Tag Archives: DC
IPL 2024 Playoffs Scenario: প্লেঅফে ওঠার ৬ দলের জোর লড়াই, জায়গা বাকি ৩, কোন দলের কী অঙ্ক
RCB vs DC: দিল্লিকে উড়িয়ে প্লেঅফের আশা জিইয়ে রাখল আরসিবি, রাস্তা কঠিন হল সৌরভদের
পরপর ৬ ম্যাচ হারের পর টানা পাঁচ ম্যাচ জয়। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফের ক্ষীণ আশা জিইয়ে রাখল বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। দিল্লিকে ৪৭ রানে হারাল আরসিবি। অপরদিকে, আরসিবির বিরুদ্ধে হেরে ১৬ পয়েন্ট পৌছানোর লক্ষ্য হাতছাড়া করল দিল্লি ক্যাপিটালস। দুই দলেরই এখন প্লেঅফে পৌছতে হলে নিজেদের শেষ ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির হয়ে রজত পাতিদার ঝোড়ো ৩২ বলে ৫২, উইল জ্যাকসের ২৯ বলে ৪১ ও বিরাট কোহলির ১৩ বলে ২৭ রান করেন। ফাফ ডুপ্লেসি, মাহিপাল লোমরর, দীনে কার্তিকরা রান না পাওয়া ২০০-র নীচে থামতে হয় আরসিবিকে। দিল্লির হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন খালিল আহমেদ, রাশিখ সালাম।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেল ৫৭ রানের লড়াকু ইনিংস না খেললে আরও শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হত দিল্লি ক্যাপিটালসকে। মাঝে সাই হোপস ও অক্ষর প্যাটেলের ৫৬ রানের পার্টনারশিপ ছাড়া কোনও জুটি গড়ে ওঠেনি। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। সহজ জয় পায় আরসিবি।
IPL 2024 Playoffs Scenario: প্রথম দল হিসেবে প্লে অফে কেকেআর, বাকি ৩ দল কারা? পয়েন্ট টেবিলে বড় চমক
DC vs RR: বাংলার অভিষেকের দুরন্ত ব্যাটিং, ঝড় তুললেন ম্যাকগ্রাক-স্টাবসও, রাজস্থানকে ২২২ টার্গেট দিল দিল্লি
দিল্লি: শুরুতে জ্যাক ফ্রেসার ম্যাকগ্রাকের ব্যাটং তাণ্ডব ও পরে অভিষেক পোড়েলের অনবদ্য ব্যাটিং। শেষের দিকে ট্রিস্টান স্টাবসের মারকাটারি ব্যাটিং। এই ৩ ব্যাটারের সৌজন্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কার্যত ডু অর ডাই ম্যাচে ২২২ রানের টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন বাংলার ছেলে অভিষেক পোড়েল। এছাড়া ২০ বলে ৫০ করেন ম্যাকগ্রাক। ২০ বলে ৪১ করেন ট্রিস্টান স্টাবস।
ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন জ্যাক ফ্রেসার ম্যাকগ্রাক ও বাংলার ছেলে অভিষেক পোড়েল। শুরু থেকে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন ম্যাকগ্রাক। রীতিমত রাজস্থান বোলারদের নিয়ে ছেলেখেলা করেন তিনি। ৪ ওভারের মধ্যে দলের স্কোর ৬০ রানে পৌছে দেন ম্যাকগ্রাক। ১৯ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। তবে ৫০ করেই আউট হন তিনি।
এরপর একদিক থেকে অভিষেক পোড়েব আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। কিন্তু ভাল শুরু করেও ওপেনিং জুটি ভাঙতেই অপর দিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি। রানরেট ভাল থাকলেও শাই হোপ ১, ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল দুজনেই ১৫ রান করে আউট হন। অপরদিকে, নিজের অর্ধশতরান করেন অভিষেক পোড়েল। অবশেষে ৩৬ বলে ৬৫ রান করে সাজঘরে ফেরেম অভিষেক পোড়েল।
আরও পড়ুন: T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে খেলবেন না তারকা অলরাউন্ডার, ইচ্ছেপূরণ হল না অধিনায়কের
শেষের দিকে ট্রিস্টান স্টাবস ও গুলবদিন নইব দিল্লির ইনিংসের রাশ ধরেন। আক্রমণাত্মক ব্যাটিং করে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে স্টাবস। গুলবদিন তাকে সঙ্গ দেন। ৪৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে তারা। ১৯ রান করে আউট হন গুলবদিন নইব। স্টাবসের মারকাটারি ব্যাটিংয়ে ভর কর ২০০-পার করে দিল্লি। ২০ বলে ৪১ রানের ইনিংস খেলে আউট হন ট্রিস্টান স্টাবস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২১ রান করে দিল্লি ক্যাপিটালস।
Siraj Salt Fight: দিল্লি-আরসিবি ম্যাচেও তুমুল ঝামেলা, সৌরভ-কোহলি হাত মেলালেও এড়ানো গেল না বিতর্ক
দিল্লি: শনিবার আরসিবি বনাম দিল্লি ক্যাপিটাসলস ম্যাচ শেষে অতীত ভুলে বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সৌজন্যতা মন জিতে নিয়েছে সকলের। ম্যাচ শেষে একে অপরের মুখোমুখি হতে এবার আর এড়িয়ে যাননি দুই তারকা। এগিয়ে গিয়ে হাত মেলানোর পাশাপাশি বিরাট কোহলির কাঁধে হাত দিয়ে কথাও বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোহলি ও সৌরভের মধ্যে বরফ গলার ইঙ্গিত মন জিতে নেয় সকলের। কিন্তু সৌরভ ও কোহলি হাত মেলালেও দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে ঝামেলা কিন্তু এড়ানো যায়নি।
দিল্লি আরসিবি ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়ান দিল্লি ক্যাপিটালসের ব্যাটার ফিল সল্ট ও আরসিবির পেসার মহম্মদ সিরাজ। দিল্লি ব্যাটিংয়ের সময় মহম্মদ সিরাজের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেন ফিল সল্ট। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারতে থাকেন আরসিবির প্রধান পেসারকে। ম্যাচের পঞ্চম ওভারে ঝামেলায় জড়িয়ে পড়েন দুজন। বিশেষ করে সিরাজকে দেখায যায় সল্টের দিকে তেড়ে গিযে আঙুল তুলে কিছু বলতে। ওয়ার্নার গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অবস্থা হাতের বাইরে চলে যাওয়ার আগেই আম্পায়াররা চলে আসেন। সিরাদ ও সল্টের ঝামেলার একাধিক ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যদিও এই ঝামেলা টেনে নিয়ে যাননি দুইজন। ম্যাচ শেষে দেখা যায় একে অপরকে জড়িয়ে ধরে ঝামেলা মিটিয়ে নিতে।
Siraj should have atleast thought that Salt and Warner both are World Cup winner players, meanwhile he himself plays for RCB. ??#DCvRCB #IPL2O23 pic.twitter.com/jAymoBlHUw
— Himanshu Pareek (@Sports_Himanshu) May 6, 2023
Salt with Mirchi. What a bond.
The beauty of IPL. Salt, what a man, Siraj what a legend. pic.twitter.com/TeczQddSd9— Ethical Joker (Perry’s version) (@Jokeresque_) May 7, 2023
আরও পড়ুনঃ Kohli Sourav handshakes: গম্ভীর পর্ব থেকে শিক্ষা! বরফ গলল সৌরভ-কোহলির, কী কথা হল দুই তারকার
প্রসঙ্গত, আরসিবি ও দিল্লি ক্যারিটালসের দ্বিতীয় পর্বের সাক্ষাতে সহজ জয় পেয়েছে ডেভিড ওয়ার্নারের দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে ব্যাঙ্গালোর। বিরাট কোহলি ৫৫ ও মাহিপাল লোমরর ৫৪ রানের ইনিংস খেলেন। ৪৫ করেন ফাফ ডুপ্লেসি। রান তাড়া তারা করতে নেমে ফিল সল্টের ৮৭ রানের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি।
Virat Kohli: এবার কোহলির নয়, গুরুর পা ছুয়ে বিরাট মন জিতে নিলেন ফ্যান ও নেটিজেনদের
দিল্লি: শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ হারলেও সকলের মন জিতে নিলেন বিরাট কোহলি। সঙ্গে আইপিএলের কেরিয়ারে গড়লেন একাধিক রেকর্ড। আরসিবির হয়ে খেললেও দিল্লি তার ঘরের মাঠ। ছোট বেলা থেকে এই মাঠেই নিজেকে তিল তিল করে গড়ে তুলেছিলেন বিরাট কোহলি। সেখানেই একাধিক রেকর্ড গড়ে ও ফ্যানেদের ভালোবাসায় আপ্লুত কোহলি। আর ঘরের মাঠে ম্যাচের আগে সাক্ষাৎ হয়ে গেল বিরাট কোহলি ছোট বেলার কোচ রাজকুমার শর্মা। গুরুকে দেখেই শিষ্যের সম্মান প্রদর্শন মন ছুঁয়ে গেল সকলের।
অরুণ জেটলি স্টেডিয়ামে তখনও ম্যাচ শুরু হতে অনেকটা সময় বাকি। তখন মাঠে অনুশীলন করছিলেন বিরাট কোহলি। সেই সময় দেখা করতে আসেন কোহলির ছোট বেলার কোচ রাজকুমার শর্মা। গুরুকে দেখেই এগিয়ে যান শিষ্য বিরাট কোহলি। ভিডিওতে দেখা যায় কোহলি প্রথমেই তাঁর কোচকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তারপর কোচের সঙ্গে হাসি মুখে আড্ডা দিতেও দেখা যায় বিরাট কোহলিকে। স্টেডিয়ামের দিকে দেখিয়ে কিছু একটা বলেন কোহলি। সম্ভবত নিজের নামের স্ট্যান্ড ছেলে বেলার কোচকে দেখান বিরাট। এমন সুন্দর মুহূর্ত নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময় নেয়নি।
A wholesome meet & greet ?@imVkohli catches up with his childhood coach ????#TATAIPL | #DCvRCB | @RCBTweets pic.twitter.com/YHifXeN6PE
— IndianPremierLeague (@IPL) May 6, 2023
আরও পড়ুনঃ Virat Kohli: সৌরভের সামনে কোহলির ইতিহাস, আইপিএলে গড়লেন একের পর এক বিরাট রেকর্ড
প্রসঙ্গত ম্যাচ হারলেও দিল্লির মাঠে একাধিক মাইলস্টোন গড়েন বিরাট কোহলি। দিল্লির বিরুদ্ধে ১২ রান করতেই আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৭০০০ রান করার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোরারও কোহলি। দিল্লি ম্যাচের ২৩২টি ম্যাচে কোহলির রান ৬৯৮৮। দিল্লির বিরুদ্ধে ৫৫ করার পর তা দাঁড়াল ৭০৪৩। দিল্লির বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেও রেকর্ড গড়েন বিরাট কোহলি। আইপিএলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০টি হাফ সেঞ্চুরি করলনে কোহলি। শীর্ষে ডেভিড ওয়ার্নার (৫৯টি)।
WPL 2023: টস জিতলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনা, দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ডবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। আরসিবির দলের নেতৃত্বে দিচ্ছেন ভারতীয় দলের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা। অপরদিকে দিল্লির দলের নেতৃত্বে রয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের অধিনায়ক মেগ ল্যানিং। দুই দলেরই প্রথম ম্যাচ এটি। জয় দিয়ে মরসুম শুরু করাই লক্ষ্য রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসের।
? Toss Update ?@mandhana_smriti has won the toss & @RCBTweets have elected to bowl against @DelhiCapitals in their first match of the #TATAWPL. #RCBvDC pic.twitter.com/qXBmbH7562
— Women’s Premier League (WPL) (@wplt20) March 5, 2023
প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য সাথ দিল আরসিবি অধিনায়কের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মন্ধনা। দুপুরের খেলা, শিশির সমস্যা নেই, ফ্রেস উইকেটে পেসাররা যাতে কিছুটা সুবিধা পায় সেই কারণেই টস জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মন্ধনা। টস হারলেও তা নিয়ে খুব একটা ভাবতে নারাজ বলে জানান মেগ ল্যানিং। বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য রাজধানীর দলের।
? A look at the Playing XIs ?
Follow the match ▶️ https://t.co/593BI7xKRy#TATAWPL | #RCBvDC pic.twitter.com/QwhEwkhy6P
— Women’s Premier League (WPL) (@wplt20) March 5, 2023
মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে হচ্চে আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। পিচে ব্যাটারদের জন্য সাহায্য রয়েছে। তবে স্পিনাররাও খানিক সাহায্য আশা করতে পারেন। এর আগে মেয়েদের যে ১০টি টি-২০ ম্যাচ এই মাঠে হয়েছে সেখানে ৫টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। ৫ ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ১৬৫। দ্বিতীয় ইনিংসে তা কমে দাঁড়ায় ১৪৯-তে। দুপুরে ম্যাচ হওয়ায় শিশিরের বড় ফ্যাক্টর হয়ে ওঠার সম্ভাবনা কম।
আরসিবির একাদশ: স্মৃতি মিন্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইট, রিচা ঘোষ (উইকেটকিপার), দিশা কাশাত, প্রীতি বোস, কণিকা আহুজা, সোভানা আশা, মেগান স্কাট, রেণুকা সিং ঠাকুর।
আরও পড়ুনঃ হার মানল ছেলেদের আইপিএলও, প্রথম ম্যাচেই একাধিক রেকর্ড গড়ল মুম্বই ইন্ডিয়ান্স
দিল্লি ক্যাপিটালসের একাদশ: শেফালি ভার্মা, অ্যালিস ক্যাপসে, জেমাইমা রড্রিগেজ, মেগ ল্যানিং (অধিনায়ক), মারিজ্যান কাপ, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), অরুন্ধুতি রেড্ডি, শিখা পাণ্ডে, রাধা যাদব, তারা নরিস।
IPL 2022: দড়াম করে বাউন্সার লাগল হেলমেটে, ছুটে এল শ্রেয়স আইয়ার, তারপর পৃথ্বী যা করলেন…
#মুম্বই: কলকাতা রবিবার দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে আইপিএল ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়৷ দিল্লির ওপেনার পৃথ্বী শ আর ডেভিড ওয়ার্নার দলকে দারুণ শুরু করিয়ে দেন৷ এই মরশুমে কলকাতাকে শুরুতেই উইকেট তুলে সাফল্যের রাস্তায় হাঁটিয়ে দেওয়া উমেশ যাদব এদিন ফ্লপ৷ এদিন পৃথ্বী ও ওয়ার্নারের বিরুদ্ধে তিনি একেবারেই ব্যর্থ৷ পৃথ্বী শ ম্যাচের প্রথম বলেই চার রান মারেন৷
এদিকে পৃথ্বী শ -র বাউন্সারটি মাথায় লাগার পরেই তার কাছে দৌড়ে চলে আসেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ কিন্তু এরপরেই তিনি পরের বলেই উমেশকে শাস্তি দেন৷
5⃣0⃣-run stand! ? ?
Cracking start for @DelhiCapitals as @PrithviShaw & @davidwarner31 complete a half-century partnership in just 4 overs. ? ?
Follow the match ▶️ https://t.co/4vNW3LXMWM#TATAIPL | #KKRvDC pic.twitter.com/tLW7b0SVPI
— IndianPremierLeague (@IPL) April 10, 2022
ইনিংসের তৃতীয় ওভারে উমেশ যাদব পৃথ্বী শকে আউট করার জন্য বাউন্সারের সাহায্য নেন৷ বাউন্সারের পরপর দুটো বল মারেন৷ এরমধ্যে একটা বাউন্সার হেলমেটে গিয়ে লাগে৷ এরফলে কিছুক্ষণ ম্যাচ বন্ধ রেখেছে৷ তৃতীয় ওভারের চতুর্থ বলে উমেশ বাউন্সার দেন৷ কিন্তু পৃথ্বী শ কোনও প্রকারের বলের লাইনে সফল হন৷ কিন্তু বল চার হয়ে যায়৷ পঞ্চম বলে পৃথ্বী শ -র হেলমেটে লাগে৷ বাউন্ডারি লাইনে পার হয়ে যায়৷ সেখানেই এই ওভারে পৃথ্বী শ জেনে বুঝে হাওয়া শট খেলেন৷ উমেশের বলের কড়া জবাব দেন৷ তিনি মিডউইকেটে ফিল্ডারের ওপর দিয়ে চার মারেন৷
আরও পড়ুন – চার ম্যাচে হেরেছে মুম্বই, আরসিবি জেতার পর বিরাট কোহলি কি গল্প করলেন সচিনের সঙ্গে
এর আগে প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ন্টসের বিরুদ্ধে পৃথ্বী শ শানদার ৫১ রান করেন৷ এই মরশুমে ৪ ম্যাচে ১৪০ -র বেশি রান বানিয়ে ফেলেন৷
IPL 2022: ১৫.২৫ কোটি টাকার ইশান কিশান, আইপিএলের প্রথম ম্যাচেই কাঁপিয়ে দিলেন ব্যাট হাতে
#মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট আইপিএল নিলামের টেবলে তাঁর জন্য অলআউট গিয়েছিল এবং ১৫.২৫ কোটি টাকায় কিনেছিল ইশান কিষাণকে (Ishan Kishan)৷ আইপিএল ২০২২ (IPL 2022) -র মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (DC vs MI) ম্যাচে কাঁপিয়ে দিলেন ইশান কিশান৷ বাঁহাতি ব্যাটসম্যান এদিন ঝকঝকে অর্ধশতরানের পাশাপাশি অপরাজিত থেকে ৮১ রান করেন৷
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করেন ইশান কিশান৷ ছক্কা মেরে পৌঁছন অর্ধশতরানে৷ তিনি ৭ টি চার ও ২ টি ছক্কা মারেন অর্ধশতরানে৷
?????? ?????? has arrived to #TATAIPL 2022 & how! ?
He reaches his fifty with a 9⃣8⃣m six! ?#OneFamily #DilKholKe #MumbaiIndians #DCvMI @ishankishan51 pic.twitter.com/nxwZzfq73k
— Mumbai Indians (@mipaltan) March 27, 2022
Splendid Knock ??
FIFTY up for @ishankishan51. Will he power @mipaltan to a perfect finish❓
Live – https://t.co/WRXqoHz83y #TATAIPL #DCvMI pic.twitter.com/MhrzY0HMTq
— IndianPremierLeague (@IPL) March 27, 2022
এদিকে তাঁর ইনিংস যেমন সংযত ছিল তেমনিই ছিল তুফানি৷ রোহিত শর্মা যখন তাঁর উল্টোদিকে ছিলেন তখন তিনি ধরে খেলছিলেন৷ তবে প্রথম ম্যাচেই নিজের ওঠা দামকে মর্যাদা দিতে হবে এরকম একটা ভাবনা নিয়ে মাঠে নেমেছিলেন ইশান কিশান৷ তাই তাঁর ৪৮ বলের ৮১ সাজানো ১১ টি চার এবং ২ টি ছয় দিয়ে৷
আরও পড়ুন – IPL 2022 কোন কোম্পানির ফোন রিচার্জ করালে ফ্রি তে আইপিএল দেখতে পাবেন গ্রাহকরা
সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে ঝড় শুরু হয়৷ সকলেই মজে ইশানের ধামাকা পারফরম্যান্সে৷
Ishan 5
Kishan 6
56 full Fre hai Apna Ishan Kishan.#MIvsDC#DCvsMI #IPL2022 pic.twitter.com/aHjcKtvtNq— OFFICIAL UAC TIMES??????//13Exs Stan???? (@OX_ApnaUACTimes) March 27, 2022
Rohit Sharma: You are the most expensive player of the IPL Auction
Ishan Kishan: pic.twitter.com/c9lj0B7w7i
— Rajabets India??? (@smileandraja) March 27, 2022
15crs daaww!! not worth daww!!
Ishan ~ pic.twitter.com/9BdPjAX3AW
— Troll ஜோக்கர் CSgay™❁ (@Troll_CSgay) March 27, 2022
Ishan Kishan as opener in IPL since 2020.
68*(37)
37(36)
25(19)
72*(47)
50*(25)
84(32)
81*(48) Today Match @ishankishan51 ? pic.twitter.com/bihRQWnxPN— ??_ᴹᴵ (@Sk_twitz55) March 27, 2022
এদিন মূলত তাঁর ব্যাট ভর দিয়েই দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান করে ৷