Tag Archives: D Y Chandrachud

Usha Uthup On RG Kar Hearing:’আপনার শুনানির দিকে তাকিয়ে দেশ! এখানে কী করছেন?’ চন্দ্রচূড়কে অনুষ্ঠানে দেখে চমকালেন ঊষা

নয়া দিল্লি:  সিএনএন নিউজ 18-এর নারী শক্তি কনক্লেভে এসে প্রবীণ গায়িকা ঊষা উত্থুপের সঙ্গে মোলাকাত হল ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের। আড্ডা দিচ্ছিলেন বিনোদন ও রাজনীতির জগতের দুই তারকা। নিউজ 18-এর প্রকাশিত একটি ভিডিওতে, ঊষা এবং চন্দ্রচূড়কে একসঙ্গে একটি গান গাইতে দেখা গিয়েছে সোমবার সন্ধ্যার অনুষ্ঠানে। এরই মধ্যে ঊষা তুললেন আরজি কর মামলার প্রসঙ্গ।

আরও পড়ুন- ‘ওরা বাচ্চা ছেলেমেয়ে…’ জুনিয়র ডাক্তারদের কর্তব্য মনে করিয়ে কী বললেন ফিরহাদ?

মানি কন্ট্রোল সাংবাদিক চন্দ্র আর. শ্রীকান্ত এক্স-এ লিখেছেন, “গত সন্ধ্যায় সিজেআই চন্দ্রচূড়কে অনুষ্ঠানে দেখে ঊষা বললেন, ‘আপনি একটি অনুষ্ঠানে কী করছেন? আপনি আদালতে নেই কেন? কলকাতার মামলায় আপনার সিদ্ধান্ত কবে ঘোষণা করছেন? গোটা দুনিয়া অপেক্ষায়!'”

গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল দেশ। বিচারের দাবিতে লাগাতার কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ মামলার তদারকি করছে। চন্দ্রচূড়ই তদন্ত শেষে ন্যায়বিচার প্রদান করবেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হয়। জুনিয়র ডাক্তারদের আবেগপ্রবণতার উল্লেখ করে রাজ্যকে তাঁদের রক্ষা করার পরামর্শ দেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন- ‘১৮ থেকে ২৩…ওরা তো আবেগপ্রবণ, ওদের রক্ষা করা আমাদের কর্তব্য’ রাজ্যকে পরামর্শ বিচারপতির

আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে। সিবিআই তদন্তের ভার নেওয়ার পর টালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ মন্ডলকে ১৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছে। তার আগে গ্রেফতার হয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এবং অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই। এই পরিস্থিতিতে দেশের সকলেরই চোখ নির্যাতিতার বিচারে। ঊষাও সে কথাই মনে করিয়ে দেন প্রধান বিচারপতিকে।
ঊষা সেই অনুষ্ঠানে যদিও একমাত্র বলিউড ব্যক্তিত্ব ছিলেন না। কিরণ খের, সিকান্দার খের, ভূমি পেডনেকার, রসিকা দুগাল এবং শেফালি শাহও আলো করেছিলেন আসর।

RG Kar Case Supreme Court Hearing: ‘১৮ থেকে ২৩…ওরা তো আবেগপ্রবণ, ওদের রক্ষা করা আমাদের কর্তব্য’ রাজ্যকে পরামর্শ বিচারপতির

নয়া দিল্লি: জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে মঙ্গলবারের শুনানিতে কোনও নতুন কথা বলেনি সুপ্রিম কোর্ট। আগের শুনানিতে যেমন বলেছিল, তেমনই আশ্বাস দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। জানাল, কাজে ফিরলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। রাজ্যের তরফে বার বার অভিযোগ করা হয়েছে, চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। ডাক্তারদের সংগঠনের আইনজীবী দাবি করেছেন, এই অভিযোগ সঠিক নয়। সিনিয়র ডাক্তারেরা কাজ করছেন।

অভিভাবকের মতো স্নেহ মিশ্রিত স্বরে বিচারপতি বলেন, “ওরা তো শিশু, এটা ঠিক যে বয়স ওদের ১৮-র বেশি, তাও…১৮ বছর থেকে ২৩ বছরের ডাক্তারদের এই দল অত্যন্ত তরুণ। ওরা আবেগপ্রবণ। ওদের রক্ষা করা আমাদের কর্তব্য।” এ দিন, আবাসিক ডাক্তারদের জন্য একটি অনুকূল এবং নিরাপদ কাজের পরিবেশের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন চন্দ্রচূড়। বিশেষ জোর মহিলা চিকিৎসকদের নিরাপত্তায়।

কী কী নির্দেশ আদালতের?

১। ২৮টা মেডিক্যাল কলেজের মহিলা ডাক্তারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। না হলে এই নতুন নিরাপত্তাকর্মীদের নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হবে চিকিৎসকদের মধ্যে।

আরও পড়ুন- ‘ওরা বাচ্চা ছেলেমেয়ে…’ জুনিয়র ডাক্তারদের কর্তব্য মনে করিয়ে কী বললেন ফিরহাদ?

২। ৪৫টা হাসপাতালে পুলিশের নিরাপত্তা দিতে হবে। কারণ, সেখানে ১৮-১৯ বছরের মেয়েরা পড়তে আসছেন। তাঁরা সদ্য বাড়ি ছেড়ে কলেজে পড়তে আসছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৩। অননুমোদিত চলাচল নিয়ন্ত্রণ করার জন্য সেমিনার রুম, ওয়াশরুম, ডাক্তারের কক্ষের মতো সমস্ত অ্যাক্সেসের জায়গায় বায়োমেট্রিক সিস্টেম ইনস্টল করা হবে- এটি সর্বজনীন করা উচিত!

আরও পড়ুন- বিদায় নিচ্ছেন কেজরিওয়াল, দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর পদে অতীশি মারলেনা! তিনিই হবেন রাজ্যের তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী

৪। কোনও চুক্তিভিত্তিক নিরাপত্তাকর্মীকে মোতায়েন করা হবে না যেমন #পশ্চিমবঙ্গ সরকার বলেছে- শুধুমাত্র নিয়মিত পুলিশ কর্মী, বিশেষ করে মহিলা কর্মীদের মোতায়েন করা হবে। আবার এমন কিছু যা প্রয়োজন এবং সর্বভারতীয় বাস্তবায়ন।

PM Modi Visit Chief Justice Home: প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়ির গণেশ উৎসবে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, করলেন আরতিও

ভারতজুড়ে পালিত হচ্ছে জমকালো গণেশ চতুর্থীর উদযাপন৷ দশ দিন ব্যাপী এই অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে৷ তাবৎ সেলিব্রিটি ও নেতা কর্মীর বাড়িতে এই পুজো আয়োজিত হয়েছে৷
ভারতজুড়ে পালিত হচ্ছে জমকালো গণেশ চতুর্থীর উদযাপন৷ দশ দিন ব্যাপী এই অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে৷ তাবৎ সেলিব্রিটি ও নেতা কর্মীর বাড়িতে এই পুজো আয়োজিত হয়েছে৷
গণেশ চতুর্থী উদযাপনে অংশ নিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
গণেশ চতুর্থী উদযাপনে অংশ নিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গিয়েছে প্রধান বিচারপতি এবং তাঁর স্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁদের বাসভবনে স্বাগত জানাচ্ছেন৷
সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গিয়েছে প্রধান বিচারপতি এবং তাঁর স্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁদের বাসভবনে স্বাগত জানাচ্ছেন৷
পি এম মোদি অনুষ্ঠানে একটি ঐতিহ্যবাহী মহারাষ্ট্রের টুপি পরেছিলেন৷ চন্দ্রচূড় ও তাঁর স্ত্রীর সঙ্গে গণেশ মূর্তির সামনে পার্থনা করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে৷ আরতিও করেন তিনি৷
পি এম মোদি অনুষ্ঠানে একটি ঐতিহ্যবাহী মহারাষ্ট্রের টুপি পরেছিলেন৷ চন্দ্রচূড় ও তাঁর স্ত্রীর সঙ্গে গণেশ মূর্তির সামনে পার্থনা করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে৷ আরতিও করেন তিনি৷
এই উদযাপনের একটা অংশ নিজেই তাঁর টুইটারে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন৷ পুজো ও আরতির দৃশ্য পোস্ট করে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‘ভগবান যেন সকলকে সুখ, সমৃদ্ধি ও আশির্বাদ প্রদান করেন৷’’
এই উদযাপনের একটা অংশ নিজেই তাঁর টুইটারে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন৷ পুজো ও আরতির দৃশ্য পোস্ট করে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‘ভগবান যেন সকলকে সুখ, সমৃদ্ধি ও আশির্বাদ প্রদান করেন৷’’

Chief Justice Warns Koustav Bagchi: ‘স্বর নামিয়ে কথা বলুন!’ কৌস্তভকে তিরস্কার বিচারপতির! শুনানির সময় চিৎকার করে বিপাকে বিজেপি নেতা

কলকাতা: “স্বর নামিয়ে কথা বলুন”! অসঙ্গত আচরণের জন্য বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে সতর্ক করলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। সোমবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুনের মামলায় সুপ্রিম কোর্টের কার্যক্রম চলাকালীন কৌস্তভের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ ওঠে। তাঁকে সাবধান করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিজেপি নেতাকে তিরস্কার করার সিদ্ধান্তকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সোমবার স্বাগত জানিয়েছে।

আরও পড়ুন- ‘এক মাস হয়ে গেল, এবার উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন’, জনগণের কাছে আর্জি মমতার

একাধিক অনুষ্ঠানে, বাগচীকে কার্যধারায় বাধা দিতে, সহ-কাউন্সেল সদস্যদের আদালতে চিৎকার করতে দেখা গিয়েছে, “শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছেন তিনি।” সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাগচীর নোংরা আচরণকে ধিক্কার জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছে,””Don’t raise your voice. Lower your pitch. You’re addressing three judges in front of you, not the crowd watching over video conferencing.” But what else can we expect from a loudmouth half-time advocate, full-time @BJP4India karyakarta @koustavcp who thinks courtroom decorum can be bulldozed like everything else under their rule? Today, the Hon’ble Chief Justice rightfully pulled him up for his misconduct.”

আরও পড়ুন- সর্বনাশ! জলের সঙ্গে খেয়ে ফেলছেন কিলো কিলো প্লাস্টিক! ডেকে আনছেন মৃত্যু! কত প্লাস্টিক খাচ্ছেন মাসে, জানেন?

প্রধান বিচারপতি বাগচীকে ‘স্বর নামিয়ে কথা বলার’ নির্দেশ দিয়েছিলেন। গ্যালারির পরিবর্তে বেঞ্চকে সম্বোধন করার দিকে মনোনিবেশ করতে বলেছিলেন। বিচারপতি আরও বলেন,” শুনানির লাইভ সম্প্রচারের সময় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে, বাগচী তাঁর বেপরোয়া কার্যকলাপের মাধ্যমে আদালত কক্ষকে রাজনৈতিক থিয়েটারে পরিণত করার চেষ্টা করছেন! প্রধান বিচারপতি চন্দ্রচূড় কৌস্তভ “উচ্চস্বরে এবং বিঘ্ন সৃষ্টিকারী আচরণ” করছেন বলে উল্লেখ করেন।

কৌস্তভের এ হেন আচরণ বেঞ্চকে ক্ষুব্ধ করেছিল এবং মামলার গুরুত্ব থেকে বিচ্যুত হয়েছিল বলেই দাবি।আজ সুপ্রিম কোর্টে শুনানির সময় আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচীর আচরণে হতাশা প্রকাশ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, “আপনি কি আদালতের বাইরে গ্যালারিতে বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন? আমি গত দুই ঘণ্টা ধরে আপনার আচরণ লক্ষ্য করছি। প্রথমত, আপনার গলার স্বর নামান, প্রধান বিচারপতির কথা শুনুন। দ্বিতীয়ত, আপনি আপনার সামনে তিনজন বিচারককে সম্বোধন করছেন, তাঁদের জন্য নয়। যাঁরা ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিচারসভা দেখছেন, তাঁদের কথা ভেবেও সংযত হন।”