Tag Archives: Deepak Chahar

দীপক চাহারের জীবন, কেরিয়ার, রেকর্ড এক ঝলকে

পুরো নাম: দীপক লোকেন্দ্রসিং চাহার

জন্ম: ৭ অগাস্ট ১৯৯২

উচ্চতা: ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: ডানহাতি ব্যাটার, ডান-হাতি মিডিয়াম ফাস্ট বোলার

পরিবার

পিতা: লোকেন্দ্র সিং চাহার

মাতা: পুষ্পা চাহার

স্ত্রী: জয়া ভরদ্বাজ

দীপক চাহার জন্মগ্রহণ করেন উত্তরপ্রদেশের আগ্রায়। তাঁর একটি দিদি রয়েছেন, যাঁর নাম মালতী চাহার। যিনি এক জন বলিউড অভিনেত্রী এবং মডেল। আবার তাঁদের তুতো ভাই রাহুল চাহারও এক জন ক্রিকেটার। ২০২১ সালে ভারতীয় প্রিমিয়ার লিগের ম্যাচে তাঁর দলের চূড়ান্ত লিগ-স্টেজ ম্যাচে নিজের প্রেমিকা জয়া ভরদ্বাজকে প্রোপোজ করেন দীপক চাহার। চলতি বছরের ১ জুন আগ্রাতেই জয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। 

কেরিয়ারের সূচনা:

দীপক চাহার হলেন একজন ভারতীয় ক্রিকেটার। ২০১০-১১ রঞ্জি ট্রফিতে জয়পুরে হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। চাহারের দুর্দান্ত স্যুইং বোলিংয়ের কারণে খুব শীঘ্রই রাজস্থান রয়্যালসের সঙ্গে খেলার সুযোগ পান তিনি। ২০১৬ সালে জয়পুরে রাজস্থান ক্রিকেটের উন্নয়ন শিবিরের অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কোচ ক্যাথরিন ডালটন ও ইয়ান পন্টের সঙ্গে কাজ করেন তিনি। 

আন্তর্জাতিক মঞ্চে উত্থান:

২০১৮ সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে ওয়ান-ডে আন্তর্জাতিকে অভিষেক হয় দীপক চাহারের। এখনও পর্যন্ত তিনি মাত্র দুটি ম্যাচে খেলেছেন। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে T-20 আন্তর্জাতিক স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল চাহারের। ইংল্যান্ডের বিপক্ষে খেলা অভিষেক ম্যাচেই জেসন রয়কে আউট করেন তিনি। পরবর্তী সময়ে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচিত হন দীপক, যেখানে ফাইনাল ম্যাচে ভারতের জয়ের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। এই ম্যাচে ৩.২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৬টি উইকেট নিয়ে ভারতীয় ক্রিকেটার হিসেবে একটি বিশ্ব রেকর্ড গড়েন দীপক। এই ৬টি উইকেটের মধ্যে একটি হ্যাট-ট্রিকও ছিল তাঁর। গত কয়েক বছরে নতুন বলের সঙ্গে দীপক চাহারের পারফরমেন্স উল্লেখযোগ্য ভাবে দেখা গিয়েছে। খেলার যে কোনও পর্যায়ে তাঁর হাতে বল ধরিয়ে দেওয়া হলে চাহার তা সম্পূর্ণ করেন। 

ক্লাব ক্রিকেট:

আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে দুই বছরে ৫টি ম্যাচ খেলার পর ২০১৮ আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস কিনে নেয় তাঁকে। চেন্নাই সুপার কিংসে যাওয়ার পর তাঁর পারফরমেন্সে অসাধারণ পরিবর্তন দেখতে পাওয়া যায়। ২০১৮ সালে চাহার ১২টি ম্যাচে মোট ১০টি উইকেট নেন। তিনি প্রমাণ করে দেন যে, বড় মঞ্চে পারফর্ম করার দক্ষতাও রয়েছে তাঁর মধ্যে। ২০১৯ সালে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁকে পাওয়ার প্লে-তে নতুন বল দেন। এই মরসুমের ১৭টি ম্যাচে মোট ২২টি উইকেট নেন তিনি।  

চোট আঘাত:

চোট আঘাতের কারণে দীপক চাহারকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সিএসকে-এর বোলিং ইউনিটের অন্যতম একজন স্তম্ভ হলেন চাহার। তাঁর হ্যামস্ট্রিং-এ আঘাতের জন্য ২০২২ সালের আইপিএল তিনি খেলতে পারেননি, যার প্রভাব চেন্নাইয়ের পারফরমেন্সে দেখা যায়। 

রেকর্ড:

বাংলাদেশের বিপক্ষে ৩.২ ওভারে ৭ রানে মোট ৬টি উইকেট নিয়ে ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সেরা বোলিং পরিসংখ্যান।

প্রথম টি-টোয়েন্টি হ্যাটট্রিক উইকেট নিয়েছেন এমন প্রথম ভারতীয় ক্রিকেটার।

পুরস্কার:

২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি প্লেয়ার অফ দ্য সিরিজ।

MS Dhoni: ক্রিকেট ছাড়া কোন নেশায় পাগল এমএস ধোনি? ফাঁস হল গোপন তথ্য

আইপিএল ২০২৪-এ নামার জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন এমএস ধোনি। আসন্ন মরশুমেও চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করতে দেখা যাবে মাহিকে।
আইপিএল ২০২৪-এ নামার জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন এমএস ধোনি। আসন্ন মরশুমেও চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করতে দেখা যাবে মাহিকে।
আইপিএলের নতুন মরশুমের আগে এমএস ধোনিকে নিয়ে এক অজানা তথ্য দিলেন সিএসকের তারকা পেসার দীপক চাহার। জানালেন ক্রিকেট ছাড়া কোন নেশায় পাগল মাহি।
আইপিএলের নতুন মরশুমের আগে এমএস ধোনিকে নিয়ে এক অজানা তথ্য দিলেন সিএসকের তারকা পেসার দীপক চাহার। জানালেন ক্রিকেট ছাড়া কোন নেশায় পাগল মাহি।
এক সাক্ষাৎকারে দীপক চাহার জানিয়েছেন, ক্রিকেট ছাড়া আরও একটি জিনিসের মারাত্মক নেশা রয়েছে ধোনির। আর তা হল অনলাইন গেম খেলার নেশা। ‘PUBG’ খেলতে খুবই পছন্দ করেন ধোনি।
এক সাক্ষাৎকারে দীপক চাহার জানিয়েছেন, ক্রিকেট ছাড়া আরও একটি জিনিসের মারাত্মক নেশা রয়েছে ধোনির। আর তা হল অনলাইন গেম খেলার নেশা। ‘PUBG’ খেলতে খুবই পছন্দ করেন ধোনি।
দীপক চাহার বলেছেন, এমএস ধোনিও এই গেমটির জন্য পাগল। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিশেষ সময় কাটানো দীপক চাহার বলেছেন যে লকডাউনের সময় তাঁরা এক সঙ্গে প্রচুর PUBG খেলেছিলেন।
দীপক চাহার বলেছেন, এমএস ধোনিও এই গেমটির জন্য পাগল। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিশেষ সময় কাটানো দীপক চাহার বলেছেন যে লকডাউনের সময় তাঁরা এক সঙ্গে প্রচুর PUBG খেলেছিলেন।
এমএস ধোনি এই খেলাটির জন্য পাগল বলেও জানিয়েছেন দীপক চাহার। অবসর সময় পেলেই ধোনি অনলাইন গেম খেলেন বলেও জানিয়েছেন চেন্নাই সুপার কিংস পেসার।
এমএস ধোনি এই খেলাটির জন্য পাগল বলেও জানিয়েছেন দীপক চাহার। অবসর সময় পেলেই ধোনি অনলাইন গেম খেলেন বলেও জানিয়েছেন চেন্নাই সুপার কিংস পেসার।

MS Dhoni: এখনও কত বছর আইপিএল খেলতে পারেন এমএস ধোনি? বড় কথা জানালেন সিএসকে তারকা

আইপিএল ২০২৪ শুরুর আগে সব চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনির ফ্যানেদের কাছে যেই প্রশ্নটা সবথেকে গুরুত্বপুর্ণ তা হল, এটাই কী ধোনির শেষ আইপিএল।
আইপিএল ২০২৪ শুরুর আগে সব চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনির ফ্যানেদের কাছে যেই প্রশ্নটা সবথেকে গুরুত্বপুর্ণ তা হল, এটাই কী ধোনির শেষ আইপিএল।
২০২৩ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়েছিলেন ফ্যানেদের ভালবাসার কথা মাথায় রেখে আর শরীর দিলে আরও একটা মরশুম মাঠে নামতে চান তিনি।
২০২৩ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়েছিলেন ফ্যানেদের ভালবাসার কথা মাথায় রেখে আর শরীর দিলে আরও একটা মরশুম মাঠে নামতে চান তিনি।
ধোনির হাঁটুর অস্ত্রোপচার হয় গত আইপিএলের পরই, নতুন মরশুমের আগে অনুশীলনও শুরু করেছেন মাহি। তবে তিনি কত ফিট, আর কতদিন টানতে পারবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ধোনির হাঁটুর অস্ত্রোপচার হয় গত আইপিএলের পরই, নতুন মরশুমের আগে অনুশীলনও শুরু করেছেন মাহি। তবে তিনি কত ফিট, আর কতদিন টানতে পারবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এবার আইপিএল ২০২৪ শুরুর আগে এমএস ধোনিকে নিয়ে বড় কথা বলে দিলেন সিএসকের তারকা পেসার দীপক চাহার। ধোনির আইপিএল কেরিয়ার আর কতদিন হতে পারে তা জানিয়ে দিলেন চাহার।
এবার আইপিএল ২০২৪ শুরুর আগে এমএস ধোনিকে নিয়ে বড় কথা বলে দিলেন সিএসকের তারকা পেসার দীপক চাহার। ধোনির আইপিএল কেরিয়ার আর কতদিন হতে পারে তা জানিয়ে দিলেন চাহার।
এক সাক্ষাৎকারে দীপক চাহার বলেছেন,"আমার মনে হয় এখনও ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে ধোনি ভাইয়ের। আরও দু’তিন বছর আইপিএল ও খেলতে পারে।"
এক সাক্ষাৎকারে দীপক চাহার বলেছেন,”আমার মনে হয় এখনও ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে ধোনি ভাইয়ের। আরও দু’তিন বছর আইপিএল ও খেলতে পারে।”
এছাড়াও দীপক চাহার বলেছেন,"আমি ধোনি ভাইকে নেটে ব্যাট করতে দেখেছি। এখনও ওর থেকে ভাল শট মারার ক্ষমতা খুব কম ব্যাটারেরা আছে।" তবে অবসরের সিদ্ধান্ত ধোনির সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় সেই কথাও জানিয়েছেন চাহার।
এছাড়াও দীপক চাহার বলেছেন,”আমি ধোনি ভাইকে নেটে ব্যাট করতে দেখেছি। এখনও ওর থেকে ভাল শট মারার ক্ষমতা খুব কম ব্যাটারেরা আছে।” তবে অবসরের সিদ্ধান্ত ধোনির সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় সেই কথাও জানিয়েছেন চাহার।

আইপিএল আসতেই ফিট দীপক চাহার! দেশের জার্সিতে খেলার সময় শুধু চোট, খেলেন গালাগাল

মুম্বই: ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই বধ অভ্যাস কবে দূর হবে কেউ জানে না। শুধু ভারতের জার্সিতে খেলার সময় যত চোট, আর কোটি কোটি টাকা রোজগারের মঞ্চ আইপিএল এলেই সব উধাও। বুমরাহ থেকে দীপক চাহার – গল্পটা এক। দীপক চাহারকে শেষ বার গত বছর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল। দ্বিতীয় ওয়ানডে-তে খেলেছিলেন তিনি।

যে ম্যাচে তিন ওভার বল করার পরেই চোট পেয়ে তাঁকে ছিটকে যেতে হয়। তবে আইপিএলের আগে তাঁর প্রত্যাবর্তনের খবরে নিঃসন্দেহে নিশ্চিন্ত হবে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে রিহ্যাবের পর দীপক চাহার আইপিএলের জন্য এবার প্রস্তুতি নিচ্ছেন। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে চাহার বলেছেন, আমি আমার ফিটনেস নিয়ে গত দু’-তিন মাস ধরে কঠোর পরিশ্রম করছি।

আমি পুরোপুরি ফিট এবং আইপিএলের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছি। ৩০ বছরের তারকা মারাত্মক চোট-প্রবণ। দীপক চাহার স্ট্রেস ফ্র্যাকচারের পাশাপাশি সম্প্রতি কোয়াড গ্রেড থ্রি টিয়ার থেকে সেরে ওঠার জন্য কঠিন লড়াই চালিয়েছেন।চলতি বছর তিনি এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলতে পারেননি।

তবে আইপিএল শুরুর আগে তিনি ঘোষণা করেছেন যে, তিনি পুরোপুরি ফিট এবং ৩১ মার্চ থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করতে চলেছেন। এই নিয়ে নেট মাধ্যমে তাকে তীব্র গালিগালাজ করেছেন ভারতীয় সমর্থকরা। আসলে এটাই এখন ভারতীয় ক্রিকেটের রীতি হয়ে দাঁড়িয়েছে।

সুইং ইজ কিং! আর্শ – দীপকের বোলিং বিক্রমে ১০৬ রানে অলআউট আফ্রিকান সিংহরা

#তিরুবন্তপুরম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিরুবন্তপুরমের মাঠে প্রথম টি-টোয়েন্টি শুরু হওয়ার ঘন্টাখানেক আগে নাকি পিঠে ব্যথা অনুভব করেছিলেন জসপ্রীত বুমরাহ। তাই এদিনের ম্যাচ থেকে তাকে সরিয়ে নেওয়া হয়। ফিরে এসেছিলেন দীপক চাহার এবং আর্শদীপ সিং। দুই সুইং বোলার দেখালেন সঠিক জায়গায় বল রেখে মুভ করাতে পারলে ব্যাটসম্যানদের কতটা চাপে ফেলা যায়।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা আগের দিন আশঙ্কা প্রকাশ করেছিলেন নতুন বলে ভারতীয় পেসারদের সামলানো কঠিন হতে পারে। তার আশঙ্কা যে সঠিক সেটা প্রমাণ হতে থাকল প্রথম থেকে। প্রথম ওভারেই খাতা না খুলে দীপকের ইনসুইং সামলাতে না পেরে বোল্ড হলেন তিনি। এরপর কুইন্টন ডি কক (১), রুসো এবং ডেভিড মিলার (০) কয়েক মিনিটের মধ্যে ফিরে গেলেন।

অপ্রতিরোধ্য হয়ে উঠলেন আর্শদীপ। তার সুইং বুঝতেই পারল না দক্ষিণ আফ্রিকানরা। যে বলটায় বোল্ড করলেন রুশোকে, সেটা পৃথিবীর যেকোন ব্যাটসম্যান বোল্ড হতেন। মনে করিয়ে দিল ওয়াসিম আক্রমকে। হাওয়ায় অনেকটা কেটে গেল বলটা। নয় রানে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তখন কি করবে বুঝতে পারছে না।

এদেন মার্করাম (২৫) কিছুটা প্রতিরোধ না করলে আরো লজ্জায় পড়তে হত দক্ষিণ আফ্রিকাকে। ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৪৮/৬। পাশাপাশি মহারাজ এবং পার্নেল দুই বাহাতি ব্যাটসম্যানকে ঝামেলায় ফেলার চেষ্টা করলেন অশ্বিন। কিন্তু দুজনেই কিছুটা প্রতিরোধ গড়ে তুললেন। পার্নেল (২৪) করে আউট হলেন অক্ষরের বলে।