Tag Archives: Duttapukur Accident

Duttapukur Accident: দত্তপুকুরে উল্টে গেল বালি বোঝাই লরি! একাধিক ব্যক্তির আটকে থাকার আশঙ্কা! চলছে উদ্ধার কাজ

উত্তর ২৪ পরগনা: ব্যস্ত সময়ে দত্তপুকুর স্টেশন সংলগ্ন এক নম্বর রেলগেট এলাকায় বালি বোঝাই লরি পাল্টি খেয়ে বিপত্তি। লরির নিচে একাধিক ব্যক্তির চাপা পড়ে থাকার আশঙ্কা। ইতিমধ্যেই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা যায় পাইপ লাইনের কাজের সুবাদে রাস্তার ওই অংশে কিছুদিন আগেই মাটি খোঁড়া হয়েছিল। পরবর্তীতে মাটি চাপা দিয়ে দিলেও কয়েকদিনের বৃষ্টিতে তা অনেকটাই বসে যায়। এমন পরিস্থিতিতে ভারী বালি বোঝাই লরিটির চাকা রাস্তার ধারের ওই অংশে যেতেই বসে যায়।

একদিকে হেলে পড়ে বালি বোঝাই লরিটি। সেই সময়ের প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একজন সাইকেল আরোহী সহ আরও দুজন ব্যক্তি লরির নিচে আটকে পড়েছে বলেই আশঙ্কা। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য, তীব্র যানজটের সৃষ্টি হয় ওই রাস্তায়। ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ সহ ক্রেন ও জেসিবি। লরিটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের তরফে। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকার বহু মানুষজন ঘটনাস্থলে ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়। খবর দিয়ে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্সেও।

আরও পড়ুন: কলা পাকা না কাঁচা খাওয়া ভাল? ডায়াবেটিসে কোন কলা খাবেন? জানুন বিশেষজ্ঞের মত

আটকে পড়া মানুষদের উদ্ধার করতে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে কাজ। প্রায় বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ায়, আটকে পড়া ব্যক্তিদের প্রাণের ঝুঁকিও তৈরি হয়েছে। স্থানীয়দের তরফে জানা গিয়েছে এর আগেও এমন ঘটনার ঘটেছে ওই এলাকায়। ওভারলোডিং গাড়ি পুলিশি দৌরাত্ম এড়াতেই বহু সময় মেন রোড ছেড়ে বাইপাস রোড ব্যবহার করে থাকে। এদিনও বালি বোঝাই লরিটি এই রাস্তা ব্যবহার করেই অন্যত্র যাচ্ছিল কিনা তা তদন্ত করে দেখার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। এখনও পর্যন্ত আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করা যায়নি বলেই জানা গিয়েছে। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

Rudra Narayan Roy