Tag Archives: Delhi Capitals

DC vs MI: নাটকীয় মহা ম্যাচে মুম্বইয়ের জয়, শেষ বলে দিল্লি বধ রোহিতদের

দিল্লি: দেশের রাজধানীতে আজ ছিল ক্রিকেট ধামাকা। অবশ্য একদিকে ছিল হারের হ্যাটট্রিক করা দিল্লি অন্যদিকে ছিল দুটো ম্যাচ হেরে যাওয়া মুম্বই। দিল্লি ক্যাপিটালস ১৭২ রানে আল আউট হয়ে যাওয়ার পর বোঝা যাচ্ছিল না ম্যাচটা কোন দিকে যাবে। পুরো ২০ ওভার তারা খেলতে পারল না। ২ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেল দিল্লি।

এদিন দিল্লি নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারিয়েছে। যার জেরে তারা পুরো ২০ ওভারও খেলতে পারেনি। বড় অক্সিজেন বলতে সাতে ব্যাট করতে নেমে অক্ষর প্যাটেলের ২৫ বলে ৫৪ রান। এ ছাড়া ওপেন করতে নেমে ৪৭ বলে ৫১ করেছিলেন ওয়ার্নার। মণিশ পাণ্ডে ১৮ বলে ২৬ করেন।পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ৫০ করে ফেলল মুম্বই। ৫ ওভার শেষে বিনা উইকেটে ৫৯ রান মুম্বইয়ের।

ঈশান কিষান ৩১ করে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে গেলেন। মন্থর উইকেটে তিন নম্বরে এলেন তিলক বর্মা। সঠিক চাল প্রমাণিত হল। তিলক রোহিতকে সাপোর্ট দিয়ে গেলেন। রোহিত নিজের ৫০ রান পূর্ণ করে ফেললেন। বেশ কয়েকটা দেখার মত শট মারলেন। অবশেষে হিটম্যান নিজের সেরা ছন্দের কাছাকাছি পৌঁছেছেন বলা যায়। সিঙ্গল, ডবল নিলেন স্কোরবোর্ড চালু রাখতে।

এদিন রোহিত মরিয়া চেষ্টা করছিলেন যাতে শেষ পর্যন্ত উইকেটে থেকে দলকে জিতিয়ে ফিরতে পারেন। দিল্লির শুকনো পিচে বল স্পিন হচ্ছিল। ললিত, অক্ষর প্যাটেলদের বিরুদ্ধে খেলা খুব একটা সহজ ছিল না এই উইকেটে। রোহিত জানতেন আজকের এই ম্যাচ জিততে পারলে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস দলের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন তিনি।

শেষ পাঁচ ওভারে মুম্বইয়ের যার জন্য প্রয়োজন ছিল পঞ্চাশ রান। দিল্লির বাংলাদেশি পেসার মুস্তাফিজুর অবশ্য ১৪ নম্বর ওভারটা দারুণ বল করলেন। তবে বাংলার মুকেশ কুমার প্রচুর রান দিলেন এদিন। সাড়ে পাঁচ কোটির বোলার সেভাবে চ্যালেঞ্জ করতে পারলেন না মুম্বই ব্যাটসম্যানদের। তিলক (৪১) অবশ্য ফিরে গেলেন সেই মুকেশের বলে। পরের বলেই মুকেশ আউট করলেন সূর্য কুমারকে। সূর্যর খারাপ ফর্ম অব্যাহত থাকল।

কিন্তু এরপর সেই মোস্তাফিজুর একটা দুর্দান্ত বলে ফিরিয়ে দিলেন রোহিতকে। ৬৫ করে বাংলার উইকেট রক্ষক অভিষেক পড়েলের হাতে ধরা পড়লেন হিটম্যান। দুর্ধর্ষ একটা ক্যাচ নিলেন অভিষেক। কিন্তু ১৯ নম্বর ওভারে ডেভিড এবং গ্রীন দুটি ছক্কা মেরে মুম্বইয়ের জয় মোটামুটি নিশ্চিত করে দেন। শেষ ওভারে পাঁচ রান প্রয়োজন ছিল রোহিত শর্মার দলের। তবে শেষ পর্যন্ত নোকিয়া দুর্দান্ত একটা ওভার করলেও মুম্বই শেষ বলে ম্যাচটা জিতে নিল।

DC vs MI: টস জিতলেন রোহিত, দিল্লির বিরুদ্ধে প্রথমে বল করবে মুম্বই ইন্ডিয়ান্স

দিল্লি: দেশের রাজধানীতে আজ আইপিএল এর মহা যুদ্ধ। দিল্লি দখল করতে মরিয়া থাকবে মুম্বই। প্রবল চাপ মাথায় নিয়েই হেভিওয়েট দুই দল মঙ্গলবার মুখোমুখি হচ্ছে। রোহিতের মুম্বই পাঁচবারের চ্যাম্পিয়ন। তবে গতবছর তারা শেষ করেছিল ‘লাস্টবয়’ হিসেবে। এবার চাকা ঘোরার কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যায়নি। আসলে, অধিনায়ক রোহিত একেবারেই ছন্দে নেই।

একই অবস্থা সূর্যকুমার যাদবের। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও প্রত্যাশা পূরণে ব্যর্থ। ওপেনার ঈশান কিষানের খেলায় ধারাবাহিকতার অভাব স্পষ্ট। একমাত্র তিলক ভার্মা মিডল অর্ডারে কিছুটা ভরসা জোগাচ্ছেন। বোলিংয়ে যশপ্রীত বুমরাহর অভাব অনুভূত হচ্ছে প্রতি পদে। জ্যাসন বেহরেনডর্ফ কিংবা পীযূষ চাওলাকে দিয়ে ষষ্ঠবার খেতাব জয়ের স্বপ্ন না দেখাই ভালো মুম্বই সমর্থকদের।

অন্যদিকে, দিল্লি শিবিরে আবার অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের অবস্থা। দুই হাইপ্রোফাইল সাপোর্ট স্টাফ কোচ রিকি পন্টিং ও ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলির উপস্থিতিও রাজধানীর ফ্র্যাঞ্চাইজির ভাগ্য বদলাতে পারবে বলে মনে হচ্ছে না। কারণ, ডেভিড ওয়ার্নার ছাড়া ব্যাটিংয়ে কারও ধারাবাহিকতা নেই। পৃথ্বী সাউ, মণীশ পাণ্ডেরা দ্রুত রানে না ফিরলে মুম্বইয়ের বাধা টপকানো কঠিন হবে দিল্লির।

আসলে ঋষভ পন্থের না থাকাটা দিল্লির ব্যাটিংয়ের ভারসাম্য নষ্ট করেছে। বঙ্গতনয় অভিষেক পোড়েল সাধ্য মতো খেলার চেষ্টা করলেও, ঋষভের অভাব ঢাকা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে ললিত যাদব ও অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডার অতীতে অনেক ম্যাচ জিতিয়েছেন। তাই মিডল অর্ডারে তাঁদের দায়িত্ব নিতে হবে। মুম্বইয়ের তুলনায় দিল্লির বোলিং কিছুটা শক্তিশালী।

দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিখ নর্তজে আসায় পেস আক্রমণ অক্সিজেন পেয়েছে। আছেন খলিল আহমেদ ও মুকেশ কুমার। স্পিন বিভাগে ক্যাপ্টেন ওয়ার্নারের সেরা অস্ত্র কুলদীপ যাদব। মুম্বই দলে যতক্ষণ পর্যন্ত না সূর্য কুমার ফর্মে ফিরছেন ততক্ষণ তারা বড় রান তুলতে পারবে না।

কিছুটা ভরসা দিচ্ছেন টিম ডেভিড। অন্যদিকে দিল্লি নিজেদের ঘরের মাঠে লজ্জা ঝেড়ে ফেলে, প্রথম জয় তুলে নিতে পারে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। দলের মালিক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন হারের হ্যাটট্রিক করার পর। এতে কোনও কাজ হয় কিনা সেটাই দেখার।

DC vs MI: হারের হ্যাটট্রিক করা দিল্লির বিরুদ্ধে আজ প্রথম জয়ের লক্ষ্যে রোহিতের মুম্বই

দিল্লি: এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ! তিনটি ম্যাচ হেরেছে দিল্লি। মুম্বইয়ের পরাজয় দুই ম্যাচে। প্রবল চাপ মাথায় নিয়েই হেভিওয়েট দুই দল মঙ্গলবার মুখোমুখি হচ্ছে। রোহিতের মুম্বই পাঁচবারের চ্যাম্পিয়ন। তবে গতবছর তারা শেষ করেছিল ‘লাস্টবয়’ হিসেবে। এবার চাকা ঘোরার কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যায়নি। আসলে, অধিনায়ক রোহিত একেবারেই ছন্দে নেই।

একই অবস্থা সূর্যকুমার যাদবের। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও প্রত্যাশা পূরণে ব্যর্থ। ওপেনার ঈশান কিষানের খেলায় ধারাবাহিকতার অভাব স্পষ্ট। একমাত্র তিলক ভার্মা মিডল অর্ডারে কিছুটা ভরসা জোগাচ্ছেন। বোলিংয়ে যশপ্রীত বুমরাহর অভাব অনুভূত হচ্ছে প্রতি পদে। জ্যাসন বেহরেনডর্ফ কিংবা পীযূষ চাওলাকে দিয়ে ষষ্ঠবার খেতাব জয়ের স্বপ্ন না দেখাই ভাল মুম্বই সমর্থকদের।

আরও পড়ুন – Rinku Singh: রিঙ্কুকে পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে তুলনা নাইট কোচ পন্ডিতের! অবাক সবাই

অন্যদিকে, দিল্লি শিবিরে আবার অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের অবস্থা। দুই হাইপ্রোফাইল সাপোর্ট স্টাফ কোচ রিকি পন্টিং ও ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলির উপস্থিতিও রাজধানীর ফ্র্যাঞ্চাইজির ভাগ্য বদলাতে পারবে বলে মনে হচ্ছে না। কারণ, ডেভিড ওয়ার্নার ছাড়া ব্যাটিংয়ে কারও ধারাবাহিকতা নেই। পৃথ্বী সাউ, মণীশ পাণ্ডেরা দ্রুত রানে না ফিরলে মুম্বইয়ের বাধা টপকানো কঠিন হবে দিল্লির।

আসলে ঋষভ পন্থের না থাকাটা দিল্লির ব্যাটিংয়ের ভারসাম্য নষ্ট করেছে। বঙ্গতনয় অভিষেক পোড়েল সাধ্য মতো খেলার চেষ্টা করলেও, ঋষভের অভাব ঢাকা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে ললিত যাদব ও অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডার অতীতে অনেক ম্যাচ জিতিয়েছেন। তাই মিডল অর্ডারে তাঁদের দায়িত্ব নিতে হবে। মুম্বইয়ের তুলনায় দিল্লির বোলিং কিছুটা শক্তিশালী।

দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিখ নর্তজে আসায় পেস আক্রমণ অক্সিজেন পেয়েছে। আছেন খলিল আহমেদ ও মুকেশ কুমার। স্পিন বিভাগে ক্যাপ্টেন ওয়ার্নারের সেরা অস্ত্র কুলদীপ যাদব। মুম্বই দলে যতক্ষণ পর্যন্ত না সূর্য কুমার ফর্মে ফিরছেন ততক্ষণ তারা বড় রান তুলতে পারবে না। কিছুটা ভরসা দিচ্ছেন টিম ডেভিড। তবে দিল্লির মাঠে যদি আজ জিতে যায় মুম্বই তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

WPL 2023 Final: প্রথম ডব্লুউপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, লো স্কোরিং ফাইনালে দিল্লিকে হারাল ৭ উইকেটে

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে লো স্কোরিং হাড্ডাহাড্ডি ম্যাচ দেখল ক্রিকেট প্রেমিরা। দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে প্রথম ডব্লুউপিএল চ্যাম্পিয়ন হল এমআই। প্রথম অধিনায়ক হিসেবে মেয়েদের আইপিএল জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন হরমনপ্রীত কউর। ফাইনালে প্রথমে হেইলি ম্যাথিউজ ও ইজি ওঙ্গের বোলিং। তারপর ব্যাটিংয়ে ফের একবার ম্যাচ উইনিং ইনিংস খেললেন ন্যাট স্কিভার ব্রান্ট। তাকে যোগ্য সঙ্গ দিয়ে অধিনায়কোচিত ইনিংস হরমনপ্রীত কউরের।

ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক। কিন্তু সেই সিদ্ধান্তই বুমেরাং হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন মেগ ল্যানিং। এছাড়া শেষের দিকে রাধা যাদব ও শিখা পাণ্ডে দুজনেই ২৭ করে রান করেন। শেষ উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ করে দিল্লির মান বাঁচান রাধা ও শিখা। ১৩১ রানে পৌছায় দিল্লি। মুম্বইয়ের হয়ে ৩টি করে উইকেট নেন হেইলি ম্যাথিউজ ও ইজি ওঙ্গ। রান তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় মুম্বই। ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন ন্যাট স্কিভার। ৩৭ রান করেন হরমনপ্রীত কউর।

ফাইনালে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়া যায় দিল্লি ক্যাপিটালস। ইজি ওঙ্গের তিনটি ফুলটস ফুলটসে দিল্লির তিন তারকা শেফালি বর্মা, অ্যালাই, ক্যাপসে ও জেমাইমা রড্রিগেজ ক্রিকেটারের সাজঘরে ফেরত যান। একদিক থেকে যখন একের পর এক উইকেট হারাচ্ছিল দিল্লি। তখন অপরদিকে, একা লড়াই চালিয়ে যাচ্ছিলেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। তাকে কিছুটা সঙ্গ দেওয়ার চেষ্টা করেন মারিজ্যান কাপ। দুজন মিলে ৩৮ রানের পার্টনারশিপ করেন। ১৮ রান করেন কাপ।

ল্যানিও ও কাপের এই জুটি ভাঙতেই সাজঘরে ফেরেন মেগ ল্যানিংও। ৩৫ রান করেন তিনি। হেইলি ম্যাথিউজের স্পিনের ভেলকিতে ৭৯ রানেই ৯ উইকেট হারিয়ে বসেছিল দিল্লি। শেষ উইকেট দিল্লি মান বাঁচান শিখা পাণ্ডে ও রাধা যাদব। দুজন মিলে ঝড়ো ব্যাটিং করেন। একের পর এক মারকাটারি শট খেলে ৫২ রানের পার্টনারশিপ করেন। ১৭ বলে ২৭ রান করে শিখা পাণ্ডে ও ১২ বলে ২৭ রান করে রাধা যাদব অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৩১ রান করল দিল্লি ক্যাপিটালস।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সেরও। যতটা সহজে মুম্বই ম্যাচ জিতবে বলে মনে করেছিলেন ফ্যানেরা ততটা সহজ হতে দেয়নি দিল্লি। ২৩ রানের মধ্যে মুম্বইয়ের দুই ওপেনার হেইলি ম্যাথিউজ ও যস্তিকা ভাটিয়া আউট হয়ে যান। সেখান থেকে দলের ইনিংসের রাশ ধরেন ন্যাট স্কিভার ব্রান্ট ও হরমনপ্রীত কউর। ঠান্ডা মাথায় দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান দুজনে। ধীর গতিতে হলেও মাঝে মধ্যে বাউন্ডারিও মারেন দুই তারকা ব্যাটার। নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপ করেন হরমনপ্রীত ও ন্যাট স্কিভার। রানের গতিবেগ যখ ন বাড়াচ্ছিলেন তখনই আরও একটি উইকেট হারান মুম্বই। দলের ৯৫ রানের মাথায় ব্যক্তিগত ৩৭ রান করে রান আউট হন হরমনপ্রীক কউর।

অধিনায়কের উইকেট পড়লেও নিজের ইনিংস চালিয়ে যান ন্যাট স্কিভার। কম রান নিয়েও লড়াই চালিয়ে যায় দিল্লির বোলাররা। অর্ধশতরানও পূরণ করেন তিনি। তবে শেষ পূরণ করেন তিনি। শেষ ২ ওভারে মুম্বইয়ের জয়ের জন্য দরকার ছিল ২১ রান। ন্যাট স্কিভারকে সঙ্গ দেন অ্যামেলিয়া কের। জেস জনাসনের ১৯ তম ওভারে ১৬ রাান নিয়ে মুম্বইকে জয়ের দোরগোরায় পৌছে দেন অ্যামেলিয়া কের। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই। ৬০ রান করে অপরাজিত থাকেন ন্যাট স্কিভার ব্রান্ট। ১৪ রানে অপরাজিত থাকেন অ্যামেলিয়া কের।

WPL 2023 Final: ফাইনালে মাঠে ‘ক্রিকেট ঈশ্বর’, ব্রাবোন মুখরিত হল সচিন সচিন ধ্বনিতে

মুম্বই: ব্রাবোন স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল। ভারতীয় মহিল ক্রিকেটের এমন ঐতিহাসিক মুহূর্তে ঘরের ছেলেরা মাঠে উপস্থিত থাকবেন না তা আবার হয় নাকি। মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস বনাম দিল্লি ক্যাপিটালস ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকর ও বর্তমানে ভারতীয় দল এবং মুম্বই ইন্ডিয়ান্স পুরুষ দলের অধিনায়ক রোহিত শর্মা। মাঠে বসে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করলেন দুই তারকা।

ম্যাচের প্রথম ইনিংসে যখন দিল্লি ক্যাপিটালস চতুর্থ ওভারে ব্যাটিং করছেন তখন ক্যামেরার নজরে পড়েন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সাদা শার্ট পড়ে ভিআইপি বক্সে কথা বলছেন সচিন। সচিনকে স্ক্রিনে দেখতে পেয়েই মেয়েদের ফাইনালে সেই চেনা সচিন সচিন ধ্বনি। পুরো ব্রাবোন স্টেডিয়াম জুড়ে তখন একটাই নাম। নিজের নামের ধ্বনি শুনে মুখে হাল্কা হাসিও দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেটে শত শতরানের মালিকের।

অপরদিকে, ৩১ তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএল। তার আগে মুম্বই ইন্ডিয়ান্সের মেয়েদের দলের ফাইনাল দেখতে উপস্থিত ছিল পুরুষ দলও। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটারদেরও দেখা যায় মাঠে। প্রিয় তারকাদের স্ক্রিনে দেখতে পেয়ে দর্শকরা চিৎকারও করে। খেলা দেখার পাশাপাশি রোহিতদের খোশ মেজাজে গল্প করতেও দেখা যায়। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।

আরও পড়ুনঃ Lionel Messi: ভাইরাল লিওনেল মেসির ‘চিঠি’, কাকে লিখলেন ‘মনের কথা’

প্রসঙ্গত, ফাইনাল শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্স দলের তরফ থেকে মহিলা দলকে শুভেচ্ছা জানানোর ভিডিও শেয়ার করা হয়। মুম্বই ইন্ডিয়ান্সের ভিডিও বার্তায় রোহিত শর্মা বলেন,”গত চার সপ্তাহ ধরে যে ক্রিকেট তোমরা খেলেছো তা অসাধরণ। ফাইনালের জন্য শুভকামনা। আমরা তোমাদের হয়ে গলা ফাটাব।” এছাড়া ভিডিওতে সূর্যকুমার যাদব থেকে টিম ডেভিড সকলেই শুভেচ্ছা জানান হরমনপ্রীত কউরের দলকে।

 

WPL 2023 Final: হ্যাটট্রিকের পর ফের কামাল, ৩ ফুলটসে ৩ উইকেট নিলেন ইসি ওঙ্গ

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় ছিল ক্রিকেট প্রেমিরা। মুম্বই ও দিল্লি দলের ব্যাটিং লাইনআপ এতটাই শক্তিশালী যে তা রোখার জন্য উভয় দলের বোলিং ইউনিটকে অনেকটাই হোমওয়ার্ক করতে হয়েছে। ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। কিন্তু যে বলে সবথেকে বেশি রান তোলা যায় সেই ফুলটস বলই যে দিল্লির ব্যাটিং লাইনআপকে জোর ধাক্কা দেবে তা কল্পনাও করতে পারেনি তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু সেটাই করে দেখালেন মুম্বই ইন্ডিয়ান্সের ইজি ওঙ্গ।

প্লে অফে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক কে ইতিহাসের পাতায় নাম তুলেছেন ইজি ওঙ্গ। ফাইনালে ইজি ওঙ্গের স্লো ইয়র্কার, বলের পেস পরিবর্তন নিয়ে কাজ করেছিল দিল্লির ব্যাটাররা। কিন্তু ফাইনালে ফুলটস বলেই কামাল করে দেখালেন ইজি ওঙ্গ। দ্বিতীয় ওভারে ইজি ওঙ্গের প্রথম দুটি বলে একটি ছক্কা ও একটি চার মারেন শেফালি বর্মা। তৃতীয় বল স্লোয়ার দিতে গিয়ে রিলিজে ভুল হওয়ায় ফুলটস পড়ে যায়। সেই বল হিট করতে গিয়ে মিস টাইমিং করেন শেফালি। বল হাই হয়ে যায় ক্যাচ ধরেন অ্যামেলিয়া কের। তবে কোমড়ের উপরের ফুলটস কিনা তার জন্য আম্পায়ারের কাছে নো বল দেখার জন্য আবেদন জন। কিন্তু আম্পায়র দেখে সেই আবেদন নাকোচ করে আউট দেন।

আরও পড়ুনঃ Lionel Messi: ভাইরাল লিওনেল মেসির ‘চিঠি’, কাকে লিখলেন ‘মনের কথা’

এরপর ক্রিজে আসেন অ্যালাইস ক্যাপসে। প্রথম বল ডিফেন্স করেন তিনি। পঞ্চম বলে ফের ফুলটস পড়ে যায় ইজি ওঙ্গের। আর তা টাইম করতে না পেরে ক্যাচ দিয়ে বসেন ক্যাপসে। সামনে ড্রাইভ করে দুরন্ত ক্যাচ ধরেন আমনজিৎ কউর। পঞ্চম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন ইতি ওঙ্গ। তার আগে দুটি চার মারে ভালো শুরু করেছিলেন জেমাইমা রড্রিগেজ। ওভারের দ্বিতীয় বলে অফ স্টাম্পের নিজের তৃতীয় ফুলটস করেন ইজি ওঙ্গ। আর সেই বল সোজা পয়েন্টের হাতে জমা করে দেন জেমাইমা। গত ম্যাচে হ্যাটট্রিকের পর ফািনাসে তিন ফুলটসে ৩ উইকেট নিয়ে সক ের নজর কেড়ে নেন ইজি ওঙ্গ।

WPL 2023 Final: একদিকে রোহিত-সূর্য, অপরদিকে সৌরভ-পন্টিং, মেয়েদের ফাইনাল নিয়ে লেগে গেল ছেলেদের

মুম্বই: ৩১ তারিখ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৬ তম মরসুম। তার আগে ইতিমধ্যেই সকল প্লেয়াররা যোগ দিয়েছেন তাদের ফ্র্যাঞ্চাইজিতে। আর ছেলেদের আইপিএল শুরু হওয়ার আগে আজ উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ফাইনালে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। আইপিএলে রোহিত শর্মারা ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। এবার মেয়েদের আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরির সুযোগ হরমনপ্রীত কউর, ন্যাট স্কিভার, সাইকা ইশাকদের সামনে। অপরদিকে, আইপিএলে ছেলেদের দল যা ১৫ বছরেও যা করতে পারেনি সেই কৃতিত্ব অর্জন করার হাতছানি মেগ ল্যানিং, শেফালি বর্মা, জেমাইমা রড্রিগেজদের কাছে।

উইমেন্স প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ মেগা ফাইনালের আগে আসরে দুই ফ্যাঞ্চাইজির পুরুষ ক্রিকেটাররা। নিজেদের মহিলা দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রকারন্তরে একে অপরের সঙ্গে গেলেও ব লা যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মুম্বই ইন্ডিয়ান্সের ভিডিয়ো বার্তায় রোহিত শর্মা বলেন,”গত চার সপ্তাহ ধরে যে ক্রিকেট তোমরা খেলেছো তা অসাধরণ। ফাইনালের জন্য শুভকামনা। আমরা তোমাদের হয়ে গলা ফাটাব।” এছাড়া ভিডিওতে সূর্যকুমার যাদব থেকে টিম ডেভিড সকলেই শুভেচ্ছা জানান হরমনপ্রীত কউরের দলকে।

দিল্লি ক্যাপিটালসের তরফ থেকেও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ থেকে পৃথ্বি শ, মণীশ পাণ্ডেরা সকলে মহিলা দলকে ফাইনালের জন্য শুভেচ্ছা জানান। পন্টিং বলেন,”ফাইনালে অতিরিক্ত কিছু করার দরকার নেই, শুধু নিজেদের সেরাটা দেওয়াক চেষ্টা কর তাহলেই হবে।” সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”ফাইনালে মন লাগিয়ে খেল ও গর্জন করো।”

আরও পড়ুনঃ Lionel Messi: ভাইরাল লিওনেল মেসির ‘চিঠি’, কাকে লিখলেন ‘মনের কথা’

প্রসঙ্গত, ৪ মার্চ ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে শুরু হয়েছিল নতুন অধ্যায়। আজ উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। প্রতিযোগিতার শুরু থেকেই ৫টি দলের মধ্যে দিল্লি ও মুম্বই পারফরম্যান্সে বোঝা গিয়েছিল এই দুই দল চ্যাম্পিয়নশিপের প্রধান দাবিদার। আজ শেষে লড়াইয়ে শেষ হাসি কে হাস েতার উত্তর মিলবে রবিবাসরীয় ব্রাবোন স্টেডিয়ামে।

 

WPL 2023: শেষ ম্যাচ জিতে টেবিল টপার হয়ে ফাইনালে দিল্লি, প্লে অফে মুখোমুখি হবে মুম্বই ও ইউপি

মুম্বই: লিগ টেবিলের চ্যাম্পিয়ন হয়ে উইমেন্স প্রিমিয়ার লিগে সরাসরি ফাইনালের টিকিট পাকা করল দিল্লি ক্যাপিটালস। সোমবার মুম্বইকে হারিয়েই লিগ শীর্ষে উঠেছিল মেগ ল্যানিংয়ের দল। এদিন দুপুরের খেলায় আরসিবিকে হারিয়ে ফের কয়েক ঘণ্টার জন্য পয়লা নম্বরে উঠেছিল হরমনপ্রীত কউরের দল। তবে রাতের খেলায় ইউপি ওয়ারিয়র্সকে হারাতে পারলেই টেবিল টপার হওয়াটা পাকা ছিল দিল্লি ক্যাপিটালসের। ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে ইউপিকে ৫ উইকেট হারিয়ে শীর্ষে থেকে ফাইনালে পৌছে গেল দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে প্লে অফে পৌছল মুম্বই ইন্ডিয়ান্স ও ইউপি ওয়ারিয়র্স।

এদিন ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। খুব ভালো ব্যাটিং পারফরম্যান্স হয়নি ইউপির। দুরন্ত ফর্মে থাকা তাহিলা ম্যাকগ্রার ৫৮ রানের ইনিংস ও অধিনায়ক অ্যালিসা হেলর ৩৬ রানের ইনিংস ছাড়া কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। শ্বেতা শেরাওয়তের ১৯ ও সিমরান শেইখের ১১ রান বাদে কোনও ব্যাটার দুই অঙ্কের রানে পৌছতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান করে ইউপিওয়ারিয়র্স। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩ট উইকেট নেন অ্যালাইস ক্যাপসে।

রান তাড়া করতে নেমে ঝড়ো শুরু করেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার অধিনায়ক মেগ ল্যানিং ও শেফালি বর্মা। একের পর এক মারকাটারি শট খেলে ৪ ওভারের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ পূরণ করেন। কিন্তু এরপর ৭০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে দিল্লি। মেগ ল্যানিং ৩৯ ও শেফালি বর্মা ২১ রান করে সাজঘরে ফেরেন। এদিন রান পাননি জেমাইমা রড্রিগেজ। তিনি ৩ রান করে আউট হব। পরপর ৩টি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল দিল্লি।

আরও পড়ুনঃ Viral News: গোলকিপারের স্ত্রী-র সঙ্গে মিলন স্ট্রাইকারের! হাতেনাতে পড়েছিলেন ধরা, তারপর কী হয়েছিল

এরপর দলের ইনিংসের রাশ ধরেন মেরিজ্যান কাপ ও অ্যালাইস ক্যাপসে। দুজন মিলে ঠান্ডা মাথায় ব্যাট করে দলকে জয়ের দোরগোরায় নিয়ে যান। অর্ধশতরানের পার্টনারশিপ করেন। ১৩০ রানে চতুর্থ উইকেট পড়ে। ৩৪ রান করে আউট হন ক্যাপসে। এরপর ক্রিজে এসে খাতা না খুলেই রান আউট হন জেস জনাসেন। তবে তাতে কোনও সমস্যা হয়নি। মেরিজ্যান কাপ ১৩ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন। ২৬ মার্চ ফাইনালে মুম্বই ও ইউপির মধ্যে প্লে অফে জয়ীর মুখোমুখি হবে দিল্লি।

Sourav Ganguly: দিল্লির টিম হোটেলে মহারাজকীয় এন্ট্রি সৌরভের! দাদার ক্লাসে মুগ্ধ ছাত্র পৃথ্বীরা

দিল্লি: কলকাতার ইডেন গার্ডেন্সে কয়েকটা দিন ক্যাম্প করেছিল দিল্লি ক্যাপিটালস। সৌরভ নিজের শহরে মোটামুটি দেখে নিয়েছিলেন কয়েকজন ক্রিকেটারকে। এবার দিল্লি পৌঁছে গেল ক্যাপিটালস দল। ডব্লিউপিএলে দিল্লির মেয়েরা একদিন আগেই হারিয়েছে মুম্বইকে। এবার ছেলেদের আইপিএলে বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সৌরভের দিল্লি। বলা বাহুল্য তাদের স্বপ্ন দেখাচ্ছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়।

সকলেই জানেন এবার দিল্লি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সৌরভ। মেন্টর হিসেবে নয়, ডিরেক্টর হিসেবে আছেন মহারাজ। কিন্তু সৌরভ চিরকাল দায়িত্ব নিলে তার কাছে পদ খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে তিনি কি অবদান রাখতে পারলেন। মাঠে নেমে কাজ করতে ভালোবাসেন সৌরভ। সেটাই করবেন এবারও।

আরও পড়ুন – মেসিকে কোচিং করা ম্যানেজারকে দায়িত্ব দিতে চায় ইস্টবেঙ্গল, হবে দ্রুত সিদ্ধান্ত

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে দিল্লি। সেখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে নামছেন সৌরভ। তাকে হোটেলের মূল দরজায় চন্দনের টিকা লাগিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সানগ্লাস, টি শার্ট এবং জিন্স পরিহিত সৌরভকে বেশ আনন্দিত লাগছে ক্রিকেটারদের মধ্যে মিশে যেতে পেরে। পৃথ্বী শ, মুস্তাফিজুর, ডেভিড ওয়ার্নার, পাওয়েল, রুসো, চেতন সাকারিয়া – এরা প্রত্যেকেই জড়িত দিল্লি দলের সঙ্গে।

ভারত অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলে যোগ দেবেন অক্ষর প্যাটেল। কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। সৌরভ জানেন এবারের আইপিএল অনেক বেশি কঠিন হবে। কারণ সেই পুরনো নিয়মে ভারতের বিভিন্ন প্রান্তে খেলে বেড়াতে হবে। বিভিন্ন কন্ডিশন এবং উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে। তবে এটা নিয়ে ক্রিকেটাররা যাতে খুব বেশি না ভাবেন সেই ইনপুট দিতে তৈরি মহারাজ।

নিজের অভিজ্ঞতা প্রতি মুহূর্তে ভাগ করে নিচ্ছেন ক্রিকেটারদের সঙ্গে। যখন ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তার অবদান স্বর্ণাক্ষরে লেখা আছে। বাংলার ক্রিকেটের কর্তা হিসেবেও অবদান রেখেছেন। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সাফল্য আছে। এবার সৌরভের নতুন চ্যালেঞ্জের নাম দিল্লি। অনেক কিছু জবাব দেওয়ার এখনও বাকি। ডিরেক্টর হিসেবেও সেই পুরনো আগুন ফুরিয়ে যায়নি প্রমাণ করতে মরিয়া হবেন মহারাজ।

Sourav: সৌরভ এখনও মহারাজ! একসঙ্গে চার দলের বিরাট দায়িত্বে! আইপিএলে দাদাগিরি চলবে

কলকাতা: শাহরুখ খানের কেকেআর অথবা বিসিসিআই তার অবদানের কথা মনে রাখুক আর নাই রাখুক সৌরভ গঙ্গোপাধ্যায় থেমে থাকতে জানেন না। হেরে যাওয়া তার অভিধানে নেই। সব সময় একটা মঞ্চ খুঁজে নেন। ক্রিকেটার হিসেবেও কামব্যাক করেছেন। এখন প্রশাসক হিসেবেও সমান চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছেন। সৌরভের এখন ধ্যান জ্ঞান দিল্লি ক্যাপিটালস দল।

মহিলাদের আইপিএলে দিল্লি ক্যাপিটালস, দক্ষিণ আফ্রিকা টি২০ প্রতিযোগিতায় প্রিটোরিয়া ক্যাপিটালস ও আন্তর্জাতিক টি২০ লিগে দুবাই ক্যাপিটালসেরও ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ। দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ ও মহিলাদের আইপিএলে নিজের কাজ শুরু করে দিয়েছেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের শিবিরেও যোগ দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন – Shakib: বাংলাদেশে খুন করা আসামির সোনার দোকান উদ্বোধন করতে দুবাইতে সাকিব! শুরু বিতর্ক

কলকাতায় দু’দিনের শিবির করেছে দিল্লি ক্যাপিটালস। ১৯ মার্চ থেকে দিল্লিতে শিবির শুরু হওয়ার কথা। তবে ইতিমধ্যেই দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁর কথাবার্তা শুরু হয়েছে বলে জানিয়েছেন সৌরভ। সৌরভ জানেন শুধু মাঠে নয় একটা দলকে মানসিকভাবে লম্বা টুর্নামেন্টের জন্য প্রস্তুত করতে গেলে কোন কোন বিষয়ে জোর দেওয়া দরকার।

এর মধ্যে নিজের বায়োপিক নিয়ে কথা শোনা যাচ্ছে। কিন্তু সৌরভ পেশাদার। আইপিএল চলাকালীন বায়োপিক নিয়ে বিশেষ কথা বলতে রাজি নন। আসলে তিনি যে কাজে হাত দেন সেটা সফল করে ছাড়তে ভালোবাসেন। দিল্লি দলের দায়িত্ব নেওয়া নতুন কিছু নয়। মেজাজটাই তার আসল রাজা।

জানেন কতটা কঠিন লড়াই অপেক্ষা করবে। পাশাপাশি বাইরে যাওয়া ঋষভ পন্থকেও নিয়মিত মোটিভেশন দিয়ে যাচ্ছেন সৌরভ। যেভাবে এক সময় গাইড করতেন টিম ইন্ডিয়াকে, যেভাবে এক সময় বিদেশের মাটিতে চোখে চোখ রেখে লড়াই করতে শিখিয়েছিলেন ভারতীয় দলকে, এখন দিল্লির মেনটর এবং ডিরেক্টর হিসেবে সেটাই চ্যালেঞ্জ সৌরভের।