আনার লক্ষ্যে মাঠে নেমেছে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা।

গোটা দেশবাসীর পাশাপাশি জেলা পুরুলিয়া ঝালদাতেও ভারতের জয়ের আশায় মহাযজ্ঞ চলছে। এ বছর বিশ্বকাপে একাধিক স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছে। ভগবান শচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। মহম্মদ শামি বোলিং। রোহিত শর্মার অধিনায়কত্বে পরপর টানা দশটি ম্যাচে টানা জয়। সব মিলিয়ে দেশবাসী আশা আরও দৃঢ় হচ্ছে। ‌

শর্মিষ্ঠা ব্যানার্জি

India World Cup Final: শাহরুখ থেকে আশা ভোঁসলে! ভারত-অস্ট্রেলিয়া মহারণ দেখতে গ‍্যালারিতে ভিড় বলি তারকাদের

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। দুই দেশের মহারণ দেখতে আহমেদাবাদে হাজির একাধিক বলি-তারকা। শাহরুখ থেকে শুরু করে রণবীর-দীপিকা, ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখতে ভিড় জমিয়েছেন বলিসেলেবরা।
বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। দুই দেশের মহারণ দেখতে আহমেদাবাদে হাজির একাধিক বলি-তারকা। শাহরুখ থেকে শুরু করে রণবীর-দীপিকা, ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল দেখতে ভিড় জমিয়েছেন বলিসেলেবরা।
শাহরুখ খানভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম‍্যাচ দেখতে আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন কিং খান। গ‍্যালারিতে বসে ক্রিকেট উপভোগ করছেন শাহরুখ।
শাহরুখ খান
ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম‍্যাচ দেখতে আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন কিং খান। গ‍্যালারিতে বসে ক্রিকেট উপভোগ করছেন শাহরুখ। শাহরুখের পাশেই আছেন স্ত্রী গৌরীও।
আশা ভোঁসলেফাইনাল ম‍্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছেন প্রবীন সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে।
আশা ভোঁসলে
ফাইনাল ম‍্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছেন প্রবীন সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে।
দীপিকা পাডুকোন
বিশ্বকাপ ফাইনালে ভারত। ম‍্যাচ দেখতে তাই আহমেদাবাদে উপস্থিত অভিনেত্রী দীপিকা পাডুকোন।

দীপিকা পাডুকোন
বিশ্বকাপ ফাইনালে ভারত। ম‍্যাচ দেখতে তাই আহমেদাবাদে উপস্থিত অভিনেত্রী দীপিকা পাডুকোন।
রণবীর সিংফাইনাল ম‍্যাচ দেখতে মাঠে এসেছেন স্বামী স্ত্রী দুজনেই। দীপিকার পাশেই বসে খেলা দেখছেন রণবীর সিং।
রণবীর সিং
ফাইনাল ম‍্যাচ দেখতে মাঠে এসেছেন স্বামী স্ত্রী দুজনেই। দীপিকার পাশেই বসে খেলা দেখছেন রণবীর সিং।
অনুষ্কা শর্মামাঠে বিরাট, গ‍্যালারিতে অনুষ্কা। সাদা পোশাকে আহমেদাবাদের গ‍্যালারিতে উপস্থিত অনুষ্কা শর্মা।
অনুষ্কা শর্মা
মাঠে বিরাট, গ‍্যালারিতে অনুষ্কা। সাদা পোশাকে আহমেদাবাদের গ‍্যালারিতে উপস্থিত অনুষ্কা শর্মা।

ICC CWC 2023: বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলা! বহরমপুরে লাগানো হল ৩০০ ফুটের জাতীয় পতাকা 

মুর্শিদাবাদ: আজ বিশ্বকাপ ফাইনাল। ভারতের মাটিতে পদক জয়ের হাতছানি হারাতে চাইনা ভারত। ২০০৩ সালে তৎকালীন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অষ্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। ২০ বছর পর এবছর আবার সেই অষ্ট্রেলিয়া। রবিবার বিশ্বকাপের মেগা ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রলিয়া। ঘরের মাঠে তৃতীয়বার একদিনের ক্রিকেটে ভারতকে বিশ্বসেরা দেখার অপেক্ষায় প্রহর গুনছে ১৪০ কোটির দেশ। আর তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্রিকেট প্রেমীদের উচ্ছাস তুঙ্গে। রোহিত শর্মার হাতে যেমন সোনালী ট্রফি দেখতে চাইছে গোটা দেশ।

আরও পড়ুনঃ ফের অগ্নিকাণ্ড জয়নগরে! ভোরবেলা হঠাৎ করে জ্বলে উঠল পরপর দোকান, আতঙ্কিত এলাকাবাসী

রবিবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বহরমপুরে সাধক নরেন খ্যাপা স্মৃতি মন্দির মধু বর্ষণ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের পাশে এলাকার বাসিন্দাদের উদ্যোগে ৩০০ ফুটের জাতীয় পতাকা লাগানো হল। এছাড়াও ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড় তাঁর ছবি-সহ বিরাট কোহলি এবং প্রাক্তন দুই ভারত অধিনায়ক যাদের নেতৃত্বে আগে বিশ্বকাপ জিতেছিল ভারত, তাঁদের ছবি লাগান হয়েছে। এর পাশাপাশি সমগ্র ক্রিকেট দলের সদস্যদের ছবি লাগানো হয়েছে, পড়ানো হয়েছে মালাও।

রবিবার সকাল থেকেই সেজে উঠছে সদর বহরমপুর শহর। এছাড়াও বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে LED স্ক্রিন ও বড় টিভি। এমনকী বড় বড় সিনেমা হলেও দেখানো হবে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা। ফলে ক্রিকেট জ্বরে এখন কাঁপছে নবাবের জেলা মুর্শিদাবাদ।

তবে ক্রিকেট প্রেমীদের আশা সোনালী পদক আসবে ভারতের হাতেই। টানা দশ ম্যাচ জয়ের আনন্দ ধরে রাখা তখনই সম্ভব, হাতে ট্রফি উঠলে। না হলে সবটাই বৃথা মনে হবে। গত দুটি বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছে ভারত। ২০২৩ বিশ্বকাপে বৃত্ত সম্পূর্ণ করার আশায় ভারত। রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। ফাইনালেও সামনে সেই অস্ট্রেলিয়া।

কৌশিক অধিকারী

World Cup 2023 Prize Money: ভারত বিশ্বকাপ জিতলেই ‘১০০ কোটি টাকা’…! বড় ঘোষণা করলেন ‘এই’ সংস্থার সিইও

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ফাইনাল (ভারত বনাম অস্ট্রেলিয়া): আইসিসি ২০২৩ ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য পুরস্কারের অর্থ ঘোষণা করেছে। ফাইনালে জয়ী ও পরাজিত উভয় দলই পাবে বিপুল পরিমাণ অর্থ। তবে এখনই শেষ নয়। ভারত বিশ্বকাপ বিজয়ী হলে একটি কোম্পানি তাদের গ্রাহকদের ১০০ কোটি টাকা বিতরণ করার কথাও ঘোষণা করেছে আজ।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ফাইনাল (ভারত বনাম অস্ট্রেলিয়া): আইসিসি ২০২৩ ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য পুরস্কারের অর্থ ঘোষণা করেছে। ফাইনালে জয়ী ও পরাজিত উভয় দলই পাবে বিপুল পরিমাণ অর্থ। তবে এখনই শেষ নয়। ভারত বিশ্বকাপ বিজয়ী হলে একটি কোম্পানি তাদের গ্রাহকদের ১০০ কোটি টাকা বিতরণ করার কথাও ঘোষণা করেছে আজ।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ আজ চূড়ান্ত পর্যায়ে। আহমেদাবাদে চলছে ভারত অস্ট্রেলিয়া মহারণ। বিশ্বকাপ ফাইনালের জন্য ইতিমধ্যেই নির্ধারিত পুরস্কার অর্থ ঘোষণা করেছে আইসিসি। ৮৪ কোটি টাকা পুরস্কার রাখা হয়েছে। আজ ম্যাচে কে জিতবে? কেউ জানে না। তবে সবাই জানেন বিজয়ী দল ও খেলোয়াড়রা কী পাবেন।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ আজ চূড়ান্ত পর্যায়ে। আহমেদাবাদে চলছে ভারত অস্ট্রেলিয়া মহারণ। বিশ্বকাপ ফাইনালের জন্য ইতিমধ্যেই নির্ধারিত পুরস্কার অর্থ ঘোষণা করেছে আইসিসি। ৮৪ কোটি টাকা পুরস্কার রাখা হয়েছে। আজ ম্যাচে কে জিতবে? কেউ জানে না। তবে সবাই জানেন বিজয়ী দল ও খেলোয়াড়রা কী পাবেন।
তবে এ ছাড়াও একটি সংস্থার ভারতীয় সিইও, ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসার উদাহরণ স্থাপন করেছেন তাঁর অভিনব পুরস্কার ঘোষণার মাধ্যমে। টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতলে তার গ্রাহকদের ১০০ কোটি টাকা বিতরণ করার ঘোষণা করেছেন এই সিইও।
তবে এ ছাড়াও একটি সংস্থার ভারতীয় সিইও, ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসার উদাহরণ স্থাপন করেছেন তাঁর অভিনব পুরস্কার ঘোষণার মাধ্যমে। টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতলে তার গ্রাহকদের ১০০ কোটি টাকা বিতরণ করার ঘোষণা করেছেন এই সিইও।
পুনীত গুপ্তা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, তিনি ২০১১ সালে টিম ইন্ডিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি আজও স্পষ্ট। পাশাপাশি এই পোস্টে, সংস্থা AstroTalk ব্যবহারকারীদের একটি বড় প্রতিশ্রুতি দিয়েছেন। পুনীত গুপ্তা বলেছেন ভারতীয় ক্রিকেট দল যদি এইবার বিশ্বকাপ জিততে সফল হয়, তবে তার সংস্থা Astrotalk তার ব্যবহারকারীদের মধ্যে ১০০ কোটি টাকা বিতরণ করে দেবেন।
পুনীত গুপ্তা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, তিনি ২০১১ সালে টিম ইন্ডিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি আজও স্পষ্ট। পাশাপাশি এই পোস্টে, সংস্থা AstroTalk ব্যবহারকারীদের একটি বড় প্রতিশ্রুতি দিয়েছেন। পুনীত গুপ্তা বলেছেন ভারতীয় ক্রিকেট দল যদি এইবার বিশ্বকাপ জিততে সফল হয়, তবে তার সংস্থা Astrotalk তার ব্যবহারকারীদের মধ্যে ১০০ কোটি টাকা বিতরণ করে দেবেন।
পুনীত তাঁর পোস্টে ভারতের 2011 সালের বিশ্বজয়ের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, 'শেষবার ভারত 2011 সালে বিশ্বকাপ জিতেছিল, সেই সময় তিনি কলেজে পড়তেন। সেই দিনটি ছিল তাঁর জীবনের অন্যতম আনন্দের দিন। কলেজের কাছে একটি অডিটোরিয়ামে পুনীত তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে ম্যাচটি দেখেছিলেন। তিনি বলেন, সেদিন তারা সবাই দিনভর প্রচণ্ড মানসিক চাপে ছিলেন।
পুনীত তাঁর পোস্টে ভারতের 2011 সালের বিশ্বজয়ের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘শেষবার ভারত 2011 সালে বিশ্বকাপ জিতেছিল, সেই সময় তিনি কলেজে পড়তেন। সেই দিনটি ছিল তাঁর জীবনের অন্যতম আনন্দের দিন। কলেজের কাছে একটি অডিটোরিয়ামে পুনীত তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে ম্যাচটি দেখেছিলেন। তিনি বলেন, সেদিন তারা সবাই দিনভর প্রচণ্ড মানসিক চাপে ছিলেন।
পুনীত তাঁর পোস্টে আরও লিখেছেন, 'সেদিন ভারত ম্যাচ জিততে দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছিল।আমি আমার সব বন্ধুদের জড়িয়ে ধরলাম। মজা করেই আমরা বাইকে চড়ে চণ্ডীগড় রওনা দিয়েছিলাম। শুধু তাই নয়, আমরা প্রতিটি মোড়ে অপরিচিতদের সঙ্গে ভাংড়া নেচেছিলাম।
পুনীত তাঁর পোস্টে আরও লিখেছেন, ‘সেদিন ভারত ম্যাচ জিততে দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছিল।আমি আমার সব বন্ধুদের জড়িয়ে ধরলাম। মজা করেই আমরা বাইকে চড়ে চণ্ডীগড় রওনা দিয়েছিলাম। শুধু তাই নয়, আমরা প্রতিটি মোড়ে অপরিচিতদের সঙ্গে ভাংড়া নেচেছিলাম।
১০০ কোটি টাকা বিতরণের চিন্তা কীভাবে এলো?পুনীত জানান, "গত রাতে সারারাত তিনি ভাবতে থাকেন, ভারত জিতলে জয়ের পর কী করবেন?
পুনীত লেখেন, "গতবার আমার কিছু বন্ধু ছিল যাদের সঙ্গে আমি আমার আনন্দ ভাগাভাগি করতে পারতাম। কিন্তু এবার অনেক AstroTalk ব্যবহারকারী আছেন যারা আমাদের কাছে বন্ধুরই মতো। এমতাবস্থায় তাদের সঙ্গেই আমি আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। তাই আমি ব্যবহারকারীদের মধ্যে ১০০ কোটি টাকা বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য আমার ফাইন্যান্স টিমের সঙ্গে কথা বলেছি। টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতলে গ্রাহকদের মানিব্যাগে ১০০ কোটি টাকা দিতে বলা হয়েছে। অতএব, আসুন আমরা টিম ইন্ডিয়ার জয়ের জন্য প্রার্থনা করি এবং তাদের উত্সাহিত করি।"
১০০ কোটি টাকা বিতরণের চিন্তা কীভাবে এলো?
পুনীত জানান, “গত রাতে সারারাত তিনি ভাবতে থাকেন, ভারত জিতলে জয়ের পর কী করবেন?
পুনীত লেখেন, “গতবার আমার কিছু বন্ধু ছিল যাদের সঙ্গে আমি আমার আনন্দ ভাগাভাগি করতে পারতাম। কিন্তু এবার অনেক AstroTalk ব্যবহারকারী আছেন যারা আমাদের কাছে বন্ধুরই মতো। এমতাবস্থায় তাদের সঙ্গেই আমি আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। তাই আমি ব্যবহারকারীদের মধ্যে ১০০ কোটি টাকা বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য আমার ফাইন্যান্স টিমের সঙ্গে কথা বলেছি। টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতলে গ্রাহকদের মানিব্যাগে ১০০ কোটি টাকা দিতে বলা হয়েছে। অতএব, আসুন আমরা টিম ইন্ডিয়ার জয়ের জন্য প্রার্থনা করি এবং তাদের উত্সাহিত করি।”
কত টাকা পাবেন বিশ্বকাপ ক্রিকেট জয়ী দল ও খেলোয়াড়রা:বিশ্বকাপের বিজয়ী দল পাবে ৪ মিলিয়ন ডলার। আমরা যদি ভারতীয় টাকার পরিপ্রেক্ষিতে দেখি, এটি প্রায় ৩৩ কোটি টাকা হবে। ফাইনালে পরাজিত দল পাবে ২ মিলিয়ন ডলার। সেমিফাইনালে পরাজিত দুই দলই পাবে ৮ লাখ ডলার করে। গ্রুপ পর্বের পর বাদ পড়া দল পাবে এক লাখ ডলার। গ্রুপ পর্বে যে দলগুলো ম্যাচ জিতবে তারা পাবে ৪০ হাজার ডলার।
কত টাকা পাবেন বিশ্বকাপ ক্রিকেট জয়ী দল ও খেলোয়াড়রা:
বিশ্বকাপের বিজয়ী দল পাবে ৪ মিলিয়ন ডলার। আমরা যদি ভারতীয় টাকার পরিপ্রেক্ষিতে দেখি, এটি প্রায় ৩৩ কোটি টাকা হবে। ফাইনালে পরাজিত দল পাবে ২ মিলিয়ন ডলার। সেমিফাইনালে পরাজিত দুই দলই পাবে ৮ লাখ ডলার করে। গ্রুপ পর্বের পর বাদ পড়া দল পাবে এক লাখ ডলার। গ্রুপ পর্বে যে দলগুলো ম্যাচ জিতবে তারা পাবে ৪০ হাজার ডলার।