Tag Archives: Film Festival

IFFM 2024: প্রদর্শিত হল ‘পদাতিক’, ‘কাবুলিওয়ালা’, মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির জয়জয়কার

কলকাতা: ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (IFFM 2024)-এ বাংলা ছবির জয়জয়কার৷ চলতি বছর মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে বাংলা সিনেমা বিশেষ জায়গা করে নিয়েছে৷ একটি অসাধারণ নির্বাচন উপস্থাপন করতে পেরে গর্বিত, যা বাংলা সিনেমার গভীরতা এবং সমৃদ্ধি প্রদর্শন করে। এই বছরের লাইনআপে আকর্ষণীয় আখ্যান এবং অসামান্য পারফরম্যান্স রয়েছে যা দর্শকদের মোহিত করার এবং বাংলা সিনেমার গৌরবকে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে। কোন কোন সিনেমা রয়েছে তালিকায়, তা জেনে নিন৷

পদাতিক
পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ ছবিটি মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে৷ যা সকলের মন কেড়ে নিয়েছে৷ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মনামী ঘোষ, বিজন ভট্টাচার্য, ধৃতিমান চট্টোপাধ্যায় -সহ আরও অনেকে। চঞ্চল চৌধুরী, এবং মনামী ঘোষে অভিনয়ের মাধ্যমে মানবিক সম্পর্ক এবং সামাজিক প্রত্যাশার জটিলতাগুলিকে ব্যাখ্যা করেছে।

কাবুলিওয়ালা
কাবুলিওয়ালা ছবিটি পরিচালনা করেছেন সুমন ঘোষ। কাবুলিওয়ালা কাবুলের একজন ব্যক্তির কালজয়ী গল্পকে জীবন্ত করে তুলেছে৷ কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং খুদে অভিনেত্রী অনুমেঘার কাহালি এই ছবিতে দারুণ অভিনয় করেছেন৷ কাবুলিওয়ালা ও মিনির দুর্দান্ত জুটি এবং তাঁদের স্পর্শকাতর বন্ধন সকলের মন কেড়ে নিয়েছে৷ ছবিতে মিঠুন চক্রবর্তী, অনুমেঘা কাহালি ছাড়াও আবির চ্যাটার্জি এবং সোহিনী সরকারও অভিনয় করেছেন৷

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

দ্য কালার ইয়েলো
সৌরসেনী মৈত্র অভিনীত মধুরিমা সিনহা পরিচালিত ‘দ্য কালার ইয়েলো’ শর্ট ফিল্মটি মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে৷ । ‘দ্য কালার ইয়েলো’-এ সৌরসেনী মৈত্র মর্মস্পর্শী অভিনয় করেছেন, যা দৃশ্যত আকর্ষণীয় ও সকলের নজর কেড়েছে৷

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

এই চলচ্চিত্রগুলো বাংলা চলচ্চিত্রের উৎকর্ষ ও বৈচিত্র্যের উদাহরণ দেয়, মানুষের অভিজ্ঞতাকে সংবেদনশীলতা ও শৈল্পিকতার সঙ্গে ধারণ করে। মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে এই ছবিগুলি প্রদর্শন করতে পেরে রোমাঞ্চিত, শ্রোতাদের এমন গল্পগুলির সঙ্গে জড়িত হওয়ার সুযোগ দেয় যা বাংলার সাংস্কৃতিক এবং মানসিক ল্যান্ডস্কেপগুলিকে প্রতিফলিত করে যা মানবিক আবেগের সমৃদ্ধি এবং বাঙালি চলচ্চিত্র নির্মাতাদের শৈল্পিকতাকে উদযাপন করে।

LA Utsov Film Festival: ৪-এ পা আমেরিকার বাঙালির চলচ্চিত্র উৎসবের, পরমব্রত-পিয়ার উপস্থিতিতে টলি-ছবির মেলা লস অ্যাঞ্জেলসে

লস অ্যাঞ্জেলস: চতুর্থ বছরে পা দিল লস অ্যাঞ্জেলসের চলচ্চিত্র উৎসব। LA Utsov Film Festival, আমেরিকায় চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রতীক্ষিত এবং মর্যাদাপূর্ণ একটি মঞ্চ। ২০১৮, ২০১৯ এবং ২০২৩-এর পর আবার কিছু অসাধারণ বাংলা ছবির সমাহার নিয়ে হাজির হবে এই উৎসব।

আরও পড়ুন: ফের রক্তাক্ত সম্প্রীতি উড়ালপুল! গার্ডওয়ালে ধাক্কা… সব শেষ! ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২

এবারের আয়োজনে থাকছে চারটি বিশেষ বাংলা ছবি। ‘দাবাড়ু’, ‘এটা আমাদের গল্প’, ‘ডিপ ফ্রিজ’ ও ‘অভিযান’। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিখ্যাত অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়, প্রখ্যাত অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, বিশিষ্ট সমাজকর্মী ও সঙ্গীতশিল্পী পিয়া চক্রবর্তী এবং স্বনামধন্য শিল্প নির্দেশক অমিত চট্টোপাধ্যায়।

২০১৬ সালে ‘প্রাক্তন’ ছবির হাত ধরে LA Utsov-এর পথ চলা শুরু। এর পর ২০১৮, ২০১৯ এবং ২০২৩-এর ৩টি চলচ্চিত্র উৎসব এর পর আবার এবছর উৎসবের আয়োজন করা হয়েছে। ১৩ জুলাই দেখানো হবে এই চারটি ছবি। ‘ডিপ ফ্রিজ’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই উৎসবেই। ১৪ জুলাই থাকছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ও পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’।

LA Utsov-এর আহ্বায়ক বাবলি চক্রবর্তীর প্রচেষ্টায় এই উৎসব মার্কিনি মাটিতে বিশেষ জায়গা করে নিয়েছে। বাংলার সৃষ্টি, কৃষ্টি, শিল্প, সংস্কৃতির এক অনাবিল মিলনমেলা। বিদেশের মাটিতে বাংলার ছোঁয়া পেতেই এই উৎসবের আয়োজন।

বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে উদীয়মান ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের চিন্তাভাবনার আদান-প্রদান, কলকাতায় আয়োজিত হল ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যাল

ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোগে কলকাতার একটি ক্যাফেতে আয়োজিত হল বার্ষিক গালা ইভেন্ট। বুধবার রবীন্দ্রজয়ন্তীর দিন এই অনুষ্ঠানে আন্তর্জাতিক চলচ্চিত্র, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের উদযাপন করলেন চলচ্চিত্র অনুরাগীরা।
ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোগে কলকাতার একটি ক্যাফেতে আয়োজিত হল বার্ষিক গালা ইভেন্ট। বুধবার রবীন্দ্রজয়ন্তীর দিন এই অনুষ্ঠানে আন্তর্জাতিক চলচ্চিত্র, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের উদযাপন করলেন চলচ্চিত্র অনুরাগীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫টি দেশের চলচ্চিত্র পরিচালক এবং সিনেপ্রেমীরা। ভারতের ১০টি রাজ্যের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন। মঞ্চ হয়ে উঠেছিল দেশি-বিদেশি সিনেমার মিলনমেলা। ইভেন্টে সিনেমার বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। চলচ্চিত্র নির্মাতা এবং ফটোগ্রাফারদের স্বীকৃতি প্রদান ছিল মূল আকর্ষণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫টি দেশের চলচ্চিত্র পরিচালক এবং সিনেপ্রেমীরা। ভারতের ১০টি রাজ্যের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন। মঞ্চ হয়ে উঠেছিল দেশি-বিদেশি সিনেমার মিলনমেলা। ইভেন্টে সিনেমার বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। চলচ্চিত্র নির্মাতা এবং ফটোগ্রাফারদের স্বীকৃতি প্রদান ছিল মূল আকর্ষণ।
আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র বিভাগে ইতালির পরিচালক আন্তোনেলিনো ডেইডিনো তাঁর ‘টুয়েলভথ অফ এপ্রিল’, ইতালির আরেক বিখ্যাত পরিচালক হ্যান্স ক্রিশ্চিয়ান হাউস তাঁর ‘ওডিসিয়াস রিটার্ন টু ইথাকা’ এবং যুক্তরাজ্যের ডেনিস রোজ তাঁর ‘সু’জ’ চলচ্চিত্রের জন্য জিতে নেন সেরার পুরস্কার। সিনেমাগুলির ট্রেলার দেখানো হয় দর্শকদের।
আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র বিভাগে ইতালির পরিচালক আন্তোনেলিনো ডেইডিনো তাঁর ‘টুয়েলভথ অফ এপ্রিল’, ইতালির আরেক বিখ্যাত পরিচালক হ্যান্স ক্রিশ্চিয়ান হাউস তাঁর ‘ওডিসিয়াস রিটার্ন টু ইথাকা’ এবং যুক্তরাজ্যের ডেনিস রোজ তাঁর ‘সু’জ’ চলচ্চিত্রের জন্য জিতে নেন সেরার পুরস্কার। সিনেমাগুলির ট্রেলার দেখানো হয় দর্শকদের।
ভারতের বিভিন্ন রাজ্যের সৃজনশীল চলচ্চিত্র নির্মাতাদেরও এদিন পুরস্কার প্রদান করা হয়। বেস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম বিভাগে ‘লাইফ ইজ বিউটিফুল’ সিনেমার জন্য পুরস্কার জেতেন কলকাতার প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা কল্লোল মুখোপাধ্যায়।
ভারতের বিভিন্ন রাজ্যের সৃজনশীল চলচ্চিত্র নির্মাতাদেরও এদিন পুরস্কার প্রদান করা হয়। বেস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম বিভাগে ‘লাইফ ইজ বিউটিফুল’ সিনেমার জন্য পুরস্কার জেতেন কলকাতার প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা কল্লোল মুখোপাধ্যায়।
জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় বার্ষিক গালা ইভেন্ট। মঞ্চ তখন তেরঙ্গা। দেশপ্রেমের উচ্ছ্বাস ঝড় তোলে দর্শক হৃদয়েও। সারাদিনব্যাপী অনুষ্ঠান যেন ক্যালিডোস্কোপ। শুরু থেকে শেষ পর্যন্ত বিমোহিত ছিলেন দর্শকরা। বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে উদীয়মান ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের চিন্তাভাবনার আদাল প্রদানের মঞ্চ ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যাল।
জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় বার্ষিক গালা ইভেন্ট। মঞ্চ তখন তেরঙ্গা। দেশপ্রেমের উচ্ছ্বাস ঝড় তোলে দর্শক হৃদয়েও। সারাদিনব্যাপী অনুষ্ঠান যেন ক্যালিডোস্কোপ। শুরু থেকে শেষ পর্যন্ত বিমোহিত ছিলেন দর্শকরা। বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে উদীয়মান ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের চিন্তাভাবনার আদাল প্রদানের মঞ্চ ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যাল।
নিজেদের কাজ নিয়ে বিশ্বের দরবারে পৌঁছে যাওয়ার সুযোগ। মত বিনিময়ের প্ল্যাটফর্ম। চলচ্চিত্র সংস্কৃতির প্রাণশক্তিতে অবদান রাখার প্রয়াস। লেখক এবং পরিচালকের মেলবন্ধন ঘটানোর সবচেয়ে বড় জায়গা। এই সব কিছু নিয়েই প্রতি বছর আয়োজিত হয় বার্ষিক গালা ইভেন্ট।
নিজেদের কাজ নিয়ে বিশ্বের দরবারে পৌঁছে যাওয়ার সুযোগ। মত বিনিময়ের প্ল্যাটফর্ম। চলচ্চিত্র সংস্কৃতির প্রাণশক্তিতে অবদান রাখার প্রয়াস। লেখক এবং পরিচালকের মেলবন্ধন ঘটানোর সবচেয়ে বড় জায়গা। এই সব কিছু নিয়েই প্রতি বছর আয়োজিত হয় বার্ষিক গালা ইভেন্ট।
সিনেপ্রেমী ও চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত যোগদানে ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যালের গালা ইভেন্ট ঝলমলিয়ে উঠেছে বারবার। হয়ে উঠেছে বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাণ এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের মঞ্চ। সিনেমা জগতের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছে ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যাল। দেশ-বিদেশের সিনেমাপ্রেমী দর্শকদের একত্রিত করেছে। অনুপ্রাণিত করেছে। পাশাপাশি প্রমাণ করেছে সিনেমার শক্তি।
সিনেপ্রেমী ও চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত যোগদানে ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যালের গালা ইভেন্ট ঝলমলিয়ে উঠেছে বারবার। হয়ে উঠেছে বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাণ এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের মঞ্চ। সিনেমা জগতের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছে ব্লু বার্ড ফিল্ম ফেস্টিভ্যাল। দেশ-বিদেশের সিনেমাপ্রেমী দর্শকদের একত্রিত করেছে। অনুপ্রাণিত করেছে। পাশাপাশি প্রমাণ করেছে সিনেমার শক্তি।