Tag Archives: dolphin

Digha News: দিঘার সমুদ্রে এই জ্যান্ত প্রাণী! ব্যাপক চাঞ্চল্য ছড়াল সমুদ্র সৈকতে, তারপর…

দিঘার উদয়পুর সমুদ্র সৈকতে হঠাৎই এটি কী ভেসে চলে আসে? জ্যান্ত এই জীবকে উদ্ধার করে সমুদ্রের দিকে দৌড় লাগাল এক যুবক। দুপুরে উত্তাল সমুদ্রের সঙ্গে স্নানের চুটিয়ে মজা উপভোগ করছিল পর্যটকেরা। আর সেই সময়েই সমুদ্রসৈকত জুড়ে চাঞ্চল্য ছড়ায়। (সৈকত শী)
দিঘার উদয়পুর সমুদ্র সৈকতে হঠাৎই এটি কী ভেসে চলে আসে? জ্যান্ত এই জীবকে উদ্ধার করে সমুদ্রের দিকে দৌড় লাগাল এক যুবক। দুপুরে উত্তাল সমুদ্রের সঙ্গে স্নানের চুটিয়ে মজা উপভোগ করছিল পর্যটকেরা। আর সেই সময়েই সমুদ্রসৈকত জুড়ে চাঞ্চল্য ছড়ায়। (সৈকত শী)
আর এই চাঞ্চল্য ছড়ানোর মূল কারণ একটি জীবন্ত ডলফিন। উদয়পুর সমুদ্র সৈকতে এই জীবন্ত ডলফিনটি জোয়ারে ভেসে চলে আসে। জোয়ারে ভেসে আসার পর ডলফিনটি ভাটার টানে ফিরে যেতে পারেনি তারপর এই জীবন্ত ডলফিন ঘিরে ব্যাপক হইচই পড়ে যায় সমুদ্র সৈকতে।
আর এই চাঞ্চল্য ছড়ানোর মূল কারণ একটি জীবন্ত ডলফিন। উদয়পুর সমুদ্র সৈকতে এই জীবন্ত ডলফিনটি জোয়ারে ভেসে চলে আসে। জোয়ারে ভেসে আসার পর ডলফিনটি ভাটার টানে ফিরে যেতে পারেনি তারপর এই জীবন্ত ডলফিন ঘিরে ব্যাপক হইচই পড়ে যায় সমুদ্র সৈকতে।
দিঘায় স্পিডবোটের ধাক্কায় বা ট্রলারের ধাক্কায় আহত হয়ে ডলফিন এর আগেও বেশ কয়েকবার সমুদ্রসৈকতে ভেসে এসেছিল জোয়ারে। ৩ জুন সোমবার দুপুর বেলা এরকমই একটি ডলফিন জোয়ারের জলে ভেসে আসে দিঘার উদয়পুর সমুদ্র সৈকতে। এর আগে বেশ কয়েকবার দিঘায় ডলফিন ভেসে এলেও বেশিরভাগ সময় ডলফিন গুলি মারা গিয়েছিল।
দিঘায় স্পিডবোটের ধাক্কায় বা ট্রলারের ধাক্কায় আহত হয়ে ডলফিন এর আগেও বেশ কয়েকবার সমুদ্রসৈকতে ভেসে এসেছিল জোয়ারে। ৩ জুন সোমবার দুপুর বেলা এরকমই একটি ডলফিন জোয়ারের জলে ভেসে আসে দিঘার উদয়পুর সমুদ্র সৈকতে। এর আগে বেশ কয়েকবার দিঘায় ডলফিন ভেসে এলেও বেশিরভাগ সময় ডলফিন গুলি মারা গিয়েছিল।
তবে এবার এই জীবন্ত ডলফিন টিকে দেখে স্থানীয় এক যুবক যা করল হা হয়ে দাঁড়িয়ে দেখল উদয়পুর সমুদ্র সৈকতে থাকা পর্যটকেরা। যুবকটি ডলফিন কে বাঁচাতে সমুদ্র সৈকত থেকে কোলে করে তুলে নিয়ে সমুদ্রের দিকে দৌড় লাগায়। তারপর সমুদ্রের জলে গিয়ে ডলফিনটি কে ছেড়ে দেয়।
তবে এবার এই জীবন্ত ডলফিন টিকে দেখে স্থানীয় এক যুবক যা করল হা হয়ে দাঁড়িয়ে দেখল উদয়পুর সমুদ্র সৈকতে থাকা পর্যটকেরা। যুবকটি ডলফিন কে বাঁচাতে সমুদ্র সৈকত থেকে কোলে করে তুলে নিয়ে সমুদ্রের দিকে দৌড় লাগায়। তারপর সমুদ্রের জলে গিয়ে ডলফিনটি কে ছেড়ে দেয়।
কম জলে ডলফিনটিকে ছেড়ে দেওয়া হলে ঠিকমত নড়াচড়া করতে পারেন ছিল না। সেই সময়ই উদয়পুর সমুদ্র সৈকতে থাকা স্পিডবোটের লোকজনেরা ডলফিনটিকে বাঁচাতে এগিয়ে আসে। নিজেদের স্পিডবোটের তুলে নেয় ডলফিনটিকে তারপর সোজা মা সমুদ্রের দিকে দ্রুত বেগে স্পিডবোটটি এগিয়ে যায়। মাঝ সমুদ্রে ছেড়ে আসা হয় ডলফিনটিকে। এই জীবন তো ডলফিন ঘিরে দিঘায় উদয়পুর সমুদ্র সৈকত জুড়ে ব্যাপক হইচই পড়ে।
কম জলে ডলফিনটিকে ছেড়ে দেওয়া হলে ঠিকমত নড়াচড়া করতে পারেন ছিল না। সেই সময়ই উদয়পুর সমুদ্র সৈকতে থাকা স্পিডবোটের লোকজনেরা ডলফিনটিকে বাঁচাতে এগিয়ে আসে। নিজেদের স্পিডবোটের তুলে নেয় ডলফিনটিকে তারপর সোজা মা সমুদ্রের দিকে দ্রুত বেগে স্পিডবোটটি এগিয়ে যায়। মাঝ সমুদ্রে ছেড়ে আসা হয় ডলফিনটিকে। এই জীবন তো ডলফিন ঘিরে দিঘায় উদয়পুর সমুদ্র সৈকত জুড়ে ব্যাপক হইচই পড়ে।

Digha: ওটা কী! দিঘার সমুদ্রে ‘বিরল’ দৃশ্য, খবরটা শুনেই ছোটাছুটি পর্যটকদের!

পঙ্কজ দাশ রথী, দিঘা: আবারও মৃত ডলফিন উদ্ধার সৈকত শহর দিঘায়। শুক্রবার সকালে নিউ দিঘার যাত্রা নালা ঘাট এলাকায় দেখা গেল একটি পূর্ণ বয়স্ক মৃত ডলফিন। ডলফিনটি প্রায় ৫ফিট লম্বা, ওজন ৬০ কিলো। যা দেখতে ভিড় জমান পর্যটকরা।

সমুদ্রের ধারে ঘুরছেন পর্যটকরা। এদিক ওদিক মৎস্যজীবীরা মাছ চালাচালি করছেন। শুক্রবার সকাল। ট্রলার নিয়ে ফিরেছেন জেলেরা। এরইমধ্যে হঠাৎ নজরে এল দিঘার সমুদ্রের একেবারে পাড়ে বিশালাকার কী যেন একটা শুয়ে। সেদিকে এগিয়ে যেতেই মৎস্যজীবীরা দেখেন একটি ডলফিন মৃত অবস্থায় পড়ে আছে। প্রায় ৫ ফুট লম্বা হবে সেটি।

আরও পড়ুন: ৭১৬ কোটির মালিক! প্রথম দফার সবচেয়ে ধনী প্রার্থী কে জানেন? পরিচয় শুনে চমকে যেতে বাধ্য

ক্রমেই ভিড় জমতে শুরু করে সেই ডলফিন ঘিরে। ডলফিন দেখা গিয়েছে শুনে জীবিত নাকি মৃত সে খোঁজও করেননি কেউ কেউ। ছোটাছুটি শুরু করে দিয়েছেন এক ঝলক দেখার জন্য।

এদিন সকালে দিঘার নালা ঘাটে ভেসে আসে এই মৃত ডলফিনটি। ভালই পর্যটকের ভিড় রয়েছে সপ্তাহান্তে। সকালে সমুদ্রের ধারে ঘোরাফেরার সময় এমন দৃশ্য দেখে তো হইহই। খবর পেয়ে ছুটে আসে দিঘার বনদফতরের কর্মীরা। ডলফিনটি ময়নাতদন্তের পর দিঘার বালিয়াড়িতে পুঁতে দেওয়া হবে বলে জানা গিয়েছে।