Tag Archives: DC

IPL 10 Teams Full Retention List: আইপিএলের ১০ দল কাদের ধরে রাখছে? তৈরি চূড়ান্ত তালিকা! রয়েছে একের পর এক মহাচমক

সামনেই আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। ইতিমধ্যেই নিলামের রিটেনশন পলিসি জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মোট ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে প্রতিটি দল। ৫ জন রিটেনশন ও এক জন আরটিএমের মাধ্যমে।  আইপিএলের ১০টি দল কাদের রিটেন করতে পারে রইল তার সম্ভাব্য একাদশ।
সামনেই আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। ইতিমধ্যেই নিলামের রিটেনশন পলিসি জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মোট ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে প্রতিটি দল। ৫ জন রিটেনশন ও এক জন আরটিএমের মাধ্যমে। আইপিএলের ১০টি দল কাদের রিটেন করতে পারে রইল তার সম্ভাব্য একাদশ।
মুম্বই ইন্ডিয়ান্স: আইপিএলে ইতিহাসে সবথেকে সফল দলগুলির মধ্যে ওপরের সারিতে রয়েছে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা মুম্বই ছাড়বেন না দল তাঁকে ছাড়বেন? তা নিয়ে জল্পনা রয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে  হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা, তিলক বর্মা, রোহিত শর্মা এবং ঈশান কিশনদের ধরে রাখবে এমআই।
মুম্বই ইন্ডিয়ান্স: আইপিএলে ইতিহাসে সবথেকে সফল দলগুলির মধ্যে ওপরের সারিতে রয়েছে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা মুম্বই ছাড়বেন না দল তাঁকে ছাড়বেন? তা নিয়ে জল্পনা রয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা, তিলক বর্মা, রোহিত শর্মা এবং ঈশান কিশনদের ধরে রাখবে এমআই।
সিএসকে: চেন্নাই সুপার কিংসও আইপিএলের ইতিহাসে মোট পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার কাদের ধরে রাখবে সিএসকে তা নিয়ে ছিল জোর জল্পনা। তবে মনে করা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, মাথিশা পাথিরানা, শিবম দুবে ও ডেভন কনওয়ে / রাচিন রবীন্দ্রকে ধরে রাখবে চেন্নাই।
সিএসকে: চেন্নাই সুপার কিংসও আইপিএলের ইতিহাসে মোট পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার কাদের ধরে রাখবে সিএসকে তা নিয়ে ছিল জোর জল্পনা। তবে মনে করা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, মাথিশা পাথিরানা, শিবম দুবে ও ডেভন কনওয়ে / রাচিন রবীন্দ্রকে ধরে রাখবে চেন্নাই।
আরসিবি: আরসিবি দলেও এবার বড় পরিবর্তন হতে পারে। তবে রিটেনশনের মাধ্যমে র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধরে রাখতে পারে বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসি, উইল জ্যাকস, যশ দয়াল, মহম্মদ সিরাজ এবং ক্যামেরন গ্রিনকে।
আরসিবি: আরসিবি দলেও এবার বড় পরিবর্তন হতে পারে। তবে রিটেনশনের মাধ্যমে র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধরে রাখতে পারে বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসি, উইল জ্যাকস, যশ দয়াল, মহম্মদ সিরাজ এবং ক্যামেরন গ্রিনকে।
সানরাইজার্স হায়দরাবাদ: গতবার একটুর জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। এবার এসআরএই দলে ধরে রাখতে পারে প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, এডেন মার্করাম এবং নীতীশ কুমার রেড্ডিকে।
সানরাইজার্স হায়দরাবাদ: গতবার একটুর জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। এবার এসআরএই দলে ধরে রাখতে পারে প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, এডেন মার্করাম এবং নীতীশ কুমার রেড্ডিকে।
লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল এবাপ লখনউ সুপার জায়ান্টসে খেলবেন কিনা তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। তবে এলএসজির প্রাথমিক তালিকায় যাদের ধরে রাখা হবে বলে মনে করা হচ্ছে তারা হলেন, কেএল রাহুল, নিকোলাস পুরান, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি কক, ক্রুণাল পান্ডিয়া।
লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল এবাপ লখনউ সুপার জায়ান্টসে খেলবেন কিনা তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। তবে এলএসজির প্রাথমিক তালিকায় যাদের ধরে রাখা হবে বলে মনে করা হচ্ছে তারা হলেন, কেএল রাহুল, নিকোলাস পুরান, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি কক, ক্রুণাল পান্ডিয়া।
পঞ্জাব কিংস: প্রতিবার দলের অনেক পরিবর্তন করেও ভাগ্য ফেরেনি প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের। এবার যে ৬ জনকে ধরে রাখতে পারে পঞ্জাব তারা হলেন,  কাগিসো রাবাডা, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, অর্শদীপ  সিংহ, শশাঙ্ক সিং, হর্ষল পটেল।
পঞ্জাব কিংস: প্রতিবার দলের অনেক পরিবর্তন করেও ভাগ্য ফেরেনি প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের। এবার যে ৬ জনকে ধরে রাখতে পারে পঞ্জাব তারা হলেন, কাগিসো রাবাডা, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, অর্শদীপ সিংহ, শশাঙ্ক সিং, হর্ষল পটেল।
গুজরাত টাইটান্স: এবার আইপিএলে গুজরাত টাইটান্স দল কাদের রিটেন করতে পারে তার একটা আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। তারা হলেন, শুভমন গিল, মহম্মদ শামি, সাই সুদর্শন, ডেভিড মিলার, রশিদ খান,  আজমতউল্লাহ ওমরজাই।
গুজরাত টাইটান্স: এবার আইপিএলে গুজরাত টাইটান্স দল কাদের রিটেন করতে পারে তার একটা আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। তারা হলেন, শুভমন গিল, মহম্মদ শামি, সাই সুদর্শন, ডেভিড মিলার, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই।
রাজস্থান রয়্যালস: রাজস্থান রয়্যালস কাদের ধরে রাখবে সেই সিদ্ধান্তটা খুব কঠিন হতে চলেছে। কারণ দলে একাধিক মহাতারকা। তবে সূত্রের খবর অনুযায়ী, সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জয়সওয়াল, ট্রেন্ট বোল্ট , রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চহালকে ধরের আরআর।
রাজস্থান রয়্যালস: রাজস্থান রয়্যালস কাদের ধরে রাখবে সেই সিদ্ধান্তটা খুব কঠিন হতে চলেছে। কারণ দলে একাধিক মহাতারকা। তবে সূত্রের খবর অনুযায়ী, সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জয়সওয়াল, ট্রেন্ট বোল্ট , রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চহালকে ধরের আরআর।
দিল্লি ক্যাপিটালস: দিল্লি ক্যাপিটালস কোন ৬ ক্রিকেটারকে ধরে রাখতে পারে তা আন্দাজ করাই যায়। এখনও পর্যন্ত মনে করা হচ্ছে রাজধানীর দলে ধরে রাখতে পারে ঋষভ পন্থ, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মিচেল মার্শ এবং জ্যাক ফেসার ম্যাকগার্ককে।
দিল্লি ক্যাপিটালস: দিল্লি ক্যাপিটালস কোন ৬ ক্রিকেটারকে ধরে রাখতে পারে তা আন্দাজ করাই যায়। এখনও পর্যন্ত মনে করা হচ্ছে রাজধানীর দলে ধরে রাখতে পারে ঋষভ পন্থ, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মিচেল মার্শ এবং জ্যাক ফেসার ম্যাকগার্ককে।
কেকেআর: গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কোন ৬ জনকে ধরে রাখে সেটা দেখার বিষয়। তবে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ফিল সল্ট, বরুণ  চক্রবর্তী।
কেকেআর: গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কোন ৬ জনকে ধরে রাখে সেটা দেখার বিষয়। তবে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ফিল সল্ট, বরুণ চক্রবর্তী।

IPL 2024 Playoffs Scenario: প্লেঅফে ওঠার ৬ দলের জোর লড়াই, জায়গা বাকি ৩, কোন দলের কী অঙ্ক

একেবারে শেষ লগ্নে চলে এসেছে আইপিএল ২০২৪-এর গ্রুপ পর্বের খেলা। এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে প্লে অফে জায়গা পাকা করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে কেকেআর। প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করে ফেলেছে নাইটরা।
একেবারে শেষ লগ্নে চলে এসেছে আইপিএল ২০২৪-এর গ্রুপ পর্বের খেলা। এখনও পর্যন্ত একমাত্র দল হিসেবে প্লে অফে জায়গা পাকা করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে কেকেআর। প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত করে ফেলেছে নাইটরা।
লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট সঞ্জু স্যামসনের দলের। প্লেঅফের টিকিট সরকারিভাবে পাকা না হলেও কার্যত পাকা রয়্যালসের। শেষ দুটি ম্যাচে মধ্যে একটি জিতলেই হবে রাজস্থানকে। আর প্রথম দুইয়ে থাকতে হলে জিততে হবে শেষ দুটি ম্যাচ।
লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট সঞ্জু স্যামসনের দলের। প্লেঅফের টিকিট সরকারিভাবে পাকা না হলেও কার্যত পাকা রয়্যালসের। শেষ দুটি ম্যাচে মধ্যে একটি জিতলেই হবে রাজস্থানকে। আর প্রথম দুইয়ে থাকতে হলে জিততে হবে শেষ দুটি ম্যাচ।
১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সিএসকের। অপরদিকে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের রানরেট +০.৫২৮, হায়দরাবাদের +০.৪০৬। সিএসকে তাদের শেষ ম্যাচ আরসিবির বিরুদ্ধে জিততে হবে। সুযোগ বেশি হায়দরাবাদের। শেষ দুটি ম্যাচ জিতলে প্রথম দুইয়ে থাকার সম্ভাবনাও রয়েছে এসআরএইচের।
১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সিএসকের। অপরদিকে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের রানরেট +০.৫২৮, হায়দরাবাদের +০.৪০৬। সিএসকে তাদের শেষ ম্যাচ আরসিবির বিরুদ্ধে জিততে হবে। সুযোগ বেশি হায়দরাবাদের। শেষ দুটি ম্যাচ জিতলে প্রথম দুইয়ে থাকার সম্ভাবনাও রয়েছে এসআরএইচের।
এরপর আরসিবি ও দিল্লি ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। রানরেটে এগিয়ে আরসিবি। আরসিবি শেষ ম্যাচে সিএসকে-কে ১৮ রানে হারাতে হবে। আর রান তাড়া করলে ১৮.১ ওভারে ম্যাচ শেষ করতে হবে। দিল্লিকে শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে।
এরপর আরসিবি ও দিল্লি ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে। রানরেটে এগিয়ে আরসিবি। আরসিবি শেষ ম্যাচে সিএসকে-কে ১৮ রানে হারাতে হবে। আর রান তাড়া করলে ১৮.১ ওভারে ম্যাচ শেষ করতে হবে। দিল্লিকে শেষ ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে।
প্লেঅফের ওঠার সুযোগ কিছুটা বেশি রয়েছে লখনউ সুপার জায়ান্টসের। রানরেটে পিছিয়ে থাকায় ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। শেষ দুটি ম্যাচ জিততে পারলে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েথে এলএসজির কাছে।
প্লেঅফের ওঠার সুযোগ কিছুটা বেশি রয়েছে লখনউ সুপার জায়ান্টসের। রানরেটে পিছিয়ে থাকায় ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। শেষ দুটি ম্যাচ জিততে পারলে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েথে এলএসজির কাছে।
ফলে আইপিএল ২০২৪-এর লিগ পর্বের খেলা শেষ ল্যাপে এসেও টানটান উত্তেজনা রয়েছে। কেকেআর বাদে ৬টি দলের কাছে এখনও সুযোগ রয়েছে প্লেঅফে যোগ্যতা অর্জন করার। গুজরাত, মুম্বই ও পঞ্জাব আইপিএল থেকে ছিটকে গিয়েছে।
ফলে আইপিএল ২০২৪-এর লিগ পর্বের খেলা শেষ ল্যাপে এসেও টানটান উত্তেজনা রয়েছে। কেকেআর বাদে ৬টি দলের কাছে এখনও সুযোগ রয়েছে প্লেঅফে যোগ্যতা অর্জন করার। গুজরাত, মুম্বই ও পঞ্জাব আইপিএল থেকে ছিটকে গিয়েছে।

RCB vs DC: দিল্লিকে উড়িয়ে প্লেঅফের আশা জিইয়ে রাখল আরসিবি, রাস্তা কঠিন হল সৌরভদের

পরপর ৬ ম্যাচ হারের পর টানা পাঁচ ম্যাচ জয়। আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফের ক্ষীণ আশা জিইয়ে রাখল বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। দিল্লিকে ৪৭ রানে হারাল আরসিবি। অপরদিকে, আরসিবির বিরুদ্ধে হেরে ১৬ পয়েন্ট পৌছানোর লক্ষ্য হাতছাড়া করল দিল্লি ক্যাপিটালস। দুই দলেরই এখন প্লেঅফে পৌছতে হলে নিজেদের শেষ ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির হয়ে রজত পাতিদার ঝোড়ো ৩২ বলে ৫২, উইল জ্যাকসের ২৯ বলে ৪১ ও বিরাট কোহলির ১৩ বলে ২৭ রান করেন। ফাফ ডুপ্লেসি, মাহিপাল লোমরর, দীনে কার্তিকরা রান না পাওয়া ২০০-র নীচে থামতে হয় আরসিবিকে। দিল্লির হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন খালিল আহমেদ, রাশিখ সালাম।

আরও পড়ুনঃ T20 World Cup 2024 Prize Money: ভারত টি-২০ বিশ্বকাপ জিতলে কত কোটি টাকা পাবে? টাকার অঙ্ক ভেঙে দেবে অতীতের সব রেকর্ড

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেল ৫৭ রানের লড়াকু ইনিংস না খেললে আরও শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হত দিল্লি ক্যাপিটালসকে। মাঝে সাই হোপস ও অক্ষর প্যাটেলের ৫৬ রানের পার্টনারশিপ ছাড়া কোনও জুটি গড়ে ওঠেনি। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। সহজ জয় পায় আরসিবি।

IPL 2024 Playoffs Scenario: প্রথম দল হিসেবে প্লে অফে কেকেআর, বাকি ৩ দল কারা? পয়েন্ট টেবিলে বড় চমক

আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লেঅফে কোয়ালিফাই করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফ্যানেদের সুখবর দিয়েছে কেকেআর। ১২ ম্য়াচে ৯ জয়, ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে নাইটরা।
আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লেঅফে কোয়ালিফাই করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফ্যানেদের সুখবর দিয়েছে কেকেআর। ১২ ম্য়াচে ৯ জয়, ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে নাইটরা।
শুধু প্লে অফে কোয়ালিফাই করাই নয়, প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়াও পাকা করে ফেলেছে কেকেআর। বাকি ম্যাচগুলিতে কেকেআর ও রাজস্থান রয়্যালসের ফলাফলের উপর নির্ভর করবে লিগ টপার হবে কোন দল। তবে কেকেআরের রানরেট ভাল থাকায় প্রথম দুইয়ে জায়গা পাকা।
শুধু প্লে অফে কোয়ালিফাই করাই নয়, প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়াও পাকা করে ফেলেছে কেকেআর। বাকি ম্যাচগুলিতে কেকেআর ও রাজস্থান রয়্যালসের ফলাফলের উপর নির্ভর করবে লিগ টপার হবে কোন দল। তবে কেকেআরের রানরেট ভাল থাকায় প্রথম দুইয়ে জায়গা পাকা।
রাজস্থান রয়্যালসের বর্তমানে ১১ ম্যাচে ৮ জয়, ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সরকারিভাবে প্লেঅফের টিকিট পাকা না হলেও কার্যত পাকা হয়ে গিয়েছে। আর দুটি ম্যাচ জিতলেই রাজস্থানেরও প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়া পাকা হয়ে যাবে।
রাজস্থান রয়্যালসের বর্তমানে ১১ ম্যাচে ৮ জয়, ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সরকারিভাবে প্লেঅফের টিকিট পাকা না হলেও কার্যত পাকা হয়ে গিয়েছে। আর দুটি ম্যাচ জিতলেই রাজস্থানেরও প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়া পাকা হয়ে যাবে।
লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে ৭ জয়, ১৪ পয়েন্ট প্যাট কামিন্সের দলের। ফলে হায়দাবাদের কাছেও শেষ দুটি ম্যচ জিতলে প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েছে। আর রানরেট ভাল থাকায় একটি ম্যাচ জিতলে প্লেঅফ কার্যত পাকা হয়ে যাবে এসআরএইচের।
লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে ৭ জয়, ১৪ পয়েন্ট প্যাট কামিন্সের দলের। ফলে হায়দাবাদের কাছেও শেষ দুটি ম্যচ জিতলে প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েছে। আর রানরেট ভাল থাকায় একটি ম্যাচ জিতলে প্লেঅফ কার্যত পাকা হয়ে যাবে এসআরএইচের।
এরপর চতুর্থস্থান নিয়েই চলছে জোর টক্কর। ১২ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে রানরেটের বিচারে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই, পঞ্চম স্থানে রয়েছে দিল্লি, ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ। ফলে আগামী ২টি ম্যাচ জিততে পারলে তিনটি দলের কাছেই সুযোগ রয়েছে প্লেঅফে যাওয়ার।
এরপর চতুর্থস্থান নিয়েই চলছে জোর টক্কর। ১২ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে রানরেটের বিচারে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই, পঞ্চম স্থানে রয়েছে দিল্লি, ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ। ফলে আগামী ২টি ম্যাচ জিততে পারলে তিনটি দলের কাছেই সুযোগ রয়েছে প্লেঅফে যাওয়ার।
১২ ম্যাচ ৫ জয়, ১০ পয়েন্টে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স। এই দুই দল যদি সব ম্যাচ জেতে তাহলে শেষ করবে ১৪ পয়েন্টে। প্লেঅফে যাওয়ার ক্ষীণ আশা থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। একমাত্র মুম্বই ও পঞ্জাবের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।
১২ ম্যাচ ৫ জয়, ১০ পয়েন্টে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স। এই দুই দল যদি সব ম্যাচ জেতে তাহলে শেষ করবে ১৪ পয়েন্টে। প্লেঅফে যাওয়ার ক্ষীণ আশা থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। একমাত্র মুম্বই ও পঞ্জাবের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।

DC vs RR: বাংলার অভিষেকের দুরন্ত ব্যাটিং, ঝড় তুললেন ম্যাকগ্রাক-স্টাবসও, রাজস্থানকে ২২২ টার্গেট দিল দিল্লি

দিল্লি: শুরুতে জ্যাক ফ্রেসার ম্যাকগ্রাকের ব্যাটং তাণ্ডব ও পরে অভিষেক পোড়েলের অনবদ্য ব্যাটিং। শেষের দিকে ট্রিস্টান স্টাবসের মারকাটারি ব্যাটিং। এই ৩ ব্যাটারের সৌজন্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কার্যত ডু অর ডাই ম্যাচে ২২২ রানের টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন বাংলার ছেলে অভিষেক পোড়েল। এছাড়া ২০ বলে ৫০ করেন ম্যাকগ্রাক। ২০ বলে ৪১ করেন ট্রিস্টান স্টাবস।

ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন জ্যাক ফ্রেসার ম্যাকগ্রাক ও বাংলার ছেলে অভিষেক পোড়েল। শুরু থেকে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন ম্যাকগ্রাক। রীতিমত রাজস্থান বোলারদের নিয়ে ছেলেখেলা করেন তিনি। ৪ ওভারের মধ্যে দলের স্কোর ৬০ রানে পৌছে দেন ম্যাকগ্রাক। ১৯ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। তবে ৫০ করেই আউট হন তিনি।

এরপর একদিক থেকে অভিষেক পোড়েব আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। কিন্তু ভাল শুরু করেও ওপেনিং জুটি ভাঙতেই অপর দিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি। রানরেট ভাল থাকলেও শাই হোপ ১, ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল দুজনেই ১৫ রান করে আউট হন। অপরদিকে, নিজের অর্ধশতরান করেন অভিষেক পোড়েল। অবশেষে ৩৬ বলে ৬৫ রান করে সাজঘরে ফেরেম অভিষেক পোড়েল।

আরও পড়ুন: T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে খেলবেন না তারকা অলরাউন্ডার, ইচ্ছেপূরণ হল না অধিনায়কের

শেষের দিকে ট্রিস্টান স্টাবস ও গুলবদিন নইব দিল্লির ইনিংসের রাশ ধরেন। আক্রমণাত্মক ব্যাটিং করে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে স্টাবস। গুলবদিন তাকে সঙ্গ দেন। ৪৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে তারা। ১৯ রান করে আউট হন গুলবদিন নইব। স্টাবসের মারকাটারি ব্যাটিংয়ে ভর কর ২০০-পার করে দিল্লি। ২০ বলে ৪১ রানের ইনিংস খেলে আউট হন ট্রিস্টান স্টাবস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২১ রান করে দিল্লি ক্যাপিটালস।

Siraj Salt Fight: দিল্লি-আরসিবি ম্যাচেও তুমুল ঝামেলা, সৌরভ-কোহলি হাত মেলালেও এড়ানো গেল না বিতর্ক

দিল্লি: শনিবার আরসিবি বনাম দিল্লি ক্যাপিটাসলস ম্যাচ শেষে অতীত ভুলে বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সৌজন্যতা মন জিতে নিয়েছে সকলের। ম্যাচ শেষে একে অপরের মুখোমুখি হতে এবার আর এড়িয়ে যাননি দুই তারকা। এগিয়ে গিয়ে হাত মেলানোর পাশাপাশি বিরাট কোহলির কাঁধে হাত দিয়ে কথাও বলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোহলি ও সৌরভের মধ্যে বরফ গলার ইঙ্গিত মন জিতে নেয় সকলের। কিন্তু সৌরভ ও কোহলি হাত মেলালেও দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে ঝামেলা কিন্তু এড়ানো যায়নি।

দিল্লি আরসিবি ম্যাচ চলাকালীন ঝামেলায় জড়ান দিল্লি ক্যাপিটালসের ব্যাটার ফিল সল্ট ও আরসিবির পেসার মহম্মদ সিরাজ। দিল্লি ব্যাটিংয়ের সময় মহম্মদ সিরাজের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করেন ফিল সল্ট। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারতে থাকেন আরসিবির প্রধান পেসারকে। ম্যাচের পঞ্চম ওভারে ঝামেলায় জড়িয়ে পড়েন দুজন। বিশেষ করে সিরাজকে দেখায যায় সল্টের দিকে তেড়ে গিযে আঙুল তুলে কিছু বলতে। ওয়ার্নার গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অবস্থা হাতের বাইরে চলে যাওয়ার আগেই আম্পায়াররা চলে আসেন। সিরাদ ও সল্টের ঝামেলার একাধিক ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যদিও এই ঝামেলা টেনে নিয়ে যাননি দুইজন। ম্যাচ শেষে দেখা যায় একে অপরকে জড়িয়ে ধরে ঝামেলা মিটিয়ে নিতে।

আরও পড়ুনঃ Kohli Sourav handshakes: গম্ভীর পর্ব থেকে শিক্ষা! বরফ গলল সৌরভ-কোহলির, কী কথা হল দুই তারকার

আরও পড়ুনঃ India vs Pakistan: ভাবা যায়! ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য শর্ত দিল পাকিস্তান, চরমে বিসিসিআই-পিসিবি ‘যুদ্ধ’

প্রসঙ্গত, আরসিবি ও দিল্লি ক্যারিটালসের দ্বিতীয় পর্বের সাক্ষাতে সহজ জয় পেয়েছে ডেভিড ওয়ার্নারের দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে ব্যাঙ্গালোর। বিরাট কোহলি ৫৫ ও মাহিপাল লোমরর ৫৪ রানের ইনিংস খেলেন। ৪৫ করেন ফাফ ডুপ্লেসি। রান তাড়া তারা করতে নেমে ফিল সল্টের ৮৭ রানের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় দিল্লি।

Virat Kohli: এবার কোহলির নয়, গুরুর পা ছুয়ে বিরাট মন জিতে নিলেন ফ্যান ও নেটিজেনদের

দিল্লি: শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ হারলেও সকলের মন জিতে নিলেন বিরাট কোহলি। সঙ্গে আইপিএলের কেরিয়ারে গড়লেন একাধিক রেকর্ড। আরসিবির হয়ে খেললেও দিল্লি তার ঘরের মাঠ। ছোট বেলা থেকে এই মাঠেই নিজেকে তিল তিল করে গড়ে তুলেছিলেন বিরাট কোহলি। সেখানেই একাধিক রেকর্ড গড়ে ও ফ্যানেদের ভালোবাসায় আপ্লুত কোহলি। আর ঘরের মাঠে ম্যাচের আগে সাক্ষাৎ হয়ে গেল বিরাট কোহলি ছোট বেলার কোচ রাজকুমার শর্মা। গুরুকে দেখেই শিষ্যের সম্মান প্রদর্শন মন ছুঁয়ে গেল সকলের।

অরুণ জেটলি স্টেডিয়ামে তখনও ম্যাচ শুরু হতে অনেকটা সময় বাকি। তখন মাঠে অনুশীলন করছিলেন বিরাট কোহলি। সেই সময় দেখা করতে আসেন কোহলির ছোট বেলার কোচ রাজকুমার শর্মা। গুরুকে দেখেই এগিয়ে যান শিষ্য বিরাট কোহলি। ভিডিওতে দেখা যায় কোহলি প্রথমেই তাঁর কোচকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। তারপর কোচের সঙ্গে হাসি মুখে আড্ডা দিতেও দেখা যায় বিরাট কোহলিকে। স্টেডিয়ামের দিকে দেখিয়ে কিছু একটা বলেন কোহলি। সম্ভবত নিজের নামের স্ট্যান্ড ছেলে বেলার কোচকে দেখান বিরাট। এমন সুন্দর মুহূর্ত নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময় নেয়নি।

আরও পড়ুনঃ Virat Kohli: সৌরভের সামনে কোহলির ইতিহাস, আইপিএলে গড়লেন একের পর এক বিরাট রেকর্ড

প্রসঙ্গত ম্যাচ হারলেও দিল্লির মাঠে একাধিক মাইলস্টোন গড়েন বিরাট কোহলি। দিল্লির বিরুদ্ধে ১২ রান করতেই আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৭০০০ রান করার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোরারও কোহলি। দিল্লি ম্যাচের ২৩২টি ম্যাচে কোহলির রান ৬৯৮৮। দিল্লির বিরুদ্ধে ৫৫ করার পর তা দাঁড়াল ৭০৪৩। দিল্লির বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেও রেকর্ড গড়েন বিরাট কোহলি। আইপিএলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫০টি হাফ সেঞ্চুরি করলনে কোহলি। শীর্ষে ডেভিড ওয়ার্নার (৫৯টি)।

WPL 2023: টস জিতলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধনা, দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ডবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। আরসিবির দলের নেতৃত্বে দিচ্ছেন ভারতীয় দলের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা। অপরদিকে দিল্লির দলের নেতৃত্বে রয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের অধিনায়ক মেগ ল্যানিং। দুই দলেরই প্রথম ম্যাচ এটি। জয় দিয়ে মরসুম শুরু করাই লক্ষ্য রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসের।

প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য সাথ দিল আরসিবি অধিনায়কের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মন্ধনা। দুপুরের খেলা, শিশির সমস্যা নেই, ফ্রেস উইকেটে পেসাররা যাতে কিছুটা সুবিধা পায় সেই কারণেই টস জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মন্ধনা। টস হারলেও তা নিয়ে খুব একটা ভাবতে নারাজ বলে জানান মেগ ল্যানিং। বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য রাজধানীর দলের।

মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে হচ্চে আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। পিচে ব্যাটারদের জন্য সাহায্য রয়েছে। তবে স্পিনাররাও খানিক সাহায্য আশা করতে পারেন। এর আগে মেয়েদের যে ১০টি টি-২০ ম্যাচ এই মাঠে হয়েছে সেখানে ৫টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। ৫ ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ১৬৫। দ্বিতীয় ইনিংসে তা কমে দাঁড়ায় ১৪৯-তে। দুপুরে ম্যাচ হওয়ায় শিশিরের বড় ফ্যাক্টর হয়ে ওঠার সম্ভাবনা কম।

আরসিবির একাদশ: স্মৃতি মিন্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইট, রিচা ঘোষ (উইকেটকিপার), দিশা কাশাত, প্রীতি বোস, কণিকা আহুজা, সোভানা আশা, মেগান স্কাট, রেণুকা সিং ঠাকুর।

আরও পড়ুনঃ হার মানল ছেলেদের আইপিএলও, প্রথম ম্যাচেই একাধিক রেকর্ড গড়ল মুম্বই ইন্ডিয়ান্স

দিল্লি ক্যাপিটালসের একাদশ: শেফালি ভার্মা, অ্যালিস ক্যাপসে, জেমাইমা রড্রিগেজ, মেগ ল্যানিং (অধিনায়ক), মারিজ্যান কাপ, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), অরুন্ধুতি রেড্ডি, শিখা পাণ্ডে, রাধা যাদব, তারা নরিস।

 

IPL 2022: দড়াম করে বাউন্সার লাগল হেলমেটে, ছুটে এল শ্রেয়স আইয়ার, তারপর পৃথ্বী যা করলেন…

#মুম্বই: কলকাতা রবিবার দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে আইপিএল ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়৷ দিল্লির ওপেনার পৃথ্বী শ আর ডেভিড ওয়ার্নার দলকে দারুণ শুরু করিয়ে দেন৷ এই মরশুমে কলকাতাকে শুরুতেই উইকেট তুলে সাফল্যের রাস্তায় হাঁটিয়ে দেওয়া উমেশ যাদব এদিন ফ্লপ৷ এদিন পৃথ্বী ও ওয়ার্নারের বিরুদ্ধে তিনি একেবারেই ব্যর্থ৷ পৃথ্বী শ ম্যাচের প্রথম বলেই চার রান মারেন৷

এদিকে পৃথ্বী শ -র বাউন্সারটি মাথায় লাগার পরেই তার কাছে দৌড়ে চলে আসেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ কিন্তু এরপরেই তিনি পরের বলেই উমেশকে শাস্তি দেন৷

ইনিংসের তৃতীয় ওভারে উমেশ যাদব পৃথ্বী শকে আউট করার জন্য বাউন্সারের সাহায্য নেন৷ বাউন্সারের পরপর দুটো বল মারেন৷ এরমধ্যে একটা বাউন্সার হেলমেটে গিয়ে লাগে৷ এরফলে কিছুক্ষণ ম্যাচ বন্ধ রেখেছে৷ তৃতীয় ওভারের চতুর্থ বলে উমেশ বাউন্সার দেন৷ কিন্তু পৃথ্বী শ কোনও প্রকারের বলের লাইনে সফল হন৷ কিন্তু বল চার হয়ে যায়৷ পঞ্চম বলে পৃথ্বী শ -র হেলমেটে লাগে৷ বাউন্ডারি লাইনে পার হয়ে যায়৷ সেখানেই এই ওভারে পৃথ্বী শ জেনে বুঝে হাওয়া শট খেলেন৷ উমেশের বলের কড়া জবাব দেন৷ তিনি মিডউইকেটে ফিল্ডারের ওপর দিয়ে চার মারেন৷

আরও পড়ুন – চার ম্যাচে হেরেছে মুম্বই, আরসিবি জেতার পর বিরাট কোহলি কি গল্প করলেন সচিনের সঙ্গে

এর আগে প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ন্টসের বিরুদ্ধে পৃথ্বী শ শানদার ৫১ রান করেন৷ এই মরশুমে ৪ ম্যাচে ১৪০ -র বেশি রান বানিয়ে ফেলেন৷

IPL 2022: ১৫.২৫ কোটি টাকার ইশান কিশান, আইপিএলের প্রথম ম্যাচেই কাঁপিয়ে দিলেন ব্যাট হাতে

#মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট আইপিএল নিলামের টেবলে তাঁর জন্য অলআউট গিয়েছিল এবং ১৫.২৫ কোটি টাকায় কিনেছিল ইশান কিষাণকে (Ishan Kishan)৷ আইপিএল ২০২২ (IPL 2022) -র মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (DC vs MI) ম্যাচে কাঁপিয়ে দিলেন ইশান কিশান৷ বাঁহাতি ব্যাটসম্যান এদিন ঝকঝকে অর্ধশতরানের পাশাপাশি অপরাজিত থেকে ৮১ রান করেন৷

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করেন ইশান কিশান৷ ছক্কা মেরে পৌঁছন অর্ধশতরানে৷ তিনি ৭ টি চার ও ২ টি ছক্কা মারেন অর্ধশতরানে৷

এদিকে তাঁর ইনিংস যেমন সংযত ছিল তেমনিই ছিল তুফানি৷  রোহিত শর্মা যখন তাঁর উল্টোদিকে ছিলেন তখন তিনি ধরে খেলছিলেন৷ তবে প্রথম ম্যাচেই নিজের ওঠা দামকে মর্যাদা দিতে হবে এরকম একটা ভাবনা নিয়ে মাঠে নেমেছিলেন ইশান কিশান৷ তাই তাঁর ৪৮ বলের ৮১ সাজানো ১১ টি চার এবং ২ টি ছয় দিয়ে৷

আরও পড়ুন – IPL 2022 কোন কোম্পানির ফোন রিচার্জ করালে ফ্রি তে আইপিএল দেখতে পাবেন গ্রাহকরা

সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে ঝড় শুরু হয়৷ সকলেই মজে ইশানের ধামাকা পারফরম্যান্সে৷

এদিন মূলত তাঁর ব্যাট ভর দিয়েই দিল্লি ক্যাপিটাল্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান করে ৷