Tag Archives: Hair Growth

Hair Growth Vitamin: এই ভিটামিন না থাকলেই চুল হয়ে যায় খসখসে, প্রাণহীন…খাবেন কোন কোন খাবার, এক মাসেই সুন্দর-সুস্থ চুল

অনেক কারণে চুল পড়া বা পাতলা হতে পারে। পুষ্টির অভাবেও চুল পাতলা হয়ে যায়। আপনি যদি আপনার চুল পড়া নিয়ে চিন্তিত হন, তাহলে অবশ্যই আপনার খাদ্যতালিকায় প্রয়োজনীয় পুষ্টি উপাদান যোগ করুন।
অনেক কারণে চুল পড়া বা পাতলা হতে পারে। পুষ্টির অভাবেও চুল পাতলা হয়ে যায়। আপনি যদি আপনার চুল পড়া নিয়ে চিন্তিত হন, তাহলে অবশ্যই আপনার খাদ্যতালিকায় প্রয়োজনীয় পুষ্টি উপাদান যোগ করুন।
কিন্তু জানেন কি, কোন ভিটামিনের অভাবে আপনার চুল পড়ে? কোন ভিটামিন সমৃদ্ধ খাবার খেলে আপনার চুলের স্বাস্থ্য এবং জেল্লা ফিরে আসে৷
কিন্তু জানেন কি, কোন ভিটামিনের অভাবে আপনার চুল পড়ে? কোন ভিটামিন সমৃদ্ধ খাবার খেলে আপনার চুলের স্বাস্থ্য এবং জেল্লা ফিরে আসে৷
নিউইয়র্কের কসমেটিক স্কিন স্পেশালিস্ট মিশেল গ্রিন জানাচ্ছেন, স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির জন্য ভিটামিন অপরিহার্য৷ চুল পড়া ও পাতলা হওয়া রোধ করতে ভিটামিন সমৃদ্ধ খাবার দুর্দান্ত কার্যকরী প্রমাণিত হতে পারে।
নিউইয়র্কের কসমেটিক স্কিন স্পেশালিস্ট মিশেল গ্রিন জানাচ্ছেন, স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির জন্য ভিটামিন অপরিহার্য৷ চুল পড়া ও পাতলা হওয়া রোধ করতে ভিটামিন সমৃদ্ধ খাবার দুর্দান্ত কার্যকরী প্রমাণিত হতে পারে।
চুলের বৃদ্ধির জন্য সেরা ভিটামিনগুলির মধ্যে অন্যতম হল ভিটামিন বি, ভিটামিন ডি এবং ভিটামিন ই৷ এছাড়াও, চুলের বৃদ্ধির জন্য প্রয়োজন জিঙ্ক, বায়োটিন এবং আয়রন।
চুলের বৃদ্ধির জন্য সেরা ভিটামিনগুলির মধ্যে অন্যতম হল ভিটামিন বি, ভিটামিন ডি এবং ভিটামিন ই৷ এছাড়াও, চুলের বৃদ্ধির জন্য প্রয়োজন জিঙ্ক, বায়োটিন এবং আয়রন।
মিশেল গ্রিন জানাচ্ছেন, ভিটামিন বি চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বি যেমন ভিটামিন B7 (বায়োটিন) এবং B12 চুলকে মজবুত ও কন্ডিশনড করে।
মিশেল গ্রিন জানাচ্ছেন, ভিটামিন বি চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বি যেমন ভিটামিন B7 (বায়োটিন) এবং B12 চুলকে মজবুত ও কন্ডিশনড করে।
গবেষণা দেখা যায় যে, সুষম খাদ্য খেলে যে কোনও মানুষই সহজে তাঁর দৈনন্দিন খাদ্যতালিকায় ভিটামিন বি অন্তর্ভুক্ত করতে পারেন। ভিটামিন বি অনেক ধরনের খাবারেই পাওয়া যায়। যার মধ্যে রয়েছে শস্য, মাংস, মাছ, ডিম, ড্রাই ফ্রুট এবং অ্যাভোকাডো।
গবেষণা দেখা যায় যে, সুষম খাদ্য খেলে যে কোনও মানুষই সহজে তাঁর দৈনন্দিন খাদ্যতালিকায় ভিটামিন বি অন্তর্ভুক্ত করতে পারেন। ভিটামিন বি অনেক ধরনের খাবারেই পাওয়া যায়। যার মধ্যে রয়েছে শস্য, মাংস, মাছ, ডিম, ড্রাই ফ্রুট এবং অ্যাভোকাডো।
বায়োটিন, ভিটামিন বি7  নামেও পরিচিত। এটি একটি জটিল ভিটামিন যা চুলের বৃদ্ধির জন্য উপকারী বলে মনে করা হয়। বায়োটিন লোহিত রক্তকণিকা তৈরি করতে কাজ করে, যা মাথার ত্বক এবং চুলের ফলিকলে অক্সিজেন এবং পুষ্টি বহন করে। এটি কেরাটিন উৎপাদনেও গুরুত্বপূর্ণ, যা চুলের প্রোটিন।

বায়োটিন, ভিটামিন বি7 নামেও পরিচিত। এটি একটি জটিল ভিটামিন যা চুলের বৃদ্ধির জন্য উপকারী বলে মনে করা হয়। বায়োটিন লোহিত রক্তকণিকা তৈরি করতে কাজ করে, যা মাথার ত্বক এবং চুলের ফলিকলে অক্সিজেন এবং পুষ্টি বহন করে। এটি কেরাটিন উৎপাদনেও গুরুত্বপূর্ণ, যা চুলের প্রোটিন।

আপনি দুধ, ডিম, কলা, মাছ,  রাঙালু এবং বাদাম খেয়ে শরীরে বায়োটিন সরবরাহ বাড়াতে পারেন। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন শিম, মাছ এবং মাংস খেলে আপনার চুলের প্রোটিন অর্থাৎ কেরাটিন তৈরি হয়।
আপনি দুধ, ডিম, কলা, মাছ, রাঙালু এবং বাদাম খেয়ে শরীরে বায়োটিন সরবরাহ বাড়াতে পারেন। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন শিম, মাছ এবং মাংস খেলে আপনার চুলের প্রোটিন অর্থাৎ কেরাটিন তৈরি হয়।

HairFall Remedies: মুঠো মুঠো চুল উঠে টাক পড়ার দশা? হেঁশেল থেকে নিয়ে এটা দিন, এক ঢাল চুলে ঢাকবে মাথা

চুল পড়ার সমস্যায় জেরবার হননি, এমন মহিলা বিরল। সকলেরই কমবেশি অভিযোগ, মুঠো মুঠো চুল উ‍ঠছে চিরুনির সঙ্গে।
চুল পড়ার সমস্যায় জেরবার হননি, এমন মহিলা বিরল। সকলেরই কমবেশি অভিযোগ, মুঠো মুঠো চুল উ‍ঠছে চিরুনির সঙ্গে।

 

নানা কারণে চুল উঠতে পারে। অনেক সময় জটিল রোগের অসুখের উপসর্গও হতে পারে চুল পড়ে যাওয়া। রান্নাঘরের উপকরণেই আছে সহজ সমাধান।
নানা কারণে চুল উঠতে পারে। অনেক সময় জটিল রোগের অসুখের উপসর্গও হতে পারে চুল পড়ে যাওয়া। রান্নাঘরের উপকরণেই আছে সহজ সমাধান।

 

স্ক্যাল্পে নারকেল তেল মালিশ করুন। হেয়ার ফলিকলসে পুষ্টি যোগাবে। মজবুত হবে চুলের গোড়া। সহজে চুল পড়বে না।
স্ক্যাল্পে নারকেল তেল মালিশ করুন। হেয়ার ফলিকলসে পুষ্টি যোগাবে। মজবুত হবে চুলের গোড়া। সহজে চুল পড়বে না।

 

স্ক্যাল্পে মালিশ করুন অ্যালোভেরা জেল বা ঘৃতকুমারীর রস। তাহলে নতুন চুল জন্মাবে। কমবে চুল পড়াও।
স্ক্যাল্পে মালিশ করুন অ্যালোভেরা জেল বা ঘৃতকুমারীর রস। তাহলে নতুন চুল জন্মাবে। কমবে চুল পড়াও।

 

সালফার ভরা পেঁয়াজের রস স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায়। ফলে হেয়ার ফলিকলস এবং হেয়ার স্ট্র্যান্ডস মজবুত হয়ে ওঠে।
সালফার ভরা পেঁয়াজের রস স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায়। ফলে হেয়ার ফলিকলস এবং হেয়ার স্ট্র্যান্ডস মজবুত হয়ে ওঠে।

 

ডিমে থাকে প্রোটিন এবং বায়োটিন। চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই দুই উপাদান। ডিম দিয়ে তৈরি করুন হেয়ার মাস্ক।
ডিমে থাকে প্রোটিন এবং বায়োটিন। চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই দুই উপাদান। ডিম দিয়ে তৈরি করুন হেয়ার মাস্ক।

 

প্রোটিন ভরা টক দই দিয়ে মালিশ করলেও স্ক্যাল্প ও চুল সুস্থ থাকে।
প্রোটিন ভরা টক দই দিয়ে মালিশ করলেও স্ক্যাল্প ও চুল সুস্থ থাকে।

 

ভিজিয়ে রাখা মেথিদানা বেটে চুলের গোড়ায় লাগান। চুল রেশমি হবে। মজবুত হবে।
ভিজিয়ে রাখা মেথিদানা বেটে চুলের গোড়ায় লাগান। চুল রেশমি হবে। মজবুত হবে।

 

গ্রিন টি ঠান্ডা করে মালিশ করুন স্ক্যাল্পে। এর অ্যান্টিঅক্সিড্যান্ট চুল পড়া বন্ধ করে।
গ্রিন টি ঠান্ডা করে মালিশ করুন স্ক্যাল্পে। এর অ্যান্টিঅক্সিড্যান্ট চুল পড়া বন্ধ করে।

 

চুলের স্বাস্থ্য ধরে রাখতে মুশকিল আসান হতে পারে ক্যাস্টর অয়েল।
চুলের স্বাস্থ্য ধরে রাখতে মুশকিল আসান হতে পারে ক্যাস্টর অয়েল।

 

জবাফুলের পাপড়ি ও পাতা একসঙ্গে বেটে মালিশ করুন স্ক্যাল্পে। চুলের গোড়া মজবুত হবে। নতুন চুল গজাবে।
জবাফুলের পাপড়ি ও পাতা একসঙ্গে বেটে মালিশ করুন স্ক্যাল্পে। চুলের গোড়া মজবুত হবে। নতুন চুল গজাবে।
ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিড্যান্ট ভরা আমলকি চুলের গোড়া পোক্ত করে। কমায় চুল পড়া। ( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম))
ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিড্যান্ট ভরা আমলকি চুলের গোড়া পোক্ত করে। কমায় চুল পড়া। ( Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম))