Tag Archives: CSK vs SRH

MS Dhoni: ‘বাচ্চা হওয়ার সময় চলে এসেছে’,ধোনি পত্নী সাক্ষীর পোস্ট ভাইরাল, ব্যাপারটা কী

চিপক: আইপিএল ২০২৪-এ ইতিমধ্যেই একাধিক ক্যামিও ইনিংসে নিজের পুরনো ঝলক দেখিয়েছেন এমএস ধোনি। সিএসকে ম্যাচে ধোনি ব্যাটে নামলেই যে শব্দব্রহ্ম তৈরি হচ্ছে স্টেডিয়ামে তা অভূতপূর্ব। নিজের লুকস, ব্যাটিং, অধিনায়ক না হয়েও সব দায়িত্ব সামলানোর কারণে এমনিতেই সংবাদ শিরোনামে রয়েছেন এমএসডি। এবার সেই দৌড়ে পিছিয়ে থাকলেন না ধোনির সাক্ষীও। সৌজন্যে একটি ইনস্টা পোস্ট।

সিএসকে বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে থিলেন সাক্ষী ধোনি। সেই সময় সাক্ষীর একটি ইনস্টা স্টোরি বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। যেখানে সাক্ষী ম্যাচ তাড়াতাড়ি শেষ করার জন্য অনুরোধ করেছেন। কারণ বাচ্চা হওয়ার সময় চলে এসেছে। লাক্ষীর এই পোস্ট ঝড়ের গতিতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

ইনস্টা স্টোরিতে ম্যাচের একটি ছবি শেয়ার করেন সাক্ষী। ছবির সঙ্গে ধোনির ‘বেটার হাফ’ লেখেন,”দয়া করে এই ম্যাচটি তাড়াতাডডি শেষ করুন। কারন বাচ্চা হওয়ার সময় চলে এসেছে। হবু পিসির কাছ থেকে এটাই ছোট্ট অনুরোধ।” পোস্ট থেকে সাক্ষী পিসি হতে চলেছেন সেবিষয়টি স্পষ্ট হলেও, কার বাচ্চা, কখন হতে চলেছে, সেই বিষয়টি পরিষ্কার হয়নি।

আরও পড়ুনঃ KKR News: আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন কেকেআর তারকা? বড় আপডেট দিলেন কোচ

প্রসঙ্গত, সাক্ষীর দাবি হায়দরাবাদ ম্যাচে একটু হলেও পূরণ করে সিএসকে। ৭ বল আগে শেষ হয়ে যায় ম্যাচ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১২ রান করে চেন্নাই সুপার কিংস। জবাবে রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১৩৪ রানে অল আউট হয়ে যায় হায়দরাবাদ। ৭৮ রানে ম্যাচ জেতে সিএসকে।

CSK vs SRH: হায়দারাবাদের সূর্য ডোবাতে তৈরি ধোনির চেন্নাই এক্সপ্রেস, ফাটাফাটি ম্যাচ

চেন্নাই: চারবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এবার সংখ্যাটা পাঁচ করে মুম্বই ইন্ডিয়ান্সকে ছুঁতে চায় সিএসকে। তবে মরশুমের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছে ধোনির দল। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে ও দু’টিতে হেরেছে তারা। অবশ্য গত ম্যাচে বিরাট কোহলিদের বিরুদ্ধে জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে চেন্নাইকে। শুক্রবার তাদের সামনে সানরাইজার্স হায়দরাবাদ।

গত ম্যাচের ফর্ম বজায় রেখে পয়েন্ট টেবিলে উত্তরণই পাখির চোখ হলুদ বাহিনীর। অন্যদিকে, মরশুমের শুরু থেকেই ধুঁকছে হায়দরাবাদ। পাঁচ ম্যাচের তিনটিতে হেরে টেবিলের নবম স্থানে রয়েছে তারা। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ঝাঁপাবে আইডেন মার্করামের দলও। চেন্নাই দলের সবচেয়ে বড় সম্পদ মহেন্দ্র সিং ধোনির মগজাস্ত্র।

সম্ভবত এটাই ক্যাপ্টেন কুলের শেষ আইপিএল। বিদায়ী আসরকে স্মরণীয় করে রাখতে চাইবেন মাহি। তবে দলের পারফরম্যান্সে একেবারই সন্তুষ্ট নন তিনি। বিশেষ করে ফিল্ডিং ও বোলিং নিয়ে। এই দুই বিভাগে ক্রিকেটারদের গয়ংগচ্ছ মনোভাব কাটাতে ক্যাপ্টেন্সি ছাড়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন ধোনি। তাতে যে কিছুটা হলেও কাজ হয়েছে, বিরাটদের বিরুদ্ধে গত ম্যাচের পারফরম্যান্সই তার প্রমাণ।

চেন্নাইয়ের ব্যাটিং অবশ্য খুব শক্তিশালী। ওপেনিংয়ে দারুণ ছন্দে আছেন ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। তাছাড়া চলতি মরশুমে চেন্নাইয়ের বড় প্রাপ্তি অজিঙ্কা রাহানের ফর্ম। ধারাবাহিকভাবে দলের বড় রানের ভিত গড়ে দিচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। মিডল অর্ডারে রান পাচ্ছেন শিবম দুবে, রবীন্দ্র জাদেজারাও।

সঙ্গে ধোনির মতো ফিনিশার তো আছেনই। চোট সারিয়ে এই ম্যাচে মাঠে ফিরতে পারেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। স্পিন বোলিংয়ে রয়েছেন জাদেজা, মঈন আলি ও থিকশানা। তবে পেস বিভাগে মাথেশা পাথিরানা ছাড়া কেউ ফর্মে নেই।ব্যাটিং ব্যর্থতায় ভুগছে হায়দরাবাদ। টপ ওর্ডারে মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠিদের পারফরম্যান্সে ধারবাহিকতার অভাব স্পষ্ট।

এই ব্যর্থতা ঢাকতে বাড়তি দায়িত্ব নিতে হবে ক্যাপ্টেন মার্করামকে। হ্যারি ব্রুকের দুরন্ত ফর্ম অবশ্য ভরসা জোগাচ্ছে দলকে। তবে হায়দরাবাদের বোলিং বেশ শক্তিশালী। পেস বিভাগে ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, মার্কো জানসেনের সঙ্গে আছেন স্পিডস্টার উমরান মালিক।

IPL 2021: মাঠের মধ্যে বিপক্ষের খেলোয়াড়ের পাশে হঠাৎই এ কী করলেন Suresh Raina, দেখুন Video

#কলকাতা: বৃহস্পতিবার আইপিএলের ম্যাচে (IPL 2021) চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (CSKvs SRH) মধ্যে শারজাতে ম্যাচ ছিল৷  আইপিএল ২০২১ -র এই ম্যাচে  জিতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্রথমদল হিসেবে আইপিএল প্লে অফের (IPL Playoff) যোগ্যতা অর্জন করে নিল৷ অন্যদিকে এই ম্যাচে হারের ফলে আইপিএল থেকে এবারের মতো ছিটকে গেল সানরাইজার্স হায়দরাবাদ৷

এদিনের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (CSK) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল৷ অধিনায়ক ধোনির সিদ্ধান্ত একদম সঠিক ছিল প্রমাণ করে দেন চেন্নাই সুপার কিংস বোলাররা৷ এদিকে এদিন সুরেশ রায়না (Suresh Raina) ভারি মজার এক কাজ করে নজর কাড়েন৷ দেখুন সেই ভিডিও (Video)৷

টসে হেরে  হায়দরাবাদ এদিন শুরু থেকেই খারাপ ব্যাটিং প্রদর্শন শুরু করে৷ এর আগের ম্যাচে সানরাইজার্স হায়দারবাদের নায়ক জেসন রয় সহজেই আউট হয়ে যায়৷  এরপর ডয়েন ব্র্যাভো কিছু ওভার বাদে হায়দরাবাদের কেন উইলিয়ামসনও আউট হয়ে যান৷

ম্যাচের ৯ তম ওভারে শার্দুল ঠাকুর বল করতে এসেছিলেন৷ যার তৃতীয় বলে শাহ বল হাওয়ায় উড়িয়ে দেন৷ সেটা পয়েন্টে ধরে নেন ফিল্ডার৷ আম্পায়র সেটাকে নো বল ডাকেন৷ ওভার শেষ হওয়ার সকলেই ক্রিজের একদিক থেকে অন্যদিকে যাচ্ছিলেন তখন সুরেশ রায়না (Suresh Raina) বলকে হাত দিয়ে তোলার বদলে পা দিয়ে তুলে শূন্যে লাফিয়ে নেন , যা দেখে সকলেই আশ্চর্য হয়ে যান এবং হাসতে থাকেন৷

আরও পড়ুন – Siliguri News: পুরভোট দ্রুত করার দাবি জানিয়ে পথে বাম এবং কংগ্রেস, গণ স্বাক্ষর অভিযান বামেদের, ভোট প্রস্তুতি কংগ্রেস শিবিরে!

এদিনের ম্যাচে রবীন্দ্র জাদেজার বলে ঋদ্ধিমান সাহার ক্যাচ ধরে আইপিএলে ১০০ ক্যাচ ধরার নজির গড়লেন৷ এদিন তিনি ৩ টি ক্যাচ ধরেন৷ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এদিন ১০০ ক্যাচ (MS Dhoni 100 catch) ধরে আইপিএলের (IPL) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন৷ আইপিএলের ৪৪ তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেল চেন্নাই সুপার কিংস৷