Tag Archives: Guinness World Records

Viral Story: ফাস্ট ফুড খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম, ১ দিনে খেয়েছেন ১৫০ রকমের খাবার, কে এই অদ্ভুত ব্যক্তি, নাম জানেন?

আবুজা: স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য প্রথমেই একেবারে নিষেধের বন্ধনীতে ফেলে দেওয়া হয় যাকে, তার নাম ফাস্টফুড৷ ওবিসিটি হোক বা উচ্চরক্তচাপ বা সুগার সবকিছুতেই ফাস্টফুড একেবারে ভিলেনের রূপে অবতীর্ণ৷

তা বলে রাস্তারধারের খাবার খেতে যে একেবারেই ইচ্ছা করে না ব্যাপারটা তাও নয়৷ কিন্তু তাও ফাস্টফুড নৈব নৈব চ৷ অথচ ভেবে দেখুন তো! একটা ব্যক্তি বিখ্যাত হয়ে গেল ফাস্টফুডকে কেন্দ্র করে৷ এই ধরনের খাবার বিক্রি করে অনেকেই ভাইরাল হয়েছে৷

আরও পড়ুন: ৬৩ বছরের বৃদ্ধাকে বলিউডের কুর্নিশ, শুনে নিন সফলতার এক অসাধারণ গল্প

কিন্তু এবার খাবার বিক্রি করে নয় বরং ফাস্টফুড খেয়ে ভাইরাল৷ স্রেফ ভাইরাল নয়৷ রীতিমতো গিনেস ওয়ার্ল্ড বুকে নিজের নামে তুলে ফেলেছে৷ এর আগে একজনের এই রেকর্ড ছিল, তিনি চব্বিশ ঘণ্টায় ১০০ রকমের ফাস্টফুড খেয়েছিলেন৷ সেই রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় ১৫০ রকমের ফাস্টফুডের আউটলেট ঘুরে নানা রকমের খাবার খেয়েছেন৷

ব্যক্তির নাম মুনাচিমসো ব্রায়ান নওয়ানা৷ ২২ বছর বয়সী এই ব্যক্তি কোনওরকম যানবাহন ছাড়াই প্রায় ২৫ কিলোমিটার হেঁটে ফাস্টফুডের আউটলেটে ঘুরেছে৷

আরও পড়ুন:ইসরোর মুকুটে আরও এক নতুন পালক, স্বাধীনতার পরের দিনই সফল উৎক্ষেপণ SSLV-র, দেখে নিন সেই ভিডিও

মুনাচিমসো বিকেল পাঁচটার সময় এই অসাধ্য কর্মযজ্ঞে নামেন৷ যদিও মাঝপথে রাতের বেলায় বেশ কিছুক্ষণ ঘুমিয়েও ছিলেন৷ পরের দিন বিকেল পাঁচটার মধ্যে তিনি তাঁর চ্যালেঞ্জটি সম্পূর্ণ করেন৷

এই খাবারের তালিকায় সরমা, ফ্রায়েড চিকেন, রোল, বার্গার, আইসক্রিম এই ধরনের নানা মুখরোচক খাবার খায়৷ শেষ অবধি গিনিশ ওয়ার্ল্ড রেকর্ড তাদের অফিশিয়ালি সোশ্যালমিডিয়ার পেজে মুনাচিমসো ব্রায়ান নওয়ানার সফলভাবে চ্যালেঞ্জ সম্পূর্ণ করার কথা ঘোষণা করেন৷

এমন মুখরোচক খাওয়ার খেয়ে বিখ্যাত হতে পারলে, কার না ইচ্ছা করে৷ কিন্তু এমন দুঃসাধ্য কাজ না করাই উচিত৷ কারণ যতই গিনিশ বুকে নাম উঠুক, এই ধরনের খাবার, এই পরিমাণে খাওয়া কিন্তু স্বাস্থের পক্ষে মারাত্মক হয়ে যেতে পারে৷

Worlds Oldest Living Human: ১২৪ বছরের জন্মদিন পালন, ১৯০০ সালে জন্ম বিশ্বের প্রবীণতম নাগরিক কি ইনি? বিশ্বজুড়ে শোরগোল

লিমা: ১৯০০ সালে জন্ম, বয়স ১২৪ বছর। পেরুর আন্দিজ পর্বতমালায় থাকেন ওই ব্যক্তি, নাম মার্সেলিনো আবাদ। গত ৫ এপ্রিল তিনি তাঁর ১২৪ বছরের জন্মদিন পালন করেছেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, মধ্য পেরুর বাসিন্দা এই মার্সেলিনোই বর্তমানে বিশ্বের প্রবীণতম নাগরিক বেঁচে রয়েছেন।

১২ দশক ধরে সুস্থ ভাবে বেঁচে রয়েছেন তিনি। দেখেছেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধও। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ১২৪ বছরের জন্মদিনের ছবি শেয়ার করেছেন মার্সেলিনো আবাদের পরিবার। সুন্দর করে সেজে, মাথায় টুপি পরে কেকের সামনে বসে রয়েছেন তিনি। মোমবাতিতে ফুঁ দিয়ে পালন করেছেন জন্মদিন।

আরও পড়ুন: সন্তানের ঠোঁটের ডগায় মিথ্যে কথা? এত মিথ্যে বলার প্রয়োজন পড়ছে কেন আপনার শিশুর, কখনও ভেবেছেন? জানুন

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে পেরু সরকার আবেদন জানিয়েছে তাঁকে বিশ্বের প্রবীণতম নাগরিক হিসেবে শিরোপা দেওয়ার জন্য। আবাদ কী খান নিজেকে সুস্থ রাখার জন্যে? জানা গিয়েছে, ভেড়ার মাংস ও ফল খেতে ভালবাসেন তিনি। এমনিতে শারীরিক ভাবেও সুস্থ রয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘তোর দ্বারা কিচ্ছু হবে না’! সন্তানকে এই কথাগুলি বলার আগে ১০০ বার ভাবুন, মারাত্মক ক্ষতি হতে পারে

গিনেস ক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তরফে জানানো হয়েছে, মার্সেলিনো আবাদের পরিবারের তরফে দেওয়া সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে প্রবীণতম নাগরিকের শিরোপা রয়েছে ব্রিটেনের বাসিন্দা জন টিনিসউডের। তাঁর বয়স ১১১ বছর। যদি মার্সেলিনো আবাদের দেওয়া তথ্য মিলে যায় তবে তিনিই হবে বিশ্বের সবচেয়ে প্রবীণতম মানুষ।