Tag Archives: DC

Virat Kohli: এবার কোহলির নয়, গুরুর পা ছুয়ে বিরাট মন জিতে নিলেন ফ্যান ও নেটিজেনদের

দিল্লি: শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ হারলেও সকলের মন জিতে নিলেন বিরাট কোহলি। সঙ্গে আইপিএলের কেরিয়ারে গড়লেন একাধিক রেকর্ড। আরসিবির হয়ে খেললেও দিল্লি তার ঘরের মাঠ। ছোট বেলা থেকে এই মাঠেই নিজেকে তিল তিল করে গড়ে তুলেছিলেন বিরাট কোহলি। সেখানেই একাধিক রেকর্ড গড়ে ও ফ্যানেদের ভালোবাসায় আপ্লুত কোহলি। আর ঘরের মাঠে ম্যাচের আগে সাক্ষাৎ হয়ে গেল বিরাট কোহলি ছোট বেলার কোচ রাজকুমার শর্মা। গুরুকে দেখেই শিষ্যের সম্মান প্রদর্শন মন ছুঁয়ে গেল সকলের।

অরুণ জেটলি স্টেডিয়ামে তখনও ম্যাচ শুরু হতে অনেকটা সময় বাকি। তখন মাঠে অনুশীলন করছিলেন বিরাট কোহলি। সেই সময় দেখা করতে আসেন কোহলির ছোট বেলার কোচ রাজকুমার শর্মা। গুরুকে দেখেই এগিয়ে যান শিষ্য বিরাট কোহলি। ভিডিওতে দেখা যায় কোহলি প্রথমেই তাঁর কোচকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তারপর কোচের সঙ্গে হাসি মুখে আড্ডা দিতেও দেখা যায় বিরাট কোহলিকে। স্টেডিয়ামের দিকে দেখিয়ে কিছু একটা বলেন কোহলি। সম্ভবত নিজের নামের স্ট্যান্ড ছেলে বেলার কোচকে দেখান বিরাট। এমন সুন্দর মুহূর্ত নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময় নেয়নি।

আরও পড়ুনঃ Virat Kohli: সৌরভের সামনে কোহলির ইতিহাস, আইপিএলে গড়লেন একের পর এক বিরাট রেকর্ড

প্রসঙ্গত ম্যাচ হারলেও দিল্লির মাঠে একাধিক মাইলস্টোন গড়েন বিরাট কোহলি। দিল্লির বিরুদ্ধে ১২ রান করতেই আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৭০০০ রান করার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোরারও কোহলি। দিল্লি ম্যাচের ২৩২টি ম্যাচে কোহলির রান ৬৯৮৮। দিল্লির বিরুদ্ধে ৫৫ করার পর তা দাঁড়াল ৭০৪৩। দিল্লির বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেও রেকর্ড গড়েন বিরাট কোহলি। আইপিএলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০টি হাফ সেঞ্চুরি করলনে কোহলি। শীর্ষে ডেভিড ওয়ার্নার (৫৯টি)।

WPL 2023: টস জিতলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনা, দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ডবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। আরসিবির দলের নেতৃত্বে দিচ্ছেন ভারতীয় দলের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা। অপরদিকে দিল্লির দলের নেতৃত্বে রয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের অধিনায়ক মেগ ল্যানিং। দুই দলেরই প্রথম ম্যাচ এটি। জয় দিয়ে মরসুম শুরু করাই লক্ষ্য রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসের।

প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য সাথ দিল আরসিবি অধিনায়কের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মন্ধনা। দুপুরের খেলা, শিশির সমস্যা নেই, ফ্রেস উইকেটে পেসাররা যাতে কিছুটা সুবিধা পায় সেই কারণেই টস জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মন্ধনা। টস হারলেও তা নিয়ে খুব একটা ভাবতে নারাজ বলে জানান মেগ ল্যানিং। বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য রাজধানীর দলের।

মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে হচ্চে আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। পিচে ব্যাটারদের জন্য সাহায্য রয়েছে। তবে স্পিনাররাও খানিক সাহায্য আশা করতে পারেন। এর আগে মেয়েদের যে ১০টি টি-২০ ম্যাচ এই মাঠে হয়েছে সেখানে ৫টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। ৫ ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ১৬৫। দ্বিতীয় ইনিংসে তা কমে দাঁড়ায় ১৪৯-তে। দুপুরে ম্যাচ হওয়ায় শিশিরের বড় ফ্যাক্টর হয়ে ওঠার সম্ভাবনা কম।

আরসিবির একাদশ: স্মৃতি মিন্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইট, রিচা ঘোষ (উইকেটকিপার), দিশা কাশাত, প্রীতি বোস, কণিকা আহুজা, সোভানা আশা, মেগান স্কাট, রেণুকা সিং ঠাকুর।

আরও পড়ুনঃ হার মানল ছেলেদের আইপিএলও, প্রথম ম্যাচেই একাধিক রেকর্ড গড়ল মুম্বই ইন্ডিয়ান্স

দিল্লি ক্যাপিটালসের একাদশ: শেফালি ভার্মা, অ্যালিস ক্যাপসে, জেমাইমা রড্রিগেজ, মেগ ল্যানিং (অধিনায়ক), মারিজ্যান কাপ, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), অরুন্ধুতি রেড্ডি, শিখা পাণ্ডে, রাধা যাদব, তারা নরিস।

 

IPL 2022: দড়াম করে বাউন্সার লাগল হেলমেটে, ছুটে এল শ্রেয়স আইয়ার, তারপর পৃথ্বী যা করলেন…

#মুম্বই: কলকাতা রবিবার দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে আইপিএল ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়৷ দিল্লির ওপেনার পৃথ্বী শ আর ডেভিড ওয়ার্নার দলকে দারুণ শুরু করিয়ে দেন৷ এই মরশুমে কলকাতাকে শুরুতেই উইকেট তুলে সাফল্যের রাস্তায় হাঁটিয়ে দেওয়া উমেশ যাদব এদিন ফ্লপ৷ এদিন পৃথ্বী ও ওয়ার্নারের বিরুদ্ধে তিনি একেবারেই ব্যর্থ৷ পৃথ্বী শ ম্যাচের প্রথম বলেই চার রান মারেন৷

এদিকে পৃথ্বী শ -র বাউন্সারটি মাথায় লাগার পরেই তার কাছে দৌড়ে চলে আসেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ কিন্তু এরপরেই তিনি পরের বলেই উমেশকে শাস্তি দেন৷

ইনিংসের তৃতীয় ওভারে উমেশ যাদব পৃথ্বী শকে আউট করার জন্য বাউন্সারের সাহায্য নেন৷ বাউন্সারের পরপর দুটো বল মারেন৷ এরমধ্যে একটা বাউন্সার হেলমেটে গিয়ে লাগে৷ এরফলে কিছুক্ষণ ম্যাচ বন্ধ রেখেছে৷ তৃতীয় ওভারের চতুর্থ বলে উমেশ বাউন্সার দেন৷ কিন্তু পৃথ্বী শ কোনও প্রকারের বলের লাইনে সফল হন৷ কিন্তু বল চার হয়ে যায়৷ পঞ্চম বলে পৃথ্বী শ -র হেলমেটে লাগে৷ বাউন্ডারি লাইনে পার হয়ে যায়৷ সেখানেই এই ওভারে পৃথ্বী শ জেনে বুঝে হাওয়া শট খেলেন৷ উমেশের বলের কড়া জবাব দেন৷ তিনি মিডউইকেটে ফিল্ডারের ওপর দিয়ে চার মারেন৷

আরও পড়ুন – চার ম্যাচে হেরেছে মুম্বই, আরসিবি জেতার পর বিরাট কোহলি কি গল্প করলেন সচিনের সঙ্গে

এর আগে প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ন্টসের বিরুদ্ধে পৃথ্বী শ শানদার ৫১ রান করেন৷ এই মরশুমে ৪ ম্যাচে ১৪০ -র বেশি রান বানিয়ে ফেলেন৷

IPL 2022: ১৫.২৫ কোটি টাকার ইশান কিশান, আইপিএলের প্রথম ম্যাচেই কাঁপিয়ে দিলেন ব্যাট হাতে

#মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট আইপিএল নিলামের টেবলে তাঁর জন্য অলআউট গিয়েছিল এবং ১৫.২৫ কোটি টাকায় কিনেছিল ইশান কিষাণকে (Ishan Kishan)৷ আইপিএল ২০২২ (IPL 2022) -র মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (DC vs MI) ম্যাচে কাঁপিয়ে দিলেন ইশান কিশান৷ বাঁহাতি ব্যাটসম্যান এদিন ঝকঝকে অর্ধশতরানের পাশাপাশি অপরাজিত থেকে ৮১ রান করেন৷

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করেন ইশান কিশান৷ ছক্কা মেরে পৌঁছন অর্ধশতরানে৷ তিনি ৭ টি চার ও ২ টি ছক্কা মারেন অর্ধশতরানে৷

এদিকে তাঁর ইনিংস যেমন সংযত ছিল তেমনিই ছিল তুফানি৷  রোহিত শর্মা যখন তাঁর উল্টোদিকে ছিলেন তখন তিনি ধরে খেলছিলেন৷ তবে প্রথম ম্যাচেই নিজের ওঠা দামকে মর্যাদা দিতে হবে এরকম একটা ভাবনা নিয়ে মাঠে নেমেছিলেন ইশান কিশান৷ তাই তাঁর ৪৮ বলের ৮১ সাজানো ১১ টি চার এবং ২ টি ছয় দিয়ে৷

আরও পড়ুন – IPL 2022 কোন কোম্পানির ফোন রিচার্জ করালে ফ্রি তে আইপিএল দেখতে পাবেন গ্রাহকরা

সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে ঝড় শুরু হয়৷ সকলেই মজে ইশানের ধামাকা পারফরম্যান্সে৷

এদিন মূলত তাঁর ব্যাট ভর দিয়েই দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান করে ৷

 

IPL 2022: প্রথম একাদশে দুই দলেই রয়েছে ব্যালান্স, মুম্বই বনাম দিল্লি ম্যাচে মাঠে হাজির সচিন

#মুম্বই:  রবিবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে নিজেদের আইপিএল ২০২২ (IPL-2022) অভিযান শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটাল্স৷ দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স  (DC v MI)  ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক ঋষভ পন্থ৷

আইপিএলের রবিবাসরীয় টসে মুখোমুখি হন অভিজ্ঞতম অধিনায়ক রোহিত শর্মা ও তরুণ ঋষভ পন্থ৷

এদিনও মুম্বইতে দিল্লি বনাম মুম্বই  (DC v MI)  ম্যাচের সময় আকাশ পরিষ্কার থাকবে৷ ফলে মাঠে হাজির দর্শক থেকে টিভির দর্শক সকলেই আনন্দ নিতে পারবেন ম্যাচের৷ গত মরশুমে প্লে অফের টিকিট পায়নি আইপিএল ইতিহাসের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স৷ তাই এবার ফের একবার সব দিয়ে ঝাঁপাচ্ছে মুম্বই৷ অন্যদিকে তারুণ্যে ভরা অধিনায়ককে নিয়ে দূরের স্বপ্ন দেখে মাঠে নেমেছ দিল্লি ক্যাপিটাল্স৷

আরও পড়ুন – Ind W vs SA W: হাড্ডাহাড্ডি ম্যাচে হার ভারতের, মিতালির নজিরের ম্যাচেই বিশ্বকাপ থেকে বিদায়

এদিন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে টিম বাসে ছবি শেয়ার করেন সচিন তেন্ডুলকর৷

দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

ইশান কিষাণ (I Kishan) (উইকেটকিপার), রোহিত শর্মা (R Sharma) (অধিনায়ক), এ সিং (A Singh),  টি ভর্মা (T Varma),  টি ডেভিড (T David), কে পোলার্ড (K Pollard), ডি স্যামস (D Sams) , এম অশ্বিন (M Ashwin), জে বুমরাহ  (J Bumrah), টি মিলস (T Mills),  বি থাম্পি (B Thampi)

দেখে নিন দিল্লি ক্যাপিটাল্সের প্রথম একাদশ

পৃথ্বী শ (P Shaw), টি সেইফার্ট (T Seifert), এম সিং (M Singh), ঋষভ পন্থ ( R Pant)  (অধিনায়ক/উইকেটরক্ষক), আর পাওয়েল (R Powell), এল যাদব (L Yadav), অকসর প্যাটেল (A Patel), শার্দুল ঠাকুর (S Thakur),  কে নাগারকোটি (K Nagarkoti),  কে যাদব (K Yadav), খলিল আহমেদ (K Ahmed)

আইপিএলের (IPL-2022)  ইতিহাসে দ্বিতীয় ম্যাচে রবিবার এই দুই দলের লড়াই৷ আইপিএলে এই দুই দল ৩০ বার মুখোমুখি হয়েছে৷ মুম্বই জিতেছে ১৬ বার আর দিল্লি জিতেছে ১৪ বার৷