Tag Archives: Electricity Bill Reducing Tips

Electricity Saving Tips: মাসে হাজার হাজার টাকার বিদ‍্যুত্‍ খরচা কমিয়ে ফেলা যাবে এইভাবে!

সৌর বিদ্যুৎ ব্যবহারে আগ্রহ বাড়ছে মানুষের! এই সময় দারুন চাহিদার সঙ্গে বিক্রি সোলার সিস্টেম। লোডশেডিং প্রবন এলাকা বা ইলেকট্রিক পরিষেবা হীন এলাকায় এর ব্যবহার প্রচুর। বিশেষ করে এই গরমের সময় এর চাহিদা তুঙ্গে। অন্যদিকে গ্রামে গঞ্জে ইলেকট্রিক পরিষেবা উন্নত না হওয়ার ফলে দারুন সমস্যা মানুষের।

সেই দিক থেকে নিরবিচ্ছিন্ন ইলেকট্রিক পরিষেবা পেতে বিকল্প হিসেবে সোলার সেল ব্যবহার করছে মানুষ। এতে যেমন ইলেকট্রিক বিচ্ছিন্ন হবার ঝুঁকি কম, অন্যদিকে সাশ্রয়ী। উভয় দিক থেকেই মানুষের আগ্রহ বাড়ছে সোলার সেল ব্যবহারে।সরাসরি সূর্যের আতশ থেকে বিদ্যুৎ তৈরিতে এর কুপ্রভাব নেই পরিবেশে।

Electric Bill Saving Tips: যত ইচ্ছে AC চালান! শুধু মেনে চলুন এই ‘নিয়ম’! হু হু করে কমবে বাড়ির ইলেকট্রিক বিল

এখন বিদ‍্যুত বিল সকলের কাছেই একটি চিন্তার বিষয়। বিদ্যুতের দাম আগের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। বিদ্যুৎ বিল নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। দিন দিন বেড়েই যাচ্ছে বিদ্যুৎ বিল।
এখন বিদ‍্যুত বিল সকলের কাছেই একটি চিন্তার বিষয়। বিদ্যুতের দাম আগের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। বিদ্যুৎ বিল নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। দিন দিন বেড়েই যাচ্ছে বিদ্যুৎ বিল।
এখন সকলের বাড়িতে ইলেকট্রনিক জিনিসপত্র বেড়ে গেছে। এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ফ‍্যান সবই থাকে। তাই, আগের থেকে বিলও অনেক বেশি হয়।
এখন সকলের বাড়িতে ইলেকট্রনিক জিনিসপত্র বেড়ে গেছে। এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ফ‍্যান সবই থাকে। তাই, আগের থেকে বিলও অনেক বেশি হয়।
১- গরমে দিন-রাত ফ্রিজ চলে। সেটাই স্বাভাবিক। কিন্তু গরমেও ফ্রিজ রোদ যেই দিকে সেই দিক থেকে সরিয়ে রাখতে পারেন। তাহলে ইলেকট্রিক বিল কিন্তু কম আসবে।
১- গরমে দিন-রাত ফ্রিজ চলে। সেটাই স্বাভাবিক। কিন্তু গরমেও ফ্রিজ রোদ যেই দিকে সেই দিক থেকে সরিয়ে রাখতে পারেন। তাহলে ইলেকট্রিক বিল কিন্তু কম আসবে।
২- রেফ্রিজারেটরে গরম জিনিস রাখবেন না এবং নিয়মিত ফ্রিজ পরিষ্কার করুন। এতে ফ্রিজের কার্যক্ষমতা বাড়বে এবং বিদ্যুৎ খরচ কমবে।
২- রেফ্রিজারেটরে গরম জিনিস রাখবেন না এবং নিয়মিত ফ্রিজ পরিষ্কার করুন। এতে ফ্রিজের কার্যক্ষমতা বাড়বে এবং বিদ্যুৎ খরচ কমবে।
৩- রেফ্রিজারেটরের দরজা খুললেই ভিতরে গরম বাতাস আসে। এ কারণে ফ্রিজকে বেশি কাজ করতে হয় এবং বিদ্যুৎ খরচ বেড়ে যায়। তাই বেশিক্ষণ
৩- রেফ্রিজারেটরের দরজা খুললেই ভিতরে গরম বাতাস আসে। এ কারণে ফ্রিজকে বেশি কাজ করতে হয় এবং বিদ্যুৎ খরচ বেড়ে যায়। তাই বেশিক্ষণ
৪- তরল জিনিস ঢেকে রাখুন। ফ্রিজে রাখা তরল আইটেম আর্দ্রতা ছেড়ে দেয়। এই আর্দ্রতা কনডেন্সারের উপরে জমা হয় এবং এর কার্যকারিতা প্রভাবিত করতে পারে। কনডেন্সার ফ্রিজ ঠান্ডা রাখতে সাহায্য করে। তা ইলেক্ট্রিক বাড়াতে সাহায‍্য করে।
৪- তরল জিনিস ঢেকে রাখুন। ফ্রিজে রাখা তরল আইটেম আর্দ্রতা ছেড়ে দেয়। এই আর্দ্রতা কনডেন্সারের উপরে জমা হয় এবং এর কার্যকারিতা প্রভাবিত করতে পারে। কনডেন্সার ফ্রিজ ঠান্ডা রাখতে সাহায্য করে। তা ইলেক্ট্রিক বাড়াতে সাহায‍্য করে।

 

৫- ফ্রিজের তাপমাত্রা বেশি রাখলে রেফ্রিজারেটর বেশি কাজ করে। এতে বিদ্যুৎ খরচ বেড়ে যায়। ফ্রিজকে মাঝারি তাপমাত্রায় রাখাই এটিকে ঠান্ডা রাখতে এবং কম বিদ্যুৎ খরচ করার জন্য যথেষ্ট।
৫- ফ্রিজের তাপমাত্রা বেশি রাখলে রেফ্রিজারেটর বেশি কাজ করে। এতে বিদ্যুৎ খরচ বেড়ে যায়। ফ্রিজকে মাঝারি তাপমাত্রায় রাখাই এটিকে ঠান্ডা রাখতে এবং কম বিদ্যুৎ খরচ করার জন্য যথেষ্ট।

 

AC Electricity Bill Saving Tips: AC-র বিদ্যুৎ বিল দেখে আঁতকে উঠছেন? ৩০% খরচ কমান ‘এই’ ছোট্ট সহজ টিপস মেনে, না জানলেই নয়!

AC Electricity Bill: একটি সাধারণ ভুল ধারণা অনেকের মধ্যেই দেখা যায়। ভ্রান্ত ধারণাটি হল, এসি-র থার্মোস্ট্যাটটিকে ১৮ ডিগ্রিতে সেট করলে ঘর দ্রুত ঠান্ডা হবে। কিন্তু এটা সত্য নয়। ঘরটি ২৬ ডিগ্রিতে রাখলেও একই সময়ে ঘর ঠান্ডা হবে। তবে হ্যাঁ, ১৮ ডিগ্রি ২৬ ডিগ্রির চেয়ে অনেক বেশি পরিমাণে ঠান্ডা হবে।
AC Electricity Bill: একটি সাধারণ ভুল ধারণা অনেকের মধ্যেই দেখা যায়। ভ্রান্ত ধারণাটি হল, এসি-র থার্মোস্ট্যাটটিকে ১৮ ডিগ্রিতে সেট করলে ঘর দ্রুত ঠান্ডা হবে। কিন্তু এটা সত্য নয়। ঘরটি ২৬ ডিগ্রিতে রাখলেও একই সময়ে ঘর ঠান্ডা হবে। তবে হ্যাঁ, ১৮ ডিগ্রি ২৬ ডিগ্রির চেয়ে অনেক বেশি পরিমাণে ঠান্ডা হবে।
AC Electricity Bill: কিন্তু এই ভাবে প্রবল ঠান্ডা ঘরে থাকতে চাইলে, তার জন্য মূল্য চোকাতে হয়। যখন কম তাপমাত্রা সেট করেন, তখন AC কম্প্রেসার বেশি সময় ধরে কাজ করে, তখন শক্তি খরচ হয় বেশি।
AC Electricity Bill: কিন্তু এই ভাবে প্রবল ঠান্ডা ঘরে থাকতে চাইলে, তার জন্য মূল্য চোকাতে হয়। যখন কম তাপমাত্রা সেট করেন, তখন AC কম্প্রেসার বেশি সময় ধরে কাজ করে, তখন শক্তি খরচ হয় বেশি।
AC Electricity Bill: অন্যদিকে, যদি আপনি তাপমাত্রা বাড়িয়ে দেন, ধরা যাক, ২৪ ডিগ্রি, কম্প্রেসার অনেক কম সময়ের জন্য কাজ করবে, যার ফলে কম বিদ্যুৎ খরচ হবে।
AC Electricity Bill: অন্যদিকে, যদি আপনি তাপমাত্রা বাড়িয়ে দেন, ধরা যাক, ২৪ ডিগ্রি, কম্প্রেসার অনেক কম সময়ের জন্য কাজ করবে, যার ফলে কম বিদ্যুৎ খরচ হবে।
AC Electricity Bill: পছন্দসই তাপমাত্রায় পৌঁছে গেলে, কম্প্রেসার কাজ করা বন্ধ করে দেয় এবং শুধুমাত্র এসি ফ্যানটাই কাজ করে। থার্মোস্ট্যাট তাপমাত্রা বৃদ্ধি শনাক্ত করলে কম্প্রেসার পুনরায় চালু হয়।
AC Electricity Bill: পছন্দসই তাপমাত্রায় পৌঁছে গেলে, কম্প্রেসার কাজ করা বন্ধ করে দেয় এবং শুধুমাত্র এসি ফ্যানটাই কাজ করে। থার্মোস্ট্যাট তাপমাত্রা বৃদ্ধি শনাক্ত করলে কম্প্রেসার পুনরায় চালু হয়।
AC Electricity Bill: ২৪ ডিগ্রিতে এসি-র তাপমাত্রা করা থাকলে সেটিও বেশ আরামদায়ক। খুব গরমেও ১৮ বা ২২ ডিগ্রির তুলনায় ২৪ ডিগ্রিতে ব্যবহৃত শক্তির পরিমাণ অনেকটাই কম।
AC Electricity Bill: ২৪ ডিগ্রিতে এসি-র তাপমাত্রা করা থাকলে সেটিও বেশ আরামদায়ক। খুব গরমেও ১৮ বা ২২ ডিগ্রির তুলনায় ২৪ ডিগ্রিতে ব্যবহৃত শক্তির পরিমাণ অনেকটাই কম।
AC Electricity Bill: AC তাপমাত্রা উপরের দিকে সেট করে বিদ্যুৎ বিলে উল্লেখযোগ্য সঞ্চয় করুন৷ ২০১৮ সালে একটি সার্ভেতে এক ব্যক্তি ৩০ শতাংশ বিল কমিয়ে প্রমাণ করে দিয়েছিলেন।
AC Electricity Bill: AC তাপমাত্রা উপরের দিকে সেট করে বিদ্যুৎ বিলে উল্লেখযোগ্য সঞ্চয় করুন৷ ২০১৮ সালে একটি সার্ভেতে এক ব্যক্তি ৩০ শতাংশ বিল কমিয়ে প্রমাণ করে দিয়েছিলেন।
AC Electricity Bill: গুরগাঁওয়ের এক ব্যক্তি প্রশান্ত কে রায় (৫১) দিনের বেলা এসি-র তাপমাত্রা ২৭ ডিগ্রিতে সেট করেন এবং রাতে প্রয়োজন হলে কম গতিতে সিলিং ফ্যান দিয়ে ২৮-২৯ ডিগ্রিতে সেট করেন।
AC Electricity Bill: গুরগাঁওয়ের এক ব্যক্তি প্রশান্ত কে রায় (৫১) দিনের বেলা এসি-র তাপমাত্রা ২৭ ডিগ্রিতে সেট করেন এবং রাতে প্রয়োজন হলে কম গতিতে সিলিং ফ্যান দিয়ে ২৮-২৯ ডিগ্রিতে সেট করেন।
AC Electricity Bill: তাঁর কথায়, “আমার গুরগাঁও অ্যাপার্টমেন্টে আমি যে বিল পাই তা প্রায় ৩০০০ টাকা। আমার বিল্ডিংয়ের অন্যান্য ফ্ল্যাটে বিল আসে ৬০০০-১০০০০ টাকা।’’
AC Electricity Bill: তাঁর কথায়, “আমার গুরগাঁও অ্যাপার্টমেন্টে আমি যে বিল পাই তা প্রায় ৩০০০ টাকা। আমার বিল্ডিংয়ের অন্যান্য ফ্ল্যাটে বিল আসে ৬০০০-১০০০০ টাকা।’’
AC Electricity Bill: ‘‘আমার অ্যাপার্টমেন্টে ছ’টি এসি থাকলেও একই সময়ে মাত্র ১-২টি ব্যবহার করা হয়, কিন্তু সবগুলি ২৭-২৮ ডিগ্রিতে সেট করা হয়, যার মানে হল যে কম্প্রেসারগুলি বেশিরভাগই চালু থাকে না, আর যেগুলি চালু থাকে, সেগুলিও সবসময়ে না।’’
AC Electricity Bill: ‘‘আমার অ্যাপার্টমেন্টে ছ’টি এসি থাকলেও একই সময়ে মাত্র ১-২টি ব্যবহার করা হয়, কিন্তু সবগুলি ২৭-২৮ ডিগ্রিতে সেট করা হয়, যার মানে হল যে কম্প্রেসারগুলি বেশিরভাগই চালু থাকে না, আর যেগুলি চালু থাকে, সেগুলিও সবসময়ে না।’’
AC Electricity Bill: এসি-র তাপমাত্রার প্রতিটি ডিগ্রি বৃদ্ধিতে প্রায় ৩-৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। আপনার AC তাপমাত্রা ১৮ থেকে ২৭ ডিগ্রিতে নিয়ে গেলে বছরে প্রায় ৬,২৪০ টাকা বাঁচাতে পারবেন।
AC Electricity Bill: এসি-র তাপমাত্রার প্রতিটি ডিগ্রি বৃদ্ধিতে প্রায় ৩-৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। আপনার AC তাপমাত্রা ১৮ থেকে ২৭ ডিগ্রিতে নিয়ে গেলে বছরে প্রায় ৬,২৪০ টাকা বাঁচাতে পারবেন।
AC Electricity Bill: একটি AC-এর শক্তি খরচ শুধুমাত্র আপনি এটি সেট করা তাপমাত্রার উপর নির্ভর করে না। স্টার রেটিং, বাইরের তাপমাত্রা, ব্যবহারের সময়, ঘরের আকার, ঘরে লোকের সংখ্যা, ঘরের ইনসুলেশন ইত্যাদির উপরেও নির্ভর করে।
AC Electricity Bill: একটি AC-এর শক্তি খরচ শুধুমাত্র আপনি এটি সেট করা তাপমাত্রার উপর নির্ভর করে না। স্টার রেটিং, বাইরের তাপমাত্রা, ব্যবহারের সময়, ঘরের আকার, ঘরে লোকের সংখ্যা, ঘরের ইনসুলেশন ইত্যাদির উপরেও নির্ভর করে।

Electricity Bill Reducing Tips: লাফিয়ে লাফিয়ে কমবে ইলেকট্রিক বিল! শুধু মাথায় রাখুন এই সহজ ৫ টিপস

অনেকেই এসি বা টিভি ইত্যাদি কেবল রিমোট ব্যবহার করেই অফ করে রেখে দেওয়ার অভ্যাস রয়েছে। তবে এটি করা উচিত নয়। সুইচ বোর্ড থেকে এটি বন্ধ করা উচিত। যন্ত্রপাতি স্ট্যান্ডবাই মোডে থাকলেও বিদ্যুৎ খরচ অব্যাহত থাকে। (Image- UnSplash)
অনেকেই এসি বা টিভি ইত্যাদি কেবল রিমোট ব্যবহার করেই অফ করে রেখে দেওয়ার অভ্যাস রয়েছে। তবে এটি করা উচিত নয়। সুইচ বোর্ড থেকে এটি বন্ধ করা উচিত। যন্ত্রপাতি স্ট্যান্ডবাই মোডে থাকলেও বিদ্যুৎ খরচ অব্যাহত থাকে। (Image- UnSplash)
হোম অ্যাপ্লায়েন্স কেনার সময়ও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, ইলেকট্রনিক পণ্যের কেনার সময় ৩ বা ৫ স্টার রেটিং আছে কিনা তা দেখে কিনতে হবে। কারণ, রেটিং যত বেশি হবে, বিদ্যুৎ সাশ্রয়ে তত বেশি সাহায্য করবে। একইভাবে, আপনি যদি একটি সিলিং ফ্যান কিনে থাকেন তবে এই ফ্যানগুলিতে বিএলডিসি মোটর আছে কিনা দেখে নেবেন। পাশাপাশি, ইনভার্টার এসি নন-ইনভার্টারগুলির তুলনায় বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। (Image- UnSplash)
হোম অ্যাপ্লায়েন্স কেনার সময়ও কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, ইলেকট্রনিক পণ্যের কেনার সময় ৩ বা ৫ স্টার রেটিং আছে কিনা তা দেখে কিনতে হবে। কারণ, রেটিং যত বেশি হবে, বিদ্যুৎ সাশ্রয়ে তত বেশি সাহায্য করবে। একইভাবে, আপনি যদি একটি সিলিং ফ্যান কিনে থাকেন তবে এই ফ্যানগুলিতে বিএলডিসি মোটর আছে কিনা দেখে নেবেন। পাশাপাশি, ইনভার্টার এসি নন-ইনভার্টারগুলির তুলনায় বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। (Image- UnSplash)
ঘরে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিকে সঠিক ভাবে ব্যবহার করলেই প্রচুর বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। যেমন এসি ২৪ ডিগ্রিতে, গিজারের তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রিতে রাখুন। ঋতু অনুযায়ী রেফ্রিজারেটারে সঠিক মোডে ব্যবহার করুন। (Image- UnSplash)
ঘরে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিকে সঠিক ভাবে ব্যবহার করলেই প্রচুর বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। যেমন এসি ২৪ ডিগ্রিতে, গিজারের তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রিতে রাখুন। ঋতু অনুযায়ী রেফ্রিজারেটারে সঠিক মোডে ব্যবহার করুন। (Image- UnSplash)
যখনই আপনি ঘর থেকে বাইরে যাবেন, ঘরের লাইট ও পাখা বন্ধ করে বেরোবেন। অনেকেই ঘর থেকে বের হওয়ার সময় অনেকেই সুইছ অন রেখেই বেরিয়ে যায়। (Image- UnSplash)
যখনই আপনি ঘর থেকে বাইরে যাবেন, ঘরের লাইট ও পাখা বন্ধ করে বেরোবেন। অনেকেই ঘর থেকে বের হওয়ার সময় অনেকেই সুইছ অন রেখেই বেরিয়ে যায়। (Image- UnSplash)
বাড়িতে অনেক জায়গায় আলোর বাল্ব লাগানো থাকে, তবে পুরোনো বাল্বগুলি থেকে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়। পুরোনো বাল্বগুলি বদলে LED বাল্ব ব্যবহার করলে কিছুটা সাশ্রয় হতে পারে। (Image- UnSplash)
বাড়িতে অনেক জায়গায় আলোর বাল্ব লাগানো থাকে, তবে পুরোনো বাল্বগুলি থেকে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়। পুরোনো বাল্বগুলি বদলে LED বাল্ব ব্যবহার করলে কিছুটা সাশ্রয় হতে পারে। (Image- UnSplash)