Tag Archives: hanuman puja

Hanuman Puja Rituals : চাকরির খোঁজে রয়েছেন?কাঙ্খিত সাফল্য আসছে না? বছরের শেষ বড় মঙ্গলবারে করুন এই ছোট্ট কাজ

জৈষ্ঠ মাসের মঙ্গলবারকে বলা হয় বড় মঙ্গলবার। শাস্ত্রমতে এই দিন পবনপুত্র হনুমানের পুজো করলে তার বিশেষ কৃপা পাওয়া যায়। পাওয়া যায় সমস্ত বাধা, বিপত্তি থেকে মুক্তি।
জৈষ্ঠ মাসের মঙ্গলবারকে বলা হয় বড় মঙ্গলবার। শাস্ত্রমতে এই দিন পবনপুত্র হনুমানের পুজো করলে তার বিশেষ কৃপা পাওয়া যায়। পাওয়া যায় সমস্ত বাধা, বিপত্তি থেকে মুক্তি।
সনাতন পুরোহিত ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন, আগামী ১১ জুন ২০২৪ এর শেষ বড় মঙ্গলবার। এই দিন পবনপুত্র হনুমানের কৃপা পেতে তার পুজো করা উচিত। কয়েকটি সাধারণ নিয়ম মেনে পুজো করলেই বিশেষ ফল পাওয়া যায়।
সনাতন পুরোহিত ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন, আগামী ১১ জুন ২০২৪ এর শেষ বড় মঙ্গলবার। এই দিন পবনপুত্র হনুমানের কৃপা পেতে তার পুজো করা উচিত। কয়েকটি সাধারণ নিয়ম মেনে পুজো করলেই বিশেষ ফল পাওয়া যায়।
তিনি জানিয়েছেন, সনাতন ধর্ম মতে বিশ্বাস জৈষ্ঠ্য মাসের মঙ্গলবারই প্রভু রামের দেখা পেয়েছিলেন পবনপুত্র। তাই এই দিনটি তার কাছে বিশেষ। বড় মঙ্গলবারে হনুমানজিকে চোলা অর্পণ করার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, এই দিন সুন্দরকান্ড পাঠ করলে জীবনে আসা সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি কেটে যায়।
তিনি জানিয়েছেন, সনাতন ধর্ম মতে বিশ্বাস জৈষ্ঠ্য মাসের মঙ্গলবারই প্রভু রামের দেখা পেয়েছিলেন পবনপুত্র। তাই এই দিনটি তার কাছে বিশেষ। বড় মঙ্গলবারে হনুমানজিকে চোলা অর্পণ করার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, এই দিন সুন্দরকান্ড পাঠ করলে জীবনে আসা সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি কেটে যায়।
তিনি বলছেন, এই বড় মঙ্গলবার তাঁদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যাঁরা কাজ অথবা উপার্জনের খোঁজে রয়েছেন। তিনি বলছেন, এই দিন বজরংবলীকে প্রসাদরূপে এক খিলি পান অর্পণ করা উচিত। পান অর্পণ করার পর নিষ্ঠাভরে পুজো এবং হনুমান চালিশা পাঠ করলে মনস্কামনা পূর্ণ হয়।
তিনি বলছেন, এই বড় মঙ্গলবার তাঁদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যাঁরা কাজ অথবা উপার্জনের খোঁজে রয়েছেন। তিনি বলছেন, এই দিন বজরংবলীকে প্রসাদরূপে এক খিলি পান অর্পণ করা উচিত। পান অর্পণ করার পর নিষ্ঠাভরে পুজো এবং হনুমান চালিশা পাঠ করলে মনস্কামনা পূর্ণ হয়।
দামোদর বাবু জানিয়েছেন, যাদের ব্যবসায় মন্দা চলছে অথবা কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না, তারা বড় মঙ্গলবার হনুমানজির পুজো করুন। এরপর তাঁর পা থেকে সিঁদুর সংগ্রহ করুন। তারপর সেই সিঁদুর দিয়ে একটি সাদা পাতায় থাকুন স্বস্তিক। তারপর সোনালী ফ্রেমে বাঁধিয়ে আপনার ওয়ার্কডেস্ক এ রাখুন। দেখুন কিভাবে আসবে সাফল্য।
দামোদর বাবু জানিয়েছেন, যাদের ব্যবসায় মন্দা চলছে অথবা কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না, তারা বড় মঙ্গলবার হনুমানজির পুজো করুন। এরপর তাঁর পা থেকে সিঁদুর সংগ্রহ করুন। তারপর সেই সিঁদুর দিয়ে একটি সাদা পাতায় থাকুন স্বস্তিক। তারপর সোনালী ফ্রেমে বাঁধিয়ে আপনার ওয়ার্কডেস্ক এ রাখুন। দেখুন কিভাবে আসবে সাফল্য।

Hanuman Puja: রামনবমীর দিনই ভক্ত হনুমানকে স্মরণ, মঙ্গল কলস নিয়ে কয়েকশো মহিলার শোভাযাত্রা

পশ্চিম বর্ধমান: সকাল সকাল বাজারের ব্যস্ত রাস্তায় মহিলাদের শোভাযাত্রা। মঙ্গল কলস নিয়ে শোভাযাত্রা কয়েকশো মহিলার। তবে এই বিশাল আয়োজন রামনবমী উপলক্ষে নয়। এই আয়োজন হনুমান মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে। কয়েকশো মহিলার মঙ্গল কলস শোভাযাত্রার মধ্যে দিয়ে হনুমান মন্দিরের পুজোর এই বিশাল আয়োজন চলে আসছে গত ২৫ বছর ধরে।

পাড়াগড় বাজারে রয়েছে বহু পুরানো একটি হনুমান মন্দির। যদিও এই হনুমান মন্দিরটি আগে ছিল ছোট্ট একটি চালা ঘরে। তবে পরে তৈরি করা হয় বিশাল একটি মন্দির। আর তারপর থেকেই এখানে বার্ষিক পুজো উপলক্ষে করা হয় বিশাল জাঁকজমক। মহিলাদের মঙ্গল কলস শোভাযাত্রা তারই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

আর‌ও পড়ুন: প্রার্থীদের কাছে মথুরাপুরের মানুষের দাবি একটাই, আর কিচ্ছু চান না তাঁরা

মন্দির কমিটির সদস্য তথা এই মন্দিরের এক সেবায়েত উমেশ মিশ্র বলছেন, এই মন্দিরের কিছু ভক্তদের উদ্যোগে এই মন্দিরটি তৈরি করা হয়। হনুমান মন্দিরের বার্ষিক পুজো পানাগড় এলাকার সবথেকে বড় উৎসবগুলির মধ্যে একটি। এই অনুষ্ঠানে এলাকার সমস্ত মানুষজন অংশগ্রহণ করেন। মঙ্গল কলস শোভাযাত্রায় ছোট থেকে বড় বিভিন্ন বয়সের মহিলারা অংশগ্রহণ করেন। শোভাযাত্রার সময় হাজির হন কয়েক হাজার মানুষ। আবার দিনভর চলে পুজো-পাঠ।

জানা গিয়েছে, এবারও মঙ্গল কলস শোভাযাত্রার মাধ্যমে পুজো শুরু হয়েছে। সারাদিন পুজো পাঠের পর রামনবমীর সন্ধেয় রয়েছে বিশেষ শোভাযাত্রা। রয়েছে খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থা। তাছাড়াও পুজোপাঠের কর্মসূচিতে রয়েছে ইসকন কর্তৃপক্ষের ভজন-কীর্তন। তাছাড়াও বিশেষ ভাণ্ডারার ব্যবস্থাও থাকছে এখানে। মন্দিরের বার্ষিক পুজো উপলক্ষে গোটা পানাগড় বাজার সাজিয়ে তোলা হয়েছে। সেজে উঠেছে মন্দির। হাজার হাজার ভক্ত অটুট বিশ্বাস নিয়ে হাজির হয়েছেন মন্দিরে।

নয়ন ঘোষ