Tag Archives: Gallstone

North Dinajpur News: মহিলার শরীরের ভিতরের অঙ্গ উল্টোদিকে! বিরল অস্ত্রোপচার করে নজির চিকিৎসকের

উত্তর দিনাজপুর: বিরল অস্ত্রোপচার করে নজির সৃষ্টি করলেন রায়গঞ্জের বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক অরূপ দত্ত। রায়গঞ্জ ব্লকের গোড়াহার গ্রামের ৫৩ বছরের আবেদা বিবি। সম্প্রতি ভীষণ রকমের পেটে ব্যথা নিয়ে এক নার্সিংহোমে ভর্তি হন। তার গলব্লাডারে পাথর ধরা পড়ার পাশাপাশি দেখা যায় তার গল ব্লাডার, লিভার উল্টোদিকে রয়েছে।

আরও পড়ুনঃ বিরিয়ানি দেখলেই খাই খাই? এই ঘটনা শুনলে দ্বিতীয়বার খাবার আগে দশবার ভাববেন, গ্যারান্টি!

স্বাভাবিকভাবে গলব্লাডার থাকে ডানদিকে। তবে, এক্ষেত্রে রায়গঞ্জ ব্লকের আবেদা বিবির গলব্লাডার উল্টো দিকে রয়েছে। তাঁর অস্ত্রোপচার চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় চিকিৎসকের কাছে।

চিকিৎসক অরুপ দত্ত বলেন, ‘তিনি সম্প্রতি ডান দিকে পেটে ব্যথা নিয়ে আমার কাছে আসেন। ইউএসজি করে দেখা যায় তাঁর গলব্লাডারে পাথর আছে। অস্ত্রোপচার করতে গিয়ে দেখা যায় তাঁর গলব্লাডার বাঁ দিকে। ২০ লক্ষ মানুষের গলব্লাডার অস্ত্রোপচার করলে একজনের এমন দেখা যায়। আমার জীবনের প্রথম ও শেষ বিরল অস্ত্রোপচার হয়তো এটি। ওই মহিলার গোটা শরীরের গঠনটাই ভিন্ন রকমের। এর আগে কখনও ইউএসজি হয়নি বলেই তা চিকিৎসকেরা জানতে পারেননি। গলব্লাডারের অবস্থা খুবই খারাপ ছিল। তবে আর সমস্যা হবে না। এদিন অস্ত্রোপচার করে সুস্থ হয় সেই মহিলা। অস্ত্রোপচার করতে প্রায় ৩০ মিনিট সময় লেগেছিল।’ বর্তমানে মহিলা সুস্থ ও তাঁর পরিবারের লোকেরা খুব খুশি।

পিয়া গুপ্তা