Tag Archives: Google Chrome

Google Chrome: গুগল ক্রোম ব্যবহার করেন? যে কোনও সময় হ্যাক হতে পারে! এখনই সাবধান হন, সতর্কতা জারি করল CERT-In

গুগল ক্রোমের ফাঁড়া যেন কাটছেই না। ইউজাররা পড়েছেন বিপদে। নিরাপত্তায় গলদ নিয়ে আগেও সতর্কবার্তা জারি হয়েছিল। এবার ফের আরেকবার। ভারতীয় কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের তরফে সর্বশেষ সতর্কবার্তাটি এসেছে ২৮ অক্টোবর। লাখ লাখ গুগল ক্রোম ইউজারদের উদ্দেশ্যে তারা বলেছে, সাবধান, বড়সড় ঝুঁকি রয়েছে।

CERT-In-এর প্রতিবেদনে বলা হয়েছে, “গুগল ক্রোমে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। সেখান থেকেই নিরাপত্তায় সমস্যা তৈরি হতে পারে। মূলত এক্সটেনশনের অনুপযুক্ত বাস্তবায়ন এবং V8-এর টাইপ কনফিউশনের কারণেই এই সমস্যা। এই ফাঁকগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা ইউজারকে বিশেষভাবে তৈরি ওয়েবপৃষ্ঠায় যেতে রাজি করিয়ে নিতে পারে অনায়াসে।”

আরও পড়ুন: হয়েছে অস্ত্রোপচার, চোখে কালো চশমা! মেয়ের হাত ধরে মমতার বাড়ির কালীপুজোয় অভিষেক

চলতি বছরের শুরুতেই এই সমস্যাগুলো সামনে এসেছিল। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। কিন্তু সমাধান হয়নি। টেক বিশেষজ্ঞরা মনে করছেন, গুগল বোধহয় সমাধান খুঁজেই পাচ্ছে না। নাহলে এত দেরি হবার আর কী কারণ থাকতে পারে? যাইহোক, হ্যাকাররা গুগল ক্রোম ব্যবহার হয় এমন সিস্টেমে খুব সহজেই নিজেদের কোড চালান করে দিতে পারে। সোজা কথায়, হ্যাকাররা যদি সিটেমের নিরাপত্তাকে ফাঁকি দিয়ে এই সমস্যাগুলোকে কাজে লাগাতে পারে, তাহলে তারা শিকারকে ক্ষতিকারক ওয়েবসাইটে যেতে বাধ্য করতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।

এখন প্রশ্ন হল, এই পরিস্থিতিতে ক্রোম ইউজারদের কী করা উচিত? বিশেষজ্ঞরা বলছেন, ইউজার যদি উইন্ডোজ, ম্যাকওএস বা লিনাক্স অপারেটিং সিস্টেমে ক্রোম ব্যবহার করেন, তাহলে নিশ্চিত করতে হবে নিম্নলিখিত ভার্সনগুলো যেন সিস্টেমে না চলে। সেগুলি হল –

উইন্ডো এবং ম্যাকের জন্য 130.0.6723.69/.70-এর আগের Google Chrome ভার্সন।

লিনাক্সের জন্য 130.0.6723.69-এর আগের Google Chrome ভার্সন।

গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন আপডেট: নিরাপত্তার জন্য গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন আপডেট করার পরামর্শ দিয়েছেন টেক বিশেষজ্ঞরা। সেটা উইন্ডোজ, ম্যাকওএস বা লিনাক্স, যাই হোক না কেন। এর জন্য প্রথমে ক্রোমের থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। সেখান থেকে যেতে হবে সেটিংসে। তারপর অ্যাবাউট অপশনে ক্লিক করে ক্রোম আপডেট করতে হবে। লেটেস্ট ভার্সন আপডেট করলে কী কী নিরাপত্তা সুবিধা পাওয়া যাবে, তারও একটি তালিকা দিয়েছে গুগল। যাইহোক, সিস্টেমের নিরাপত্তা এবং হ্যাকারদের হাত থেকে বাঁচতে চাইলে গুগল ক্রোম আপডেট আবশ্যিক। এর সঙ্গে সিস্টেমে থাকা সফটওয়্যারগুলোরও নিয়মিত আপডেট করা উচিত।

গুগল ক্রোম ব্যবহার করেন? সাইবার হানার আশঙ্কা! নিরাপদ থাকতে কী করবেন?

আরও একবারের জন্য Google Chrome এবং Android ব্যবহারকারীদের জন্য হাই-রিস্ক ওয়ার্নিং জারি করল ভারত সরকার।Indian Computer Emergency Response Team (CERT-In)-এর মতে, একাধিক দুর্বলতা চিহ্নিত করা হয়েছে, যার মাধ্যমে হ্যাকাররা সিস্টেম দখল করে তা কাজে লাগাতে পারে। সাম্প্রতিক দুটি নির্দেশিকা — CIVN-2024-0319 এবং CIVN-2024-0318-য় এই বিষয়গুলি তুলে ধরেছে CERT-In। আর ঝুঁকি কমানোর জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য আর্জি জানিয়েছে ব্যবহারকারীদের কাছে।
আরও একবারের জন্য Google Chrome এবং Android ব্যবহারকারীদের জন্য হাই-রিস্ক ওয়ার্নিং জারি করল ভারত সরকার।Indian Computer Emergency Response Team (CERT-In)-এর মতে, একাধিক দুর্বলতা চিহ্নিত করা হয়েছে, যার মাধ্যমে হ্যাকাররা সিস্টেম দখল করে তা কাজে লাগাতে পারে। সাম্প্রতিক দুটি নির্দেশিকা — CIVN-2024-0319 এবং CIVN-2024-0318-য় এই বিষয়গুলি তুলে ধরেছে CERT-In। আর ঝুঁকি কমানোর জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য আর্জি জানিয়েছে ব্যবহারকারীদের কাছে।
CERT-In-এর মতে, Android এবং Google Chrome উভয় ক্ষেত্রে একাধিক দুর্বলতা দেখা গিয়েছে। যার জেরে লক্ষ লক্ষ ডিভাইস সাইবার হামলার মুখে পড়বে। আর এই দুর্বলতাকে হাই সিভিয়ারিটি-র রেটিং দেওয়া হয়েছে। আর এটাকে যদি কাজে লাগানো হয়, তাহলে তা সাইবার হামলাকারীদের আরবিট্রারি কোড তৈরি করার অনুমতি দেবে। যার ফলে পুরো সিস্টেমটাতেই সমস্যা হবে।
CERT-In-এর মতে, Android এবং Google Chrome উভয় ক্ষেত্রে একাধিক দুর্বলতা দেখা গিয়েছে। যার জেরে লক্ষ লক্ষ ডিভাইস সাইবার হামলার মুখে পড়বে। আর এই দুর্বলতাকে হাই সিভিয়ারিটি-র রেটিং দেওয়া হয়েছে। আর এটাকে যদি কাজে লাগানো হয়, তাহলে তা সাইবার হামলাকারীদের আরবিট্রারি কোড তৈরি করার অনুমতি দেবে। যার ফলে পুরো সিস্টেমটাতেই সমস্যা হবে।
CERT-In-এর বক্তব্য, এই ধরনের দুর্বলতা Android এবং Google Chrome-এর একাধিক ভার্সনের মধ্যেই রয়েছে। যার ফলে লক্ষ লক্ষ ডিভাইস এমনকী ব্যবহারকারীরা বিপদের মুখে পড়তে পারেন। সরকারের সাইবার-নিরাপত্তা দলের মতে, Android এবং Google Chrome-এর এই দুর্বলতাগুলির কিন্তু একাধিক কায়দায় অপব্যবহার করা সম্ভব। প্রাথমিক ভাবে তা ম্যালিশাস ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশন দ্বারা করা হতে পারে।
CERT-In-এর বক্তব্য, এই ধরনের দুর্বলতা Android এবং Google Chrome-এর একাধিক ভার্সনের মধ্যেই রয়েছে। যার ফলে লক্ষ লক্ষ ডিভাইস এমনকী ব্যবহারকারীরা বিপদের মুখে পড়তে পারেন। সরকারের সাইবার-নিরাপত্তা দলের মতে, Android এবং Google Chrome-এর এই দুর্বলতাগুলির কিন্তু একাধিক কায়দায় অপব্যবহার করা সম্ভব। প্রাথমিক ভাবে তা ম্যালিশাস ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশন দ্বারা করা হতে পারে।
Google Chrome-এর ক্ষেত্রে দুর্বলতাগুলির মধ্যে অন্যতম হল লে-আউট ফিচারে ইন্টিগার ওভারফ্লো, V8 JavaScript ইঞ্জিনে অনুপযুক্ত বাস্তবায়ন এবং V8-এর টাইপ কনফিউশন। যদি কোনও সাইবার অপরাধী একজন ভিক্টিমকে বিশেষ ভাবে তৈরি ওয়েব পেজ দেখার জন্য প্ররোচিত করে, তাহলে তারা আরবিট্রারি কোড বানাতে পারে, যার ফলে আনঅথোরাইজড সিস্টেম অ্যাক্সেস পাওয়া যায়। এমনকী ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য হামলাকারীর হাতে গিয়ে পড়তে পারে।
Google Chrome-এর ক্ষেত্রে দুর্বলতাগুলির মধ্যে অন্যতম হল লে-আউট ফিচারে ইন্টিগার ওভারফ্লো, V8 JavaScript ইঞ্জিনে অনুপযুক্ত বাস্তবায়ন এবং V8-এর টাইপ কনফিউশন। যদি কোনও সাইবার অপরাধী একজন ভিক্টিমকে বিশেষ ভাবে তৈরি ওয়েব পেজ দেখার জন্য প্ররোচিত করে, তাহলে তারা আরবিট্রারি কোড বানাতে পারে, যার ফলে আনঅথোরাইজড সিস্টেম অ্যাক্সেস পাওয়া যায়। এমনকী ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য হামলাকারীর হাতে গিয়ে পড়তে পারে।
একই ভাবে Android-এর ক্ষেত্রে এই দুর্বলতাগুলির মধ্যে অন্যতম হল - Framework, System এবং MediaTek আর Qualcomm-এর সাবকম্পোনেন্টস। এগুলোকে সফল ভাবে কাজে লাগাতে পারলে সাইবার অপরাধী কোড তৈরি করতে পারে। যার ফলে টার্গেট করা সিস্টেম তারা অনায়াসে হ্যাক করতে পারে। ফলে তারা গ্রাহকের সংবেদনশীল তথ্য, গোপন তথ্য সব কিছুই চুরি করে নিতে পারে।
একই ভাবে Android-এর ক্ষেত্রে এই দুর্বলতাগুলির মধ্যে অন্যতম হল – Framework, System এবং MediaTek আর Qualcomm-এর সাবকম্পোনেন্টস। এগুলোকে সফল ভাবে কাজে লাগাতে পারলে সাইবার অপরাধী কোড তৈরি করতে পারে। যার ফলে টার্গেট করা সিস্টেম তারা অনায়াসে হ্যাক করতে পারে। ফলে তারা গ্রাহকের সংবেদনশীল তথ্য, গোপন তথ্য সব কিছুই চুরি করে নিতে পারে।
ক্ষতিগ্রস্ত সফটওয়্যারের তালিকা: Google Chrome-এর ক্ষেত্রে নিম্নলিখিত ভার্সনগুলিতে: ১. 129.0.6668.89/.90 for Windows and Mac ২. 129.0.6668.89 for Linux ৩. 129.0.6668.100/.101 for Windows and Mac ৪. 129.0.6668.100 for Linux
ক্ষতিগ্রস্ত সফটওয়্যারের তালিকা: Google Chrome-এর ক্ষেত্রে নিম্নলিখিত ভার্সনগুলিতে: ১. 129.0.6668.89/.90 for Windows and Mac ২. 129.0.6668.89 for Linux ৩. 129.0.6668.100/.101 for Windows and Mac ৪. 129.0.6668.100 for Linux
Android-এর ক্ষেত্রে নিম্নলিখিত ভার্সনগুলিতে: ১. Android 12 ২. Android 12L ৩. Android 13 ৪. Android 14 ৫. Android 15
Android-এর ক্ষেত্রে নিম্নলিখিত ভার্সনগুলিতে: ১. Android 12 ২. Android 12L ৩. Android 13 ৪. Android 14 ৫. Android 15
CERT-In-র মতে, ঝুঁকি যেহেতু প্রচুর, তাই ব্যবহারকারীরা সঙ্গে সঙ্গে Google এবং OEM-এর আপডেট ইনস্টল করে নিরাপদে থাকতে পারেন
CERT-In-র মতে, ঝুঁকি যেহেতু প্রচুর, তাই ব্যবহারকারীরা সঙ্গে সঙ্গে Google এবং OEM-এর আপডেট ইনস্টল করে নিরাপদে থাকতে পারেন

Google Chrome: অ্যান্ড্রয়েডের এই জনপ্রিয় ফিচার এবার গুগল ক্রোমেও, এক নিমেষে বদলে যাবে সার্চের অভিজ্ঞতা

অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য Circle to search বা আনুষ্ঠানিকভাবে “drag to search” নামে ফিচার শীঘ্রই ডেস্কটপে Chrome এ উপলব্ধ হবে। Chromebooks ব্যবহারকারীরা উল্লেখযোগ্য গুগল লেন্স আইকনের পাশে নতুন বৈশিষ্ট্যটি দেখতে সক্ষম হবেন। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি।

নতুন Google ফিচার –

নতুন আপডেট যা বিগত কয়েক মাস ধরে কাজ করছে, তা এখন ChromeOS ১২৭ বিটা এবং ক্রোম বিটাতে কাজ করছে। তাছাড়া, এটি এখন বিটা-র “What’s new in chrome” পেজে প্রদর্শিত হয়, এটি নির্দেশ করে যে এটি অল্প সময়ের মধ্যে প্রতিটি ক্রোম ব্যবহারকারীর কাছে অ্যাক্সেসযোগ্য হবে।

আরও পড়ুন:  বলুন তো কোন জিনিস বাগানে সবুজ, বাজারে কালো আর ‘বাড়িতে লাল’ হয়? রান্নাঘরেই আছে কিন্তু! ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

ক্রোমে গুগল লেন্সের পাশে সার্চের জন্য কিছু টেনে আনলে ব্যবহারকারীরা তাঁদের স্ক্রিনে যা-ই দেখুন না কেন, তা বাধা না দিয়েই কাজ করে। ব্যবহারকারীরা একটি ভিডিও দেখার সময়, লাইভ-স্ট্রিমিং করার সময় বা একটি ওয়েবসাইট ব্রাউজ করার সময় সহজেই একটি ছবি এভাবে সার্চ করতে পারেন। ব্যবহারকারীরা তাঁদের ট্যাবে তাঁদের প্রশ্নের উত্তর পেতেও এভাবে সক্ষম হবেন এবং দরকারে ফলাফলে পাওয়া তথ্য ব্যবহার করেও সার্চ করতে সক্ষম হবেন।

নতুন ফিচার কীভাবে ব্যবহার করা যাবে –

ব্যবহারকারীরা বুকমার্ক স্টারের পাশে থাকা অ্যাড্রেস বারে পাওয়া সর্বশেষ Google লেন্স আইকনে ক্লিক করে Chromebooks-এ এই সার্চ বিকল্পটি টেনে আনা শুরু করতে পারেন। উইন্ডোজ এবং ম্যাক ব্যবহারকারীরা অ্যাড্রেস বারে Google লেন্স বিকল্পটি পান না, সেখানে একটি ওভারফ্লো মেনু পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: ১ মিনিটে আয় ২ কোটি! সার্চ করতে এক পয়সা লাগে না, তাও কোটি কোটি টাকা কীভাবে আয় করে গুগল? জানলে অবাক হবেন

সর্বশেষ “Search with Google Lens” বাটন ব্যবহার করা যায়, যা ব্যবহারের জন্য পাশের প্যানেল শর্টকাটগুলি পাশে টেনে এনে স্থায়ীভাবে পিন করা যেতে পারে৷ নতুন আইকনে ক্লিক করার পরে, ব্যবহারকারীরা Google লেন্সের সাহায্যে সার্চ করার জন্য যে কোনও কিছু বেছে নেওয়ার জন্য Google দ্বারা নির্দেশিত একটি প্রম্পট পাবেন। এটা হবে অ্যান্ড্রয়েডের মতো একই রকম আকর্ষণীয় এবং ঝকঝকে।

ব্যবহারকারীরা লেন্স আইকনের পাশে “drag to search” ট্যাবে গেলে, কার্সারটি ক্রসহেয়ারের আকার ধারণ করবে। ব্যবহারকারীরা ডবল-ক্লিক করতে পারেন বক্সটি পরিবর্তন করার ক্ষমতা নির্বাচন করার জন্য। ব্যবহারকারীরা গুগল লেন্স সাইড প্যানেলে প্রদর্শিত ফলাফল দেখতে পাবেন।

আরও পড়ুন: ‘মাস্টারমশাইয়ের মহাপ্রয়াণ’, প্রথম মাসে বেতন ১১৩ টাকা! এই স্কুলেরই শিক্ষক ছিলেন বুদ্ধদেব, জানেন কোন বিষয় পড়াতেন তিনি?

এটি করার পদক্ষেপগুলি এখানে রইল:

১) Chrome মেনু ট্যাবে ক্লিক করতে হবে।

২) গুগল লেন্স বিকল্পের সঙ্গে সার্চ অপশনে ক্লিক করতে হবে।

৩) যে কোনও স্থানে ক্লিক করে এবং টেনে এনে পৃষ্ঠার যে কোনও উপাদান সিলেক্ট করতে হবে।

৪) উত্তরগুলি রিফ্রেশ করতে পাশের প্যানেলে উপলব্ধ সার্চ বাক্সে টাইপ করতে হবে।

৫) দ্রুত অ্যাক্সেসযোগ্যতার জন্য আইকনটিকে টুলবারে সরানোর জন্য সাইডবারে পিন বিকল্পটি বেছে নিতে হবে।

Google: ১ মিনিটে আয় ২ কোটি! সার্চ করতে এক পয়সা লাগে না, তাও কোটি কোটি টাকা কীভাবে আয় করে গুগল? জানলে অবাক হবেন

গুগল, এই শব্দ বর্তমানে সকলের কাছে নিজের নামের মতোই চেনা। বিশ্বজুড়ে কোটি কোটি প্রতি মুহূর্তে ব‍্যবহার করছে এই সার্চ ইঞ্জিন। কিছু জানতে হোক বা খুঁজতে, ভরসা সেই গুগল। প্রতি মিনিটে লক্ষ লক্ষ মানুষ গুগলে কিছু না কিছু সার্চ করছে। গুগলে শেয়ার করলেই মিলবে উত্তর।
গুগল, এই শব্দ বর্তমানে সকলের কাছে নিজের নামের মতোই চেনা। বিশ্বজুড়ে কোটি কোটি প্রতি মুহূর্তে ব‍্যবহার করছে এই সার্চ ইঞ্জিন। কিছু জানতে হোক বা খুঁজতে, ভরসা সেই গুগল। প্রতি মিনিটে লক্ষ লক্ষ মানুষ গুগলে কিছু না কিছু সার্চ করছে। গুগলে শেয়ার করলেই মিলবে উত্তর।
সারাবিশ্বে গুগলের ব‍্যবহারকারীর সংখ‍্য কোটি কোটি। যাই সার্চ করা হোক, উত্তর তৈরি। এক পয়সাও খরচ না করেই মিলছে গুগলের পরিষেবা। সম্পূর্ণ ফ্রি-তেই সার্ভিস দিচ্ছে গুগল। কিন্তু কখনও ভেবে দেখেছেন, তাহলে গুগলের আয় হয় কীভাবে?
সারাবিশ্বে গুগলের ব‍্যবহারকারীর সংখ‍্য কোটি কোটি। যাই সার্চ করা হোক, উত্তর তৈরি। এক পয়সাও খরচ না করেই মিলছে গুগলের পরিষেবা। সম্পূর্ণ ফ্রি-তেই সার্ভিস দিচ্ছে গুগল। কিন্তু কখনও ভেবে দেখেছেন, তাহলে গুগলের আয় হয় কীভাবে?
মিডিয়ায় প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, গুগলের প্রতি মিনিটে আয় প্রায় ২ কোটি টাকা। সম্পূর্ণ ‘বিনামূল‍্যে সার্ভিস’ দিচ্ছে এই সার্চ ইঞ্জিন। তাহলে এই বিপুল পরিমাণ টাকা কীভাবে আয় করছে গুগল।
মিডিয়ায় প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, গুগলের প্রতি মিনিটে আয় প্রায় ২ কোটি টাকা। সম্পূর্ণ ‘বিনামূল‍্যে সার্ভিস’ দিচ্ছে এই সার্চ ইঞ্জিন। তাহলে এই বিপুল পরিমাণ টাকা কীভাবে আয় করছে গুগল।
গুগলের আয়ের সবচেয়ে বড় উৎস হচ্ছে বিজ্ঞাপন। গুগলে কোনও কিছু অনুসন্ধান করলেই ওপরের দিকে কিছু বিজ্ঞাপন দেখতে পাবেন। যে কোম্পানি ওই অ‍্যাডভার্টাইজ বা বিজ্ঞাপন দিচ্ছে, তারা বিপুল পরিমাণ অর্থ প্রদান করে গুগলকে।
গুগলের আয়ের সবচেয়ে বড় উৎস হচ্ছে বিজ্ঞাপন। গুগলে কোনও কিছু অনুসন্ধান করলেই ওপরের দিকে কিছু বিজ্ঞাপন দেখতে পাবেন। যে কোম্পানি ওই অ‍্যাডভার্টাইজ বা বিজ্ঞাপন দিচ্ছে, তারা বিপুল পরিমাণ অর্থ প্রদান করে গুগলকে।
আপনি যখন গুগলে কিছু অনুসন্ধান করেন, শীর্ষে কিছু বিজ্ঞাপন দেখতে পান। কোম্পানিগুলি এই বিজ্ঞাপনগুলির জন্য গুগলকে অর্থ প্রদান করে। এর থেকে গুগল অনেক টাকা পায়। এছাড়া ইউটিউবে বিজ্ঞাপনও দেখানো হয়, যেখান থেকে গুগল অনেক টাকা আয় করে।
আপনি যখন গুগলে কিছু অনুসন্ধান করেন, শীর্ষে কিছু বিজ্ঞাপন দেখতে পান। কোম্পানিগুলি এই বিজ্ঞাপনগুলির জন্য গুগলকে অর্থ প্রদান করে। এর থেকে গুগল অনেক টাকা পায়। এছাড়া ইউটিউবে বিজ্ঞাপনও দেখানো হয়, যেখান থেকে গুগল অনেক টাকা আয় করে।
তবে, গুগলের সব সার্ভিস কিন্তু মোটেই ফ্রি নয়। বেশ কিছু সার্ভিস পেইড হয়। এগুলো ব্যবহারের বিনিময়ে ব্যবহারকারীদের টাকা দিতে হবে।
তবে, গুগলের সব সার্ভিস কিন্তু মোটেই ফ্রি নয়। বেশ কিছু সার্ভিস পেইড হয়। এগুলো ব্যবহারের বিনিময়ে ব্যবহারকারীদের টাকা দিতে হবে।
Google ক্লাউড এবং প্রিমিয়াম সামগ্রীর মতো পরিষেবাগুলি অর্থের বিনিময়ে প্রদান করা হয়৷ গুগল এই পরিষেবা গুলি থেকে প্রচুর আয় করে।
Google ক্লাউড এবং প্রিমিয়াম সামগ্রীর মতো পরিষেবাগুলি অর্থের বিনিময়ে প্রদান করা হয়৷ গুগল এই পরিষেবা গুলি থেকে প্রচুর আয় করে।
অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা গুগল তৈরি করেছে। যদিও অ্যান্ড্রয়েড ব্যবহার করার জন্য সরাসরি কোনও অর্থপ্রদান করা হয় না।
অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা গুগল তৈরি করেছে। যদিও অ্যান্ড্রয়েড ব্যবহার করার জন্য সরাসরি কোনও অর্থপ্রদান করা হয় না।
তবে কোম্পানিগুলি গুগুলের অন‍্যান‍্য প্রোডাক্টস যেমন গুগল প্লে স্টোর এবং গুগল সার্ভিসেস ব‍্যবহার করলে টাকা দিতে হয়। এইভাবেই আয় করে গুগল।
তবে কোম্পানিগুলি গুগুলের অন‍্যান‍্য প্রোডাক্টস যেমন গুগল প্লে স্টোর এবং গুগল সার্ভিসেস ব‍্যবহার করলে টাকা দিতে হয়। এইভাবেই আয় করে গুগল।
Google Play Store হল Google-এর একটি পরিষেবা, যেখানে Android স্মার্টফোনের জন্য অ্যাপ এবং গেম পাওয়া যায়। যদিও এই পরিষেবাটি ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে।
Google Play Store হল Google-এর একটি পরিষেবা, যেখানে Android স্মার্টফোনের জন্য অ্যাপ এবং গেম পাওয়া যায়। যদিও এই পরিষেবাটি ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে।
ব্যবহারকারীরা বিনামূল্যে যেকোনও অ্যাপ এবং গেম ডাউনলোড করতে পারবেন। তবে, এটি কোম্পানির জন্য বিনামূল্যে নয়। গুগল প্লে স্টোর ব্যবহার করার জন্য কোম্পানিগুলিকে অর্থ প্রদান করতে হবে। এ থেকে ভাল আয় হয় গুগলের।
ব্যবহারকারীরা বিনামূল্যে যেকোনও অ্যাপ এবং গেম ডাউনলোড করতে পারবেন। তবে, এটি কোম্পানির জন্য বিনামূল্যে নয়। গুগল প্লে স্টোর ব্যবহার করার জন্য কোম্পানিগুলিকে অর্থ প্রদান করতে হবে। এ থেকে ভাল আয় হয় গুগলের।

Google Chrome: Google ব্যবহারকারীদের জন্য ভারত সরকারের ‘হাই রিস্ক’ সতর্কতা জারি; ব্যক্তিগত ডেটা এবং ব্যাঙ্কিং তথ্য রয়েছে ঝুঁকিতে

গুগল ক্রোম ব্যবহারকারীদের এখন ভারত সরকারের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স দ্বারা জারি করা সর্বশেষ নিরাপত্তা ঝুঁকির সতর্কতা পরীক্ষা করা উচিত হবে। CERT-In-এর পরামর্শ অনুসারে, ম্যাক, লিনাক্স এবং উইন্ডোজের ক্রোম ব্যবহারকারীদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের ব্রাউজার আপডেট করা উচিত ‘হাই রিস্ক’ নিরাপত্তার ত্রুটি এড়ানোর জন্য, যা ক্রোমের নির্দিষ্ট সংস্করণগুলিকে প্রভাবিত করে।

আরও পড়ুনঃ এয়ারটেলকে জোর ধাক্কা দিতে মেগা রিচার্জ অফার নিয়ে বাজারে জিও, ৪২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং মাত্র এই টাকায়

ক্রোম ব্যবহারকারীদের জন্য CERT-In-এর সতর্কতা –

CERT-In বলছে যে Google Chrome-এ একাধিক দুর্বলতা পাওয়া গিয়েছে, যা একজন হ্যাকারের লক্ষ্য হতে পারে। বিভিন্ন সিস্টেম, ব্যক্তিগত ফাইল এবং ব্যাঙ্কিং বিশদ সহ ডেটা চুরি লক্ষ লক্ষ ব্যবহারকারীকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এর প্রভাবিত সংস্করণগুলি হল:

– ১২৬.০.৬৪৭৮.১৮২/১৮৩ (উইন্ডোজ এবং ম্যাক) এর আগের ডেস্কটপ সংস্করণের জন্য Google Chrome।

– ১২৬.০.৬৪৭৮.১৮২ (লিনাক্স) এর পূর্বের ডেস্কটপ সংস্করণের জন্য Google Chrome।

ক্রোম সতর্কতা: ক্রোম ব্যবহারকারীদের কী করা উচিত এবং কীভাবে সর্বদা নিরাপদ থাকা সম্ভব –

প্রতিরক্ষার প্রথম এবং একমাত্র উপায় হিসাবে, Chrome ব্যবহারকারীদের ডেস্কটপের জন্য সর্বশেষ স্থিতিশীল আপডেট ডাউনলোড করা উচিত। উইন্ডোজ এবং ম্যাকের জন্য আপডেট সংস্করণ ১২৬.০.৬৪৭৮.১৮২/১৮৩ এবং লিনাক্সের জন্য ১২৬.০.৬৪৭৮.১৮২। CERT-In রিপোর্ট করেছে যে, এই দুর্বলতাগুলি “V8-এ অনুপযুক্ত বাস্তবায়নের কারণে Google Chrome-এ বিদ্যমান; টাইপ V8-এ বিভ্রান্তি, V8-এ সীমার বাইরে মেমরি অ্যাক্সেস, স্ক্রিন ক্যাপচার, মিডিয়া স্ট্রিম, অডিও এবং নেভিগেশন-এ ব্যবহার এবং DevTools-এ ত্রুটি।”

একজন হ্যাকার এই দুর্বলতাগুলিকে কাজে লাগাতে পারে এবং তার শিকারকে একটি “বিশেষভাবে তৈরি করা ওয়েব পেজে” নিয়ে যেতে পারে। সহজ কথায়, এই সমস্যাগুলির কারণে ঝুঁকি বেশি এবং এই ধরনের আক্রমণ থেকে রক্ষা করার জন্য অবিলম্বে আপডেট করা অপরিহার্য। সাধারণভাবে, যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের সফ্টওয়্যার আপডেট করার পরামর্শ দেওয়া হয়— সেটি OS বা অ্যাপ-ই হোক না কেন, তা যখনই প্রস্তুতকারক রিলিজ করে তখনই আপডেট করা প্রয়োজন। আজকের বিশ্বে, হ্যাকাররা যে কোনও দুর্বলতাকে দ্রুত কাজে লাগাতে যথেষ্ট তৎপর, যা লক্ষ লক্ষ ইউজারকে ঝুঁকির মধ্যে ফেলে। অতএব, অ্যাপস এবং ওএস নিয়মিত আপডেট করা একটি রুটিন অভ্যাস হওয়া উচিত।