#মুম্বই: রবিবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে নিজেদের আইপিএল ২০২২ (IPL-2022) অভিযান শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটাল্স৷ দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (DC v MI) ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক ঋষভ পন্থ৷
আইপিএলের রবিবাসরীয় টসে মুখোমুখি হন অভিজ্ঞতম অধিনায়ক রোহিত শর্মা ও তরুণ ঋষভ পন্থ৷
Captain @RishabhPant17 wins the toss and #DC will bowl first against #MI.
Live – https://t.co/WRXqoHz83y #DCvMI #TATAIPL pic.twitter.com/byjuYwlj1H
— IndianPremierLeague (@IPL) March 27, 2022
এদিনও মুম্বইতে দিল্লি বনাম মুম্বই (DC v MI) ম্যাচের সময় আকাশ পরিষ্কার থাকবে৷ ফলে মাঠে হাজির দর্শক থেকে টিভির দর্শক সকলেই আনন্দ নিতে পারবেন ম্যাচের৷ গত মরশুমে প্লে অফের টিকিট পায়নি আইপিএল ইতিহাসের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স৷ তাই এবার ফের একবার সব দিয়ে ঝাঁপাচ্ছে মুম্বই৷ অন্যদিকে তারুণ্যে ভরা অধিনায়ককে নিয়ে দূরের স্বপ্ন দেখে মাঠে নেমেছ দিল্লি ক্যাপিটাল্স৷
আরও পড়ুন – Ind W vs SA W: হাড্ডাহাড্ডি ম্যাচে হার ভারতের, মিতালির নজিরের ম্যাচেই বিশ্বকাপ থেকে বিদায়
এদিন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে টিম বাসে ছবি শেয়ার করেন সচিন তেন্ডুলকর৷
On our way to Brabourne ?️#DCvMI #IPL2022 pic.twitter.com/6qvfqtMFGI
— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2022
দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ
ইশান কিষাণ (I Kishan) (উইকেটকিপার), রোহিত শর্মা (R Sharma) (অধিনায়ক), এ সিং (A Singh), টি ভর্মা (T Varma), টি ডেভিড (T David), কে পোলার্ড (K Pollard), ডি স্যামস (D Sams) , এম অশ্বিন (M Ashwin), জে বুমরাহ (J Bumrah), টি মিলস (T Mills), বি থাম্পি (B Thampi)
দেখে নিন দিল্লি ক্যাপিটাল্সের প্রথম একাদশ
পৃথ্বী শ (P Shaw), টি সেইফার্ট (T Seifert), এম সিং (M Singh), ঋষভ পন্থ ( R Pant) (অধিনায়ক/উইকেটরক্ষক), আর পাওয়েল (R Powell), এল যাদব (L Yadav), অকসর প্যাটেল (A Patel), শার্দুল ঠাকুর (S Thakur), কে নাগারকোটি (K Nagarkoti), কে যাদব (K Yadav), খলিল আহমেদ (K Ahmed)
আইপিএলের (IPL-2022) ইতিহাসে দ্বিতীয় ম্যাচে রবিবার এই দুই দলের লড়াই৷ আইপিএলে এই দুই দল ৩০ বার মুখোমুখি হয়েছে৷ মুম্বই জিতেছে ১৬ বার আর দিল্লি জিতেছে ১৪ বার৷