Tag Archives: Croatia

Euro 2024: জাক্কানির শেষ মুহূর্তের গোলে থামল লুকা মদ্রিচের সফর! চোখের জলে মাঠ ছাড়লেন কিংবদন্তী

শেষ মুহূর্তের গোলে মান বাঁচাল ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল শেষ ষোলোয় পৌছানো ক্রোয়েশিয়ার শুধু সময়ের অপেক্ষা। কিন্তু অনিশ্চয়তার খেলায় ইনজুরি টাইমে ম্যাচ শেষের বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে ফুটবল দেবতা সহায় হল আজুরিদের উত্তরসূরীদের উপর। ১-১ গোলে ম্যাচ ড্র করে গ্রুপ বি থেকে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে গেল ইতালি।

এদিন ভাগ্য খুব একটা সহায় ছিল না লুকা মদ্রিচের উপর। হয়তো শেষবারের মত কোনও আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় ক্রোট জার্সিতে দেখা গেল মহাতারকাকে। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করেম লুকা। যদিও সেই দেনা এক মিনিটের মধ্যেই গোল করে চুকিয়ে দিয়েছিলেন ক্রোট তারকা। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে অদৃষ্ট যে তাঁর জন্য চোখের জলই বরাদ্দ করেছেন তা টেরও পাননি মদ্রিচ। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে মাথা নীচু করেই মাঠ ছাড়তে হল ক্রোয়েশিয়াকে।

এদিন ম্যাচ ড্র করে পরের রাউন্ডে গেলেও চারবারের বিশ্বজয়ীদের ফুটবল একেবারেই ছিল সাদামাটা। প্রথম থেকেই মন্থর ফুটবল খেলছিল ইতালি। বোঝাই যাচ্ছিল এক পয়েন্টই লক্ষ্য ব্লু ব্রিগেডের। গোল খাওয়ার পর একটু তেড়েফুড়ে উঠলেও ইতালির ফুটবল আভিজাত্যের ধারেকাছে নয় এই দল। গোটা ম্যাচে ইতালির প্রাপ্তি বলতে শেষ মুহূর্তে জাক্কানির গোলে শেষ ষোলোর টিকিট পাকা করা।

আরও পড়ুনঃ India vs England: সেমিফাইনাল না খেলে সরাসরি ফাইনাল খেলবে ভারত! জেনে নিন কীভাবে

গ্রুপ বি থেকে ৩ ম্যাচে ৩ জয় ৯ পয়েন্ট নিয়ে ইউরোর প্রি কোয়ার্টার ফাইনালে পৌছে গিয়েছে স্পেন। ৩ ম্যাচে ১ জয়, ১ হার, ১ ড্র, ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর ইতালি। ৩ ম্যাচে ২ ড্র, ১ হার, ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ক্রোটরা। বিদায় কার্যত নিশ্চিত মদ্রিচদের। তবে যেহেতু ৬টি গ্রুপ থেকে সেরা ৪ তৃতীয় স্থানে থাকা দলও পরের রাউন্ডে যাবে তাই অলৌকিকের অপেক্ষায় ক্রোয়েশিয়া।

আর্জেন্টিনা – ক্রোয়েশিয়া টাইব্রেকারে গেলে অ্যাডভান্টেজ কোন দল? কী বলছে পরিসংখ্যান দেখুন

#দোহা: বিশ্বকাপের নকআউট ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষেও জয়-পরাজয় নির্ধারিত না হলে টাইব্রেকারের প্রস্তাব প্রথম তোলা হয় ১৯৭০ সালে। তবে এটা পাস হতে হতে লেগে যায় আট বছর। ১৯৭৮ বিশ্বকাপে প্রথম নকআউটে পেনাল্টি শুটআউটের ব্যবস্থা রাখা হয়। তবে সেবার বিশ্বকাপে টাইব্রেকারের দরকার পড়েনি।

প্রথম টাইব্রেকারের দরকার পড়ে ১৯৮২ বিশ্বকাপে জার্মানি-ফ্রান্স সেমিফাইনালে। সেই থেকে শুরু করে এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের ৩৪টি ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ বার টাইব্রেকারে যেতে হয়েছে আর্জেন্টিনাকে। সেই আর্জেন্টিনা আজ সেমিফাইনালে খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

আরও পড়ুন – মেসিদের কাপ জয়ের জন্য প্রার্থনা ব্রাজিলেও! আর্জেন্টিনার পাশে গোটা লাতিন আমেরিকা

এই বিশ্বকাপে চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটির ফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। সেই দুই টাইব্রেকারের জয়ী দল দুটিই আজ মুখোমুখি হচ্ছে। আজও তাই ম্যাচ টাইব্রেকারে যেতেই পারে। বিশ্বকাপ ইতিহাসে এই দুই দলের টাইব্রেকারে পারফরম্যান্স কেমন, সেই পরিসংখ্যানও তাই ঘাঁটাঘাঁটি চলছে। চলুন দেখা যাক বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার পারফরম্যান্স কেমন।

এদিনের আগে পর্যন্ত ক্রোয়েশিয়া বিশ্বকাপের মঞ্চে একটি শেষ ১৬ এবং দুটি কোয়াটার ফাইনাল ম্যাচে ডেনমার্ক, রাশিয়া এবং ব্রাজিলকে হারিয়েছিল টাইব্রেকারে। তাদের গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ এবার জাপান এবং ব্রাজিলের বিরুদ্ধে নিজের ইস্পাত কঠিন স্নায়ুর পরিচয় দিয়েছিলেন।

সাড়ে ছ ফুট লম্বা গোলরক্ষকের উপস্থিতি ক্রোয়েশিয়ার অন্যতম সম্পদ। অন্যদিকে আজকের আগে পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনা একটি শেষ ১৬, দুটি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনালে জয়লাভ করেছিল। ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছিল জার্মানির কাছে।

`ব্রাজিলের থেকে আর্জেন্টিনার মারকুটে ফুটবলার বেশি’ ! মেসিদের বিরুদ্ধে ফর্মুলা বদলাচ্ছে ক্রোয়েশিয়া

#দোহা: ৪৮ ঘণ্টা আগে নেইমার, তিতে, এন্টনি, রাফিনহারা চোখের জল ফেলেছেন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলার পর ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, কে ভাবতে পেরেছিল? ভক্ত থেকে ফুটবল পন্ডিত, সবাই ফেভারিট ধরেছিলেন ব্রাজিলকে। সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু সব হিসেব গোলমাল করে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ক্রোয়েশিয়া।

দালিচের ছেলেরা বুঝিয়ে দিয়েছে ক্রোয়েশিয়াকে নিয়ে আগাম ভবিষ্যৎ বাণী চলে না। নিজেদের শক্তি এবং পরিকল্পনা অনুযায়ী তারা যে কোনও দলকে কাঁদিয়ে ছাড়তে পারে। কিন্তু সেমিফাইনালে এবার সামনে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার ম্যানেজার দালিচ বলে দিয়েছেন, ব্রাজিলের বিরুদ্ধে যে ফর্মুলায় জয় এসেছিল, সেটা কাজে লাগবে না আর্জেন্টিনার বিপক্ষে।

আরও পড়ুন – `রোনাল্ডো ফুটবলের আইকন, আমার হিরো’! বিদায় লগ্নে আবেগপ্রবণ হয়ে পড়লেন বিরাট

দুটো দলের খেলার মধ্যে পার্থক্য অনেক। সম্পূর্ণ ব্যাখ্যা না করলেও দালিচ মনে করেন শারীরিক ফুটবল খেলার ব্যাপারে ব্রাজিলের থেকে এগিয়ে আর্জেন্টিনা। দলটার মারকুটে ফুটবলার বেশি। স্কিল এবং শক্তির ককটেল আছে মেসিদের দলে। তাই শুধু বড় শরীর দিয়ে আর্জেন্টিনাকে আটকানো যাবে না। জোনাল মার্কিং দিয়ে খেলতে হবে তাদের।

অতীতের তুলনায় এই আর্জেন্টিনা দলে মেসিকে রিটার্ন বল দেওয়ার খেলোয়াড় বেশি। ডে পল এবং লিওনার্দো পারেদেস মাঠের মাঝখানে গা জোয়ারি ফুটবল খেলে। ডিফেন্সে নিকোলাস ওটামেনডি চোরাগুপ্তা ফাউল করার ওস্তাদ। ব্রাজিল আক্রমনাত্মক ফুটবল খেলায় বিশ্বাসী। পালটা মার তাদের ধাতে নেই।

দলিচ মনে করেন ক্রোয়েশিয়ার ফুটবলাররা নিজেদের মধ্যে মাঠে যত বেশি দূরত্ব কম রাখতে পারবে তত চাপে ফেলতে পারবে আর্জেন্টিনাকে। মেসি এখনও তাদের প্রধান ফুটবলার তাদের প্রধান ফুটবলার। কিন্তু পাশাপাশি আলভারেজ, লোতারও মার্টিনেজ প্রচন্ড বুদ্ধিদীপ্ত ফুটবল খেলছে।

লুকা মদ্রিচ, পেরিসিচ, কোভাসিচ ক্রোয়েশিয়ার বাকি ছেলেদের নিয়ে তিনি আর্জেন্টিনার ভিডিও এনালাইসিস করবেন জানিয়েছেন ডালিচ। তারপর মাঠে সেটা ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ থাকবে গতবারের রানার্স আপ দলের। চার বছর আগে কাতার বিশ্বকাপে এই আর্জেন্টিনার বিরুদ্ধে তিন গোলে জয় পেয়েছিল ক্রোয়েশিয়া। সেই আর্জেন্টিনার থেকে এই দলটা অনেক বেশি তৈরি জানিয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ার হেড স্যার।