Tag Archives: Digha Bus Service

Digha News: দিঘায় বড় চমক! সমুদ্রসফরের মজা দ্বিগুণ, পর্যটকদের জন্য দারুণ বাহন, কী কী সুবিধা পাবেন

দিঘা: দিঘার মুকুটে নতুন পালক। এবার দিঘায় আসা পর্যটকদের ঘুরে বেড়ানোর মজা আরও দ্বিগুণ হবে। দিঘায় প্রমোদ ভ্রমণের আকর্ষণ বাড়াতে ডবল ডেকার বাস পরিষেবা চালু হবে। রাজ্য তথা জেলার অন্যতম পর্যটন নগরী দিঘা বাঙালি পর্যটকদের কাছে চির আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার দিঘায় আসা পর্যটকেরা প্রমোদ ভ্রমণের বিশেষ পরিষেবার সুবিধা উপভোগ করতে পারবেন।

দিঘায় শুরু হয়েছে ডবল ডেকার বাস পরিষেবার মহড়া। প্রমোদতরীর যাত্রীদের নিয়ে আসা-যাওয়ার জন্য এই পরিষেবা চালু করা হবে। বিশেষ কিছু কারণের জন্য এখনও পর্যন্ত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ওরফে (পিপিপি)-এর এই প্রমোদ ভ্রমণ পরিষেবা চালু হয়নি। শঙ্করপুর মৎস্য বন্দরের একবারে কাছে নায়েকালী মন্দির চত্বরে তৈরি করা হয়েছে জেটি। সেখান থেকে প্রমোদতরীতে চেপে সমুদ্রের রূপ দর্শন করতে পারবেন পর্যটকেরা। ইতিমধ্যেই সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। পরিষেবা চালুর অপেক্ষা মাত্র। আর তার আগেই শুরু হল দিঘার রাস্তায় এই প্রমোদতরীর বাস পরিষেবার মহড়া।

আরও পড়ুন: যে কোনও ডাল খাচ্ছেন? ভয়ঙ্কর ক্ষতি হতে পারে! মুগ নাকি মুসুর… কোনটি স্বাস্থ্যকর? বলছেন চিকিৎসক

এমভি নিবেদিতা নামের সম্পূর্ণ বাতানুকূল প্রমোদ তরীটির। তবে যা তৎপরতা, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে দ্রুত চালু হয়ে যাবে পর্যটক বিনোদনের এই বিশেষ পরিষেবা। তার আগেই দিঘার রাস্তায় মহড়া শুরু। হয়েছে ডবল ডেকার বাসের। আধুনকি সাউন্ড সিস্টেম সংযুক্ত বিলাসবহুল বর্ণিল সাজ। তা নজর কাড়ছে। পথচলতি মানুষের। বাড়ছে কৌতূহলও।

প্রসঙ্গত বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে দিঘাতে সাজিয়ে গুছিয়ে তোলার পাশাপাশি একাধিক নিত্য নতুন পরিষেবা শুরু হয়েছে। আগামী দিনে প্রমোদ তরী পরিষেবা চালু হওয়ার আগেই দিঘার রাস্তায় ডবল ডেকার বাস যাতায়াত শুরু হল। এখনও পর্যন্ত এই বাস পরিষেবার ভাড়া নির্ধারিত হয়নি। তবে এই ডবল ডেকার বাস পরিষেবা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল জন্মেছে পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে।

সৈকত শী

Accident: দিঘার রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত নদীয়ার চার পর্যটক

দিঘা: দিঘা যাওয়ার পথে ভয়ানক দুর্ঘটনার কবলে একটি ছোট গাড়ি। উল্টো দিক থেকে আসা একটি যাতাই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় মারিশদা থানার দাইসাই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। দইসাই এর কাছে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাসের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট গাড়িতে চারজন ছিল বলে প্রাথমিক সূত্রে অনুমান। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। ঘটনা সূত্রে জানা যাচ্ছে প্রাইভেট গাড়িতে থাকা প্রত্যেকেই প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুনঃ UTS অ‍্যাপে বড় বদল! থাকল না ২০ কিলোমিটারের গন্ডি! টিকিট কাটুন যে কোনও জায়গা থেকে

শিবশক্তি নামে বাসটি দিঘা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল। অপরদিকে দিঘার দিকে আসা প্রাইভেট গাড়ির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দিঘার দিকে আসা দুর্ঘটনার কবলে পড়া বেলেনো গাড়িতে পর্যটকদের সঠিক পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে খবর পর্যটকদের গাড়িটি নদিয়া থেকে দিঘার উদ্দেশ্যে যাচ্ছিল। মারিশদা থানা পুলিশ সূত্রে জানা যায় ওই চার পর্যটকের পরিচয় জানা না গেলেও তাঁদের বাড়ি নদিয়া জেলার ভীমপুর থানা এলাকায় বলে জানা গেছে।

পুলিশের অনুমান বাস ও ছোট গাড়িটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে বাসের সামনে ঢুকে যায়। সেই সঙ্গে ছোট গাড়িতে থাকা ৪ জন পর্যটকই ঘটনাস্থলেই প্রাণ হারায়। এমনকী বাসটির একাধিক যাত্রীও এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন। প্রাথমিকভাবে স্থানীয় মানুষজনেরা বাসের সামনে থেকে ছোট গাড়িটি বের করার চেষ্টা করে।

কিন্তু দুমড়ে মুচড়ে ছোট গাড়িটি বাসের সামনে ঢুকে যাওয়ার ফলেউদ্ধার কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। পুলিশ এসে গ্যাস কাটার দিয়ে গাড়ির ভেতরে থাকা চারজনের দেহ উদ্ধার করে। পরেক্রেন দিয়ে গাড়িটিকে ঘটনাস্থ থেকে সরানো হয়।

সৈকত শী