Tag Archives: Italy

Euro 2024: জাক্কানির শেষ মুহূর্তের গোলে থামল লুকা মদ্রিচের সফর! চোখের জলে মাঠ ছাড়লেন কিংবদন্তী

শেষ মুহূর্তের গোলে মান বাঁচাল ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল শেষ ষোলোয় পৌছানো ক্রোয়েশিয়ার শুধু সময়ের অপেক্ষা। কিন্তু অনিশ্চয়তার খেলায় ইনজুরি টাইমে ম্যাচ শেষের বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে ফুটবল দেবতা সহায় হল আজুরিদের উত্তরসূরীদের উপর। ১-১ গোলে ম্যাচ ড্র করে গ্রুপ বি থেকে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে গেল ইতালি।

এদিন ভাগ্য খুব একটা সহায় ছিল না লুকা মদ্রিচের উপর। হয়তো শেষবারের মত কোনও আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় ক্রোট জার্সিতে দেখা গেল মহাতারকাকে। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করেম লুকা। যদিও সেই দেনা এক মিনিটের মধ্যেই গোল করে চুকিয়ে দিয়েছিলেন ক্রোট তারকা। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে অদৃষ্ট যে তাঁর জন্য চোখের জলই বরাদ্দ করেছেন তা টেরও পাননি মদ্রিচ। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে মাথা নীচু করেই মাঠ ছাড়তে হল ক্রোয়েশিয়াকে।

এদিন ম্যাচ ড্র করে পরের রাউন্ডে গেলেও চারবারের বিশ্বজয়ীদের ফুটবল একেবারেই ছিল সাদামাটা। প্রথম থেকেই মন্থর ফুটবল খেলছিল ইতালি। বোঝাই যাচ্ছিল এক পয়েন্টই লক্ষ্য ব্লু ব্রিগেডের। গোল খাওয়ার পর একটু তেড়েফুড়ে উঠলেও ইতালির ফুটবল আভিজাত্যের ধারেকাছে নয় এই দল। গোটা ম্যাচে ইতালির প্রাপ্তি বলতে শেষ মুহূর্তে জাক্কানির গোলে শেষ ষোলোর টিকিট পাকা করা।

আরও পড়ুনঃ India vs England: সেমিফাইনাল না খেলে সরাসরি ফাইনাল খেলবে ভারত! জেনে নিন কীভাবে

গ্রুপ বি থেকে ৩ ম্যাচে ৩ জয় ৯ পয়েন্ট নিয়ে ইউরোর প্রি কোয়ার্টার ফাইনালে পৌছে গিয়েছে স্পেন। ৩ ম্যাচে ১ জয়, ১ হার, ১ ড্র, ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর ইতালি। ৩ ম্যাচে ২ ড্র, ১ হার, ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ক্রোটরা। বিদায় কার্যত নিশ্চিত মদ্রিচদের। তবে যেহেতু ৬টি গ্রুপ থেকে সেরা ৪ তৃতীয় স্থানে থাকা দলও পরের রাউন্ডে যাবে তাই অলৌকিকের অপেক্ষায় ক্রোয়েশিয়া।

সিটি অফ জয়ের বুকে ‘ত্রাতোরিয়ার’ পদবাহার, ২২-২৯ জুন পর্যন্ত এই পাঁচতারায় নিন ইতালির রান্নার স্বাদ

কলকাতা: মুম্বইয়ের IHCL SeleQtions-এর Trattoria এবার কলকাতায়। হ্যাঁ, কলকাতার বুকে ইতালিয় রান্নার মেলা বসছে! নিউটাউনের তাজ সিটি সেন্টারে (Taj City Centre Newtown) থাকছে এলাহি আয়োজনের ব্যবস্থা। ২২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত হোটেলের ডিনারে পরিবেশন করা হবে রকমারি ইতালিয় পদ।

বাঙালি মাত্রই ভোজনরসিক। পঞ্চব্যঞ্জনে থালা না সাজলে তার আহার ঠিক জমে না। পুজোর পাঁচদিন তো বটেই, পার্বণ মানেই বাঙালির ভূরিভোজ। ইদে তার ঠিকানা জাকারিয়া স্ট্রিট, ২৫ ডিসেম্বরের আগে নাহুমস। এ হেন বাঙালি যে ইতালিয় পদ চেটেপুটে খাবে, তাতে আর সন্দেহ কী!

আরও পড়ুন– এক মাসে ৪.৫ কোটি টাকা রোজগার যুবকের! খবর পেয়েই ছুটল পুলিশ, আয়ের উপায় জানলে অবাক হয়ে যাবেন

ত্রাতোরিয়া বা ‘ত্রাতস’ (Trattoria from President, Mumbai-IHCL SeleQtions) খাঁটি ইতালিয় খাবারের জন্য পরিচিত। খাদ্যপ্রেমীদের সঙ্গে তার আত্মার সম্পর্ক। ১৯৮১ সাল থেকেই মুম্বইবাসীর হৃদয়ে বসত করছে ত্রাতোরিয়া, এবার বাঙালির মন জয়ের পালা। কলকাতার ভোজনরসিক বাঙালির জন্য খাঁটি ও সুস্বাদু ইতালিয় পদ নিয়ে মুম্বই IHCL SeleQtions-এর অতি দক্ষ শেফ সন্তোষ বোড়কে হাজির হয়েছেন নিউটাউনের তাজ সিটি সেন্টারে।

সুস্বাদু খাবারের রসাস্বাদনের জন্য সেরকম পরিবেশও প্রয়োজন। সেই কাজটাই করবে তাজ সিটি সেন্টারের বিলাসবহুল এবং আরামদায়ক অন্দরসজ্জা। তার সঙ্গে নিখুঁত আতিথেয়তা তো আছেই। মনে হবে রোমে বসে ইতালিয় পদের আস্বাদ নেওয়া হচ্ছে যেন। ইতালিয় পরিবারের স্টাইলে পরিবেশন করা হবে খাবার। আর মেনু তৈরি হয়েছে ইতালিয় বিস্ত্রোর অনুপ্রেরণায়।

Chef Santosh Bodke
Chef Santosh Bodke

আরও পড়ুন– নিজের সৌন্দর্য এবং সুস্থতার রহস্য ফাঁস করলেন কিয়ারা আডবাণী; এই প্রসঙ্গে কী মত পুষ্টি বিশেষজ্ঞদের?

মেনুতে থাকছে (Lamb Bolognese, Mozzarella Cheese and Onion Bologna, Ham, Salami, Sausages, Chicken and Prawn Trattoria, Tomato and Basil Margherita, Four Cheese- Gorgonzola, Mozzarella, Goat Cheese and Parmesan Quattro Fromagi, Garlic, Herbs, Parmesan Cheese and Olive Oil Focaccia etc) বিভিন্ন ধরনের সিফুড ‘মিস্ত্রো মারে’, ‘অ্যাগিলো অলিও পিপারনসিনো’, অনিয়ন এবং চিলি ফ্লেক্সের ‘ফিয়াম্মা’ ইত্যাদি। পিৎজাপ্রেমীরা ল্যাম্ব বোলোগনিজ, মোজারেলা পনির, অনিয়ন বোলোগনা, হ্যাম, সালামি, সসেজ, চিকেন ও প্রন ত্রাতোরিয়া, টমেটো ও বেসিল মার্গারিটা, ফোর চিজ-গর্গনজোলা, মোজারেলা, গোট পনির ও পারমেসান গারলিক ফ্রোমাগি-সহ রকমারি স্বাদে রসনা তৃপ্ত করতে পারেন।

হার্বস, পারমেসান চিজ এবং অলিভ অয়েল ফোকাসিয়া-সহ থাকছে আরও অনেক কিছুই। পাস্তাপ্রেমীরা ভদকা প্রন, পোলো ই ফুংহি, লাসানে ল্যাম্ব, পালং শাক ও রিকোটা স্টাফড নলাকার পাস্তা, মাশরুম ও সানড্রাইড টমেটোর সঙ্গে রাভিওলির মতো বিকল্প বেছে নেওয়ার সুযোগ পাবেন।

তাজ সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার ইন্দ্রনীল রায় বলেন, “কলকাতায় ত্রাতোরিয়ার খাঁটি ইতালিয় খাবারের স্বাদ নিয়ে আসতে পেরে আমরা রোমাঞ্চিত”। সঙ্গে তিনি যোগ করেন, “এই প্রচার তাজা স্বাদ, সুস্বাদু সুগন্ধ এবং চিরাচরিত রান্নার উদযাপন। আমাদের বিখ্যাত শেফরা প্রতিটি খাবারে অতি সাবধানে ত্রাতোরিয়ার জন্য পরিচিত খাঁটি ইতালিয় স্বাদ ধরে রেখেছেন”।

Italy vs Spain: ইতালিতে হারিয়ে ইউরোর শেষ ষোলোর স্পেন, হতাশ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ফুটবল

বৃহস্পতিবার মধ্যরাতে এবারের ইউরোর এখনও পর্যন্ত সবথেকে উত্তেজক ম্যাচ দেখার আশায় ছিল গোটা ফুটবল বিশ্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি ও ৩ বারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনের দ্বৈরথ অন্য মাত্রা পাবে ভেবেছিল সকলেই। কিন্তু আদতে স্পেনের বিরুদ্ধে সেভাবে লড়াই দিতে পারল না ইতালি। ১-০ গোলে ম্যাচ জিতে ইউরোর শেষ ষোলোয় পৌছে গেল স্প্যানিশ আর্মাডারা।

গোটা ম্যাচে একটি গোল হল, তাও আবার আত্মঘাতী। সেই গোলে স্পেন জিতলেও গোটা ম্যাচ জুড়ে ছিল তাদের দাপট। ম্যাচের স্কোরলাইন দেখে মনে হতেই পারে সাদামাটা একটা ম্যাচ। কিন্তু আদতে তা একদমই নয়। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ইতালিকে রীতিমত নাস্তানাবুদ করে ছাড়ে স্পেনের অ্যাটাক। শুধু ফুটবল দেবতা সহায় ছিল না বলে তা গোলে রূপান্তরিত হয়নি।

একইসঙ্গে ইতালির এমন ফুটবল দেখে হতাশ গোটা বিশ্ব। কে বলবে এই দেশটা ৪ বার বিশ্বজয় করেছে। উল্টে গত দুই বিশ্বকাপে কেন ইতালি যোগ্যতা অর্জন করতে পারেনি এই ম্যাচ তার উদাহরণ হতে পারে। ইতালির যদি একজনের কথা বলতে হয় যে গোটা ম্যাচ জুড়ে লড়াই চালিয়ে গিয়েছে সে হল গোলকিপার ডোন্নারুম্মা। গোলপোস্টের নীচে তিনি অভেদ্য না হয়ে উঠলে লজ্জার হারের সম্মুখীন হতে হত ইতালিকে।

এই জয়ের ফলে গ্রুপ বি থেকে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাউন্ড অফ সিক্সটেনে পৌছে গেল স্পেন। ২ ম্য়াচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল ইতালি। ইতালির হারের ফলে এই গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা আলবেনিয়া ও ৪ নম্বরে থাকা ক্রোয়েশিয়ারও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকল।

Pregnant Dad: ৫ মাসের অন্তঃসত্ত্বা এই বাবা! চিকি‍ৎসাশাস্ত্রের এই বিস্ময়কর ঘটনায় হতবাক সকলে

লিঙ্গ পরিবর্তন করাতে গিয়ে বিরল অভিজ্ঞতার শিকার ইতালীয় যুবক মার্কো। এই রূপান্তরকামী নারী থেকে পুরুষ হওয়ার পদ্ধতিতে ছিলেন। সেই প্রক্রিয়া চলাকালীনই জানতে পারলেন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বিরল এই ঘটনা ইতালিতে প্রথম বার ঘটল বলে জানা গিয়েছে। তাঁর নামকরণ হয়েছে ‘সিহর্স ড্যাড’।

রূপান্তরকামী ওই নারীর স্তন বাদ দেওয়া হয়েছিল ম্যাস্টেক্টমি অস্ত্রোপচারে। তিনি তৈরি হচ্ছিলেন হিস্টেক্টমি বা জরায়ু বাদ দেওয়ার অস্ত্রোপচারের জন্য। সে সময়ই রোমের এক হাসপাতালে ধরা পড়ে তিনি অন্তঃসত্ত্বা। সঙ্গে সঙ্গে ডাক্তাররা তাঁকে জানান পরিস্থিতির কথা। ডাক্তারদের মতে, ‘‘এখনই হরমোন থেরাপি বন্ধ করতে হবে। না হলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। কারণ অন্তঃসত্ত্বা পর্বের প্রথম তিন মাস সময়পর্ব গুরুত্বপূর্ণ গর্ভস্থ শিশুর অঙ্গগঠনের জন্য।’’

এই ঘটনার পিছনে ডাক্তারদের ব্যাখ্যা, হরমোন থেরাপির জন্য ঋতুচক্র বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা কোনও গর্ভনিরোধক নয়। তাই ওই মহিলার শরীরে ডিম্বাণু তৈরি হয়েছে এবং ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন : বার্ষিক আয়কর দিতেন ১২ লক্ষ! কর্পোরেট চাকরি, বিলাসিতা বিসর্জন দিয়ে বম্বে আইআইটি-র প্রাক্তনী এখন সর্বত্যাগী সন্ন্যাসী

ইতালীয় আইন অনুযায়ী, অন্তঃসত্ত্বার শরীরে কোনও জটিলতা না থাকলে পাঁচ মাসের ভ্রূণ গর্ভপাত করানো যাবে না। সব মিলিয়ে মার্কো তাঁর সন্তানের জন্ম দিতে রাজি হয়েছেন। তবে তিনি শিশুর প্রাকৃতিক জন্মদাত্রী হলেও আইনত সদ্যোজাতর বাবা হিসেবে নথিভুক্ত হবেন। প্রসঙ্গত রূপান্তরকামীরা অন্তঃসত্ত্বা হলে তাঁদের সি হর্স ড্যাড বলা হয়। কারণ প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি সিহর্স প্রাণীর পুরুষ প্রজাতি সন্তান বহন করে এবং সন্তানের জন্মও দেয়।

Italy vs North Macedonia: ফের ইতালিবিহীন বিশ্বকাপ, উত্তর ম্যাসিডোনিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ আজুরিদের

ইতালি- ০

নর্থ ম্যাসিডোনিয়া- ১ (অ্যালেকজান্ডার ত্রাজকভস্কি- ৯০+২)

রোম: এই নিয়ে পরপর দু’বার ফুটবল বিশ্বকাপে নেই ইতালি ৷ উত্তর ম্যাসিডোনিয়ার কাছে ০-১-এ হেরে বিদায় নিল আজুরিরা ৷ এর আগের বিশ্বকাপেও  যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি ৷ ফের একবার ব্যর্থ হল তারা ৷ ম্যাচের একমাত্র গোলটি এল একেবারে শেষমুহর্তে ৷ উত্তর ম্যাসিডোনিয়ার আলেকজান্ডার ত্রাজকভস্কির শট জালে জড়াতেই কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলার সব স্বপ্ন চুরমার হয়ে যায় ইতালির (Italy vs North Macedonia) ৷

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিল ইতালি। গোলে একাধিক শট নিলেও তা থেকে কোনও গোল হয়নি ৷

ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে ৯০ মিনিটের মাথায় নেমেছিলেন জর্জিয়ো চিয়েল্লিনি। কিন্তু দলের হার বাঁচাতে পারেননি।

EURO 2020 Final: নেই সোশ্যাল ডিস্টেন্সিং ! করোনা আবহেও রোমের রাস্তায় বিজয় উৎসবে মাতলেন ইতালির সমর্থকরা

লন্ডন: এবারও হল না ৷ পেনাল্টি শ্যুট-আউটই ফের কাল হল ৷ হেরেই মাঠ ছাড়লেন হ্যারি কেনরা ৷ ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে লুক শ-র গোলে এগিয়ে গিয়েও লাভ হল না ইংল্যান্ডের ৷ টাইব্রেকারে ৩-২ গোলে জিতে নিল ইতালি ৷

রবিবার ঘরের মাঠে খানিকটা হলেও এগিয়ে থেকে শুরু করেছিল ইংল্যান্ড ৷ কিন্তু প্রথমার্ধের লিড দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারলেন না তাঁরা ৷  ফলে ম্যাচ গড়াল সেই পেনাল্টি শ্যুট-আউটে ৷ সেখানে বাজিমাত আজুরিদের ৷

ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর রোম এবং ইতালির অন্যান্য শহরের রাস্তায় সমর্থকদের ঢল নামে ৷ করোনা আবহেও নাচ-গান, সেলিব্রেশনে মেতে ওঠেন ইতালির সমর্থকরা ৷ এবারের ইউরো কাপে বেশ কিছু জায়গাতেই খেলার জন্য সংক্রমিতের সংখ্যা বেড়েছে ৷ যার জন্য সংগঠক উয়েফাকে একহাত নিয়েছেন অনেকেই ৷ রবিবার রোমের রাস্তায় সমর্থকদের সেলিব্রেশন দেখে বোঝাই যাচ্ছিল না, যে খেলা হচ্ছে করোনা আবহে ৷ ছিল না কোনও সোশ্যাল ডিস্টেন্সিং ৷ একে অপরকে জড়িয়ে ধরে বিজয়উল্লাসে মেতে ওঠেন ইতালির সমর্থকরা ৷

এদিন ম্যাচে প্রথমার্ধ শেষে এগিয়ে ছিল ইংল্যান্ডই ৷ কিন্তু দ্বিতীয়ার্ধে ইতালিকে সমতায় ফেরান বোনাচ্চি ৷ এরপর দু’দলই সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। নির্ধারিত ৯০ মিনিটের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল হয়নি। এরপর টাইব্রেকারে শেষ হাসি হাসেন ইতালিই ৷ ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় রবার্তো মানচিনির দল ৷

করোনা: ‘কোয়ারেন্টাইন’ থাকলে মিলতে পারে পর্ন হাবের ফ্রি সাবসক্রিপশন, দেখুন কারা পাবেন সুবিধা

#রোম: সারা পৃথিবীতে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে৷ অসংখ্য মানুষ দিনের পর দিন বাড়িতে পড়ে রয়েছেন৷ একা কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছেই, কারণ সরকারি নির্দেশ৷ আর চিনের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরান আর ইতালি৷ আর সেই ইতালিতেই যাঁরা করোনা আতঙ্কে কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁদের জন্য বিশেষ সুবিধা আনছে পর্ন হাব৷ পর্ন হাবের পক্ষ থেকে বলা হয়েছে, ইতালিতে যাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁদের জন্য বিনামূল্যে সাবস্ক্রিপশন দেবে এই পর্ন ফিল্ম সংস্থা৷

টুইটারে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এক মাস ধরে ইতালিতে গৃহবন্দি মানুষের জন্য এই সাবস্ক্রিপশনের ব্যবস্থা করছে পর্ন হাব৷ কারণ, তাঁরা যাতে বাড়ি থেকে না বেরিয়ে বাড়িতেই থাকেন, এবং মনোরঞ্জনের কোনও অভাব না হয়, তাই এই ব্যবস্থা৷

পর্ন হাব মার্চ মাসে ইতালির খারাপ সময়ের পাশে থাকার জন্যই এই ব্যবস্থা করতে চেষ্টা করেছে৷ ইতালির মানুষেরা পর্নহাব প্রিমিয়াম অ্যাকাউন্টেও সাবস্ক্রিপশন পাবেন৷ ট্যুইটারে এই ঘোষণা করেছে পর্নহাব৷ আর সবটাই হবে একেবারে বিনামূল্যে৷

Coronavirus: ভয়ঙ্কর পরিস্থিতি ইতালিতে ! গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যু

#রোম: করোনা আক্রান্ত ইতালিতে জরুরি অবস্থা চালু হয়েছে বেশ ক’দিন ধরেই। ঘর বন্দি থাকতে বলা হয়েছে দেশবাসীকে। প্রয়োজন ছাড়া ঘর থেকে এক পা ফেলতে ভয়ও পাচ্ছেন ইতালির মানুষ। কিন্তু দীর্ঘ সময় এভাবে ঘরে বন্দি হয়ে থাকাটা যে ভীষণ কঠিন। তাই গান-বাজনাই সম্বল। ঘরের মধ্যে থেকে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করছেন গানের মাধ্যমে। কেউ তুলে নিয়েছেন ভায়োলিন, কেউ গান করছেন খোলা গলায়। সব মিলিয়ে এই করোনা আতঙ্কের মধ্যেই বেঁচে থাকার সুর খুঁজছেন ইতালির মানুষ।

ইতালিতে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণে (COVID-19) মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যু খবর দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে সে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৮০৯। রবিবার ইতালির সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান অ্যাঞ্জেলা বোরেল্লির এ তথ্য জানান আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

অ্যাঞ্জেলা জানান, নতুন করে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৯০ জন। সবমিলিয়ে ইতালিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৪৭ জন।