Tag Archives: Crocodile Tears Syndrome

Knowledge Story: বলুন তো, কোন প্রাণী খাওয়ার সময় কাঁদে? চোখের জল ঝরার কারণ কী! জেনে নিন

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
তবে আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটির উত্তর খুব একটা কঠিন নয়, কিন্তু তারপরও অনেকেই উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন।
তবে আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছি সেটির উত্তর খুব একটা কঠিন নয়, কিন্তু তারপরও অনেকেই উত্তর দিতে গিয়ে ভুল করে থাকেন।
বলুন তো, কোন প্রাণী খাবার খাওয়ার সময় কাঁদে? যখনই খাবার খায় কাঁদতে দেখা যায় সেই প্রাণীকে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু হোঁচট খেয়েছেন অনেকেই।
বলুন তো, কোন প্রাণী খাবার খাওয়ার সময় কাঁদে? যখনই খাবার খায় কাঁদতে দেখা যায় সেই প্রাণীকে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু হোঁচট খেয়েছেন অনেকেই।
উত্তর হল কুমীর। এমনিতে কুমিরের কান্না খুব একটা ভাল চোখে দেখা হয় না। মন থেকে নয়, দেখানোর জন্য যে শোক, তার সঙ্গে তুলনা করা হয় কুমিরের কান্নার।
উত্তর হল কুমীর। এমনিতে কুমিরের কান্না খুব একটা ভাল চোখে দেখা হয় না। মন থেকে নয়, দেখানোর জন্য যে শোক, তার সঙ্গে তুলনা করা হয় কুমিরের কান্নার।
তবে কুমীর কী খাবার খাওয়ার সময় সত্যিই কাঁদে? এ নিয়ে নানা মত রয়েছে। ২০০৬ সালে স্নায়ুবিদ ম্যালকম শেনার এবং প্রাণীবিদ কেন্ট একটি পরীক্ষা চালায়। তাতে বিষয়টি পরিষ্কার হয়।
তবে কুমীর কী খাবার খাওয়ার সময় সত্যিই কাঁদে? এ নিয়ে নানা মত রয়েছে। ২০০৬ সালে স্নায়ুবিদ ম্যালকম শেনার এবং প্রাণীবিদ কেন্ট একটি পরীক্ষা চালায়। তাতে বিষয়টি পরিষ্কার হয়।
তিনটি আমেরিকান অ্যালিগেটর, দু’টি কেম্যান, দু’টি ইয়াকার কেম্যানকে অ্যালিগেটর পার্কের শুকনো জমির উপর খেতে দেওয়া হয়েছিল। দেখা গিয়েছিল খাওয়ার সময় সকলের চোখে জল।
তিনটি আমেরিকান অ্যালিগেটর, দু’টি কেম্যান, দু’টি ইয়াকার কেম্যানকে অ্যালিগেটর পার্কের শুকনো জমির উপর খেতে দেওয়া হয়েছিল। দেখা গিয়েছিল খাওয়ার সময় সকলের চোখে জল।
বিজ্ঞানী শেনার এবং ভ্লিয়েটের মতে, কুমির যখন চিবিয়ে খায়, তখন চোয়ালের ওঠা-নামার কারণে তার সাইনাসে হাওয়া ঢুকে যায়। এর ফলেই কুমিরের চোখের অশ্রুগ্রন্থি উত্তেজিত হয়ে পড়ে। একে বলে ‘ক্রোকোডাইল টিয়ার সিনড্রোম’।
বিজ্ঞানী শেনার এবং ভ্লিয়েটের মতে, কুমির যখন চিবিয়ে খায়, তখন চোয়ালের ওঠা-নামার কারণে তার সাইনাসে হাওয়া ঢুকে যায়। এর ফলেই কুমিরের চোখের অশ্রুগ্রন্থি উত্তেজিত হয়ে পড়ে। একে বলে ‘ক্রোকোডাইল টিয়ার সিনড্রোম’।