Tag Archives: Exhibition

Mango Exhibition: বিলুপ্তির পথে মালদহের বেশ কিছু আম! বাঁচাতে বিশেষ প্রদর্শনী

মালদহ: জেলায় প্রায় ২৫০ প্রজাতির আম রয়েছে। তার মধ্যে বেশ কিছু প্রজাতির আমের চাহিদা ব্যাপক। সেগুলি বাজারে এক নামেই বিক্রি হয়। কিন্তু মালদহে আরও প্রচুর প্রজাতির আম রয়েছে যেগুলো সাধারণ মানুষ চেনেই না। ফলে সেই সমস্ত আমগুলি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে।

একাধিক গুটি প্রজাতির আম ও অনান্য প্রজাতির আমের চাষ কমে আসছে মালদহে। বাজারে চাহিদা না থাকায় এই সকল আম চাষে অনিহা আছে কৃষকদেরও। এই অবস্থায় বিলুপ্ত হতে বসা আমগুলিকে বাঁচাতে জেলার বিলুপ্তপ্রায় আম নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করল আইসিএআর-সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবটপিক্যাল হর্টিকালচার রিজিওনাল রিসার্চ স্টেশনের মালদহ শাখা।

আর‌ও পড়ুন: জামাইষষ্ঠী এলেই আশায় বুক বাঁধেন ওঁরা

সংস্থাটি বিভিন্নভাবে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। মালদহ শহরের মাধবনগ এলাকায় অফিস চত্বরে এই প্রদর্শনী ও সচেতনতা শিবিরে আয়োজন করা হয়। দফতরের আধিকারিক দীপক নায়েক বলেন, জেলার অধিকাংশ প্রজাতির আম বিলুপ্তির পথে। এই সমস্ত আমগুলি সংরক্ষণের উদ্দেশ্য আমাদের। কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে, পাশাপাশি আমের প্রদর্শনী করা হয়েছে। ২৫০ প্রজাতির আম প্রদর্শনীতে রয়েছে।

অনুষ্ঠানের সূচনা করেন প্রোটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটিজ অ্যান্ড ফার্মার্স রাইট অথরিটির চেয়ারপার্সন ডঃ ত্রিলোচন মহাপাত্র। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দফতরের কর্তা আধিকারিকেরা। মালদহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা নানান প্রজাতির আম নিয়ে আসেন প্রদর্শনীতে। আড়াইশো প্রজাতির আমের প্রদর্শনী হয় এদিন। পাশাপাশি এদিনের এই প্রদর্শনী ও সচেতনতা শিবিরে জেলার বিভিন্ন লুপ্তপ্রায় আমগুলির সংরক্ষণের বিষয়ে নানান আলোচনা হয়।

হরষিত সিংহ

পরপর ছয় বলে ৬ ছক্কা, বিধ্বংসী ব্যাটিং করেেও খুশি নন পাকিস্তান তারকা

পেশোয়ার: আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার কথা উঠলেই মনে পড়ে যুবরাজ সিং, হার্শল গিবস, কায়রন পোলার্ডের নাম। বিশেষ করে ২০০৭ টি-২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ছয় ছক্কা সকলের স্মৃতিতে টাটকা। এবার আরও একবার ২২ গজে ঘটল এক ওভারে প্রতি বলেই ছয় মারার ঘটনা। এই কীার্তি গড়লেন পাকিস্তানের তারকা ব্যাটার ইফতিকর আহমেদ। যেই ভিডিও নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

তবে এই কীর্তি কোনও আন্তর্জাতিক ম্যাচে করেননি ইফতিকর আহমেদ। পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার আগে এক প্রদর্শনী ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছন পাক তারকা। প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। টস জিতে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সকে বোলিং করার সিদ্ধান্ত নেন বাবর আজম। প্রথমে ব্যাট করে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ২০ ওভারে ১৮৪ রান করেন। ম্যাচের ১৯ তম ওভারের শেষে গ্ল্যাডিয়েটর্সের স্কোর ছিল ১৪৮।

শেষ ওভারে বল করতে আসেন ওয়াহাব রিয়াজ। ওয়াহাব রিয়াজের বলেই ৬ বলে ৬টি ছক্কা মারেন ইফতিকর আহমেদ। ইফতিকর আহমেদ বরাবরই নিজের বিগ হিটের জন্য খ্যাত। এদিন তার একের পর এক বিগ হিটের কোনও জবাব ছিল না ওয়াহাব রিয়াজের। ৪২ বলে অর্ধশতরান পূরণ করেন ইফতিকর আহমেদ। ম্যাচে ৫০ বলে ৯৪ রানের ইনিংস খেলেন পাক তারকা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার শেয়ার করা হয়।

আরও পড়ুনঃ Lionel Messi: কবে বার্সেলোনাতে ফিরছেন তিনি, জানিয়ে দিলেন লিওনেল মেসি

প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দুরন্ত ফর্মে ছিলেন ইফতিকর আহমেদ। খেলেছেন একাধিক ম্যাচ উইনিং ইনিংস। তার বিধ্বংসী ফর্ম যে পাকিস্তান সুপার লিগেও অব্যাহত থাকবে তার আভাস এই প্রদর্শনী ম্যাচে দিয়ে রাখলেন ইফতিকর। প্রদর্শনী ম্যাচ হলেও ৬ বলে ৬টি ছয় মারার রেকর্ড গড়তে পেরে খুশি পাক তারকা। শুধু আফশোস প্রদর্শনী ম্যাচ হওয়ায় তা রেকর্ড বুকে থাকবে না। দেশের জার্সিতেও আগামিতে এই ফর্ম ধরে রাখাই লক্ষ্য ইফতিকরের।