Tag Archives: DC

IPL 2024 KKR vs DC: দিল্লির বিরুদ্ধে কেকেআর একাদশে একাধিক বদল? বাদ পড়বেন মহাতারকা! জেনে নিন বিস্তারিত

পরপর দুটি ম্যাচ জিতে আইপিএল ২০২৪-এ দুরন্ত শুরু করেছ কলকাতা নাইট রাইডার্স। বুধবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়ারদের।
পরপর দুটি ম্যাচ জিতে আইপিএল ২০২৪-এ দুরন্ত শুরু করেছ কলকাতা নাইট রাইডার্স। বুধবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়ারদের।
প্রথম দুটি ম্যাচে ব্যাট-বলে কেকেআরের জয়ে একাধিক প্লেয়ার নজরকাড়া পারফরম্যান্স করেছেন। সেই তালিকায় নাম রয়েছে ফিল সল্ট, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানাদের।
প্রথম দুটি ম্যাচে ব্যাট-বলে কেকেআরের জয়ে একাধিক প্লেয়ার নজরকাড়া পারফরম্যান্স করেছেন। সেই তালিকায় নাম রয়েছে ফিল সল্ট, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানাদের।
তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের সবথেকে বড় চিন্তার কারণ তারকা পেসার মিচেল স্টার্কের অফ ফর্ম। ২ ম্যাচে ৮ ওভার বল করে বিনা উইকেটে ১০০ রান খরচ করেছেন স্টার্ক।
তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের সবথেকে বড় চিন্তার কারণ তারকা পেসার মিচেল স্টার্কের অফ ফর্ম। ২ ম্যাচে ৮ ওভার বল করে বিনা উইকেটে ১০০ রান খরচ করেছেন স্টার্ক।
দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার কে হবে তা নিয়ে রয়েছে জল্পনা। স্টার্ককে ফের সুযোগ দেওয়া হবে না অজি তারকার পরিবর্তে খেলবে অন্য কোনও ক্রিকেটার। দলে আর কোনও পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা।
দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার কে হবে তা নিয়ে রয়েছে জল্পনা। স্টার্ককে ফের সুযোগ দেওয়া হবে না অজি তারকার পরিবর্তে খেলবে অন্য কোনও ক্রিকেটার। দলে আর কোনও পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা।
এক ঝলকে দেখে নিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকুল রায়, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অঙ্গক্রিশ রঘুবংশী (ইমপ্যাক্ট প্লেয়ার)।
এক ঝলকে দেখে নিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকুল রায়, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অঙ্গক্রিশ রঘুবংশী (ইমপ্যাক্ট প্লেয়ার)।
অপরদিকে, প্রথম দুটি ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। যার ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে দিল্লির। ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে জয় ছাড়া কিছু ভাবতে নারাজ ঋষভ পন্থের দল।
অপরদিকে, প্রথম দুটি ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। যার ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে দিল্লির। ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে জয় ছাড়া কিছু ভাবতে নারাজ ঋষভ পন্থের দল।
কেকেআরের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, আনরিখ নকিয়া, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খালিল আহমেদ, রাসিখ দার (ইমপ্যাক্ট প্লেয়ার)।
কেকেআরের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, আনরিখ নকিয়া, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খালিল আহমেদ, রাসিখ দার (ইমপ্যাক্ট প্লেয়ার)।

IPL 2024 RR vs DC: মরশুমে টানা দ্বিতীয় হার দিল্লির, পরপর ম্যাচে জিতে দ্বিতীয় স্থানে রাজস্থান

ইনদওর: একদিকে পরপর ২ ম্যাচ জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল রাজস্থান রয়্যালস। অপরদিকে, প্রতিযোগিতায় পরপর ২ ম্যাচে হার দিল্লি ক্যাপিটালসের। ব্যাটে-বলে লড়াই হলেও টানটান ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল রাজস্থান। গুরুত্বপূর্ণ ম্যাচে সঞ্জু স্যামসনের দলের কাছে ১২ রানে হারতে হল ঋষভ পন্থদের। ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা রিয়ান পরাগ।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ । IPL 2024 Points Table

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। রাজস্থানকে পরপর ধাক্কা দিয়ে অধিনায়কের সিদ্ধান্তকে প্রথম দিকে সঠিক প্রমাণ করেন দিল্লির বোলাররা। একটা সময় ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান। রান পাননি যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসনরা। সেখান রিয়ান পরাগ ও রবিচন্দ্রন অশ্বিন দলের রাশ ধরেন। দুজনেই বেশ কিছু অনবদ্য শট খেলেন। ৫৪ রানের পার্টনারশিপ করে দলকে লড়াই ফেরান দুজন।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

২৯ রানে কার্যকরী ইনিংস খেলে দলের ৯০ রানে সাজঘরে ফেরেন অশ্বিন। অপরদিকে নিজের মারকাটারি ইনিংস চালিয়ে যান রিয়ান পরাগ। অর্ধশতরানও পূরণ করেন তিনি। তাঁকে ধ্রুব জুরেল ২০ ও শিমরন হেটমায়ার ঝোড়ো ১৪ রান কে সঙ্গ দেন। রিয়ান পরাদের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৮৫ রানের লড়াকু স্কোর করে রাজস্থান। ৪৫ বলে ৮৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রিয়ান।

১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি দিল্লি ক্যাপিটালসের। ৩০ রানের মধ্যে ২ উইকেট পড়ে যায় দিল্লির। মিচেল মার্শ ২৩ ও রিকি ভুঁই খাতা না খুলেই সাজঘরে ফেরত যান। এরপর ডেভিড ওয়ার্নার ও রিষভ পন্থ ঠান্ডা মাথায় ব্যাটিং করে ৬৭ রানের পার্টনারশিপ করেন। কিন্তু ফের ৯৭ রানে ও ১০৪ রানে দুই সেট ব্যাটারের উইকেট হারায় দিল্লি। ওয়ার্নার ৪৯ ও পন্থ ২৮ রান করে আউট হন। রান পাননি অভিষেক পোড়েলও। ৯ করেন তিনি।

আরও পড়ুনঃ KKR News: আরসিবির বিরুদ্ধে কেকেআর একাদশে বদল? থাকবে একাধিক চমক! জেনে নিন বিস্তারিত

১২২ রানে ৫ উইকেটে হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। সেখান থেকে ট্রিস্টান স্টাবস ও অক্ষর প্যাটেস মারকাটারি ব্যাটিং করে দিল্লিকে জয়ের স্বপ্ন দেখিয়েছিল। বিশেষ করে বিধ্বংসী ব্যাটিং করে স্টাবস। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ ফিনিশ করতে পারেননি দুজনে। ২৩ বলে ৪৩ স্টাবস ও ১৩ বলে ১৫ করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে দিল্লি। ১২ রানে ম্য়াচ জেতে রাজস্থান।

Rishabh Pant in IPL 2024: অধিনায়কত্ব করবেন পন্থই! আইপিএলের আগে মেগা সুখবর এই ক্যাম্পে

কবে মাঠে ফিরবেন ঋষভ পন্থ ? তিনি কি এবারের আইপিএল খেলবেন নাকি… এমন সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে। ঋষভ পন্থের ফ্যানরা খুশি হওয়ার সময়,  কারণ তাঁদের প্রিয় খেলোয়াড় আইপিএলে (আইপিএল ২০২৪) ফিরে আসতে চলেছে। শুধু ফেরা নয়,  দিল্লি ক্যাপিটাল্সের  অধিনায়কত্বও করবেন তিনি। ২২ মার্চ থেকে শুরু হবে IPL 2024।
কবে মাঠে ফিরবেন ঋষভ পন্থ ? তিনি কি এবারের আইপিএল খেলবেন নাকি… এমন সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে। ঋষভ পন্থের ফ্যানরা খুশি হওয়ার সময়,  কারণ তাঁদের প্রিয় খেলোয়াড় আইপিএলে (আইপিএল ২০২৪) ফিরে আসতে চলেছে। শুধু ফেরা নয়,  দিল্লি ক্যাপিটাল্সের  অধিনায়কত্বও করবেন তিনি। ২২ মার্চ থেকে শুরু হবে IPL 2024।
২৬ বছর বয়সী ঋষভ পন্থ প্রায় ১৫ মাস পর মাঠে ফিরতে প্রস্তুত। দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল  ক্রিকইনফোকে  এই তথ্য দিয়েছে। জিন্দাল বলেছেন যে দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায় এবং প্রধান কোচ রিকি পন্টিং আত্মবিশ্বাসী যে পন্থ আইপিএলে  ফিরে আসবেন। তবে এর জন্য বিসিসিআইয়ের ফিটনেস ক্লিয়ারেন্স লাগবে।
২৬ বছর বয়সী ঋষভ পন্থ প্রায় ১৫ মাস পর মাঠে ফিরতে প্রস্তুত। দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল  ক্রিকইনফোকে  এই তথ্য দিয়েছে। জিন্দাল বলেছেন যে দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায় এবং প্রধান কোচ রিকি পন্টিং আত্মবিশ্বাসী যে পন্থ আইপিএলে  ফিরে আসবেন। তবে এর জন্য বিসিসিআইয়ের ফিটনেস ক্লিয়ারেন্স লাগবে।
পার্থ জিন্দাল বলেন, ‘‘ঋষভ ব্যাটিং করছেন। উইকেটকিপিং শুরু করেছেন। আইপিএল শুরু হওয়ার সময় তিনি পুরোপুরি ফিট হতে পারেন। আশা করা হচ্ছে প্রথম ম্যাচ থেকেই তিনি দলের অধিনায়কত্ব করবেন।’’ দিল্লি ক্যাপিটালস প্রথম সাত ম্যাচে ব্যাটসম্যান হিসেবে পন্থকে নামাতে পারে৷ ইর্থাৎ  সেক্ষেত্রে তাঁকে দিয়ে উইকেটকিপিং নাও করানো হতে পারে৷ এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি পুরো ম্যাচ খেলবেন কি না।
পার্থ জিন্দাল বলেন, ‘‘ঋষভ ব্যাটিং করছেন। উইকেটকিপিং শুরু করেছেন। আইপিএল শুরু হওয়ার সময় তিনি পুরোপুরি ফিট হতে পারেন। আশা করা হচ্ছে প্রথম ম্যাচ থেকেই তিনি দলের অধিনায়কত্ব করবেন।’’ দিল্লি ক্যাপিটালস প্রথম সাত ম্যাচে ব্যাটসম্যান হিসেবে পন্থকে নামাতে পারে৷ ইর্থাৎ  সেক্ষেত্রে তাঁকে দিয়ে উইকেটকিপিং নাও করানো হতে পারে৷ এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি পুরো ম্যাচ খেলবেন কি না।
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলা দক্ষিণ আফ্রিকার বোলার এনরিক নোর্ৎজে এই মুহূর্তে আনফিট। তবে জিন্দাল আশাবাদী যে নোর্ৎজে দলের প্রথম ম্যাচের আগে ফিট হয়ে যাবেন।
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলা দক্ষিণ আফ্রিকার বোলার এনরিক নোর্ৎজে এই মুহূর্তে আনফিট। তবে জিন্দাল আশাবাদী যে নোর্ৎজে দলের প্রথম ম্যাচের আগে ফিট হয়ে যাবেন।

 

দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ ২৩ মার্চ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ তার শক্তি। ওপেনার হিসেবে ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ এবং মিডল অর্ডারে ক্যাপ্টেন পন্থ ছাড়াও তার আছে শাই হোপ, হ্যারি ব্রুক, মিচেল মার্শ, ট্রিস্টান স্টাবসরাও রয়েছেন। জিন্দাল নিজের সাক্ষাৎকারে বলেছেন, ‘‘হ্যারি ব্রুককে ছয় নম্বরে ব্যবহার করা যেতে পারে। হ্যারি ব্রুক একজন হার্ড হিটার এবং শেষ ওভারে ভালো পারফর্ম করে দলকে বড় স্কোর করতে বা লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে।’’
দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ ২৩ মার্চ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ তার শক্তি। ওপেনার হিসেবে ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ এবং মিডল অর্ডারে ক্যাপ্টেন পন্থ ছাড়াও তার আছে শাই হোপ, হ্যারি ব্রুক, মিচেল মার্শ, ট্রিস্টান স্টাবসরাও রয়েছেন। জিন্দাল নিজের সাক্ষাৎকারে বলেছেন, ‘‘হ্যারি ব্রুককে ছয় নম্বরে ব্যবহার করা যেতে পারে। হ্যারি ব্রুক একজন হার্ড হিটার এবং শেষ ওভারে ভালো পারফর্ম করে দলকে বড় স্কোর করতে বা লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে।’’

Full Retained List Of IPL 10 Teams:আইপিএলের ১০ দল ধরে রাখল কোন প্লেয়ারদের, দেখে নিন সম্পূর্ণ তালিকা

২০২৪ আইপিএল মিনি নিলামের আগে ২৬ নভেম্বর ছিল শেষ দিন প্রতিটি দলের রিটেইন ও রিলিজ লিস্ট জমা দেওয়ার জন্য। আইপিলেরর ১০টি দল ৮৯ ক্রিকেটারকে রিলিজ করেছে। এছাড়া কাদের ধরে রাখল দলগুলি দেখে নিন সেই তালিকা।
২০২৪ আইপিএল মিনি নিলামের আগে ২৬ নভেম্বর ছিল শেষ দিন প্রতিটি দলের রিটেইন ও রিলিজ লিস্ট জমা দেওয়ার জন্য। আইপিলেরর ১০টি দল ৮৯ ক্রিকেটারকে রিলিজ করেছে। এছাড়া কাদের ধরে রাখল দলগুলি দেখে নিন সেই তালিকা।
কলকাতা নাইট রাইডার্স: নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়স আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সুয়াশ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী।
কলকাতা নাইট রাইডার্স: নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়স আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সুয়াশ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী।
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিষান, তিলক বর্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকর, ক্যামেরন গ্রিন, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জসপ্রীত বুমরাহ, কুমার কার্তিকেয়া, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল ও জেসন বেহরেনডর্ফ। এছাড়া ট্রেড উইন্ডোতে রোমারিও শেফার্ডকে দলে নিয়েছে মুম্বই।
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিষান, তিলক বর্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকর, ক্যামেরন গ্রিন, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জসপ্রীত বুমরাহ, কুমার কার্তিকেয়া, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল ও জেসন বেহরেনডর্ফ। এছাড়া ট্রেড উইন্ডোতে রোমারিও শেফার্ডকে দলে নিয়েছে মুম্বই।
চেন্নাই সুপার কিংস: এমএস ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, শেক রশিদ, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, মইন আলি, শিবম দুবে, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল, রাজবর্ধন হাঙ্গরগেকর, দীপক চাহার, মাহিশ থিকশানা, মুকেশ চৌধরী, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, তুষার দেশপান্ডে ও মাথিসা পাথিরানা।
চেন্নাই সুপার কিংস: এমএস ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, শেক রশিদ, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, মইন আলি, শিবম দুবে, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল, রাজবর্ধন হাঙ্গরগেকর, দীপক চাহার, মাহিশ থিকশানা, মুকেশ চৌধরী, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, তুষার দেশপান্ডে ও মাথিসা পাথিরানা।
আরসিবি:  ফ্যাফ ডু'প্লেসি, গ্লেন ম্য়াক্সওয়েল, বিরাট কোহলি, রজত পতিদার, অনূজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই, উিল জ্যাকস, মহীপাল লোমরোর, করণ শর্মা, মনোজ ভান্দাগে, বিজয়কুমার বৈশাক, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, রিস টপলি, হিমাংশু শর্মা ও রাজন কুমার। এছাড়া মায়াঙ্ক ডাগরকে ট্রেড উইন্ডোতে নিয়েছে আরসিবি।
আরসিবি: ফ্যাফ ডু’প্লেসি, গ্লেন ম্য়াক্সওয়েল, বিরাট কোহলি, রজত পতিদার, অনূজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়াশ প্রভুদেশাই, উিল জ্যাকস, মহীপাল লোমরোর, করণ শর্মা, মনোজ ভান্দাগে, বিজয়কুমার বৈশাক, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, রিস টপলি, হিমাংশু শর্মা ও রাজন কুমার। এছাড়া মায়াঙ্ক ডাগরকে ট্রেড উইন্ডোতে নিয়েছে আরসিবি।
গুজরাত টাইটান্স: হার্দিক পান্ডিয়া, ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, ডেভিড মিলার, ম্যাথিউ ওয়েড, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ শামি, নূর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জোশ লিটল ও মোহিত শর্মা।
গুজরাত টাইটান্স: হার্দিক পান্ডিয়া, ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, ডেভিড মিলার, ম্যাথিউ ওয়েড, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নালকান্ডে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ শামি, নূর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জোশ লিটল ও মোহিত শর্মা।
দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, মিচেল মার্শ, যশ ধুল, প্রবীণ দুবে, ভিকি ওস্তওয়াল, এনরিখ নরকিয়া, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিদি, খলিল আহমেদ, ইশান্ত শর্মা ও মুকেশ কুমার।
দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, মিচেল মার্শ, যশ ধুল, প্রবীণ দুবে, ভিকি ওস্তওয়াল, এনরিখ নরকিয়া, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিদি, খলিল আহমেদ, ইশান্ত শর্মা ও মুকেশ কুমার।
লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল, কুইন্টন ডি'কক, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, কাইল মায়ের্স, মার্কাস স্টইনিস, দীপক হুডা, রবি বিষ্ণোই, নবীন উল হক, ক্রুণাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রেরক মানকড়, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব ও মহসিন খান। ট্রেড উইন্ডো দেবদূত পাড়িক্কলকে দলে নিয়েছে এলএসজি।
লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল, কুইন্টন ডি’কক, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, কাইল মায়ের্স, মার্কাস স্টইনিস, দীপক হুডা, রবি বিষ্ণোই, নবীন উল হক, ক্রুণাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রেরক মানকড়, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব ও মহসিন খান। ট্রেড উইন্ডো দেবদূত পাড়িক্কলকে দলে নিয়েছে এলএসজি।
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন, জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জসওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ডোনোভন ফেরেইরা, কুণাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নভদীপ সাইনি, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুদবেন্দ্র চাহাল ও অ্যাডাম জাম্পা। আবেশ খানকে ট্রেড উইন্ডোতে নিয়েছে রাজস্থান।
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন, জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জসওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ডোনোভন ফেরেইরা, কুণাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নভদীপ সাইনি, প্রসিধ কৃষ্ণা, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুদবেন্দ্র চাহাল ও অ্যাডাম জাম্পা। আবেশ খানকে ট্রেড উইন্ডোতে নিয়েছে রাজস্থান।
পঞ্জব কিংস: শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরন সিং, ম্যাথিউ শর্ট, হরপ্রীত ভাটিয়া, অথর্ব টাইডে, ঋষি ধাওয়ান, স্যাম কারান, সিকন্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, গুরনূর সিং, শিবম সিং, রাহুল চাহার, আর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, বিদ্বথ কাভেরাপ্পা, কাগিসো রাবাদা ও ন্যাথন এলিস।
পঞ্জব কিংস: শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, প্রভসিমরন সিং, ম্যাথিউ শর্ট, হরপ্রীত ভাটিয়া, অথর্ব টাইডে, ঋষি ধাওয়ান, স্যাম কারান, সিকন্দর রাজা, লিয়াম লিভিংস্টোন, গুরনূর সিং, শিবম সিং, রাহুল চাহার, আর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, বিদ্বথ কাভেরাপ্পা, কাগিসো রাবাদা ও ন্যাথন এলিস।
সানরাইজার্স হায়দরাবাদ: আবদুল সামাদ, এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, এনরিখ ক্লাসেন, মায়াঙ্ক আগরওয়াল, আনমোলপ্রীত সিং, উপেন্দ্র যাদব, নীতীশ রেড্ডি, অভিষেক শর্মা, মারকো জানসেন, ওয়াশিংটন সুন্দর, সনবীর সিং, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক ও ফজলহক ফারুকি। শাহবাজ আহমেদকে ট্রেড উইন্ডোতে নিয়েছে এসআরএইচ।
সানরাইজার্স হায়দরাবাদ: আবদুল সামাদ, এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, এনরিখ ক্লাসেন, মায়াঙ্ক আগরওয়াল, আনমোলপ্রীত সিং, উপেন্দ্র যাদব, নীতীশ রেড্ডি, অভিষেক শর্মা, মারকো জানসেন, ওয়াশিংটন সুন্দর, সনবীর সিং, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক ও ফজলহক ফারুকি। শাহবাজ আহমেদকে ট্রেড উইন্ডোতে নিয়েছে এসআরএইচ।

Full Released List Of IPL 10 Teams: আইপিএলের ১০ দল নিলামের আগে বাদ দিল কাদের, দেখে নিন সম্পূর্ণ তালিকা

১৯ ডিসেম্বর বসতে চলেছে আইপিএল ২০২৪-এর মিনি নিলামের আসর। তার আগে ২৬ নভেম্বর তারিখ ছিল আইপিএলের ১০টি দলের রিটেইন ও রিলিজ প্লেয়ারের লিস্ট জমা দেওয়ার শেষ তারিখ। কিন্তু রিলিজ লিস্ট সামনে আসার পর যা বোঝা যাচ্ছে নামে মিনি নিলাম হলেও তা আদতে হতে চলেছে মেগা নিলামের মতনই।
১৯ ডিসেম্বর বসতে চলেছে আইপিএল ২০২৪-এর মিনি নিলামের আসর। তার আগে ২৬ নভেম্বর তারিখ ছিল আইপিএলের ১০টি দলের রিটেইন ও রিলিজ প্লেয়ারের লিস্ট জমা দেওয়ার শেষ তারিখ। কিন্তু রিলিজ লিস্ট সামনে আসার পর যা বোঝা যাচ্ছে নামে মিনি নিলাম হলেও তা আদতে হতে চলেছে মেগা নিলামের মতনই।
কারণ আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ৮৯ জন প্লেয়ারকে রিলিজ করেছে। যেখানে রয়েছে দেশ-বিদেশের অসংখ্য তারকা ক্রিকেটার। বড় সংখ্যক প্লেয়ার ছেড়ে দিয়ে একাধিক দল চাইছে নতুন মরশুমের আগে দল ঢেলে সাজিয়ে নিতে বা গুছিয়ে নিতে। এক ঝলকে দেখে নেওয়া যাক আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি কাদের কাদের রিলিজ করল।
কারণ আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ৮৯ জন প্লেয়ারকে রিলিজ করেছে। যেখানে রয়েছে দেশ-বিদেশের অসংখ্য তারকা ক্রিকেটার। বড় সংখ্যক প্লেয়ার ছেড়ে দিয়ে একাধিক দল চাইছে নতুন মরশুমের আগে দল ঢেলে সাজিয়ে নিতে বা গুছিয়ে নিতে। এক ঝলকে দেখে নেওয়া যাক আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি কাদের কাদের রিলিজ করল।
কলকাতা নাইট রাইডার্স: শাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড ভিসে, নারায়ণ জগদীশন, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চালর্স।
কলকাতা নাইট রাইডার্স: শাকিব আল হাসান, লিটন দাস, আর্য দেশাই, ডেভিড ভিসে, নারায়ণ জগদীশন, মনদীপ সিং, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চালর্স।
মুম্বই ইন্ডিয়ান্স: জোফ্রা আর্চার, ট্রিস্টান স্টাবস, ডুয়ান জানসেন, ঝাই রিচার্ডসন, রাইলি মেরিডিথ, ক্রিস জর্ডন, মহম্মদ আরশাদ খান, রমনদীপ সিং, হৃতিক শোকিন, রাঘব গয়াল ও সন্দীপ ওয়ারিয়র।
মুম্বই ইন্ডিয়ান্স: জোফ্রা আর্চার, ট্রিস্টান স্টাবস, ডুয়ান জানসেন, ঝাই রিচার্ডসন, রাইলি মেরিডিথ, ক্রিস জর্ডন, মহম্মদ আরশাদ খান, রমনদীপ সিং, হৃতিক শোকিন, রাঘব গয়াল ও সন্দীপ ওয়ারিয়র।
চেন্নাই সুপার কিংস: বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, অম্বাতি রায়াড়ু, সিসান্দা মাগালা, কাইল জেমিসন, ভগত বর্মা, সুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিং।
চেন্নাই সুপার কিংস: বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, অম্বাতি রায়াড়ু, সিসান্দা মাগালা, কাইল জেমিসন, ভগত বর্মা, সুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিং।
পঞ্জাব কিংস : ভানুকা রাজাপক্ষ, মোহিত রাঠি, বলতেজ ঢান্ডা, রাজ অঙ্গদ বাওয়া ও শাহরুখ খান।
পঞ্জাব কিংস : ভানুকা রাজাপক্ষ, মোহিত রাঠি, বলতেজ ঢান্ডা, রাজ অঙ্গদ বাওয়া ও শাহরুখ খান।
গুজরাত টাইটান্স: ওডিয়েন স্মিথ, আলজারি জোসেফ ও দাসুন শনাকা, যশ দয়াল, কে এস ভরত, শিবম মাভি, উর্বিল প্যাটেল ও প্রদীপ সাঙ্গোয়ান।
গুজরাত টাইটান্স: ওডিয়েন স্মিথ, আলজারি জোসেফ ও দাসুন শনাকা, যশ দয়াল, কে এস ভরত, শিবম মাভি, উর্বিল প্যাটেল ও প্রদীপ সাঙ্গোয়ান।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ওয়ানিন্দু হাসরঙ্গ, জশ হেজ়লউড, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি ও ওয়েন পার্নেল, হর্ষল প্যাটেল, সোনু যাদব, অবিনাশ সিং, সিদ্ধার্থ কৌল ও কেদার যাদব।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ওয়ানিন্দু হাসরঙ্গ, জশ হেজ়লউড, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি ও ওয়েন পার্নেল, হর্ষল প্যাটেল, সোনু যাদব, অবিনাশ সিং, সিদ্ধার্থ কৌল ও কেদার যাদব।
দিল্লি ক্যাপিটালস: রিলি রুসো, রভম্যান পাওয়েল, ফিল সল্ট ও মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, মণীশ পাণ্ডে, কমলেশ নাগারকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, অমন খান ও প্রিয়ম গর্গ।
দিল্লি ক্যাপিটালস: রিলি রুসো, রভম্যান পাওয়েল, ফিল সল্ট ও মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, মণীশ পাণ্ডে, কমলেশ নাগারকোটি, রিপল প্যাটেল, সরফরাজ খান, অমন খান ও প্রিয়ম গর্গ।
লখনউ সুপার জায়ান্টস: ড্যানিয়েল স্যামস, জয়দেব উনাদকাট, মনন ভোরা, স্বপ্নিল সিংহ, করণ শর্মা, অর্পিত গুলেরিয়া, সূর্যাংশ শেগড়ে ও করুণ নায়ার।
লখনউ সুপার জায়ান্টস: ড্যানিয়েল স্যামস, জয়দেব উনাদকাট, মনন ভোরা, স্বপ্নিল সিংহ, করণ শর্মা, অর্পিত গুলেরিয়া, সূর্যাংশ শেগড়ে ও করুণ নায়ার।
রাজস্থান রয়্যালস: জো রুট, জেসন হোল্ডার এবং ওবেদ ম্যাকয়, আব্দুল বাসিথ, আকাশ বশিষ্ঠ, কুলদীপ যাদব, মুরুগান অশ্বিন, কেসি কারিয়াপ্পা ও কেএম আসিফ।
রাজস্থান রয়্যালস: জো রুট, জেসন হোল্ডার এবং ওবেদ ম্যাকয়, আব্দুল বাসিথ, আকাশ বশিষ্ঠ, কুলদীপ যাদব, মুরুগান অশ্বিন, কেসি কারিয়াপ্পা ও কেএম আসিফ।
সানরাইজার্স হায়দরাবাদ: হ্যারি ব্রুক, আকিল হোসেন ও আদিল রশিদ, সমর্থ ব্যাস, কার্তিক ত্যাগী ও বিভ্রান্ত শর্মা।
সানরাইজার্স হায়দরাবাদ: হ্যারি ব্রুক, আকিল হোসেন ও আদিল রশিদ, সমর্থ ব্যাস, কার্তিক ত্যাগী ও বিভ্রান্ত শর্মা।

Siraj Salt Fight: দিল্লি-আরসিবি ম্যাচেও তুমুল ঝামেলা, সৌরভ-কোহলি হাত মেলালেও এড়ানো গেল না বিতর্ক

দিল্লি: শনিবার আরসিবি বনাম দিল্লি ক্যাপিটাসলস ম্যাচ শেষে অতীত ভুলে বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সৌজন্যতা মন জিতে নিয়েছে সকলের। ম্যাচ শেষে একে অপরের মুখোমুখি হতে এবার আর এড়িয়ে যাননি দুই তারকা। এগিয়ে গিয়ে হাত মেলানোর পাশাপাশি বিরাট কোহলির কাঁধে হাত দিয়ে কথাও বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোহলি ও সৌরভের মধ্যে বরফ গলার ইঙ্গিত মন জিতে নেয় সকলের। কিন্তু সৌরভ ও কোহলি হাত মেলালেও দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে ঝামেলা কিন্তু এড়ানো যায়নি।

দিল্লি আরসিবি ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়ান দিল্লি ক্যাপিটালসের ব্যাটার ফিল সল্ট ও আরসিবির পেসার মহম্মদ সিরাজ। দিল্লি ব্যাটিংয়ের সময় মহম্মদ সিরাজের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেন ফিল সল্ট। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারতে থাকেন আরসিবির প্রধান পেসারকে। ম্যাচের পঞ্চম ওভারে ঝামেলায় জড়িয়ে পড়েন দুজন। বিশেষ করে সিরাজকে দেখায যায় সল্টের দিকে তেড়ে গিযে আঙুল তুলে কিছু বলতে। ওয়ার্নার গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অবস্থা হাতের বাইরে চলে যাওয়ার আগেই আম্পায়াররা চলে আসেন। সিরাদ ও সল্টের ঝামেলার একাধিক ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যদিও এই ঝামেলা টেনে নিয়ে যাননি দুইজন। ম্যাচ শেষে দেখা যায় একে অপরকে জড়িয়ে ধরে ঝামেলা মিটিয়ে নিতে।

আরও পড়ুনঃ Kohli Sourav handshakes: গম্ভীর পর্ব থেকে শিক্ষা! বরফ গলল সৌরভ-কোহলির, কী কথা হল দুই তারকার

আরও পড়ুনঃ India vs Pakistan: ভাবা যায়! ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য শর্ত দিল পাকিস্তান, চরমে বিসিসিআই-পিসিবি ‘যুদ্ধ’

প্রসঙ্গত, আরসিবি ও দিল্লি ক্যারিটালসের দ্বিতীয় পর্বের সাক্ষাতে সহজ জয় পেয়েছে ডেভিড ওয়ার্নারের দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে ব্যাঙ্গালোর। বিরাট কোহলি ৫৫ ও মাহিপাল লোমরর ৫৪ রানের ইনিংস খেলেন। ৪৫ করেন ফাফ ডুপ্লেসি। রান তাড়া তারা করতে নেমে ফিল সল্টের ৮৭ রানের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি।

Virat Kohli: এবার কোহলির নয়, গুরুর পা ছুয়ে বিরাট মন জিতে নিলেন ফ্যান ও নেটিজেনদের

দিল্লি: শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ হারলেও সকলের মন জিতে নিলেন বিরাট কোহলি। সঙ্গে আইপিএলের কেরিয়ারে গড়লেন একাধিক রেকর্ড। আরসিবির হয়ে খেললেও দিল্লি তার ঘরের মাঠ। ছোট বেলা থেকে এই মাঠেই নিজেকে তিল তিল করে গড়ে তুলেছিলেন বিরাট কোহলি। সেখানেই একাধিক রেকর্ড গড়ে ও ফ্যানেদের ভালোবাসায় আপ্লুত কোহলি। আর ঘরের মাঠে ম্যাচের আগে সাক্ষাৎ হয়ে গেল বিরাট কোহলি ছোট বেলার কোচ রাজকুমার শর্মা। গুরুকে দেখেই শিষ্যের সম্মান প্রদর্শন মন ছুঁয়ে গেল সকলের।

অরুণ জেটলি স্টেডিয়ামে তখনও ম্যাচ শুরু হতে অনেকটা সময় বাকি। তখন মাঠে অনুশীলন করছিলেন বিরাট কোহলি। সেই সময় দেখা করতে আসেন কোহলির ছোট বেলার কোচ রাজকুমার শর্মা। গুরুকে দেখেই এগিয়ে যান শিষ্য বিরাট কোহলি। ভিডিওতে দেখা যায় কোহলি প্রথমেই তাঁর কোচকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তারপর কোচের সঙ্গে হাসি মুখে আড্ডা দিতেও দেখা যায় বিরাট কোহলিকে। স্টেডিয়ামের দিকে দেখিয়ে কিছু একটা বলেন কোহলি। সম্ভবত নিজের নামের স্ট্যান্ড ছেলে বেলার কোচকে দেখান বিরাট। এমন সুন্দর মুহূর্ত নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময় নেয়নি।

আরও পড়ুনঃ Virat Kohli: সৌরভের সামনে কোহলির ইতিহাস, আইপিএলে গড়লেন একের পর এক বিরাট রেকর্ড

প্রসঙ্গত ম্যাচ হারলেও দিল্লির মাঠে একাধিক মাইলস্টোন গড়েন বিরাট কোহলি। দিল্লির বিরুদ্ধে ১২ রান করতেই আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৭০০০ রান করার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোরারও কোহলি। দিল্লি ম্যাচের ২৩২টি ম্যাচে কোহলির রান ৬৯৮৮। দিল্লির বিরুদ্ধে ৫৫ করার পর তা দাঁড়াল ৭০৪৩। দিল্লির বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেও রেকর্ড গড়েন বিরাট কোহলি। আইপিএলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০টি হাফ সেঞ্চুরি করলনে কোহলি। শীর্ষে ডেভিড ওয়ার্নার (৫৯টি)।

WPL 2023: টস জিতলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনা, দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ডবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। আরসিবির দলের নেতৃত্বে দিচ্ছেন ভারতীয় দলের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা। অপরদিকে দিল্লির দলের নেতৃত্বে রয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের অধিনায়ক মেগ ল্যানিং। দুই দলেরই প্রথম ম্যাচ এটি। জয় দিয়ে মরসুম শুরু করাই লক্ষ্য রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসের।

প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য সাথ দিল আরসিবি অধিনায়কের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মন্ধনা। দুপুরের খেলা, শিশির সমস্যা নেই, ফ্রেস উইকেটে পেসাররা যাতে কিছুটা সুবিধা পায় সেই কারণেই টস জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মন্ধনা। টস হারলেও তা নিয়ে খুব একটা ভাবতে নারাজ বলে জানান মেগ ল্যানিং। বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য রাজধানীর দলের।

মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে হচ্চে আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। পিচে ব্যাটারদের জন্য সাহায্য রয়েছে। তবে স্পিনাররাও খানিক সাহায্য আশা করতে পারেন। এর আগে মেয়েদের যে ১০টি টি-২০ ম্যাচ এই মাঠে হয়েছে সেখানে ৫টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। ৫ ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ১৬৫। দ্বিতীয় ইনিংসে তা কমে দাঁড়ায় ১৪৯-তে। দুপুরে ম্যাচ হওয়ায় শিশিরের বড় ফ্যাক্টর হয়ে ওঠার সম্ভাবনা কম।

আরসিবির একাদশ: স্মৃতি মিন্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইট, রিচা ঘোষ (উইকেটকিপার), দিশা কাশাত, প্রীতি বোস, কণিকা আহুজা, সোভানা আশা, মেগান স্কাট, রেণুকা সিং ঠাকুর।

আরও পড়ুনঃ হার মানল ছেলেদের আইপিএলও, প্রথম ম্যাচেই একাধিক রেকর্ড গড়ল মুম্বই ইন্ডিয়ান্স

দিল্লি ক্যাপিটালসের একাদশ: শেফালি ভার্মা, অ্যালিস ক্যাপসে, জেমাইমা রড্রিগেজ, মেগ ল্যানিং (অধিনায়ক), মারিজ্যান কাপ, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), অরুন্ধুতি রেড্ডি, শিখা পাণ্ডে, রাধা যাদব, তারা নরিস।

 

IPL 2022: দড়াম করে বাউন্সার লাগল হেলমেটে, ছুটে এল শ্রেয়স আইয়ার, তারপর পৃথ্বী যা করলেন…

#মুম্বই: কলকাতা রবিবার দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে আইপিএল ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়৷ দিল্লির ওপেনার পৃথ্বী শ আর ডেভিড ওয়ার্নার দলকে দারুণ শুরু করিয়ে দেন৷ এই মরশুমে কলকাতাকে শুরুতেই উইকেট তুলে সাফল্যের রাস্তায় হাঁটিয়ে দেওয়া উমেশ যাদব এদিন ফ্লপ৷ এদিন পৃথ্বী ও ওয়ার্নারের বিরুদ্ধে তিনি একেবারেই ব্যর্থ৷ পৃথ্বী শ ম্যাচের প্রথম বলেই চার রান মারেন৷

এদিকে পৃথ্বী শ -র বাউন্সারটি মাথায় লাগার পরেই তার কাছে দৌড়ে চলে আসেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ কিন্তু এরপরেই তিনি পরের বলেই উমেশকে শাস্তি দেন৷

ইনিংসের তৃতীয় ওভারে উমেশ যাদব পৃথ্বী শকে আউট করার জন্য বাউন্সারের সাহায্য নেন৷ বাউন্সারের পরপর দুটো বল মারেন৷ এরমধ্যে একটা বাউন্সার হেলমেটে গিয়ে লাগে৷ এরফলে কিছুক্ষণ ম্যাচ বন্ধ রেখেছে৷ তৃতীয় ওভারের চতুর্থ বলে উমেশ বাউন্সার দেন৷ কিন্তু পৃথ্বী শ কোনও প্রকারের বলের লাইনে সফল হন৷ কিন্তু বল চার হয়ে যায়৷ পঞ্চম বলে পৃথ্বী শ -র হেলমেটে লাগে৷ বাউন্ডারি লাইনে পার হয়ে যায়৷ সেখানেই এই ওভারে পৃথ্বী শ জেনে বুঝে হাওয়া শট খেলেন৷ উমেশের বলের কড়া জবাব দেন৷ তিনি মিডউইকেটে ফিল্ডারের ওপর দিয়ে চার মারেন৷

আরও পড়ুন – চার ম্যাচে হেরেছে মুম্বই, আরসিবি জেতার পর বিরাট কোহলি কি গল্প করলেন সচিনের সঙ্গে

এর আগে প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ন্টসের বিরুদ্ধে পৃথ্বী শ শানদার ৫১ রান করেন৷ এই মরশুমে ৪ ম্যাচে ১৪০ -র বেশি রান বানিয়ে ফেলেন৷

IPL 2022: ১৫.২৫ কোটি টাকার ইশান কিশান, আইপিএলের প্রথম ম্যাচেই কাঁপিয়ে দিলেন ব্যাট হাতে

#মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট আইপিএল নিলামের টেবলে তাঁর জন্য অলআউট গিয়েছিল এবং ১৫.২৫ কোটি টাকায় কিনেছিল ইশান কিষাণকে (Ishan Kishan)৷ আইপিএল ২০২২ (IPL 2022) -র মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (DC vs MI) ম্যাচে কাঁপিয়ে দিলেন ইশান কিশান৷ বাঁহাতি ব্যাটসম্যান এদিন ঝকঝকে অর্ধশতরানের পাশাপাশি অপরাজিত থেকে ৮১ রান করেন৷

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করেন ইশান কিশান৷ ছক্কা মেরে পৌঁছন অর্ধশতরানে৷ তিনি ৭ টি চার ও ২ টি ছক্কা মারেন অর্ধশতরানে৷

এদিকে তাঁর ইনিংস যেমন সংযত ছিল তেমনিই ছিল তুফানি৷  রোহিত শর্মা যখন তাঁর উল্টোদিকে ছিলেন তখন তিনি ধরে খেলছিলেন৷ তবে প্রথম ম্যাচেই নিজের ওঠা দামকে মর্যাদা দিতে হবে এরকম একটা ভাবনা নিয়ে মাঠে নেমেছিলেন ইশান কিশান৷ তাই তাঁর ৪৮ বলের ৮১ সাজানো ১১ টি চার এবং ২ টি ছয় দিয়ে৷

আরও পড়ুন – IPL 2022 কোন কোম্পানির ফোন রিচার্জ করালে ফ্রি তে আইপিএল দেখতে পাবেন গ্রাহকরা

সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে ঝড় শুরু হয়৷ সকলেই মজে ইশানের ধামাকা পারফরম্যান্সে৷

এদিন মূলত তাঁর ব্যাট ভর দিয়েই দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান করে ৷