Tag Archives: East Bengal

Mamata Banerjee : মুখ্যমন্ত্রীর বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত কলকাতার তিন প্রধান ক্লাব! সম্মানিত ঋদ্ধি

#কলকাতা: ক্রীড়া জগতে পশ্চিমবাংলা সরকার ক্ষমতায় আসার পর থেকেই অনেক কাজ করেছে এ বিষয়ে সন্দেহ নেই। শুধু ক্রিকেট বা ফুটবল নয়, বঞ্চিত গ্রামের খেলোয়াড়দের এবং ছোট ক্লাবদের বিভিন্নভাবে সাহায্য করা হয়েছে এবং হচ্ছে। যুবভারতী স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে তোলার পাশাপাশি কিশোর ভারতী নতুন করে তৈরি হয়েছে। আর এদিন নজরুল মঞ্চের ক্রীড়া জগতকে আরো একবার সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের দেওয়া বঙ্গ বিভূষণ সম্মান থেকে প্রাপ্ত অর্থ সাধারণ মানুষের সাহায্যার্থে লিভার ফাউন্ডেশনকে দিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গল। সোমবার ক্লাবের তরফে এমনটাই জানানো হয়েছে। এদিনই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ সম্মান পায় তারা।

শুধু ইস্টবেঙ্গলই নয়, কলকাতার বাকি দুই প্রধান মোহনবাগান এবং মহমেডানকেও সম্মান জানানো হয়েছে। ইস্টবেঙ্গলের তরফে অনুষ্ঠানে ছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার, সচিব কল্যাণ মজুমদার। মোহনবাগানের তরফে সচিব দেবাশিস দত্ত, সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। মহমেডানের পক্ষ থেকে ছিলেন সভাপতি আমিরুদ্দিন ববি এবং সচিব দানিশ ইকবাল।

বাংলা ছেড়ে ত্রিপুরা চলে গেলেও ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকেও বঙ্গবিভূষণ পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী। পুরস্কার পেয়ে অভিভূত উইকেট রক্ষক। তার কাছ থেকে মমতা জানতে চান কেন তিনি বাংলা ছাড়লেন? ঋদ্ধিমান জানিয়ে দিলেন ভবিষ্যতে সম্ভব হলে আবার ফিরে আসবেন। তার পিঠে হাত রাখছে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

বাংলার ফুটবলের উন্নতির জন্য তিন প্রধানকে আরো ভালো কাজ করতে হবে ভবিষ্যতে মনে করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি সবসময় দরকারে পাশে থাকবেন জানিয়ে দিলেন আর একবার। ইস্টবেঙ্গল এবং ইমামি সমস্যা যে মিটে যাওয়ার পথে সেটা পরিষ্কার হয়ে গেল এদিন মঞ্চে ডিরেক্টর রাধেশ্যাম গোয়েঙ্কা উপস্থিত থাকায়। ইস্টবেঙ্গল সংসদের জন্য এটা ভাল ইঙ্গিত।

সুখবর, একাদশতম দল হিসেব এবারের আইএসএলেই খেলবে ইস্টবেঙ্গল, জানিয়ে দিলেন নীতা অম্বানি

#কলকাতা:‌ ATK -র সঙ্গে গাঁটছড়া বাঁধার পর মোহনবাগান এ মরশুমের আইএসএলে খেলবে তা নিশ্চিত হয়ে যাওয়ার পরেই উষ্মায় ছিলেন লক্ষ -লক্ষ ইস্টবেঙ্গল সমর্থক৷ লম্বা সময়ের অপেক্ষা, ছিল ঘোর অনিশ্চয়তাও৷ তবে ২৭ সেপ্টেম্বর সবচেয়ে খুশি-র খবরটা দিয়ে দিলেন ৷ সরকারি ভাবে জানিয়ে দিলেন এই মরশুমেই আইএসএলে খেলবে লাল-হলুদ৷

স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)–এর চেয়ারপার্সন নীতা আম্বানি। রবিবার জানিয়ে দিলেন, ২০২০/‌২১ মরসুমের আইএসএল খেলবে ইস্টবেঙ্গল। এ মাসের শুরুতেই ইস্টবেঙ্গলে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় কলকাতার শ্রী সিমেন্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বেশ কিছু সময়ের অনিশ্চয়তার পর স্পনসর পায় ইস্টবেঙ্গল৷ এরপরেই কার্যত নিশ্চিত ছিল ইস্টবেঙ্গলের (East Bengal)  ISL খেলা৷ রবিবার সেই খবরে চূড়ান্ত সিলমোহর দিয়ে দিলেন নীতা অম্বানি৷

ফলে এ মরশুমেও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ডার্বির উন্মাদনায় মাততে পারবেন দুই দলের সমর্থকরাই৷


এদিন নীতা অম্বানি জানালেন, ‘‘‌আইএসএল–এর জন্য এটি অত্যন্ত গর্বের একটা মুহূর্ত। ইস্টবেঙ্গল ক্লাব ও তার লক্ষ লক্ষ সমর্থকদের লিগে স্বাগত জানাচ্ছি। দুই ঐতিহ্যশালী ক্লাব, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের অন্তর্ভুক্তি ভারতীয় ফুটবলে অনেক সুযোগ আনতে চলেছে।আশা করব বাংলার দুই প্রধান ক্লাব ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।”

আইএসএলের একাদশতম দল হিসেবে এবারের আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল৷  আগের বিনিয়োগকারী সংস্থা চলে যাওয়ার পরে নতুন বিনিয়োগকারীর খোঁজে ছিল ইস্ট বেঙ্গল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  অনুরোধে ইস্টবেঙ্গলের জন্য লগ্নিকারী খুঁজতে শুরু করেন মুকেশ এবং নীতা অম্বানিরা। কয়েকটি সংস্থার সঙ্গে কথাবার্তা এগোলেও তা মাঝপথেই থেমে গিয়েছিল। শেষ পর্যন্ত বিনিয়োগ করে শ্রী সিমেন্ট।আইএসএলে বাকি দশটি ক্লাব হল- এটিকে মোহনবাগান, মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড, হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইইন এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স ও জামশেদপুর এফসি।