Tag Archives: Ganja

West Bengal Police: গভীর রাতে পরপর ঢুকল পুলিশের গাড়ি, নিউ ব্যারাকপুরে হলটা কী! যা মিলল এক বাড়ি থেকে, সর্বনাশ!

জিয়াউল আলম, নিউ ব্যারাকপুর: নিউ ব্যারাকপুরের লেনিনগড় থেকে ৫৫ কেজি গাঁজা সহ গ্রেফতার ১ যুবক। গোপন সূত্রে খবর পেয়ে, গভীর রাতে নিউ ব্যারাকপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েতের চাদঁপুর লেনিনগড় এফ ব্লকের এক বাড়ি থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করে।

অবৈধ গাঁজা মজুদকারী এক যুবককে গ্রেফতারও করে পুলিশ। উদ্ধারকৃত অবৈধ মজুদ গাঁজা সহ ধৃত যুবককে ব্যারাকপুর আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, নিউ ব্যারাকপুর থানার পুলিশের কাছে খবর আসে লেনিনগড় এফ ব্লকে এক বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা মজুদ করে রাখা হয়েছে বিক্রির জন্য।

আরও পড়ুন: ‘নিয়ম’ ভাঙল, শনিবার কী এমন হল সন্দীপ ঘোষের! কোথায় গেলেন? সিবিআই এবার কোন পথে!

গভীর রাতে থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তৎপরতার সঙ্গে বাড়ির চারিদিকে ঘিরে আইননানুগ ভাবে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। গাঁজা মজুদকারী এক যুবককে গ্রেফতারও করে পুলিশ। ধৃত যুবকের নাম শান্তিরাম রায় (২৮)। পেশায় রিক্সা চালক সে। মূলত বাড়িতে বিক্রির জন্য গাঁজা মজুদ করে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ।

পুলিশ তদন্তে নেমে এই চক্রের আসল পান্ডাদের খুঁজছে। কোথা থেকে কীভাবে এত পরিমাণ গাঁজা আসল, এই কারবারীর সঙ্গে অন্য কোনও মাদক ব্যবসায়ী জড়িত আছে কিনা, তদন্তে খতিয়ে দেখছে পুলিশ।

West Bengal Police: ট্রেনের মধ্যে কী নিয়ে যাচ্ছিল ওরা! সর্বনাশ, ধরা পড়তেই যা বেরল, চক্ষু চড়কগাছ সকলের

বেলদা: বেলদা রেল স্টেশনে গাঁজা পাচার করবার সময় গ্রেফতার তিন, উদ্ধার ১৯ কেজি! বিপুল পরিমাণ গাঁজা সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল রেলপুলিশ। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রেল স্টেশনের ঘটনা।

জানা গিয়েছে, 18044 ডাউন ভদ্রক বাঘাযতীন ট্রেনে করে গাঁজা পাচার করবার সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রেল পুলিশ। বেলদা রেলস্টেশনের কাছে সন্দেহজনক ৩ জন ব্যক্তিকে আটকে ব্যাগে তল্লাশি চালালে উদ্ধার হয় ব্যাগ ভর্তি গাঁজা।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে নয়, নবান্ন অভিযান নিয়ে এবার কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

তিনটি ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১৯ কেজি গাঁজা। গ্রেফতার করা হয় তিনজনকে। ধৃতদের নাম মির্জা নাসির বেগ, মির্জা সুশীল বেগ, মির্জা বৈনুর বেগ। তিন জনই ভদ্রকের বাসিন্দা।

Police: হাত বদল হচ্ছে ব্যাগের, দৌড়ল পুলিশ! হাতেনাতে ধরতেই যা বেরল ব্যাগ থেকে, আঁতকে উঠল বর্ধমান

বর্ধমান: ফের বমাল সহ গাঁজা উদ্ধার করল পুলিশ। আগেভাগেই এ বিষয়ে খবর ছিল পুলিশের কাছে। সেই মতো বর্ধমান থানার পুলিশ বর্ধমান আরামবাগ রোডের সদরঘাটের কৃষক সেতুর কাছে ওঁত পেতে বসেছিল। সেতুর আশেপাশে গাঁজা ভর্তি ব্যাগগুলি হাতবদল হওয়ার খবর ছিল পুলিশের কাছে ।

জেলা পুলিশ সুপার আমন দীপ জানান, ধৃত দু’জনের কাছ থেকে ব্যাগ ও সুটকেস মিলিয়ে চারটি ব্যাগ থেকে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ওড়িশা থেকে গাঁজা নিয়ে আসছিল ধৃতরা। ধৃত দু’জনের নাম ধীরেন্দ্র সাউ, বাড়ি বীরভূমের বোলপুরে। অন্যজনের নাম বাপী সাউ, বাড়ি
বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠে।

আরও পড়ুন: ‘সম্পন্না’, আরজি কর আবহেই কুণাল ঘোষের পুজোয় এবার নারীশক্তির জয়গান! থিম প্রকাশ দুই মহিলা মন্ত্রীর

শুক্রবার ধৃত দুজনকে আদালতে তোলা হবে। স্থানীয় ব্যবসায়ী রাজু সাউ বলেন, পুলিশ দু’জনকে তাড়া করে ধরে সেতুর কাছ থেকে। এরপরই উদ্ধার হয় ব্যাগ ভর্তি গাঁজা।

Police: পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতরে ৬টি বস্তা, তার ভিতরে! ভয়ঙ্কর ঘটনা আমডাঙায়, ধরে ফেলল পুলিশ

জিয়াউল আলম, আমডাঙা: উত্তর ২৪ পরগনার আমডাঙায় পাচারের আগেই কন্টেনার থেকে ২০০ কেজি গাঁজা উদ্ধার করল STF ও আমডাঙা থানার পুলিশ। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। বাজেয়াপ্ত গাঁজার পাশাপাশি কন্টেনার দুটিও আটক করেছে পুলিশ।

নামী তেল কোম্পানির তেলের কন্টেনারের আড়ালে করে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। গোপন সূত্র খবর পেয়ে হানা দেয় এসটিএফ। মেলে ৬ বস্তা গাঁজা। ৩৪নম্বর জাতীয় সড়কে আমডাঙার রংমহল এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: শুধু সন্দীপ নয়, উঠে এল একের পর এক চমকে দেওয়া নাম! আরজি কর দুর্নীতি কাণ্ডে বড় মোড়! কারা তারা?

পুলিশ সূত্রে খবর, উত্তর পূর্ব ভারত থেকে উত্তর প্রদেশের নম্বর প্লেটের কন্টেনারে করে শিলিগুড়ি হয়ে কলকাতার উদ্দেশে যাচ্ছিল ট্রাকদুটি। আমডাঙার একটি হোটেলে পার্কিংয়ে সন্দেহ হওয়ায় তল্লাশি অভিযান চালিয়ে ৬টি বস্তা ভর্তি প্রায় ২০০ কিলো গাঁজা বাজেয়াপ্ত করে এসটিএফ। যার বাজার মূল্য আনুমানিক এক কোটি ২০লক্ষ টাকা। এই ঘটনায় গ্রেফতার করা দুজনকে।